নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোসাজস

ভারতের দালাল আর পাকি রাজাকার দুইটারেই ঘৃনা........

মোসাজস

বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী................।

মোসাজস › বিস্তারিত পোস্টঃ

ওরে বিএনপি প্রেমিকরা, তোরা একটু দম নে............. ;););););)

০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:০৭

-





পাকিস্হানি হানাদার বাহিনীর পর একদিনে ৭০ জন নারী-পুরুষ-শিশু হত্যা হইলো স্বাধীন বাংলাদেশের এক কলংকময় দিন|



জাতীয়তাবাদী দলের কান্ডারী খালেদা জিয়া এই ঘটনার নিন্দা জানিয়েছে|



ব্যাস শুরু হয়ে গেল সাচ্চা বিএনপি প্রেমিকদের কান্দন !!!!! ওরা না-কি মনে মনে ঠিক করছিল আগামী ইলেকশনে ভোট বিএনপিকে দেওয়ার নিয়ত কইরা ফালাইছিল, খালেদার আজকের কথায় তাদের নিয়ত ভং হইয়া গেলো.............:((:((:((:((:((





** আম-বাম-নাস্তিকদের কান্দন দেইখা কুমিড়ের কান্নার কথা মনে পড়লো !! X(X(X(X(

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:১৬

এ্যানড্রোমিডা বলেছেন: এগুলা বি.এন.পি না জামাতের ব্লগার, ওরা সরাসরি ব্লগে আসলে গালি খায় তাই বি.এন.পির সমর্থক সেজে লিখছে।

০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:২৯

মোসাজস বলেছেন:
আম-বাম-নাস্তিকদের কান্দন দেইখা কুমিড়ের কান্নার কথা মনে পড়লো !! :)

২| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৩৪

শহুরে আগন্তুক বলেছেন: আজাইরা হরতাল দিলো আবারো।

০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৪২

মোসাজস বলেছেন:
-
৭০ জন মানুষ মারছে আম্লীগ, আপনার মত লোক একটা টু শব্দ করছেন??

মানুষ হোন আগে|

দেশটা ভইরা গেছে স্বার্থপর মানুষে|

৩| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৪৩

শিরোনাম বলেছেন: মাননীয় বিরোধীদলীয় নেত্রী নতুন প্রজন্মের একজন বিবেকবান জাতীয়তাবাদী সৈনিক হিসাবে আপনার আজকের অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করলাম

দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির আদেশ পরবর্তী সারাদেশে যে তান্ডবলীলা তৈরী হয়েছিলো কোন অবস্থাতেই খালেদা জিয়ার তার পক্ষে দাঁড়ানো ঠিক হতোনা। ৫ জন পুলিশ আর গুটি কয়েক শিবিরের কর্মী ছাড়া বাকি যারা মারা গিয়েছে প্রত্যেকেই সাধারণ মানুষ, খেঁটে খাওয়া মানুষ। জাতীয়তাবাদীর একজন সৈনিক হিসাবে সবসময় চেয়েছি দলীয় প্রধান সাধারণ মানুষের কাছে থাকবেন। সাধারণ মানুষের ইচ্ছা-আকাঙ্খাকে বুকে ধারণ করবেন।

গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নিষ্কিয়তা দেখে আমি অবাক হয়েছি। হরতাল ও সাঈদীর রায় দুই মিলিয়েই দেশ গতকালকে অগ্নিগর্ভ ছিলো। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় কেনো আগে বাগেই ব্যবস্থা নিলোনা? কেনো সন্ধার পরে দেশব্যাপী বিজিবি নামাতে হয়? কেনো ঘটনার মূহুর্তেই ব্যবস্থা নেওয়া হলোনা?

কাদের মোল্লার রায়ের আগেও সারাদেশব্যাপী একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরী হয়েছিলো। ভাংচুর, তান্ডব, হানাহানিতে জড়িয়ে পরেছিলো দেশ। ঠিক তখনি সরকারের ইশারায় জামায়াত-শিবির মতিঝিল সহ সারাদেশে বিভিন্ন জায়গায় সমাবেশ ও বিক্ষোভ করেছে।
তখন আমরা দেখেছি - স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামছুল ইসলাম টুকু শিবিরের তরুন নেতাদের প্রশংসা করতে।

সেই সময় বাতাসে একটা গুন্জন ছিলো আওয়ামীলীগ সরকার জামায়াতের সাথে আতাঁত করেছে। সেটার নমুনাও আমরা দেখেছি কাদের মোল্লার রায়ে। রায়ে আদালত একদিকে বলেছে শত শত হত্যার জন্য দায়ী এই কাদের মোল্লা অন্যদিকে তাকে গুরুতর অপরাধে লঘু শাস্তি দেওয়া হয়েছে।

এরপরইতো শাহবাগ আন্দোলন। ব্লগার ও অনলাইন এ্যাক্টিভিস্টের ব্যানারে যে আন্দোলন শুরু হয়েছিলো সেটা কিভাবে ছাত্রলীগের নিয়ন্ত্রণে চলে গেলো। শাহবাগের আহবায়ক স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে রাজাকার সম্বোধন করেছে। প্রমাণ আছে আমাদের হাতে। সে ছাত্রলীগের সাবেক নেতা ও স্বাচীপের বর্তমান নেতা। যার নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছে সে আমাদের নেতাকে রাজারকার সম্বোধন করে, স্বাধীনতার ঘোষককে রাজাকার সম্বোধন করে। সুতরাং তার পক্ষে সাফাই গাওয়ার আমাদের কিছু নাই।

কারন আমরা দুইটা জিনিস অবগত হলাম গত কয়েকদিনে। এক. সরকার প্রথমে চেয়েছিলো জামায়াতের সাথে আতাঁত করতে। তখন সেটা ব্যর্থ হয় সাধারণ দেশপ্রমিক মানুষের জন্য। সৃষ্টি হয় প্রজন্ম চত্বর। দুই. তখন সরকার কৌশলে প্রজন্ম চত্বরের আন্দোলন দিয়ে দিলো ছাত্রলীগের কন্ট্রোলে।

খালেদা জিয়ার বক্তব্যের পর সামহোয়্যারইন ব্লগে দেখলাম কতিপয় ব্লগার খালেদা জিয়ার মুন্ডুপাত করছে। এটা নতুন কিছু না। এরা সবসময় জিয়াউর রহমান, খালেদা জিয়া ও জিয়া পরিবারের উপর প্রপাগন্ডা চালিয়েছে। যখন খালেদা জিয়াকে তার বাড়ী থেকে উৎখাত করেছে এরা ব্লগে ব্লগে পৈশাচিক উল্লাসে মেতে উঠেছে।

বিএনপি সবসময় বলে এসেছে, বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার চায়। কিন্তু সেটা হতে হবে স্বচ্ছ, দলীয় সংকীর্ণতার উর্দ্ধে থেকে। আজো খালেদা জিয়ার বক্তব্যে কোথাও দেখলাম না উনি যুদ্ধাপরাধীদের পক্ষে বলেছেন।

০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৪৬

মোসাজস বলেছেন:
-
সারা ব্লগে আম-বামরা কি করতাছে দেখেন!!


আম্লীগ সমর্থক ব্লগারদের বিএনপির প্রতি দরদ দেইখা কান্দন আইতাছে!! :):)

৪| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৫২

জিয়া চৌধুরী বলেছেন: কবির য়াহমদ কবির য়াহমদ
রাজাকারদের ফাঁসি আর যুদ্ধাপরাধী দল জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধকরণের দাবি জানাচ্ছে বলে বাংলাদেশের অধিকাংশ মানুষ আওয়ামীলীগার হয়ে যায় নি। শাহবাগ আন্দোলন গড়ে ওঠেনি কোন দলকে বাঁচাতে কিংবা কোন দলের মিশন নিয়ে। এটা ছিল মানুষের প্রাণের দাবি যুদ্ধাপরাধী রাজাকারদের ফাঁসি এবং জামাত-শিবির নিষিদ্ধকরণের দাবিতে। এখানে যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করবে তাদের জন্যে উন্মুক্ত সে প্রান্তর!

শাহবাগ কিংবা দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা প্রজন্ম চত্বরে কেউ রাজনৈতিক পরিচয় নিয়ে যায় নি। যারা গেছে এবং যাচ্ছে তাদের অভিন্ন দাবি- রাজাকারদের ফাঁসি আর যুদ্ধাপরাধী দল জামাত-শিবির নিষিদ্ধকরণের দাবি। এখানে দলীয় পরিচয় সামনে নিয়ে আসার সুযোগ নেই এবং থাকা উচিত নয়।

কুখ্যাত দেলু রাজাকারের ফাঁসির রায় হবার পর সারাদেশে জামাত-শিবির যে নারকীয় তাণ্ডব চালিয়েছে তার কোন ব্যাখ্যা নেই। এটা অনুমিত যে, যাদের হাতে মুক্তিযুদ্ধের সময়কার গণহত্যাজনিত রক্তের দাগ তারা যতই ছেলেভুলানো মোয়া দিয়ে তরুণ সরলপ্রাণদের বিভ্রান্ত করেছে এতদিন- তাদের হিংস্র চেহারা বের হয়ে এসেছে। মানুষ ভালভাবে চিনে নিয়েছে তাদেরকে।

প্রজন্ম চত্বরের মালিকানা এই দেশের মুক্তিযুদ্ধের চেতনাধারী মানুষের। বেগম খালেদা জিয়া জামাত-শিবিরের পক্ষ নিয়েছেন বলে দেশের মানুষ হতাশ হয়েছে। বিএনপি'র এই অবস্থান তাদেরকে জামাত-শিবিরের স্তরে নামিয়ে দিয়েছে। এর মাধ্যমে তাদের রাজনৈতিক এবং নৈতিক মৃত্যু হয়েছে। এর ফল তারা কিভাবে ভোগ করবে তা সময়ই বলে দেবে!

ইতিহাসের পাঠ বড়ই নির্মম। বাংলাদেশের ইতিহাসে বিএনপি নামক দলের নৈতিক ও রাজনৈতিক মৃত্যুদিবস হবে ১ মার্চ ২০১৩ এবং তার কুলখানি দিবস হবে জামাত-শিবিরের হত্যাকাণ্ডকে সমর্থন দেয়া হরতাল দিবস ৫ মার্চ ২০১৩!

আফসোস, দেশের মানুষের অনুভূতি বুঝার ক্ষমতা তারা ধারণ করতে পারে নি!

০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:১৮

মোসাজস বলেছেন:
-

-

হ, বিএনপি'র জন্য আওয়ামী-বামদের কান্দন দেইখা আমারও কান্দন আইতাছে :):):)


দেশের মানুষের অনুভূতি ?? আওয়ামী-বামদের আরেকবার ক্ষমতায় আশার অনুভূতি!!

০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:০২

মোসাজস বলেছেন: কই গেলেন ? :)

৫| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:২২

মোসাজস বলেছেন:

বিএনপি সবসময় বলে এসেছে, বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার চায়। কিন্তু সেটা হতে হবে স্বচ্ছ, দলীয় সংকীর্ণতার উর্দ্ধে থেকে। আজো খালেদা জিয়ার বক্তব্যে কোথাও দেখলাম না উনি যুদ্ধাপরাধীদের পক্ষে বলেছেন।

৬| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:০৯

জিয়া চৌধুরী বলেছেন: সাঈদিঃ "তুমি কে, আমি কে…"
খালেদাঃ "জামাতি জামাতি"

০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:১১

মোসাজস বলেছেন:
লাভ নাই,

টের পাইছো কি হইতাছে?? খালি ইলেকশনের তারিখ ঘোষনা করতে দেও|

সূধা সদন থাইকা পলানোর টাইম ও পাইবো না| ;)

৭| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:১৪

জিয়া চৌধুরী বলেছেন:

০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:২৫

মোসাজস বলেছেন:
-

তুমি হইলা কুত্তালীগার !!

৮| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:১৫

ধ্রুব মহাকাল বলেছেন: আম্বা লীগ আর ভাঁড়তের দালালেরা এখন বিএনপির শুভাখানকী সাজছে ।খালেদা জিয়া ও বিএনপি এর সময়োপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানাই । বাংলাদেশ জিন্দাবাদ ।
আদা ভাদা রাজাকার
এই মুহুর্তে বাংলা ছাড় ।।

০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:২৭

মোসাজস বলেছেন:
আম-বাম-নাস্তিকদের কান্দন দেইখা কুমিড়ের কান্নার কথা মনে পড়লো !!

ওরা না-কি এইবার বিএনপি'রে ভোট দিত, সমস্যা করছে খালেদার আজকের সিদ্বান্ত ;)

৯| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩১

সেচ্ছাসেবক বলেছেন: একদল অন্ধকে যতই সঠিক রাস্তা দেখাও না কেন, তারা সেদিকেই যাবে, যেদিকে তাদের লিডার তাদের নিয়ে যাবে, বাই দি ওয়ে "গোলাপী এখন ড্রেনে" ...

০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩২

মোসাজস বলেছেন:
-

আহা, বিএনপির জন্য কত দরদ.........!! চক্ষে পানি আইসা গেলু,,,,,,,,,,,,,, ;)

১০| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩৫

ইকবাল পারভেজ বলেছেন: B:-) B:-) B:-)


কালকে রাতেও দেখলাম ঐ....... এখন আবার পুরা......



তবে কথা সত্য, ব্লগ আজকে বিএনপি সাপোর্টরে ভইরা গেছে; খালেদা জিয়া মুখ না খুললে তারা নাকি বিএনপিকেই ভোট দিয়া দিত =p~ =p~ =p~ =p~ =p~

০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:৪১

মোসাজস বলেছেন:
-

খালেদা একদম কনফার্ম ক্ষমতায় গেছিল, আজকে সকালে সেই আশা শেষ হইয়া গেলু :(:(:(


আহা, বিএনপির জন্য কত দরদ.........!! চক্ষে পানি আইসা গেলু,,,,,,,,,,,,,, :):)

১১| ০২ রা মার্চ, ২০১৩ ভোর ৫:২২

সমুদ্র বিলাস বলেছেন: ওমা এখানেও এই পোস্টের কমেন্টগুলাও আম-বাম-নাস্তিক ওরফে বিম্পির সাবেক প্রেমীদের প্রেমরসে ভরপুর !!

খালেদার ভাষণের পর বাংলার সব কুত্তালিগ সাবেক বিম্পি প্রেমীতে পরিণত হল!!!

=p~ =p~

০২ রা মার্চ, ২০১৩ ভোর ৫:২৯

মোসাজস বলেছেন:
খালেদা একদম কনফার্ম ক্ষমতায় গেছিল, আজকে সকালে সেই আশা শেষ হইয়া গেলু :(;(


আহা, বিএনপির জন্য কত দরদ.........!! চক্ষে পানি আইসা গেলু,,,,,,,,,,,,,, :):)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.