নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোসাজস

ভারতের দালাল আর পাকি রাজাকার দুইটারেই ঘৃনা........

মোসাজস

বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী................।

মোসাজস › বিস্তারিত পোস্টঃ

কে খুন করছে.....?? গনজাগরন মঞ্চের উদ্যোক্তা-রফিউর রাব্বির মেধাবী সন্তানকে ....?? খবর আছে, ভিতরে আসুন ..:P:P:P:P:P

১১ ই মার্চ, ২০১৩ ভোর ৬:২৫







মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকি হত্যার ঘটনায় অভিযোগের আঙুল একটি ‘বিশেষ পরিবার’-এর দিকে।



নারায়ণগঞ্জের রাজনীতিক, ব্যবসায়ীসহ সব মহল এ অভিযোগ করলেও পুলিশ-র‌্যাব সে পথে হাঁটছে না। কেন?



জানতে চাইলে তারা বলেছে, ওপরের নির্দেশ ছাড়া ওই পরিবারকে সন্দেহের তালিকায় আনা সম্ভব নয়।





নিহতের বাবা বলেছেন:



রফিউর রাব্বির অভিযোগ, নারায়ণগঞ্জ শহরে কয়েকটি নির্যাতন কেন্দ্র রয়েছে বিশেষ পরিবারটির। জেলার মানুষ এসব তথ্য জানে। তবে জানে না শুধু পুলিশ আর র‌্যাব। নিখোঁজ হওয়ার পর পুলিশ-র‌্যাব যদি ওইসব নির্যাতন কেন্দ্রে হানা দিত, তাহলে তাঁর ছেলেকে জীবিত উদ্ধার সম্ভব হতো।







Click This Link



মন্তব্য ৫৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৩৭

উৎস১৯৮৯ বলেছেন: আমিও পড়লাম। সাংসদ কবরীও এই ধরনের কথা বলছে। :| :|

১১ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৪৫

মোসাজস বলেছেন:
নারায়ন গন্জবাসী সবাই জানে কেডা মারছে, পুলার বাপেও জানে কেডায় মারছে|

যে-ই মারুক, দায় হইলো আওয়ামী বিরোধীদের, ফাঁসি দাবি কইরা হরতালও কইরা ফালাইলো সরকারী দল ;);)

২| ১১ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৩৮

ইকবাল পারভেজ বলেছেন:

১১ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৪৬

মোসাজস বলেছেন:
আরে রাখেন আপনের মমিন, পোলার বাপে কি কয় শুনেন:


নিহতের বাবা বলেছেন:

রফিউর রাব্বির অভিযোগ, নারায়ণগঞ্জ শহরে কয়েকটি নির্যাতন কেন্দ্র রয়েছে বিশেষ পরিবারটির। জেলার মানুষ এসব তথ্য জানে। তবে জানে না শুধু পুলিশ আর র‌্যাব। নিখোঁজ হওয়ার পর পুলিশ-র‌্যাব যদি ওইসব নির্যাতন কেন্দ্রে হানা দিত, তাহলে তাঁর ছেলেকে জীবিত উদ্ধার সম্ভব হতো।

৩| ১১ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৪৭

রিফাত হোসেন বলেছেন: পরিবারটা কে ?

আমড়া গাছের ঢেকী নাকি ?


কবরী নিজেও নাকি নায়িকা থেকে মাস্তান এ নাম লেখিয়েছে ?
মানে পত্রিকায় একবার পড়েছিলাম, তার আলাদা সন্ত্রাস বাহিনী আছে, যাই হোক ।

বিচার চাই , মূল কথা ।

১১ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৫০

মোসাজস বলেছেন: -

কন কী?? পরিবারটাকে চিনেনে না?? নারায়ন গন্ডের কুখ্যাত "গড ফাদার" পরিবার|

এক ভাই জাতীয় পার্টির এমপি আরেক ভাই নৌকার কান্ডারী| মেয়র ইলেকশনে লেজে গোবরে অবস্হায় হেরে যাওয়ার পর হাসিনা গণ ভবনে ডেকে তার চোখের জল মুছে দিয়েছিলেন :(:(


৪| ১১ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৪৮

রিফাত হোসেন বলেছেন: নিউর রিপোর্টার তো বলল না পরিবার টা কে ?

পুলিশ আর রেব একলা না , না জানার দলে ।, প্রতিবেদক বা সাংবাদিক নিজেও =p~

১১ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৫২

মোসাজস বলেছেন: -
খালি রিপোর্টার, মতি মিয়ারও লালা সূতা বাইর কইরা দিব সেই পরিবারের নাম মুখে আনলে ;):)

৫| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১২

ম.র.নি বলেছেন: ওসমান পরিবার, আওয়ামিলীগ প্রতিস্ঠা হয় শামীম, নাসিমের বাপের বাসায়,বাপের নামটা এ মুহুর্তে মনে পড়ছে না।তাদের বাপ লীগের প্রতিস্ঠা সদস্য।শেখ হাসিনা শামীম ওসমানকে নিজের ভাই 'রাসেল' ভাবতেন একসময়।যাই হউক, নাসিম শামীম ব্যাপার না।আরেকজন আছেন উনি হলেন, নারায়নগন্জের স্বঘোষিত 'জুবরাজ' আজমেরি উসমান(নাসিম উসমানের ছেলে)।এ যুবরাজই(কীট) সব অপরাধের মূল।উসমান পরিবারে 'যুবরাজ' ছাড়া কোন ছেলে বংশধর নেই,তাই পারিবারীকভাবে বেশী বেশি 'লাই' পেয়ে উনি বখাটের চরম পর্যায়ে চলেগেছেন।এমন কোন কূকর্ম নেই যে উনি করেন না।উনার কর্মকান্ড দেখার দূর্ভাগ্য আছে।ঐ বালপাকনা 'যুবরাজ'কে ধরে ঠাডায়া একটা 'ভঁন চটকনা' দিলে সব সত্য বের হয়ে যাবে।

১১ ই মার্চ, ২০১৩ সকাল ৭:২১

মোসাজস বলেছেন:
ওদের বাবার নাম জোহা| উনি আম্লীগের জন্ম দাতাদের একজন| সেই নামের প্রতি সুবিচার করা হয়নি|

শামীম-নাসিম-সেলিম এই তিন ভাইয়ের সাথে যুক্ত হয়েছে তাদের ভাতিজা আজমেরি|

এই ৪ জনের অধীনে আছে প্রায় ১ হাজার ক্যাডার| নারায়ন গন্জের গত ৪০ বছরে প্রতিটা ক্রাইমের পিছনে এই পরিবারের কারো না কারো হাত আছে|

৬| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১৪

১১স্টার বলেছেন: ডালমে কুচ কালা হ্যায় ;)

১১ ই মার্চ, ২০১৩ সকাল ৭:২২

মোসাজস বলেছেন:
-

খুন করবো আম্লীগ আর দোষ হইবো বিরোধীদের|

৭| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩১

জননেতা বলেছেন: খুন করবো আম্লীগ আর দোষ হইবো বিরোধীদের বিশেষ করে জামাত

১১ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৪

মোসাজস বলেছেন:
-

যে-ই খুন করুক ফাঁসি চাই বিরোধী দলীয় নেতা কর্মীর!!!!

৮| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৭

ইকবাল পারভেজ বলেছেন: ঐ পরিবার যদি হয়ে থাকে, তাহলে কেস তাহলে এইখানেই শেষ। নারায়ণগঞ্জবাসী ঐ পরিবারের নাম জীবনে মুখেও নিবে না। শুনছিলাম ঐ পরিবার শুধুমাত্র ভয় করে াির খানকে; সেই াির খান পর্যন্ত ওগো হাত থেকে বাচার জন্য নিজে থেকেই জেলে পালাই ছিল।

কিছু করার নাই, এই খুনের সঠিক বিচার মনে হয় না কখনও হবে।

এদিকে কিছু মানুষ তারপরেও বিরোধী দলকে এই ব্যাপারে দোষী বানাইয়া ফাল দিতেছে।

ভাল লাগে না আর। কবে যে সব কিছু স্বাভাবিক হবে।

১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৬

মোসাজস বলেছেন:
নিহতের বাবা বলেছেন:

রফিউর রাব্বির অভিযোগ, নারায়ণগঞ্জ শহরে কয়েকটি নির্যাতন কেন্দ্র রয়েছে বিশেষ পরিবারটির। জেলার মানুষ এসব তথ্য জানে। তবে জানে না শুধু পুলিশ আর র‌্যাব। নিখোঁজ হওয়ার পর পুলিশ-র‌্যাব যদি ওইসব নির্যাতন কেন্দ্রে হানা দিত, তাহলে তাঁর ছেলেকে জীবিত উদ্ধার সম্ভব হতো।

৯| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪৯

রিফাত হোসেন বলেছেন: হুম.......

সব দোষ তো জামাতীর ;) নিশ্চয়ই ছুপা জামাতী তারা =p~

জামাতীরা বাই ডিফল্ট উষ্টার উপর আছে =p~ নিজেরা আকাম করলে তো দোষই , তার উপর অন্য কেউ করলেও নিজের উপরেই পড়ে =p~ =p~

১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৭

মোসাজস বলেছেন:
যে-ই খুন করুক ফাঁসি চাই বিরোধী দলীয় নেতা কর্মীর!!!!

১০| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২৭

ম্যানিলা নিশি বলেছেন:

দেশে এখন অনেক সরিষা ! আর তার ভিতরে আছে অনেক ভুত ;)

১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩১

মোসাজস বলেছেন:
-
দেশে এখন অনেক আম্লীগ! আর আম্লীগের ভিতর আছে অনেক রাজাকার ;)

১১| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩১

করোনী বলেছেন: হাম্বালীগ যে হিটলারি কায়দায় পাখির মতো গুলি কইরা মানুষ মারলো তা তো পশ্চিমা বিশ্ব দেখলো সেটার দায়ভার জামাতের কাধে যদি কিছুটা হলেও ঝুলিয়ে দেওয়া যায় তা হলে কেল্লাফতে !
সামনে নির্বাচন আইতাছে তাই পাবলিকের মন যদি কিছুটা নিজেদের দিকে ফিরাইতে পারে তার জন্য যা যা করতে হবে সবই করবো ...

১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৭

মোসাজস বলেছেন:
যে-ই খুন করুক ফাঁসি চাই বিরোধী দলীয় নেতা কর্মীর!!!!

১২| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪৩

দেশপ্রেমিক পোলা বলেছেন: কস্কি মমিন!!!!!!!! যুবরাজদের একটু আদর না দিলে কি হয়??

১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৮

মোসাজস বলেছেন:

হাসিনার প্রিয় ক্যডার :)

১৩| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৭

হাসান কালবৈশাখী বলেছেন:
নারায়নগঞ্জের দুইটি গ্রুপের একটি অপর শক্তিশালী গ্রুপকে এই সুযোগে একহাত নেয়া।
একেই বলে রাজনিতী!

মাঝখানে আসল খুনি দাঁত বের করে হাসাহাসি .....

১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৯

মোসাজস বলেছেন: নিহতের বাবা বলেছেন:

রফিউর রাব্বির অভিযোগ, নারায়ণগঞ্জ শহরে কয়েকটি নির্যাতন কেন্দ্র রয়েছে বিশেষ পরিবারটির। জেলার মানুষ এসব তথ্য জানে। তবে জানে না শুধু পুলিশ আর র‌্যাব। নিখোঁজ হওয়ার পর পুলিশ-র‌্যাব যদি ওইসব নির্যাতন কেন্দ্রে হানা দিত, তাহলে তাঁর ছেলেকে জীবিত উদ্ধার সম্ভব হতো।

১৪| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৬

মরণের আগে বলেছেন: বুঝলাম না লেখোক এতো যখন জানেন অসমান গ্রুপ মেরেছে কেনো মেরেছে এক্তু বলবেন ছোট একটা বাচ্চা ছেলের সাথে তাদের কি দুস্মনি থাকতে পারে প্লিস একটু খুলে বলুন না হয়ে ফাউওপেচাল পারবেন না।

১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৯

মোসাজস বলেছেন:
ঘাস কম খান, মোল্লার নবন বেশী করে খাবেন|


নিহতের বাবা বলেছেন:

রফিউর রাব্বির অভিযোগ, নারায়ণগঞ্জ শহরে কয়েকটি নির্যাতন কেন্দ্র রয়েছে বিশেষ পরিবারটির। জেলার মানুষ এসব তথ্য জানে। তবে জানে না শুধু পুলিশ আর র‌্যাব। নিখোঁজ হওয়ার পর পুলিশ-র‌্যাব যদি ওইসব নির্যাতন কেন্দ্রে হানা দিত, তাহলে তাঁর ছেলেকে জীবিত উদ্ধার সম্ভব হতো।

১৫| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৯

আহলান বলেছেন: গতকাল যারা ত্বকী হত্যার দায় জামাতের উপরে চাপিয়ে দিয়ে ব্লগে নিজেদের পান্ডিত্য জাহির করেছিলেন, এই খবরে তাদের বক্তব্য আশা করছি ...

১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩০

মোসাজস বলেছেন:
যে-ই খুন করুক ফাঁসি চাই বিরোধী দলীয় নেতা কর্মীর!!!!

১৬| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৫

সবুজ ভীমরুল বলেছেন: ভাই, হিন্দি সিনেমার গল্প মনে হচ্ছে!!

ওসমান পরিবার ও আজমেরী সম্পর্কে আরও কিছু পারলে জানান। :-/ :-/

১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৫

মোসাজস বলেছেন:
লিখবো|

১৭| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৯

হাসান কালবৈশাখী বলেছেন:
নারায়ণগঞ্জ শহরে চাঁদাবাজদের নির্যাতন কেন্দ্র রয়েছে এটা সত্য।

কিন্তু নিহতের বাবা বা তার ছোট একটা বাচ্চা ছেলের সাথে তাদের কি চাঁদার ভাগা ভাগি ছিল?

মোটিভ বিহীন হত্যাকান্ড অবস্যই সন্দেহ জনক।

এ ধরনের ধারাবাহিক নৃশংস হত্যাকান্ড ফ্যাসিস্ট মোল্লাদের দিকেই অংগুলি নির্দেশ করে।

এ সুযোগে সাংসদ কবরী নায়িকা থেকে মাস্তান এ নাম লেখিয়ে একহাত নিল।

১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৬

মোসাজস বলেছেন:
-

মোল্লা মোল্লা কইরা আর কত দিন ?? দেশের মানুষ সব জানে, সব বুজতে পারে|

১৮| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৭

ম.র.নি বলেছেন: @ইকবাল পারভেজ: জাকির খাঁন আসলেই একটা মাল ছিল,ঈদের দিন কোলাকোলির সময় পেটে ঠেকায়া গুলি করে সে।তার ছোট ভাই গ্রুপ 'আহাদ, মনা রাস্তায় অপেনলি নাইন এম,এম নিয়া চলত।আহাদকে বেশ অনেকদিন আগে র‌্যাব গুলি করে মেরে ফেলে।যাই হউক, ওদের ফ্র্যান্ড ছিল একটা 'পারভেজ' ডি আই টি তে থাকতো আপনি কি ঔটা নাকি? ;)

@সবুজ ভীমরুল: ভাই হিন্দি সিনেমা হার মানবে।নতুন কোন অস্র হাতে এলে মহিলা কলেজে রাতে তা ইউজ করে টেস্ট করা হত,'মেশিন'টা ঠিক কিনা।একবার 'সিকান্দার' নামে এমন একটা মাল ইইজ করার সময় এই বান্দা উপস্থিত ছিল :D
শামীম ওসমানের দুইজন খুবই কাছের লোক ছিল,এদের দ্বারাই ওসমান পরিবার নারায়গন্জ কন্ট্রল করত। একনামে সবাই তাদের চিনত; সারোয়ার ও মাকসুদ।'ভাই লোক' হিসেবে তাদের দারুন মানাত,দেখতে দুজনই হ্যান্ডসাম ছিল।তেলের ডিপোতে টাকার ভাগাভাগিতে একসমসয় মতানৈক্য দেখাদিলে সারোয়ার মাকসুদকেগুলি করে,এতে মাকসুদের দেহরক্ষী মারা যায় ও মাকসুদ পেটেগুলি খায়।গোলাগুলির সময় মাকসুদ একবারও গুলি না কারায় শামীম ওসমান খুশি হন।পরে সারোয়ার নারায়াংন্জ ছেড়ে দেয়।লীগ নির্বাচনে হেরেগেলে সব নারায়গন্জ থেকে পালায়,ওসমান ফ্যামিলী কানাডায়,মাকসুদ ভাই দুবাই চলে যায়।দুবাই থেকে ফিরে আবার রাজনিতীতে সক্রীয় হচ্ছিল কিন্তু র‌্যাব একসময় তাকে গুলি করে মেরে ফেলে।আমার লীগের বন্ধুরা উনার কাছে আমার সামনেই অনুযোগ করত যে আমি বি এন পি করি কোন এক্সক্লুসিব ইনফো জেন না শেয়ার করেন।যাই হউক স্বঘোষিত 'যুবরাজ'কে উনারাও কিছু বলার সাহস পেত না।বিশেষ করে 'যুবরাজের' দাদীর জন্য।একবার এক চোর আজমেরীর বাইকের লাইট চুরি করে,আজমেরি ঐ চোরের বৃদ্বাংগুল কেটে তা বাংলা ফাইভ সিগারেটের ভিতরে রেখে নিয়ে ঘুরত।কারো সাথে দেখা হলে 'দেখ চাচ্চু আমি চোরটার আংগুল কেটে রেখে দিয়েছি' উনি আবার খুব সুন্দর শুদ্ধভাষায় কথা বলেন।এটা নিয়ে কিছু বল্লে দাদি বলেন উনার একটা মাত্র নাতী একটু দুস্টুমী করলে তোরা শুধু বকিস!!!!
আলমগীর নামে একটা বখাটে ছিল,জাতীয় পার্টির ব্যানারে সন্ত্রাসী করত, যুবরাজের 'পাঁখা' গজানোর পরে একসময় দেখা যায় 'আলমগিরকে কারা যেন গুলি করে রাস্তায় ফেলে রেখেছে।যত্রতত্র সন্তাসী,গুলি চাঁদাবাঝি তার চারিত্রিক বৈশিস্ঠ ছিল। একবার নারায়ংন্জের নারী আন্দোলন কারী নেত্রীর 'মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে যায়।তিনদিন রেখে পাঠিয়ে দেয়।ইহা এক্সক্লুসিব, খুব কমজনেই জানে মনে হয়।যাই হউক এসব বহু আগের কাহিনী এখন 'যুবরাজ' সাহেব কি হয়েছেন তা আপনিই জাজ করুন।


১৯| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৩

সবুজ ভীমরুল বলেছেন: @ম.র.নিঃ ভাই.....শুইনাই তো গায়ে কাঁটা দিতাসে। ইস, রাম গোপাল ভার্মা তো এই গল্প শুনলে শিয়োর একটা সিনেমা বানাই ফেলত!!!

"যুবরাজের" চরিত্রটাও ইন্টারেস্টিং।

২০| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৮

ম.র.নি বলেছেন: @সবুজ ভীমরুল: ইন্টারেস্টিং না ভাই, স্লা একটা ত্রাস।রাস্তায় রি্ক্সায় করে যাচ্ছেন, আপনারা সাথে চোখাচোখি হয়ে গেলো তা উনার পছন্দ হল না, আপনি যে-ই হউন আপনাকে হয়ত চড় খেতে হবে না হলে ঐ রাস্তায় দাড়িয়ে কানে ধরে উঠবস করতে হবে।আর উনি যখন রাস্তায় বের হন সাথে মিনিমাম ২০/২৫ টা পোলাপাইন থাকে।সামুতে অনেক নরায়গন্জের ব্লগার আছেন,দেখবেন না কেও টু শব্দ করেছে।আমার জানা মতে ব্লগার 'জ্বীন কফিল' জুবরাজের কাছের লোক বা চামচা, আমি উনার দৃস্টি আকর্ষন করছি 'তানবীর; হত্যার রহস্য নিয়ে উনার মত কি তা জানানোর জন্য।

২১| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩১

মদন বলেছেন: উহু এইসব ঠিক না, যুদ্ধোপরাধী বিচার ঠেকাতে এই হত্যা, যে করেছে সেও রাজাকার। শামীম ওসমান করলে শামীম ওসমান ও রাজাকার :)

১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৭

মোসাজস বলেছেন:

যে-ই খুন করুক ফাঁসি চাই বিরোধী দলীয় নেতা কর্মীর!!!!

২২| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫০

আমি কবি নই বলেছেন: হাজারীর কাছাকাছি কিংবা, কিছুটা উপরের দরের সন্ত্রাসী এরা। ভাই ম.র.নি, আরো কিছু জানান দেখি...

২৩| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬

তিক্তভাষী বলেছেন: ১১স্টার বলেছেন: ডালমে কুচ কালা হ্যায।

দ্বিমত!

কালামে কুচ ডাল হ্যায!

১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৬

মোসাজস বলেছেন:
কালামে কুচ ডাল হ্যায! :):)

২৪| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৯

নিয়েল ( হিমু ) বলেছেন: B:-)

১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৬

মোসাজস বলেছেন:
সব তো শুনেন নাই ভ্রাতা, আরো অনেক আছে ;)

২৫| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৩

ইকবাল পারভেজ বলেছেন: @ম.র.নি: না ভাই, আমি সাদাসিধা মানুষ। এছাড়া ঐ এলাকার পোলাও না। তবে এক সময় বন্দরের ঐ লাইনের কিছু পোলা পাইনকে চিনতাম ... টুটুল, হীরা... ওগো এক খুব ক্লোজ ফ্রেন্ডেরও নাম ছিল পারভেজ। আপনি তার কথা বলতেছেন কিনা বুঝতেছি না।

২৬| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩০

ঝটিকা বলেছেন: ম.র.নি ভাই আপনি তো হাটে হাড়ি ভেঙে দিলেন। বাংলাদেশে কত যে এরশাদ শিকদার আছে তা আল্লাহ মালুম।

২৭| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫২

ম.র.নি বলেছেন: @ইকবাল পারভেজ: আপনি তাহলে ঐ পারভেজ না।আর টুটুল হিরারা মনে হয় 'সোনাকান্দার'।অনেক জুনিয়র।

নারায়নগন্জের এই গ্যাংস্টারদের নিয়ে হি্ন্দি মুভির আদলে 'গ্যাংস অব নারায়গন্জ' বানালে হিট হবে এটা সিউর।এ ব্যাপারে অনেক 'সিন' বা দৃশ্য বলা যায় কিন্তু ঐ দৃশ্যের সাথে জড়িত চরিত্ররাও সন্মূখে চলে আসবে, পরে ভেজাল হবে।

পোস্টে অফ টপিকে কথা বলাতে সরি আছি ভাই।

২৮| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০২

ইয়াংেমন বলেছেন: Bujsi ekhane sakib apa R Jolil apa re Jiggasa koron lagbo kahini ta ki....?

১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:২২

মোসাজস বলেছেন: জলিল পম গানা ?? ;)

২৯| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১

আহসান হাবিব হীমূ বলেছেন: পর্যবেক্ষণ এ রইল।

১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:২১

মোসাজস বলেছেন:
-

কে পর্যবেক্ষনে?? আমি ?? :(:(

৩০| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০০

আমি সাজিদ বলেছেন: খাইসে !

বলেন কি?

১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:২০

মোসাজস বলেছেন:
আবার জিগায় !!

৩১| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৬

আমি সাজিদ বলেছেন: তার মানে, এখন সবাই সুযোগ নিচ্ছে আর দোষ দেওয়ার মানুষ তো আছেই?

মাইরা বলে জামাত মারসে!

নিজে বাইচা গেলো! কি সুন্দর!

কিন্তু,রাব্বি সাহেব ওসমান পরিবারের জন্য কতটা ভয়ঙ্কর ছিলেন?

তাঁর পোলারে কেন মারতে গেলো?তাঁরে তো মারতে পারত।

১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:২০

মোসাজস বলেছেন:
যে-ই খুন করুক ফাঁসি চাই বিরোধী দলীয় নেতা কর্মীর!!!!

৩২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৫

উত্তম সাহা বলেছেন: উষাকান্ত

১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৬

মোসাজস বলেছেন:
-

দাদা, বৌদি কেমন আছে?? ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.