নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.saifoddowla.com

এম এস জুলহাস

কোচিং, প্রাইভেট ও নকলমুক্ত শিক্ষক, শিক্ষা ও শিক্ষাঙ্গন চাই . . .

এম এস জুলহাস › বিস্তারিত পোস্টঃ

মনের দুঃখে আজাইরা দুইডা প্যাঁচাল . . .

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮





বদলীর দরখাস্তটি নিয়ে ঘুরতে ঘুরতে জানের কম্ম সারা। মাসে ৪/৫ টি করে জমা দেই। শেষটি জমা নে’য়ার সময় বলে দিলো- এবার হবেই, নিশ্চিন্তে বাড়ী যান। ৩/৪ দিন পর অফিস থেকে হঠাৎই ফোনে জানালেন আপনার দরখাস্তের উপর আপনার এলাকার মন্ত্রী/এমপি সহ কমপক্ষে ২/৩ জন মন্ত্রী এমপি’র সুপারিশ লাগবে। পড়ে গেলাম বিপদে, মহা বিপদে। ছুটিও বেশীদিন নাই। এবার যদি না হয় কিংবা সুপারিশ যদি না নিয়ে দিতে পারি তাহলে বদলী না হওয়ার জন্য ঐটাই আমার দোষ হয়ে যাবে। সুতরাং গলায় গামছা বাইন্ধা আবার ঝাপা’য়া পড়লাম।



কর্মস্থল এলাকার প্রভাবশালী মন্ত্রী (ফিরা মন্ত্রী) তার কাছে গিয়েতো তার বউ বাচ্চা সবার দ্বারে দ্বারে ঘুরেও শেষমেশ তার সোনার টুকরা পোলাডার কাছে বদলীর বাজেট পেশ করতে পারলামনা বলে দরখাস্তের উপর সাইনটাও পেলামনা।



(১)

প্রায় ৫০’র বেশী ফোন কলের পর অনুমতি পেলাম। মহেন্দ্রক্ষণে মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করলাম। প্রসঙ্গ বর্ণনা করলাম। একটু বেশী খাতির পাবার জন্য, পরিচয়টা গাঢ় করার জন্য বললাম স্যার আপনার ভাতিজা আমাদেরই স্কুলে পড়ে। আমার ছাত্র। ক্লাস নাইন -এ।

কোন লাভ হলোনা। অবশেষে জানলাম এসব বদলী টদলীর ব্যপারগুলো নাকী মাননীয় ভাবী মহোদয় দেখেন। আশাহত হয়েও একটু আশার আলো পেলাম। এখন ভাবীর দেখা পাই কই ? ছুটলাম ভাবীর উদ্দেশ্যে। আরেক শুভক্ষণে পেলাম ভাবীকে। কথাবার্তার কোন এক প্রসঙ্গে আহ্লাদী সুরে জানতে চাইলেন-

তুমি কি ডলিকে চিনো ? আমার মেয়ে ডলি ? ওতো তোমাদের স্কুলে ছিলো।

ভাবলাম আমার কাজটা এই বুঝি হয়ে গেল। পরিচয় দিলে আমাকে তো চিনতে পারবে! আমার চোখ দু’টো চকচক করতে লাগলো। বললাম-

জ্বী। চিনি। উনাকে আমি কলিগ হিসেবে পেয়েছিলাম ৫ মাস। তারপর উনি বদলী হয়ে চলে গেলেন।

কিছুক্ষণ পর বললেন

নিয়োগ-বদলীর ঝামেলাগুলো আমার ছেলেই ভালো বুঝে। (হৃদয়). . .হীনই এগুলোর ব্যপারে ভালো জানে। ওর কাছে যাও, আমি ওকে বলে দেব।



যাক বাঁচা গেল। এবার নিশ্চিত। আমাকে আর দৌঁড়াতে হবেনা। গরু খোঁজা খুঁজে শেষে মন্ত্রীপুত্রধনকে রাতের বেলায় পেলাম। কি অবস্থায় পেলাম তা না-ই বা বললাম। তবে কোথায় পেলাম তা বলা যায়। টি এস সির পূর্ব পার্শ্বের পার্কটার অন্ধকারে. . .। সঙ্গে আমার ভাগিনা। ভাগিনাই উনার খোঁজ নিয়ে দিল। শুনেছি ভাগিনাকে অতিশয় স্নেহ করেন উনি। ভাগিনার মেধার নাকী উনি খুউউব কদর্য করেন। তাই আমার প্রয়োজনের কথাটা ভাগিনাকে দিয়েই পাড়লাম। সব কথা শুনে বললেন বদলীতো এখন বন্ধ। কাজ হবে কি-না দেখতে হবে। একথা সেকথার ফাঁকে জিজ্ঞেস করলেন

তা আপনার বাজেট কতো ?

আমি আমতা আমতা করতে করতে-

বাজেট, বাআআজেট. . .।

মুহূর্তেই পকেট থেকে একটা কার্ড আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন

কাল আমাকে ফোন করবেন।





(২)

পরদিন নানা কেরফা কাহিনী করে সারাদিন বসে বসে মশা-মাছি মেরে সন্ধ্যায় বাসায় গিয়ে হাজির হলাম। না “ফিরা” মন্ত্রীর বংশের কাউরো বাসায় না। তবে তার জাতীয় ছোট ভাই। সংসদ সদস্য। এখানে এসে দেখি আমার এক পাড়াত ভাই। সঙ্গে আরো বেশ ক’জন। বেশ সম্মানিত, অল্প বয়স্ক ব্যক্তি। নির্বাচনের আগে একবার এলাকায় গেলে চোখে পড়েছিল। তখন উনি এত ব্যস্ত ছিলেন যে দম নেবার টাইম নাই যেন। পারেন তো প্রার্থীর অজুর পানি, টয়লেটের পানিও সামনে এনে ধরেন। এত ব্যস্ত ! রিক্সা ভ্যানে আসার সময় একটা ঔষধের দোকান থেকে ডাকলেন। কাছে আসলেন। ভ্যানে বসা থেকে দাঁড়ালাম। কানে কানে বললেন এবার তুমি কি কোন ভোট কেন্দ্রে থাকবা না-কি ? বললাম নাম-লিস্ট নিছে, থাকতে পারি। আমরাতো বড়জোর সহঃ প্রিঃ অঃ। বললেন তাইলেই তো হইছে। মনে রাইখো তুমি কিন্তুক মুরাদ ভাইয়ের বাপের সাথে থাকছ, তার গাড়িতে ঘুরছ, হাজার হইলেও মুরাদ ভাই কিন্তু তোমাদের আত্মীয়. . .। বললাম আইচ্ছা। এই ভ্যান, যাও।



সাংসদের বাসায় এই লোকটাকে দেখে একটু সাহস পেলাম। কেন যেন এগিয়ে এসে বুকে জড়িয়ে নিলো। চুপি চুপি জানতে চাইলেন,

এখানে কেন ?

ঘটনা বললাম।

বললেন এইটা একটা ব্যপার হইল ? কাইলই তুমার বদলী হইব। তুমি যায়া ঘুমায়া থাক গিয়া। মুরাদ ভাইয়ের সাথে তোমার দেখাই করার দরকার নাই। আমরা আছিনা ?

তা হোক। আপাতত এই দরখাস্তটায় একটা সুপারিশ লাগবে।



সাংসদ আসলেন। আমি কিছু বলার আগেই উনি গড়গড়িয়ে বলতে লাগলেন- ভাই ওরে চিনেন ? ও অমুক। আমাদের এলাকার ওর সাথে লিডারের (সাংসদের মরহুম পিতা) সাথে খুউউব ভাব ছিলো। সারাদিন লিডারের সাথে সাথেই থাকতো। (সাংসদের ছোট বোনের নাম বলে) অমুক আর ও কিন্তু ক্লাসমেট। আপনি আগে এলাকায় বেশী যান নাই তাই চিনেন না। ও-ই লিডারের সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছে. . . ইত্যাদি ইত্যাদি। কান ঝালাপালা।



সাংসদ এবার আমার নাম জিজ্ঞেস করে বললেন

কোন বাড়ী আপনার ?

দরখাস্তটা সামনে ধরতে ধরতে বললাম

আমি তুহিনের মামা। আমার নাম অমুক।

সাংসদ বললেন-

আমি সুপারিস করতে পারি, ফোনও করে দিতে পারি কিন্তু আমার কথায় কোন কাজ হবেনা। এরচে তুমি এক কাজ করো আজম ভাইকে ধরো উনি শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে আছেন।

বলতে বলতে সইটা করে দিয়ে বললেন আমি তুহিনের সাথে কথা বলবো।



বের হয়ে আসতেই পাড়াত ভাইটিও পিছু নিল।

কোন চিন্তা কইরো না।

বললাম দেখেননা একটু কিছু করা যায় কি-না।

শুনে বললো হাজার বিশেকের মধ্যেই তোমার কাজ হয়ে যাবে। তুমি টাকা জোগাড় কর। ভাইকে আমি জোর কইরা ধরমু। তোমার কাজ এইডা কইরাই দেয়ন লাগবো তার. . .।

চলে গেলেন সাংসদের কক্ষে। দরজায় ঢুকা মাত্রই সাংসদের প্রশ্ন

হ্যাঁ এবার মানিক বল তোমার কী খবর ?

কেন যেন একটু কৌতুহল জাগলো। একটু দাঁড়ালাম। ভিতর থেকে ভেসে এল

“আমাদের বাড়ীর কারেন্ট সাপ্লাইয়ের ট্রান্সমিটারটা জ্বইলা গেছে। কয়দিন ধরে এত বলছি ঠিক করে দেয়না। আপনি একটু বলে দেন. . .।”





(৩)

রাতের বেলায়ই এক চাইমচ্যার হাতে পায়ে ধরলাম যেকোন একটা মন্ত্রী/প্রতিমন্ত্রীর সাথে দেখা করিয়ে দিতে। একজন পি.এস এর নম্বর দিয়ে বললো উনার সাথে কথা বলতে। পি.এস পরদিন ভোর ৬ টায় বাসায় আসতে বললেন।



ফজর নামাজ পড়েই হাঁটতে হাঁটতে রওনা দিলাম। বাসায় গিয়ে দেখি আমার আগেই প্রায় ২০/২২ জন উপস্থিত। কোনমতে এক কোনায় দাঁড়িয়ে রইলাম। ইতোমধ্যে আমরা জন সংখ্যা প্রায় ৩০/৩২ জনে উন্নীত হলাম। আমাদের মধ্যে ১৭ জনের একটি দল আছেন যারা সবাই এলজিইডিতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কর্মরত আছেন। একজন আছেন ৭২ বছর বয়স্ক বৃদ্ধ। গায়ে ময়লা একটা পাঞ্জাবী, তার উপরেই সাদা একটা টি শার্ট গায়ে জড়ানো। শার্টটির বুকে মুক্তিযুদ্ধ বিষয়ক কী কী যেন লেখা। বুকে মুক্তি যোদ্ধাদের একটা পিন লাগানো। মোটামুটি সবারই দৃষ্টির কেন্দ্রবিন্দু এই লোকটা। বয়সের ভারে চলতে পারেন না। আর এমনিতেই মাজা বেঁকে গেছে। চোখেও খুব একটা দেখেন না। এসেছেন নওগাঁ এলাকা থেকে।



প্রায় ঘন্টা দেড়েক পর মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় রুমে আসলেন। যে যার যার মতো হুড়োহুড়ি করে তার কক্ষে ঢুকার চেষ্টা করলেন। পি.এস এর বাধার মুখে কেউ কেউ বাইরেই থাকলেন। সঙ্গে বৃদ্ধ লোকটিও। আমরা বেশ কয়েকজন মন্ত্রীর টেবিলের চার পাশে দাঁড়িয়ে আছি। এক পর্যায়ে বৃদ্ধকে ভেতরে আনা হলো। অন্যান্য কাগজ পত্রে সই করতে করতেই মন্ত্রী সাহেব জিজ্ঞেস করলেন

আপনার কী সমস্যা ?

শুনেই বৃদ্ধ লোকটি কাঁদতে কাঁদতে তার আরজ পেশ করলেন।

কান্না শুনেই মন্ত্রী মুখ তুললে। ছাগলের ল্যাদার মতো ঝরঝরিয়ে বলতে লাগলেন-

ঐসব মুক্তি যোদ্ধা-টোদ্ধা টাল বাহানা এখন ছাড়েন। নিজের জীবনটা নিজেই পরিচালনা করতে চেষ্টা করেন। সরকার কয় মুক্তিযোদ্ধারে বসায়ে বসায়ে পালবো ? ভিক্ষা করে, মাগনা মাগনা আর কয়দিন চলবেন ? বয়সতো শেষ, এখন এই ক’টা দিন আল্লা-বিল্লা করে কাটায়া দেন। সেদিন ৫০০ টাকা পান নাই ? রতন আপনাকে টাকা দেন নাই ?

বৃদ্ধ বললেন জ্বী দিছে। আপনি আবার আজ আসতে বলছেন। বউকে নিয়ে এসেছি। আজ হাসপাতালে ভর্তি করাব. . .

আত্মীয় স্বজন, গুনাগুষ্ঠিকে চিকিৎসা করাবেন সেই খরচতো সরকার দিবেনা। মুক্তিযোদ্ধা হইছেন বলেই কি সরকার সব ফ্রী করে দিবে ? ব্যক্তিগত ভাবে আপনার জন্য ২০০০ টাকার কথা বলেছি। ৪ তারিখে এসে চেক নিয়ে যাবেন। রতন, উনাকে আজ দু’শ টাকা দিয়ে দিন।


বৃদ্ধের কান্না থামলো। চোখ মুছে ঠাঁয় দাঁড়িয়ে রইলেন। টাকাটা হাতে পেতে পেতে আমার সুপারিস সহ দস্তখতটা হয়ে গেল। বের হওয়ার আগে পিএস এর সাথে দু’টো কথা বলবো এ কারনে একটু অপেক্ষা করছি। ইতোমধ্যে বৃদ্ধ লোকটি টাকা নিয়ে বেরিয়ে গেল। আমিও কথা বলে বেরিয়ে আসলাম। আবার লোকটির সাথে দেখা হলো রাস্তায়। জিজ্ঞেস করলাম

কাকা কী করেন আপনি ?

কিছু না বাবা।

আগে কী করতেন ?

হাই স্কুলে মাস্টারী করতাম বাবা।

আমার কলিজাটা চ্ছাৎ করে উঠলো। শালার জীবনরে ! একজন মুক্তিযোদ্ধা, সারা জীবন মাস্টারী করে হাজার হাজার পোলাপান মানুষ করে আজ কাঁধে তুলেছে ভিক্ষার ঝুলি। ভাবলাম নিজের জীবনটাই বা কম কীসের ? আমি নিজেওতো একটা মাস্টার তাই ঐ জীবন আসতে আর বেশী দিন বাকী নাই। অজানা এক শংকায় মনটা ভারী হয়ে এল। কাকা দো’য়া করবেন বলে ১০০ টাকার একটা নোট চাচার হাতে গুঁজে দিয়ে বিপরীত দিকে হাঁটা ধরলাম।

মন্তব্য ৪২ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫

অপ্‌সরা বলেছেন: হুম!!

কি দরকার এত বদলীর ভাইয়া? যেখানে আছো সেখানে কি সমস্যা??

একটা বদলীর জন্য এত কাঁঠখড় পোড়াতে হবে?

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩০

এম এস জুলহাস বলেছেন:
প্রথমতঃ বলি- হ্যাঁ, সমস্যা। বড় সমস্যা।

প্রথম দিক থেকেই ঢাকায় দিতে চেয়েছে। আমি রাজী হইনাই। বাড়ী থেকে মোটর সাইকেলে কর্মস্থলের দূরত্ব ৪০/৪২ মিঃ এর। অথচ এখান থেকে আমি যেতে চাই প্রায় ৩৫০ কিঃমিঃ দূরে। নিশ্চই বড় কারনে, কর্তাব্যক্তিরা তা জানেন।

সেই ছোট্ট কালে পৌষের শীত সকালের কুয়াশা ভেঙ্গে, উল্টো নদী পার হয়ে প্রাইভেট পড়তে গিয়ে সদ্য বিবাহিত স্যারকে ঘুম থেকে ডেকে উঠাতাম, তখনই মনে মনে কল্পনা করতাম জীবনে শিক্ষক হবোনা কোনদিন। উফ্ ভাগ্যের চাকাটা আমার. . .।

বলুনতো আমার মতো অন্যান্য শিক্ষক কেন সবকিছু ছেড়ে প্রাইভেট বাণিজ্য করেন বাংলাদেশের সর্বত্র ? ওই কাজটা করিনা আমি। ওটাকে দেখতেও পারি না। আমার কর্মটাও যদি না করতে পারি বলুনতো কী যাতনা আমার ?

চাকুরী আর পার্শ্ব কর্মের জন্যই আমার ভালো একটা পরিবেশ চাই। তা নাহলে যে আমি কর্ম পঙ্গু হয়ে যাবো।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯

চোখাচোখি বলেছেন:
আপনার লেখা পড়ে দীর্ঘশ্বাস ছাড়লাম শুধু।

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩২

এম এস জুলহাস বলেছেন:
আমার যে শ্বাসই বন্ধ হয়ে আসছে।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭

ব্লগ ৪১৬ বলেছেন: মুক্তিযোদ্ধাদের যে সব করুন কাহিনী দেখতাছি দেশে আবার যুদ্ধ লাগলে কেউ যায় কিনা সন্দেহ আছে....

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৫

এম এস জুলহাস বলেছেন:
আপনি যেতে পারেন। অন্ততঃ আমি যাবোনা, দরকার নাই।

বাড়ীর মোড়ের মুক্তিযোদ্ধা আছির মেকার শেষ জীবন পার করলো সাইকেল মেকার হয়ে। দুঃখ নাই তাতে। যখন দেখলাম তার মৃত্যুর পর ১৭০০/- টাকা দেনার দায়ে ঘরের মালিক তার শেষ সম্বল যন্ত্রপাতি কয়টা রেখে দিয়ে ছেলে ২ টাকে বের করে দিলো। মনে হলো কী হয়েছে কচুর মুক্তি যুদ্ধ করে ? যে এলাকার মুক্তি যোদ্ধা ইউনিয়ন কমান্ড কাউন্সিলের কমান্ডার হয়েছিলেন আসল কমান্ডারের ভাতিজা, যার কী-না জন্মই হয়েছে মুক্তিযুদ্ধের কয়েক বছর আগে।

" মুক্তিযুদ্ধ করে বারিক (কমান্ডার) আর রাইফেল নম্বর পায় এনামুল (ভাতিজা)"
----- এই এলাকার প্রচলিত প্রবাদ।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫০

কুয়াশায় ডাকা বলেছেন: দীর্ঘশ্বাস ছাড়া ছারা আর কিছুই করতে পারলাম না...

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩২

এম এস জুলহাস বলেছেন:
ধন্যবাদ ছাড়া কিছু্‌ই দিতে দিলাম না।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫২

নাজমুল আহমেদ বলেছেন:

কিচ্ছু বলার নাই....... শুধুই দীর্ঘশ্বাস

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৫

এম এস জুলহাস বলেছেন:
এছাড়া আমাদের আর আছে-ই বা কী করার ?

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫২

অলস ছেলে বলেছেন: দু:খজনক। খারাপ লাগলো

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৬

এম এস জুলহাস বলেছেন:
অন্তঃদহন মূলকও বটে। কিচ্ছু করার নাই।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৬

লাইফ স্টোরি বলেছেন: হায়রে মুক্তিযোদ্ধা দু:খজনক ,মনটা খারাপ হয়ে গেল

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪০

এম এস জুলহাস বলেছেন:
আর মাত্র কয়টা দিন ! দেশের সর্বশেষ মুক্তিযোদ্ধাটাও যেদিন ঐপারে যাবে তখন আর এ নিয়ে আফসোস করতে হবেনা, আফসোস করার কিছু থাকবেও না।

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৩

সায়েম মুন বলেছেন: দীর্ঘশ্বাস

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৩

এম এস জুলহাস বলেছেন:
হুমমম। আকাশ বাতাস ভারী হয়ে যাবেতো !

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০১

তবুও তুমি আমার বলেছেন: ভাল বলেছেন। আরো কিছু দেখা বিষয় শেয়ার করেন। আপনার দেখার দৃষ্টিভঙ্গী আর অন্তদৃষ্টি অসাধারন।

৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৩

এম এস জুলহাস বলেছেন:

তাই ?


ধন্যবাদ।

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:০৫

ইষ্টিকুটুম বলেছেন: হুমমমম!!

০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০৯

এম এস জুলহাস বলেছেন:
হুমমমমম মানে কী ?

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:১১

আলী আরাফাত শান্ত বলেছেন: +

০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১০

এম এস জুলহাস বলেছেন:
খুশী হলাম।

১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১৪

আশরাফুল ইসলাম সাগর বলেছেন: আপনার এ লেখাটা কি ফেসবুকে শেয়ার করতে পারি?

০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১১

এম এস জুলহাস বলেছেন:
কেন পারেন না ? অবশ্যই পারেন।

১৩| ০৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫১

মুহিব বলেছেন: দান করা তো খুব ভাল কথা। কিন্তু কেন যেন আমার দান বা সাহায্য করতে ভাল লাগে না।

০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৫

এম এস জুলহাস বলেছেন:
ওটাকে কি দান বলা যায় ? নিজের ভবিষ্যৎ জীবনের কথা ভেবে আতংকিত হয়ে. . .। পেশাটা একইতো, তা-ই . . . !

১৪| ১৫ ই মার্চ, ২০১১ রাত ১০:৩৫

আব্দুল্লাহ আফফান বলেছেন: এই এ্মপি আর প্রতিমন্ত্রীর পাছায় লাথি মারা দরকার প্রথমে তার পর অন্য কিছু

১৫ ই মার্চ, ২০১১ রাত ১১:০৪

এম এস জুলহাস বলেছেন:
সেই যোগ্যতা কি ভাই আমাদের মতো নাদান পাবলিকের আছে কিংবা হবে কোন কালে ?

১৫| ১৬ ই মার্চ, ২০১১ সকাল ১১:৫০

ইলুসন বলেছেন: সরকার এখন নাকি মুক্তিযোদ্ধাদের নাতিদের জন্যও কোটার প্রচলন করেছে, আরে এদিকে অনেক মুক্তিযোদ্ধা খেতে পায় না! কি যে বলব। ভাষা নেই কিছু বলার, নিজেদের অপরাধী মনে হয়।

১৭ ই মার্চ, ২০১১ রাত ১:০৬

এম এস জুলহাস বলেছেন:
বর্তমানে মুক্তিযোদ্ধাদের নাতী-নাতনী প্রজন্ম পর্যন্তই বংশ বৃদ্ধি হইয়াছে। তাই এর পরের প্রজন্ম পর্যন্ত যাওয়া সম্ভবপর হইয়া উঠেনাই। কথা দিতেছি অচিরেই দেখিতে পারিবেন- নাতী-নাতনীদের পরের আরোও ৪/৫ প্রজন্মের জন্য এই ধরনের সুবিধা কোঠা বৃদ্ধি করা হইবে। (আমীন)

১৬| ১৭ ই মার্চ, ২০১১ সকাল ৭:০৫

আব্দুল্লাহ আফফান বলেছেন: একদিন সময় আসবে যে দিন হাজারোও কেদে এই এ্মপি আর প্রতিমন্ত্রীদের লাভ হবে না ..........আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন যাকে ইচ্ছা বেইজ্জতি করেন।

১৭ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৪৬

এম এস জুলহাস বলেছেন:
কোরআনের আয়াতের বাংলা তরজমা মেরে দিলেন !


অসংখ্য ধন্যবাদ আপনাকে আব্দুল্লাহ আফফান ভাই।

১৭| ১৮ ই মার্চ, ২০১১ রাত ১২:৪৭

হাম্বা বলেছেন: ইলুসন বলেছেন: সরকার এখন নাকি মুক্তিযোদ্ধাদের নাতিদের জন্যও কোটার প্রচলন করেছে, আরে এদিকে অনেক মুক্তিযোদ্ধা খেতে পায় না! কি যে বলব। ভাষা নেই কিছু বলার, নিজেদের অপরাধী মনে হয়।

১৮ ই মার্চ, ২০১১ রাত ১:৩০

এম এস জুলহাস বলেছেন:
ভাই এখানে (ব্লগে) কথা বললেইতো মওকা লাগায়া দিবে ছাগু, পাগু, হাগু, হাম্বা, বিম্পি, জামেতী, শিবিরী . . .।

দেশে প্রকৃত শিক্ষিত বেকাররা অন্য সংস্থানের সুযোগ পায়না, সেখানে মুক্তিযোদ্ধার ট্যাগ লাগানো অপ্রকৃত মুক্তিযোদ্ধাদের পাড়াত আত্মীয় নামের আন্ডা-বাচ্চারা . . .।

আসুন- মুক্তিযুদ্ধ একটুউউউ পরে...। আগে দেশের মানুষগুলোকে মানুষ ভাবি, তাঁদেরকে প্রকৃত সম্মানটুকু দিতে চেষ্টা করি। দেখবেন আপনা-আপনিই মুক্তযোদ্ধাদেরকে নিয়ে ভাবা হয়ে গেছে। এরপর তাঁদের জন্য আর একটু বেশী ভাবা।

একবার দেখুনতো আপনি যেখানে আছেন, আপনার পাশের লোকটিই কি, আমি নিজেই কি যার যার স্থানের যোগ্য ? আসুন- সঠিক স্থানে সঠিক যোগ্য লোকটির পদায়ণে সহায়তা করি। মানুষকে মানুষ ভাবতে শুরু করি।

নিজেকে অপরাধী ভেবে কোন ফায়দা নেই। ভাষা হারিয়ে মূক হয়ে লাভ নেই। চলুন সামনে যাই. . .।

১৮| ১৮ ই মার্চ, ২০১১ দুপুর ১:৪৭

হাম্বা বলেছেন: কথাত সেটাই- তার অযোগ্য ছেলেকে পদ দিতে হবে সেই আশা নিয়ে কি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল?

১৯ শে মার্চ, ২০১১ সকাল ১০:১০

এম এস জুলহাস বলেছেন:
দেখোছি প্রকৃত অনেক মুক্তিযোদ্ধারা শুধু তার ছেলেমেয়ে কেন মুক্তিযুদ্ধ করেছে এটা বলে নিজেরাও কোন সুবিধা নিতে চান না। তাঁদের একটাই চাওয়া তাঁরা যেন মুক্তিযোদ্ধা হিসেবে প্রাপ‌্য সম্মানটুকু পান। তবে কিছু ক্ষেত্রে হয়তো কিছুটা ব্যতিক্রমও থাকতে পারে।

১৯| ২২ শে এপ্রিল, ২০১১ রাত ১২:০৬

সজল শর্মা বলেছেন: :( :( :( :( :(

২২ শে এপ্রিল, ২০১১ রাত ১:০০

এম এস জুলহাস বলেছেন:
ধন্যবাদ আপনাকে এখানে কিছু একটা ফেলার জন্য।

কিন্তু ভাই, আমি ইমো-টিমো বুঝিনা, বুঝার চেষ্টাও করিনা। ভয় পাইতেছি, বকা-টকাই দিলেন কি-না ! ! !

২০| ২৩ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:২৩

উম্মে মারিয়াম বলেছেন: একটা বাস্তব জীবনের চিত্র।পোষ্টটি পড়ে বড় ঘৃনা হচ্ছে।কার উপর জানিনা।নিজের উপর নাকি সমাজের উপর।এত কষ্ট করে বাবামার রক্ত পানি করে পড়ালেখা শিখে আজ যখন একটা চাকরির জন্যে হাপিত্যেশ করে মরি তখন মনে হয় মিথ্যেই ভালো ছাত্রের সার্টিফিকেট গায়ে লাগানো মন্ত্রীর খোজ কি সবাই পায়?এই নোংরা সমাজ থেকে কবে পরিত্রান পাব।আদৌ কি পাব?

২৩ শে এপ্রিল, ২০১১ রাত ১১:০৮

এম এস জুলহাস বলেছেন: ঘৃণা জানানোর মতো লোক না পেলে আমাকে-আমাদেরকেই জানান। এই আমরা যারা সমাজের নিম্নতর শ্রেণীর কিছু লোক যারা প্রায় অভূক্ত থেকে, প্রিয়জনদেরকে অভূক্ত রেখে প্রতিনিয়ত মিথ্যা আশ্বাষের পিছনে ছুটি।
এই আমরা যাদের জীবনের মূল্য-
. . .বড়লোকের কুকুরের এক ঠ্যাংয়ের চেয়েও কম। যাদের কথা ভাবার মত সময় কারো নেই।
যাদের শেষ জীবনের ভরষা- ভিক্ষাবৃত্তি বড়জোড় একটা কোরআন শরীফ একটা ছাতা আর একখান ছড়ি।
যাদেরকে দিয়ে মানুষ স্বপ্ন দেখে দেশটাকে ডিজি-টাল করার।
যাদের বিভাগটা (সম্ভবতঃ) পৃথিবীর সবচে' দূর্নীতিপরায়ণ।
যাদের জীবনে দূর্নীতি করার সুযোগ নাই। (সুযোগ নাই তাই তারা দূর্নীতি করেনা)
যাদের জীবনে কখনোই মামা-খালুর আবদার জোটেনা।
যাদের জীবনে . . . .।


আপনার দেখা নোংরা সমাজ থেকে পরিত্রাণ পাবার আপাততঃ কোন উপায় দেখছিনা। যদি কোন উপায় থাকেও অন্ততঃ ৩০-৩৫ বৎসরের মধ্যে তার দেখা পাওয়ার কোন সম্ভাবনা দেখছিনা।

কষ্ট করে হলেও ভালো থাকবেন- সবসময়, সবখানে, সব অবস্থায়. . .।
ধন্যবাদ আপনাকে।

২১| ২৩ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:২৬

উম্মে মারিয়াম বলেছেন: দুঃখিত।তখন মনে হয় মিথ্যেই ভালো ছাত্রের সার্টিফিকেট গায়ে লাগানো।মন্ত্রীর খোজ কি সবাই পায়?

২৩ শে এপ্রিল, ২০১১ রাত ১১:১১

এম এস জুলহাস বলেছেন:
ঠিক আছে।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.