![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী................।
খালেদা জিয়া বলেন, “আমি বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, আলেম-ওলামাসহ ধর্মপ্রাণ নাগরিকবৃন্দ এবং দেশের সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়, ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ সব স্থাপনা যেকোনো আক্রমণ থেকে রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন।
দেশের কোথাও কোনো কুচক্রীমহলের উসকানিতে ধর্মীয় সংখ্যালঘু ভাইবোনদের জীবন, সম্পদ ও সম্মান যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে ব্যাপারে আপনারা সজাগ থাকুন।’
Click This Link
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:১০
মোসাজস বলেছেন:
আমিও কিছুটা কনফিউজড, বাবুর সাথে কেন দেখা করলো না|
তবে র' এখন পুরাপুরি আম্লীগকে আবারো ক্ষমতায় আনতে মাঠে নেমেছে সেইটা বুজতে পেরে বিএনপি সিদ্বান্ত নিয়েছে যে ভারতকে লাথির উপড়ই রাখতে হবে|
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৫৩
মোসাজস বলেছেন:
আমিও কিছুটা কনফিউজড, বাবুর সাথে কেন দেখা করলো না
২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:০৯
অমিয় উজ্জ্বল বলেছেন: লেখক আপনি কি মনে করেন এই সংখ্যালঘু আক্রমনে বিএনপি’র কোন দায় নেই।
তাদের রাজনৈতিক অংশীদার শিবির-জামাতের আক্রমনকে
তিনি নিরীহ মুসলিম জনতার স্বত:স্ফূর্ত প্রতিবাদ বলেছেণ। তিন দিন আগে তার বক্তব্যে জামাত শিবিরের সহিংসতাকে তো তিনি এভাবিই বৈধতা দিলেন। উল্টা প্রশাসন এবং আইন শৃংখলা বাহিনীকে তিনি ‘গণহত্যা’র নামে প্রশ্নবিদ্ধ করলেন।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:১১
মোসাজস বলেছেন:
-
৪ দিনে ১৫০ জন নারী-পুরুষ ও শিশু গন হত্যার দায়ে আম্লীগের বিচার হবে, জাস্ট ওয়েট |
৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:১৮
নুরুল অমিন বলেছেন: BAL'র রাজনীতি বুঝতে হলে ভারতীয় পলিটিক্যাল সিনেমা দেখতে হবে
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:২১
মোসাজস বলেছেন:
ঠিক কইছেন| পুরাই হিন্দি সিনেমার কারবার|
বিএনপির মিছিল যাওয়ার আধা ঘন্টা পড়ে ছাত্রলীগ গলির চিপা থাইকা বাইর হইয়া ভবন ভাংচুর কইরা গেল, পুলিশ একটু দূরে দাড়াইয়া মুচকি হাসলো তার পর মামলা দিল বিএনপির নেতাদের নামে!!
৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:২২
ইলুসন বলেছেন: আর জামাত শিবির যে রেল লাইন উপড়াইল, পুলিশ মারল, সারাদেশে ভাংচুর করল, হিন্দুদের মন্দির পুড়ায় দিল এগুলার বিচার হবে না? বিএনপিতে দেখি হিপোক্রিট সব। জামাতের সাথে জোট করবা হরতাল সমর্থন দিবা আবার আইসা নাকি কান্না কানবা।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:২৬
মোসাজস বলেছেন:
-
৪ দিনে ১৫০ জন নারী-পুরুষ ও শিশু গন হত্যার দায়ে আম্লীগের বিচার হবে, জাস্ট ওয়েট |
আর ব্লগে যারা উস্কানী দিছ, তারাও বিচারের আওতায় পড়বা|উল্টা পাল্টা কমেন্ট কইরা সোনা ব্লগের মডু ও ৩ ব্লগার এখন জেলে, সুতরাং বুইজা শুইনা কমেন্ট কইরো|
৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:২৯
নুরুল অমিন বলেছেন: @ইলুসন লাশের উপর নাচার দৃশ্য কিভাবে সব ভুলে গেলেন?
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৩৪
মোসাজস বলেছেন:
-
লগি বৈঠার সেই খুনের বিচারও হবে, বিএনপি ক্ষমতায় আসলেই স্পেশাল ট্রাইবুনালে আওয়ামীলীগের করা সব খুন ও গুমের বিচার হবে|
৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৩৩
ভুল উচ্ছাস বলেছেন: আমি আগেই বলছি জাশি হইলো সাপ একটা, বি এন পি রে ডুবানোর যত আয়োজন আছে সব করতাছে। আরে শালা যা না দুইটা লীগের চিকু মাইরা আয় তা না মন্দিরে হামলা করবে। বি এন পির এসব ব্যাপারে জামায়াতকে কন্ট্রোল করার সময় এসেছে। তা না হলে সব থেকে বেশি ক্ষতি হবে বি এন পি এর। ভুলে গেলে চলবে না বি এন পি তেও প্রচুর হিন্দু সাপোরটার আছে আর অনেকেই বি এন পি কে ভোট দেয়, ভুলে গেলে চলবে না হিন্দুরাও বাঙ্গালী। কোনও বিশেষণেই হিন্দুদের মন্দিরে হামলা চালানো মেনে নেয়ার মতো না। আজকে তো আরো শুনলাম ১০ জন সুন্নী আলেম কে মেরে ফেলার ষড়যন্ত্র করছে জাশি। এধরনের নোংরা কোনও কিছু দেখার জন্যে বাংলাদেশীরা প্রস্তুত নয়।
তবে খুউব খিয়াল কৈরা কোন চিকু যাতে এসবের সুযোগ না নিতে পারে, তারা যাতে এসবের দায় বি এন পি এর ঘাড়ে না চাপাতে পারে। বি এন পি তাদের নিজের মতো করেই চলবে।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৩৯
মোসাজস বলেছেন:
-
বিএনপির মিছিল যাওয়ার আধা ঘন্টা পড়ে ছাত্রলীগ গলির চিপা থাইকা বাইর হইয়া ভবন ভাংচুর কইরা গেল, পুলিশ একটু দূরে দাড়াইয়া মুচকি হাসলো তার পর মামলা দিল বিএনপির নেতাদের নামে!!
আওয়ামীলীগ চাইতাছে মন্দির আর হিন্দু হামলা হোক, আর সারা বিশ্বে প্রচার করুক আমরা মুসলমানরা হিন্দুদের নির্যাতন করি, ইন্ডিয়া যাতে আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় বসায়|
প্রথম আলোতে খালেদার বক্তব্য পড়লে বুজতে পারবেন, হিন্দুদের উপড় আক্রমন আম্লীগ আর ইন্ডিয়ার কারসাজি|
প্রনবের সাথে খালেদার দেখা না করার কারনই হইলো এই ঘটনা|
৭| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৮
মোসাজস বলেছেন:
Click This Link
৮| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৬
ভুল উচ্ছাস বলেছেন: সব কিছুই কেমন কনফিউজড। এরকম অদ্ভুত সিচুএশনের পড়তে হবে কোনদিন ভাবি নাই। কাউকে যায় না বিশ্বাস করা, রাজনীতি বড্ড নোংরা জিনিস।
০৫ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৩
মোসাজস বলেছেন:
আওয়ামীলীগ চাইতাছে মন্দির আর হিন্দু হামলা হোক, আর সারা বিশ্বে প্রচার করুক আমরা মুসলমানরা হিন্দুদের নির্যাতন করি, ইন্ডিয়া যাতে আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় বসায়|
প্রথম আলোতে খালেদার বক্তব্য পড়লে বুজতে পারবেন, হিন্দুদের উপড় আক্রমন আম্লীগ আর ইন্ডিয়ার কারসাজি|
প্রনবের সাথে খালেদার দেখা না করার কারনই হইলো এই ঘটনা|
৯| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৯
দন্ডিত বলেছেন: গত কয়েকদিনে তো অনেক কিছু হইল। আমি একটা লিস্ট দিতেছি। আপনি বলেন কয়টা আওয়ামী লীগ প্লাস র করছে আর কয়টা জামাত শিবির করছে।
১) রেললাইন উপড়ানো(কমপক্ষে ২০ ভিন্ন জায়গায় হইছে)
২) ট্রেনে আগুন।
৩) রেলস্টেশনে আগুন
৪) থানা ঘেড়াও।
৫) পুলিশ ফাড়ি আক্রমন করে পিটাইয়া পুলিশ মারা।
৬) মিছিল থেকে গুলি করে পুলিশ মারা।
৭) ইঞ্জিনিয়ারকে ছাদ থিকা ফেলে হত্যা।
৮) বাইরে তালা দিয়ে ১৮ পুলিশকে হত্যার চেষ্টা।
৯) আওয়ামী লীগের কার্যালয়ে আগুন।
১০) আওয়ামী নেতাকর্মীদের বাড়িতে আগুন।
১১) আওয়ামী লীগের কর্মী হত্যা।(কুপানো জবাই সব ইনক্লুডেড)
১২) মহাসড়ক দীর্ঘ সময় অবরোধ।
১৩) সংখ্যালঘুদের উপর আক্রমন, হত্যা, ধর্ষন।
১৪) পুলিশের মাথা খুন্তি ঢুকিয়ে হত্যা।
১৫) পুলিশ বিজিবির অতিরিক্ত(!) গুলিতে মানব ঢাল হিসেবে ব্যবহৃত কম বয়সী শিশুর মৃত্যু।
১৬) সাধারন নেতাকর্মীর মৃত্যু পুলিশের গুলিতে।
১৭) পল্লীবিদ্যুতের সাবস্টেশন পুড়িয়ে দেয়া। (আশেপাশে সেচের আশা বাদ)
১৮) পল্লীবিদ্যুতের কোয়ার্টারে ৪৮ টি পরিবার ভেতরে রেখেই অগ্নিসংযোগ।
এইগুলোর মধ্যে কোনগুলো জামাত শিবির করছে আর কোনগুলো ভারতের র আইসা কইরা গেছে? বারবার বলতেছেন চক্রান্ত, ঠিক কোনগুলো চক্রান্ত সেইটা ক্লিয়ার করেন।
আমার এক বন্ধুর মাসীর বাড়ি পুড়িয়ে দিয়েছে এলাকার জামাত শিবির কর্মীরা। তারা আই উইটনেস। চট্টগ্রামের সাতকানিয়াকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ঐখানে এখন কি চলছে একটু খবর নেন।
ভারতের র এত শক্তিশালী জানা ছিল না।
আর আমারে যদি বাকশালী বলেন তাইলে বুঝব আপনেদের ঘিলুর ঘাটতি আছে।
০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২১
মোসাজস বলেছেন:
-
গত ৪ দিনে শত শত নারি-পুরুষ-শিশু খুন আর হাজার হাজার আহতদের লিস্টি কই???
র' এই গুলা নিজে করে করে নাই করার জন্য পরিস্হিতির সৃস্টি করছে|
কোন দেশের গোয়েন্দা সংস্হা অন্য কারো দেশে নিজে গিয়া অরাজকতা করে না, সে পয়সা খরচ কইরা বিদেশী এজেন্ট দিয়ে কাজ করায়|
কাদের মোল্লার রায়, রায়ের পর শাহবাগে আওয়ামী পোষা বাম-নাস্তিকদের আন্দোলন, নাস্তিক হত্যা করে পরিস্হিতি বিস্ফোরনমুখ করে দিয়েছে র' এর এই দেশীয় এজেন্টরা|
১০| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫৬
দায়িত্ববান নাগরিক বলেছেন: কিরে মুফতি টয়?
০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৫
মোসাজস বলেছেন:
কি - রে চোরলীগার? তোর পরিবার না-কি আওয়ামী লুট-পাটে জড়িত??
থু:, চুরির টাকায় আমেরিকায় থাকোস, থু:, ওয়াক থু!!
১১| ০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৩
শিরোনাম বলেছেন: কনফিউজড হওয়ার কিছু নাই।
সাধারণ কিছু ব্লগার এবং মানুষের আবেগের শুরু শাহবাগের আন্দোলন। সেই আন্দোলন দলীয় ক্যাডারদের মাধ্যমে নিয়ন্ত্রণ এবং ভারত সরকারের সহযোগিতায় সেটা নির্বাচন পর্যন্ত টেনে নিয়ে নির্বাচনী বৈতরনী পার প্ল্যান।
এগুলো প্রকাশ হয়ে যাওয়ার পর খালেদা জিয়ার বাবুর সাথে দেখা করাটাই রাজনৈতিক ভুল হইতো।
০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২২
মোসাজস বলেছেন: আপনি ঠিক, খালেদা ইন্ডিয়ান চাল বুইজা ফেলছে তাই প্রনবকে পাত্তা দেয় নাই|
দেশের ৭০ ভাগ মানুষ চায় না বিএনপি ভারতকে তোষমুদ করুক|
১২| ০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৩৫
স্বাধীকার বলেছেন:
খালেদা জিয়া বলেন, “আমি বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, আলেম-ওলামাসহ ধর্মপ্রাণ নাগরিকবৃন্দ এবং দেশের সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়, ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ সব স্থাপনা যেকোনো আক্রমণ থেকে রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন।
---------ধন্যবাদ খালেদা জিয়াকে। তিনি দেশের সাবেক প্রধানমন্ত্রী। তার এ ধরনের ভূমিকায় অত্যাচারিতরা যেন সাহস ফিরে পায়। জাতীয়তাবাদীদের উচিত হবে ভিন্নধর্মের পবিত্রস্থান গুলোর মর্যাদা রক্ষা করা। তাদের বসতবাড়ীতে যেনো কোনো সুবিধাবাদীরা আগুন দিয়ে ভারতকে বাংলাদেশের অভ্যন্তরীন ব্যাপারে নাক গলানোর সুযোগ না করে দিতে পারে। মতিকন্ঠের মতো মিডিয়াগুলো বিদেশীদের টাকায় নির্লজ্জ মিথ্যাচার করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা সব সময়ই করছে, করবে। বাম নিয়ন্ত্রিত সরকারী দাস মিডিয়ার উলংগ চরিত্র সম্পর্কে জাতীয়তাবাদীদের সজাগ থাকা এ মুহূর্তে জরুরী। মনে রাখতে হবে সংখ্যালঘুদের ধর্মীয় স্থান, বাসস্থান আক্রমন করে তার সুবিধা কারা নিয়েছে অতীতে। বাংলাদেশের প্রতিটি নাগরিক রাষ্ট্রের সর্বোচ্চ ন্যায্য নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে। ধর্মীয় পরিচয়ে নয়, নাগরিক অধিকার নিশ্চিত না করতে পারায় রাষ্ট্রমন্ত্রীর ঐতিহাসিক ব্যর্থতার মূল্যায়ন একদিন হবে। নিবির্চারী হত্যাকান্ডের মাধ্যমে লাশ অর্জন কয়েক মাসের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরাট সাফল্যে যেসব আম্লীগের দলদাসরা খুশী-তাদের সামনের দিনগুলোতে অনেক মূল্য দিতে হবে, সেটা আগামী নির্বাচনেই।
ধন্যবাদ আপনাকে।
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৫
মোসাজস বলেছেন:
ধন্যবাদ স্বাধীকার ভাই|
মানব জমিন পইরা দেখেন, শহীদ মিনার ভাংগার সময় যুবলীগ নেতা জনতার হাতে ধৃত, পুলিশে সোপর্দ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:০৭
প্রবাসী১২ বলেছেন: এটা ভাল হয়েছে। জামাই বাবুর সাথে সাক্ষাত না করাটা একটা কুটনৈতিক ভুল।