![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার দুঃখ
সৃষ্টিকর্তার অপার দয়া,
সৃষ্টি করেছেন আমায় মধ্যবিত্ত করে
শিখেছি, কিছু দুঃখ মাটি চাপা দিতে
সর্বস্ব বিলীন হয় তারই ভিতরে।
উরে যায় দুঃখ কিছু বাতাসের সাথে
শুকনো পাতা যেন বসন্তের রাতে,
ভাসিয়ে দেই কিছু জলের উপরে
ভেসে যায় ছাই হয়ে নীল সাগরে,
বাকিটা মিশিয়ে দিব আলোর মাঝে
আনন্দ-বেদনা রবে জীবন সংসারে।
প্রশংসা সকলই তোমার জন্য হে প্রভু, দয়াময়!
শিখিয়েছ আমায় তুমি করতে দুঃখ জয়,
শক্তি দাও মোরে আরও, ধৈর্য ধরার;
মধ্যমপন্থী বান্দা হয়ে যেন থাকি তোমার।
©somewhere in net ltd.