![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও শান্তির তরে সদা নির্ভীক
বর্তমানে আমাদের দেশে ইভটিজিং নামের একটি শব্দ অনেক বেশি শোনা যাচ্ছে। এর জন্য আমরা কত খানি দায়ী তা হয়তো পরিষ্কার ভাবে জানা যাবে না। তবে ইভটিজিং এর জন্য আমরা কত টুকু দায়ী তা সঠিক ভাবে বলতে না পারলেও আমাদের দেশের টিনএজ ছেলেদের মাঝে এ সমস্য প্রায়ই দেখা যায়।
আর এই সমস্যর অন্যতম প্রধান উৎস হচ্ছে পর্ণ থেকে। আজ আমাদের দেশের এর প্রভাব ব্যাপক ভাবে দেখা যাচ্ছে। ধ্বংসের মুখে আজ আমাদের এই তরুন সমাজ। পর্ণ নেশায় জড়িত এ সব তরুন-তরুনিদের প্রায় ৭০ ভাগই নষ্ট হয়ে যাচ্ছে শিক্ষায় প্রায় প্রাথমিক স্তরেই।
আপনি একবার আপনার মনকে প্রশ্ন করুন, ভাবুন আপনারই ছোট কোন আদরের ভাই বা বোন যদি আপনারই চোখের সমনে ন্ষ্ট হয়ে যায় সে মুহূত্বে আপনার অনুভূতি কেমনটি হবে। সমজে যখন আপনারই সেই ভাই বা বোন যখন কীটের মতন অপদার্থ, নষ্টা এবং লজ্জাকর ভাবে জীবন যাপন করবে তখন আপনার কেমন লাগবে। কিন্তু সেই সময় হয়তো তাকে এই জীবন থেকে ফিরিয়ে আনাও সম্ভব হবে না।
বাংলাদেশের তরুন-তরুনিদের এই দূরাবস্থার এভাবে আর একটুকুও বাড়তে দেয়া যাবে না। এজন্য আপনাকেই নিজের এবং অন্যার প্রতি প্রতিরোধ গড়ে তুলতে হব।
আর এই প্রতিরোধের কথা বিবেচনা করে আমাদের “বাংলাদেশ সাইবার আর্মি” এবং আলমাস এক হয়ে তৈরি করেছেন বাংলাদেশের প্রথম ফ্রী এন্টি পর্ণ সফটওয়্যার BDAnti-Porn v1.0.0.0 প্রায় ৬০০+ ইন্টারন্যাসনাল ও বাংলাদেশী পর্ণ এর সাথে সংশ্লিষ্ট ওয়েব সাইট, চ্যাট সাইট, ইমেজ ও ভিডিও সাইট মাত্র এক ক্লিকে বন্ধ করতে পারবে এই BDAnti-Porn v1.0.0
বাচান আপনার সমাজ ও প্রজন্মকে এক্ষুণি! ডাউনলোড করে নিন]
সফটওয়্যারটি ডাউনলোড করার পর BDAnti-Porn v1.0.0.exe তে ক্লিক করুন এবং SN.txt ফাইল থেকে ফ্রী পাসওয়ার্ডটি দিয়ে OK করুন এবং আপনার কম্পিউটার রিস্টার্ট করুন। এর পর আপনার কম্পিউটারের যেকোন ব্লাউজার থেকে BDAnti-Porn এর ডাটাবেজে থাকা কোন প্রকার পর্ণ সাইট ভিজিট করা যাবে না।
বর্তমানে অনেকেই এখন পর্ণ কে খুবই সাধারন ভাবে দেখেন। হয়তো এমন এক সময় পর্ণ কাজে সম্পূত থাকাও একটি সাধারন ব্যাপার হয়ে দাড়াবে। আর এর সব নমুনার পরিচয় বা বর্ণনা দেয়া হয়েছে পবিত্র “কুরআন মাজীদে” যে অশ্লীলতা ব্যপক ভাবে বৃদ্ধি পাবে, আর এই জন্যই হাদিসের মধ্যে লজ্জাকে ঈমানের বিশেষ স্তর হিসেবে আক্ষ্যায়িত করা আছে।
মানুষের মৃত্যু যে হবেই এর কোন নিস্তার নেই। আর আপনার দুষ্ট কর্মের শাস্তিও যে একদিন হবেই এরও কোন নিস্তার নেই। আসুন এই পৃথিবীতে আমরা যতটুকু সময় আছি ততটুকুই ভাল কাজ করি, ভাল কাজে মানুষকে প্রেরনা জোগাই… তাহলেই আমাদের দেশ সোনার বাংলাদেশে রূপ নেবে।
বিমানবন্দর ও পার্লামেন্টের পরিবেশ রক্ষায় সহায়তা করুন।
সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনা........
১৬ ই মার্চ, ২০১১ রাত ১:৪৫
এম. সৌরভ বলেছেন: সরি
এখন দিয়ে দিলাম।
২| ১৬ ই মার্চ, ২০১১ রাত ২:০৭
ইমন েচৌধুরী বলেছেন: প্লাস,,, ভালো লেগেছে,,,
১৬ ই মার্চ, ২০১১ রাত ২:১৭
এম. সৌরভ বলেছেন: শুধু ভাল লাগালে হবে না কাজে লাগাতে হবে কিন্তু। হা! হা!!
ধন্যবাদ
৩| ১৬ ই মার্চ, ২০১১ রাত ২:০৭
এস.কে.ফয়সাল আলম বলেছেন: বর্তমানের ডিজিটাল পোলাপাইন এসব মানেনা..
দেখবেন ঠিকই আন-ইনিষ্টল কইরা পুরান কামে ফেরত গেছে..
আর যারা বেশি অভিজ্ঞ.. তারা দেখা যাবে.. এই সফটের ভ্রিতে থাকা ঐ ৬০০+ পর্ণ সাইটের লিষ্টি সিস্টেম কইরা কপি কইরা দেখা শুরু করবে !
আশা রাখি এমনটা যেন না হয়।
এটা যেন সবার কাজে লাগে।
তবে সবচেয়ে বড় এ্যান্টি-সফট হল এসব বিষয়ে সচেতন মা-বাবা।
++
১৬ ই মার্চ, ২০১১ রাত ২:২১
এম. সৌরভ বলেছেন: প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বিদ্যমান !!!
সুস্থ ও সত্য মসতিষ্কের জন্যই প্রযোজ্য।কি বলেন?
ধন্যবাদ
৪| ১৬ ই মার্চ, ২০১১ রাত ২:৫৮
ওয়াচ ক্যাট বলেছেন: ডাটা বেইজ আপডেট করার কোন উপায় আছে? নাকি ফিক্সড?
১৬ ই মার্চ, ২০১১ রাত ৩:১১
এম. সৌরভ বলেছেন: প্রো তে থাকবে।
তবুও ট্রাই করতে পারেন।
ধন্যবাদ
৫| ১৬ ই মার্চ, ২০১১ সকাল ১১:৪৯
উদাসপথিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
প্রিয়তে রাখলাম।
১৬ ই মার্চ, ২০১১ দুপুর ২:৩৬
এম. সৌরভ বলেছেন: কাজে লাগিয়ে রাখবেন কিন্তু।
আপনাকেও
অসংখ্য ধন্যবাদ
৬| ১৯ শে মার্চ, ২০১১ রাত ৯:০৬
হাসান যোবায়ের বলেছেন: আপনার মনে হয় টেকটিউনসের মুল লিঙ্কটাও দেয়া উচিৎ ছিল!
১৩ ই জুলাই, ২০১১ রাত ১২:১৩
এম. সৌরভ বলেছেন: নাম ঠিকানা প্রচার করাই আছে....
আরো প্রচার চাই !!!
টেকটিউনসের আগে অন্য কোথায় হতে পারে কি???
মন খারাপ করেননি তো
ধন্যবাদ...
৭| ২১ শে মার্চ, ২০১১ বিকাল ৩:৪৪
ইণ কোযেসট অব ট্রুথ বলেছেন: Download k9webprotection software from this link:
http://www1.k9webprotection.com/
এটা খুব কাযের।
১৩ ই জুলাই, ২০১১ রাত ১২:৩২
এম. সৌরভ বলেছেন: সফ্টওয়ার নাহয় কাজের
আসল কাজে লাগাচ্ছি তো??
ধন্যবাদ
৮| ২৫ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:৫৪
শায়েরী বলেছেন: Dhonnobad
১৩ ই জুলাই, ২০১১ রাত ১২:৩৪
এম. সৌরভ বলেছেন: ছেইম টু ইউ....
৯| ২৫ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:০১
আন্ডা মিয়া বলেছেন: ট্রোজন না তো ?
১৩ ই জুলাই, ২০১১ রাত ১২:৩৭
এম. সৌরভ বলেছেন: চেখে দেখেন না কেমন
ভয় পাবার কিছু নাই
ধন্যবাদ
১০| ১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৩২
ইয়াংেমন বলেছেন: আপনি সফটওয়্যারটা ঠিকমত ইন্সটল করে রাখছেন তো ভাই....?
আমি ডাউনলোডাইতেছি ইন্সটল করার জন্য।
১৭ ই নভেম্বর, ২০১১ রাত ১:২৭
এম. সৌরভ বলেছেন: তা কি আর বলতে...
দেখেন কাজে লাগানো যায় কিনা।
ভালো থাকবেন...
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১১ রাত ১:৩৬
মুভি পাগল বলেছেন: সফটওয়্যারের লিঙ্কু কই?