নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোসাজস

ভারতের দালাল আর পাকি রাজাকার দুইটারেই ঘৃনা........

মোসাজস

বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী................।

মোসাজস › বিস্তারিত পোস্টঃ

গলা টিপে কয় জন মারবি....?? X(X(X(X(X(X(X(

১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৭

-

-

চসেস্কু, মার্কোস আর তোদের পূর্ব পুরুষরা কি মানুষ মেরে ক্ষমতায় থাকতে পেরেছে..........?? খুবই করুন ভাবে বিদায় হয়েছিল, মানুষ খুশিতে আলহামদুলিল্লাহ পড়েছিল !!! X((X((X((X((X((

































মন্তব্য ৮৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৮৩) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:০০

কি বোর্ডের মাইর বলেছেন: দেশের স্বাধীনতা কি থাকবে? নাকি সিকিম হয়ে যাবে?

১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:২২

মোসাজস বলেছেন:
-

সিকিম হইয়া গেছে, শুধু যারা বুজে না তারাই শাহবাগে গিয়া চেতনা চেতনা কইয়া চিল্লাইতাছে!

১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৮

মোসাজস বলেছেন:
ইন্ডিয়ার চামচা আওয়ামীলীগ ও হাসিনা|

২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৮

পেন্সিল চোর বলেছেন: আজকে বিনপির কার্যালয়ে পুলিশের তল্লাশি খুবই দুঃখজনক!!
বিরোধী দল নিধনে নেমেছে সরকার। এটা ঠিক না।

১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:২২

মোসাজস বলেছেন:
-
ওরা ভুইলা গেছে বাকশালের শেষ পরিণতি!

৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৭

Enam বলেছেন: দিন আসবে,
দিন আসবে ই সমতার...।

১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩০

মোসাজস বলেছেন:
-

২০ বছর পরে হইলেও বিএনপি ক্ষমতায় আসবে, সব শোধ নেয়া হবে| রক্ষী বাহিনী আর বাকশাল কইরাও ওর বাপ পার পায় নাই|

৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৪

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: বাকশাল kukurer dalalera
নিপাত যাক ধ্বংস হোক।

১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৬

মোসাজস বলেছেন:
-

রক্ষী বাহিনী আর বাকশাল কইরাও ওর বাপ পার পায় নাই, ওর বিচার হবে বাংলার মাটিতে|

৫| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪০

ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: সামনের বারই ক্ষমতায় আসবে এবং এই দৃশ্য আবার তখন আওয়ামী কার্যালয়ে দেখা যাবে। গতবারও দেখা গিয়েছিলো আওয়ামী কার্যালয়ের সামনে গ্রেনেড হামলা।

আর এই দুই ডাইনী, রাজাকারের চামচারা তাদের পদলেহন করেই যাবে

১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৪

মোসাজস বলেছেন:
-

আওয়ামী কার্যালয়ের সামনে গ্রেনেড হামলে কে করছে ?? চোখ কান খুলেন|


গ্রেনেড হামলায় আইভী ছাড়া একটাও আম্লীগের কোন বড় নেতা না, সাধারন কর্মী বা পাটি নেতা| আইভীরে হাসিনা অনেক ইশারা করছে ট্রাকে উঠার জন্য, আইভী সেই ইশারা বুজতে না পাইরা জীবন দিছে| পুরস্কার হিসাবে আইভীর জামাই আজ প্রেসিডেন্ট আর আইভীর পোলা এমপি, ক্রিকেটের বড় পদে আসীন|

এইবার কি চোখ কিছুটা খুলছে আপনার ??

৬| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৯

জটিল_সরল বলেছেন: ইশারা যে দিছে তা আপনে জানলেন কেমনে? আপনে কি হাসিনার পিএস নাকি। মাথাভর্তি কি নিয়া যে ঘুরে তা আল্লাহপাক এ জানে।

১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৭

মোসাজস বলেছেন: -

পত্রিকা পড়া ভাইজানে কবে থাইকা শিখছেন?? ঘটনার পরদিন সব পত্রিকায় লেখা হইছিল, চাক্ষুস যারা ছিল তারাও বলেছে|

৭| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:০১

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: আমি সারা জীবন একটা জিনিসই ঘৃণা করছি, তা হলো বাকশাল।

১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৭

মোসাজস বলেছেন:
-
বাকশাল নিপাত যাক|

৮| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৩

কাজী মামুনহোসেন বলেছেন: [img|http://ciu.somewherein.net/ciu/image/108692/small/?token_id=be259efa6ea66fa524ef7f020800c00b

গলা টিপে নাই, কলার ধরছে.....

৯| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৩

কাজী মামুনহোসেন বলেছেন:

গলা টিপে নাই, কলার ধরছে.....

১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:২০

মোসাজস বলেছেন:
-

রূপক অর্থে কথাটা ব্যাবহার করেছি|

কলারও নয়, কোন কিছু দিয়ে তার গলায় ফাঁসের মত করে টেনে নিয়ে যাচ্ছে, লোকটার দম বন্ধ হয়ে যাচ্ছে|



১০| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৫

এই আমি সেই আমি বলেছেন: আমাদের চোখ সবসময়ই খোলা । গ্রেনেড ছিল হাসিনার ভ্যানিটি ব্যাগে ,আর হাসিনা মারার আগে কত ইশারা দিল আইভিকে ট্রাকে উঠে হাসিনার চারপাশে মানব ঢাল তৈয়ারী করতে আর হানিফ ,তোফায়েল , রাজ্জাক,সুরঞ্জিতের মত গায়ে স্প্লিন্টারের আদর নিতে । জিল্লুর রহমান আর পাপন ষড়যন্ত্র করে আইভিকে এই বোমা হামলার কথা জানায় নাই ।

ভাইজান চোখ আর একটু খুলুন । তাহলেই দেখতে পাবেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী তারেক চুরা আর প্রেসিডেন্ট গুয়াজম ।

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৬

মোসাজস বলেছেন:
-

তোমার চোখ খুলা থাকলে কও তো টপাটপ গ্রেনেড পড়লো ট্রাকের ডাইনে, ট্রাকের বামে, ট্রাকের সামনে, ট্রাকের পিছনে.........!!

একটাও ট্রাকের মাঝে পড়লো না কেন????????????

১১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৯

ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: লেখক বলেছেন:
-

আওয়ামী কার্যালয়ের সামনে গ্রেনেড হামলে কে করছে ?? চোখ কান খুলেন|


গ্রেনেড হামলায় আইভী ছাড়া একটাও আম্লীগের কোন বড় নেতা না, সাধারন কর্মী বা পাটি নেতা| আইভীরে হাসিনা অনেক ইশারা করছে ট্রাকে উঠার জন্য, আইভী সেই ইশারা বুজতে না পাইরা জীবন দিছে| পুরস্কার হিসাবে আইভীর জামাই আজ প্রেসিডেন্ট আর আইভীর পোলা এমপি, ক্রিকেটের বড় পদে আসীন|

এইবার কি চোখ কিছুটা খুলছে আপনার ?


আসলে আমি আপনাদের মতো এতটা শিক্ষিত নই, এবং চোখেও কম দেখি। তাহলে ২০০৭ সালে জোট সরকার মুফতি হান্নানকে আটক করলো কেন? আর নভেম্বরে সে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিলই বা কিভাবে?

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৯

মোসাজস বলেছেন:
হ, এই মুফতি না-কি কোটালী পাড়ায় ৮০ কেজি ওজনের বোমা ফিট করছিল হাসিনার জন সভায়??

আবলা আওয়ামী সমর্থকরা কি জানে ৮০ কাজি বোমার মানে কী?? ঐ টা হেন্ডেল করতে কয় জন মানুষ লাগে, তাও বুম ফোটার আগেই নিরাপত্তা বাহিনী টিভি ক্যামেরা ডাইকা উদ্বার করলো বোমা!!!


নাটক আর কারে কয়??



১২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩২

ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন:
Maj Gen (retd) Sadik Hassan Rumi, ex-DG of Directorate General of Forces Intelligence

এই লোকের নামটা কি কখনো শুনেছেন?

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪১

মোসাজস বলেছেন:
-

ইন্ডিয়ার পয়সার কেনা গোলাম হইলো এই রুমি| এখন হাসিনার পোষা কুত্তা|

গত ইলেকশনে আম্লীগরে ২৭০ টা আসন দিতে সেনা নিবাসে ব্যালট ছাপানোর কারিগড় হইলো রুমি|

বিএনপি ক্ষমতায় আসার আগেই দেশ ছাইরা পলাইবো, লেইখা রাখেন|

১৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:১২

আশিকুর রহমান ১ বলেছেন: ডিজিটাল বাকশাল নিপাত যাক গনতন্ত্র মুক্তি পাক

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪১

মোসাজস বলেছেন:
-
ডিজিটাল বাকশাল নিপাত যাক !

গনতন্ত্র মুক্তি পাক !!

১৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৪

এই আমি সেই আমি বলেছেন: গ্রেনেড কেন ট্রাকে পড়ল না , সেই দুঃখে তারেক চুরা চুল ছিরতাছে ।

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৬

মোসাজস বলেছেন: -

১৪ টি চুরি আর চান্দাবাজী মামলার চার্জশিট ভুক্ত আসামী, সোনালী ব্যংক লুট আর পদ্মা সেতু চোর হাসিনার চেলা-চামুন্ডারা তারেককে চোর বলার আগে তাদের ৪ চামচ গু খাওয়া দরকার|

১৫| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৬

ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: লেখক বলেছেন:
হ, এই মুফতি না-কি কোটালী পাড়ায় ৮০ কেজি ওজনের বোমা ফিট করছিল হাসিনার জন সভায়??

আবলা আওয়ামী সমর্থকরা কি জানে ৮০ কাজি বোমার মানে কী?? ঐ টা হেন্ডেল করতে কয় জন মানুষ লাগে, তাও বুম ফোটার আগেই নিরাপত্তা বাহিনী টিভি ক্যামেরা ডাইকা উদ্বার করলো বোমা!!!


নাটক আর কারে কয়?

আপনি ঠিক বলেছেন। ৮ কেজিকে ৮০ কেজিই বানিয়েছে। কিন্তু কথা হলো এই মুফতি হান্নানকে তো এই কেসে চারদলীয় ঐক্যজোটের সময়েই চিহ্নিত করে চার্জশীট দেয়া হয়েছিলো, তাই না? আর তার দলকে কবে যেনো নিষিদ্ধ করা হয়েছিলো?

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৪

মোসাজস বলেছেন:

-

মুফতি হান্নানের ঘটনা শেখ হাসিনার আমলের ভুইলা গেছেন ?? ঐ ঘটনা বিম্পি আমলের না|

ইতিহাস বিকৃতি কইরেন না|

১৬| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:১১

ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: কিন্তু গ্রেনেড হামলার ব্যাপারে চারদলীয় ঐক্যজোট যে মুফতি সাহেবকে জজ মিয়া বানায়নি আমরা কি সেটা নিয়ে কথা বলছি না?নাকি সে আসলেই জজ মিয়া, কারন বিএনপির এক কেন্দ্রীয় নেতা কিছুক্ষন আগে এটাইতো বললেন হাসিনা নিজে টাকা দিয়ে ঐসব লোক ঠিক করিয়েছিলেন ঐ ১০ ট্রাকের চালান থেমে চুরি করা আরজেস গ্রেনেড দিয়ে নিজেকে উড়িয়ে দেবার জন্য`?

ভালো কথা, তখনকার পত্রিকায় তো এটাও ছিলো সাকার পারিবারিক গ্রুপ কিউসি নেভিগেশনের জাহাজেই ঐ অস্ত্রগুলো খালাস করানো হয়েছিলো এবং তার কয়েকমাস আগে থেকেই তার ডিসি হিলের বাসায় ততকালীন পাকিস্হানী নতুন হাই কমিশনারকে খুবই বড় আপ্যায়ন করালেন`? নাকি এটাও ভুল বললাম? দৈনিক আজাদীতে দেখেছিলাম তখন।

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৭

মোসাজস বলেছেন:
-

১| টপাটপ গ্রেনেড পড়লো ট্রাকের ডাইনে, ট্রাকের বামে, ট্রাকের সামনে, ট্রাকের পিছনে.........!! একটাও ট্রাকের মাঝে পড়লো না !!
হাসিনা বা প্রথম সাড়ির কোন নেতার গায়ে আঁচড়টাও লাগলো না :):)


২| নারায়ন গন্জে শামীম ওসমানের ড্রয়ারে বোমা ফুটে ২১ জন ফিনিশ, কিন্ত শামীমের গায়ে আঁচরটাও লাগলো না!! বোমা ফুটার ১ মিনিট আগে শামীম নিজের টেবিল ছেড়ে পাশের রুমে গেলেন সিগারেট খেতে :):)

৩| যশোরে উদিচির অনুষ্ঠানে হাসান ইমাম বক্তব্য শেষ করে নিরাপদ দুরত্বে গাড়িতে উঠা মাত্রই মন্চে বোমা বিস্ফোরন!! :):)

প্রতিটি ঘটনায় মূল ব্যাক্তির গায়ে আঁচরটিও লাগলো না, মরলো শুধু টুটকা ফাটকা কর্মীরা, ঘটনা কি ??

১৭| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৭

ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: তাহলে চারদলীয় ঐক্যজোট এতকিছু জানা সত্বেও নিস্পাপ মুফতি হান্নানকে জেলে পুড়বার ব্যাবস্হা করলো কেন? তার ফাঁসি হলো কেন?

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩২

মোসাজস বলেছেন:
-

মুফতি হান্নান নিষ্পাপ না পাপী সেই দাবী কে করছে??

১৮| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৭

ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: খন্দকার দেলোয়ার হোসেন অথবা স্বয়ং তারেক জিয়া, কার সাথে ছিলো লীগকে বাচানোর এই গোপন আঁতাত?

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৩

মোসাজস বলেছেন:
-

লীগকে বাচাইছে জেনারেল মঈন-মাসুদ, ইন্ডিয়া কোটি কোটি ডলার দিয়া ১ ডজন জেনারেলকে হাত করছে|


১৯| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪০

ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: ৮ কেজিকে ৮০ কেজি বানিয়ে ততকালীন লীগ সরকার চার্জ শীট গঠন করলেও(এটা আপনি এভাবে বলেছেন যে ৮০ কেজি বোমা উঠাতে কয়জন লাগে?) ধরা হয়ে ওঠেনি। পরে চারদলীয় ঐক্যজোট বোমা ফাটবার পর গন গ্রেফতারে মুফতি হান্নান জালে ধরা খায় এবং টিভিতে বলা হয় ৮০ তোলা বোমার চার্জশীট অনুসরন করে ধরা হয়। পরে তাকে ২১শে আগস্টের বোমা হামলায় ফাসানো হয় (কারন আপনি বললেন হাসিনা নিজে ইশারা করছেন, ঐসব লোকদের নিজে ভাড়া করছেন নাহলে উনার গায়ে গ্রেনেড পড়লো না কেন?)।
পরে তার শাস্তি হয় প্রথমটায়।

তার জঙ্গী সংগঠনকে প্রথম কারন স হ বিদেশী চাপে নিষিদ্ধ করা হয়। আর বাকী যা সম্পূরক কেস ছিলো তার সবই এই তিনটি কাহিনীর সাথে সম্পর্কযুক্ত। এখন আপনি বললেন দুটি কাহিনী লীগ সরকার করিয়েছে। এবং বিএনপির এক কেন্দ্রীয় নেতা আজকে বললো লীগনিজেদের গায়ে নিজেরাই বোমা মারিয়েছে। তাহলে মুফতি হান্নান এসব কাজ করেনি এবং লীগ এসব কাজ করেছে, তাহলে চারদলীয় ঐক্যজোট কেন তাকে জজ মিয়ার মতো হত্যা করলো মিথ্যা মামলা দিয়ে?

প্রথম দুটো মামলা ছাড়া আর কোনো মামলাতেই মুফতী হান্নানের রায় হয়নি এবং কোনো মামলাতে চারদলীয় ঐক্যজোটের হাতে কোনো প্রমান ছিলো না। আর আপনি বললেন মুফতি হান্নান এগুলো করেনি। তাহলে উনি নিস্পাপ না হয়ে আর কোন অপরাধে উনি দোষী?

এই দুটো প্রশ্নের উত্তর দিলে পরবর্তী প্রশ্ন গুলো জেনে নিজের জানাটা আরও বর্ধিত করবো আশা রাখি

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৯

মোসাজস বলেছেন: -

মুফতি হান্নান নাটক আম্লীগ তৈরি করেছে আর ভয়ে বিএনপি সেই নাটক কন্টিনিউ করেছে| আম্লীগের আন্দোলন বা চাপের ভয়ে বিএনপি সেই নাটকের রহস্য উদঘটন করতে চায় নি|


মনে আছে আপনার কিবরিয়াকে হত্যাকান্ডের কথা ?? আম্লীগের আন্দোলনের ভয়ে বিএনপি নিজ দলের ৫ জন নেতা-কর্মীকে গ্রেফতার ও পুলিশ দিয়ে টর্চার করেছিল| আওয়ামীলীগ ক্ষমতায় এসে সেই ৫ জনকে ছেড়ে দিয়ে নতুন করে আসামী গ্রেফতার করে| মুফতি হান্নানও সেই মামালায় আসামী| ইন্টারেস্টিং হলো, কিবরিয়ার স্ত্রী ও পুত্র আম্লীগের বানানো চার্জশীটকেও ভূয়া বলে নারাজী পিটিশন দিয়েছে|

আম্লীগের নাটকের আর কত প্রমান দরকার আপনার??


২০| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪১

ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: লেখক বলেছেন:
-

লীগকে বাচাইছে জেনারেল মঈন-মাসুদ, ইন্ডিয়া কোটি কোটি ডলার দিয়া ১ ডজন জেনারেলকে হাত করছে|

এই অভিযোগের পেছনে সূত্র কি? নাকি আন্দাজে বললেন নাকি সন্দেহ? নাকি নিজে তদন্ত করলেন?

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৪

মোসাজস বলেছেন:
-

সবাই জানে, পনে কেন জানেন না? সেইটাই সমস্যা|

চাঁদে যে মানুষ বাস করে না, সেইটা জানটে বা বলতে কি আমার নিজে চাঁদে গিয়ে দেখে আসতে হবে?? !!

বাহরে আওয়ামী সমর্থক গোষ্ঠী!!

২১| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৫

নীল রাতের জোছনা বলেছেন: ৭১ এর মুক্তিযুদ্ধ দেখের নাই...১৩ এর মুক্তিযুদ্ধ দেখছেন।৭২ এর বাকশাল দেখেন নাই....১৩ এর এর বাকশাল দেখবেন না তাই কি হয়???

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫০

মোসাজস বলেছেন:

-

বাকশাল নিপাত যাক|

এই ভাবে দমন-নিপীড়ব-গুম আর খুন করে কি আম্লীগ ক্ষমতায় থাকতে পারবে??

ইতিহাস কি বলে ??

২২| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৪

ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: আমার প্রশ্ন ছিলো দুটো:

১) ৮ কেজিকে ৮০ কেজি বানিয়ে ততকালীন লীগ সরকার চার্জ শীট গঠন করলেও(এটা আপনি এভাবে বলেছেন যে ৮০ কেজি বোমা উঠাতে কয়জন লাগে?) ধরা হয়ে ওঠেনি। পরে চারদলীয় ঐক্যজোট বোমা ফাটবার পর গন গ্রেফতারে মুফতি হান্নান জালে ধরা খায় এবং টিভিতে বলা হয় ৮০ তোলা বোমার চার্জশীট অনুসরন করে ধরা হয়। পরে তাকে ২১শে আগস্টের বোমা হামলায় ফাসানো হয় (কারন আপনি বললেন হাসিনা নিজে ইশারা করছেন, ঐসব লোকদের নিজে ভাড়া করছেন নাহলে উনার গায়ে গ্রেনেড পড়লো না কেন?)।
পরে তার শাস্তি হয় প্রথমটায়।

তার জঙ্গী সংগঠনকে প্রথম কারন স হ বিদেশী চাপে নিষিদ্ধ করা হয়। আর বাকী যা সম্পূরক কেস ছিলো তার সবই এই তিনটি কাহিনীর সাথে সম্পর্কযুক্ত। এখন আপনি বললেন দুটি কাহিনী লীগ সরকার করিয়েছে। এবং বিএনপির এক কেন্দ্রীয় নেতা আজকে বললো লীগনিজেদের গায়ে নিজেরাই বোমা মারিয়েছে। তাহলে মুফতি হান্নান এসব কাজ করেনি এবং লীগ এসব কাজ করেছে, তাহলে চারদলীয় ঐক্যজোট কেন তাকে জজ মিয়ার মতো হত্যা করলো মিথ্যা মামলা দিয়ে?

২) প্রথম দুটো মামলা ছাড়া আর কোনো মামলাতেই মুফতী হান্নানের রায় হয়নি এবং কোনো মামলাতে চারদলীয় ঐক্যজোটের হাতে কোনো প্রমান ছিলো না। আর আপনি বললেন মুফতি হান্নান এগুলো করেনি। তাহলে উনি নিস্পাপ না হয়ে আর কোন অপরাধে উনি দোষী?

সাথে আরেকটা প্রশ্ন
৩) ভালো কথা, তখনকার পত্রিকায় তো এটাও ছিলো সাকার পারিবারিক গ্রুপ কিউসি নেভিগেশনের জাহাজেই ঐ অস্ত্রগুলো খালাস করানো হয়েছিলো এবং তার কয়েকমাস আগে থেকেই তার ডিসি হিলের বাসায় ততকালীন পাকিস্হানী নতুন হাই কমিশনারকে খুবই বড় আপ্যায়ন করালেন`? দৈনিক আজাদীতে দেখেছিলাম তখন।



লেখক বলেছেন:
-

সবাই জানে, পনে কেন জানেন না? সেইটাই সমস্যা|

চাঁদে যে মানুষ বাস করে না, সেইটা জানটে বা বলতে কি আমার নিজে চাঁদে গিয়ে দেখে আসতে হবে?? !!

বাহরে আওয়ামী সমর্থক গোষ্ঠী!!


আপনি আমার ব্লগে গিয়ে এমন একটা পোস্ট দেখান যেখানে আওয়ামী লীগের স্তুতি গাওয়া হয়েছে? এমন কোনো পোস্ট দেখান যেখানে খালেদা হাসিনা উভয়কে ডাইনী বলে সম্বোধন করিনি?


চাঁদে মানুষ থাকে না কারন এটা যুক্তি। আর এই যুক্তির পিছনে যেগুলো প্রমান হিসেবে কাজ করছে সেগুলো হলো বৈজ্ঞানিক জার্নাল পেপার এবং ভিডিও ফুটেজ যার অর্থ হচ্ছে অকাট্য সূত্র। আমি আপনাকে সেই সূত্রের কথাটাই জিজ্ঞেস করেছি। আপনার কাছে কি সূত্র আছে?

আর আমার কোনো কমেন্টে আমি মনে হয় আপনাকে কোনো ট্যাগীং করিনি তাই আশা করি আপনি আমাকে মিথ্যা ট্যাগীং করবেন না।

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:০৬

মোসাজস বলেছেন:
-

অলরাইট ট্যাগিং বাদ দিলাম, আপনি আম্লীগও না, বিনএপিও না, একে বারে রাজনৈতিক অরিয়েন্টেশন বিহীন সাধু পুরুষ !!!

আপনি নিরপেক্ষ(!) মানুষ হইলে নিচের ৩ টা প্রশ্নের উত্তর দেন:

১| টপাটপ গ্রেনেড পড়লো ট্রাকের ডাইনে, ট্রাকের বামে, ট্রাকের সামনে, ট্রাকের পিছনে.........!! একটাও ট্রাকের মাঝে পড়লো না !!
হাসিনা বা প্রথম সাড়ির কোন নেতার গায়ে আঁচড়টাও লাগলো না


২| নারায়ন গন্জে শামীম ওসমানের ড্রয়ারে বোমা ফুটে ২১ জন ফিনিশ, কিন্ত শামীমের গায়ে আঁচরটাও লাগলো না!! বোমা ফুটার ১ মিনিট আগে শামীম নিজের টেবিল ছেড়ে পাশের রুমে গেলেন সিগারেট খেতে

৩| যশোরে উদিচির অনুষ্ঠানে হাসান ইমাম বক্তব্য শেষ করে নিরাপদ দুরত্বে গাড়িতে উঠা মাত্রই মন্চে বোমা বিস্ফোরন!!

প্রতিটি ঘটনায় মূল ব্যাক্তির গায়ে আঁচরটিও লাগলো না, মরলো শুধু টুটকা ফাটকা কর্মীরা, ঘটনা কি ??



২৩| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:০৯

ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন:

আপনার জবাব পেয়ে আমি খুব খুশী, যদিও আপনি ট্যাগীং কেন করছেন আমি বুঝতে পারছি না। আমি এসএমকিবরিয়াকে ভালো মানের অর্থনীতিবিদ স্বীকার করি না সেটা আমি ব হু আগেই বলেছি অনেক কমেন্টে। আমি বুঝতে পারছি না আপনি কেন আমাকে ট্যাগীং করছেন। যাই হোক, আমি আপনার সাথে আলোচনা চালাতে ততক্ষন আগ্রহী থাকবো যতক্ষন না আপনি ভদ্রভাষায় এবং ট্যাগীং হীন ভাবে কথা বলবেন। আসল কথায় আসি।

আপনি বলেছেন

মুফতি হান্নান নাটক আম্লীগ তৈরি করেছে আর ভয়ে বিএনপি সেই নাটক কন্টিনিউ করেছে| আম্লীগের আন্দোলন বা চাপের ভয়ে বিএনপি সেই নাটকের রহস্য উদঘটন করতে চায় নি|

তারমানে এই দাড়া্য বিএনপি তখন রাষ্ট্র ক্ষমতায় থাকা সত্বেও আওয়ামী লীগের ভয়ে ভীত থাকে। এবং আওয়ামী লীগ যাই বলে তাই করবে। তার মানে বিএনপি কি অমেরুদন্ডী দল হয়ে যাচ্ছে না?

আমি ধরেই নিলাম আ.লীগ সন্ত্রাসী দল (ছাত্রলীগের দিকে তাকালে তাহলে আর ধরাধরির কিছুই থাকছে না কারন তাদের নামই এখন কুত্তালীগ), তাহলে ঘটনা এরকম হলো আপনি আ.লীগের ভয়ে একজন নিস্পাপ লোক অথবা এমন একজন লোক যে এই অপরাধ করেনি তাকে ধরে নিয়ে ৪ টা বছর জেলে রেখে তার উপর অমানুষিক নির্যাতন করলেন। তাদের পরিবারকে বিএনপি হেয় করলো, নিঃস্ব করলো। রাষ্ট্র যখন ব্যাক্তির বিরুদ্ধে কাজ করে তখন সে সরকার যতই অজুহাত দেখাক, তাকে কি ফ্যাসীবাদী বলা যাবে না? লীগ যদি কুত্তা লীগ পালন করে সন্ত্রাসী হতে পারে তাহলে বিএনপি কি ফ্যাসিস্ট সরকার হতে পারে না? আপনার সমর্থিত দল রাস্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে সামনে যেকোনো অপরাধে বা কারো ভয়ে আমাকে ধরে নিয়ে যাবে না এই গ্যারান্টি কে দেবে? বিএনপি কি আরো খারাপ কাজ করছে না?

আপনি আরও বললেন:

মনে আছে আপনার কিবরিয়াকে হত্যাকান্ডের কথা ?? আম্লীগের আন্দোলনের ভয়ে বিএনপি নিজ দলের ৫ জন নেতা-কর্মীকে গ্রেফতার ও পুলিশ দিয়ে টর্চার করেছিল| আওয়ামীলীগ ক্ষমতায় এসে সেই ৫ জনকে ছেড়ে দিয়ে নতুন করে আসামী গ্রেফতার করে| মুফতি হান্নানও সেই মামালায় আসামী| ইন্টারেস্টিং হলো, কিবরিয়ার স্ত্রী ও পুত্র আম্লীগের বানানো চার্জশীটকেও ভূয়া বলে নারাজী পিটিশন দিয়েছে|

কিবরিয়া সাহেব যখন মারা গেলেন তখন বিএনপি নিরপেক্ষ তদন্ত করলে কি সমস্যা হতো? আন্দোলনের ভয়ে নিজের দলের লোকদের যে সরকার পুলিশ দিয়ে টর্চার করাতে পারে সেতো মীরজাফর না, স্বয়ং চাউসেস্কু অথবা হিটলার যে কিনা নিজের স্বার্থের অনেক জেনারেলকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। এর মানে কি? বিএনপি তো তাহলে ছুপা সন্ত্রাসী দল যারা আ.লীগের আন্দোলনের ভয়ে আমাদের কুক্ষিগত করে রাখতে চায়? তার মানে এটা দিবালোকের মত পরিষ্কার যে বিএনপি তখন পুরো বিচার ব্যাবস্হাকে আওয়ামী লীগের মতো নিজেদের ইচ্ছা মতো ব্যাব হার করেছে, তাই নয় কি?

তাহলে আমরা লীগের বিকল্প বিএনপিকে ভাবছি কেন? কেন বাঘের থাবা থেকে বাচতে সিংহের মুখে ঝাপ দিবো এবং আপনাদের মতো বিএনপি সমর্থকদের কথা শুনবো?

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:১৯

মোসাজস বলেছেন:
আপনাকে আমার মত বিএনপি সমর্থকের কথা কে শুনতে বলছে ?? !!!

বাসায় গিয়া ধ্যানে বসেন !!

আপনি কি আমার আগের কমেন্ট না পইরাই কমেন্ট করছেম?? সেই কমেন্টে আমি বলেছিলাম:





অলরাইট ট্যাগিং বাদ দিলাম, আপনি আম্লীগও না, বিনএপিও না, একে বারে রাজনৈতিক অরিয়েন্টেশন বিহীন সাধু পুরুষ !!!

আপনি নিরপেক্ষ(!) মানুষ হইলে নিচের ৩ টা প্রশ্নের উত্তর দেন:

১| টপাটপ গ্রেনেড পড়লো ট্রাকের ডাইনে, ট্রাকের বামে, ট্রাকের সামনে, ট্রাকের পিছনে.........!! একটাও ট্রাকের মাঝে পড়লো না !!
হাসিনা বা প্রথম সাড়ির কোন নেতার গায়ে আঁচড়টাও লাগলো না


২| নারায়ন গন্জে শামীম ওসমানের ড্রয়ারে বোমা ফুটে ২১ জন ফিনিশ, কিন্ত শামীমের গায়ে আঁচরটাও লাগলো না!! বোমা ফুটার ১ মিনিট আগে শামীম নিজের টেবিল ছেড়ে পাশের রুমে গেলেন সিগারেট খেতে

৩| যশোরে উদিচির অনুষ্ঠানে হাসান ইমাম বক্তব্য শেষ করে নিরাপদ দুরত্বে গাড়িতে উঠা মাত্রই মন্চে বোমা বিস্ফোরন!!

প্রতিটি ঘটনায় মূল ব্যাক্তির গায়ে আঁচরটিও লাগলো না, মরলো শুধু টুটকা ফাটকা কর্মীরা, ঘটনা কি ??

২৪| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:২১

ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন:
অলরাইট ট্যাগিং বাদ দিলাম, আপনি আম্লীগও না, বিনএপিও না, একে বারে রাজনৈতিক অরিয়েন্টেশন বিহীন সাধু পুরুষ !!!


ধন্যবাদ।

আপনি নিরপেক্ষ(!) মানুষ হইলে নিচের ৩ টা প্রশ্নের উত্তর দেন:

১| টপাটপ গ্রেনেড পড়লো ট্রাকের ডাইনে, ট্রাকের বামে, ট্রাকের সামনে, ট্রাকের পিছনে.........!! একটাও ট্রাকের মাঝে পড়লো না !!
হাসিনা বা প্রথম সাড়ির কোন নেতার গায়ে আঁচড়টাও লাগলো না


আমি যতটুকু জানি, তখনকার পত্রিকায় যতটুকু পড়েছি আরজেস গ্রেনেড ছুড়তে বিশেষ প্রশিক্ষন নিতে হয়। তখন এই প্রশিক্ষন দেয়া হয়েছিলো তাদেরকে আফগানিস্তান ফেরত জঙ্গী দিয়ে যারা মূলত আমেরিকান নেভী বা মেরিন সেনাদের মতো গ্রেনেড ছুড়ে না। তারা অনেকটা পিছনে বেকিয়ে হাতটা পিছনে নিয়ে সোজা ছুড়ে মারে যাতে গ্রেনেড বেশী দূরে যায়। হাতে সময় থাকে ১০ সেকেন্ড। যেহেতু গ্রেনেড গুলো ছোড়া হয়েছিলো বেসামরিক লোক বা জঙ্গী দিয়ে (এটা মুফতি হান্নানকে যখন ফাসানো হয়েছিলো তখন সে বর্ননা করেছিলো এভাবে আর লীগের পক্ষে তখন সেনাবাহিনীর লোক ভাড়া করা সম্ভব ছিলো না কারন এটা মূলত অসম্ভব যে বিরোধী দলে থাকা অবস্হায় সরকারী গোয়েন্দা সংস্হার নাক গলিয়ে এভাবে প্রশিক্ষিত পেশাদার সেনা দিয়ে গ্রেনেডের কাজটা করাবে) সেহেতু তারা বেশ অপরিপক্ক ভাবেই ছুড়েছে আর তার কারনেই বিস্ফোরণস্হলে কিছু অবিষ্ফোরিত গ্রেনেড পাওয়া গেছে যাদের পিন বের করা হয়নি। যারা এতটাই এমেচার তাদের জন্য ঐ ৫-৭ তলা থেকে একটা জন সভার উপর এক বুক নার্ভাসনেস নিয়ে জায়গা মতো বোমা সেটা স্বভাবতই হাস্যকর এবং অনেকটা এরকমই রায় দিয়েছিলো তখন এফবিআই আর সেনাবাহিনীর কর্মকর্তারা। তাদের পাশে ছিলেন ততকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর।


২| নারায়ন গন্জে শামীম ওসমানের ড্রয়ারে বোমা ফুটে ২১ জন ফিনিশ, কিন্ত শামীমের গায়ে আঁচরটাও লাগলো না!! বোমা ফুটার ১ মিনিট আগে শামীম নিজের টেবিল ছেড়ে পাশের রুমে গেলেন সিগারেট খেতে

শামীম ওসমান হচ্ছেন একজন প্রসিদ্ধ গড ফাদার এবং শুধু সে নন, তার পুত্র বর্তমানের স্বঘোষিত যুবরাজ এবং তার পরিবারের সবাই অনেক আগে থেকেই অস্ত্রের ব্যাবসা করতো। আমার জানা মতে তখন জয়নাল হাজারীর সাথে তার সখ্যতা ছিলো এবং ঐ একই আরজেড গ্রেনেড জয়নাল হাজারী ফেনীতে মজুত রেখেছিলো ১০ ট্রাক চালান আসার আগে। তখনকার প্রথমআলো জয়নাল হাজারীর ব্যাপারে খুবই সোচ্চার ছিলো খুব সম্ভবত দৈনিক দিনকালেও এরকম নিউজ করেছিলো। আপনি খোজ নিয়ে দেখতে পারেন। শামীম ওসমানের অস্ত্রের মূল যোগানদাতা ময়মনসিংহ সিলেট রুট আর কুমিল্লা রুট।

৩| যশোরে উদিচির অনুষ্ঠানে হাসান ইমাম বক্তব্য শেষ করে নিরাপদ দুরত্বে গাড়িতে উঠা মাত্রই মন্চে বোমা বিস্ফোরন!!

এটা আমার কাছে অজানা কারন চারদলীয় সরকারের স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বাবর বরাবরই এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। আলতাফ হোসেন একবার বলেছিলেন জঙ্গী যোগাযোগ থাকতে পারে। এবং আমি যে তৃতীয় কেসের কথা বলেছি তখন চারদলীয় ঐক্যজোটই তাকে দিয়ে বলিয়েছিলো নিশ্চয়ই যে তাদের একটা উইং এটার হয়ে কাজ করেছিলো দেশ থেকে হিন্দুয়ানী অপসংস্কৃতি রোধে।

আমার নিজের কোনো বক্তব্য নেই (কারন আমি তদন্ত কারী কোনো কর্মকর্তা না), আপনাদের চারদলীয় ঐক্যজোট যাই বলেছে এবং করেছে তাই বললাম।

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:২৮

মোসাজস বলেছেন:
আপনি বলছেন:

আমার নিজের কোনো বক্তব্য নেই (কারন আমি তদন্ত কারী কোনো কর্মকর্তা না), আপনাদের চারদলীয় ঐক্যজোট যাই বলেছে এবং করেছে তাই বললাম।

আপনার বক্তব্য নাই মানে কী?? আপনি নিরপেক্ষ(!) মানুষ, আমি আপনার বক্তব্য শুনতে চাই|

তিনটা প্রশ্নের বগি চগি উত্তর দিছেন, ক্লীয়ার কইরা বলেন, ঘটনা কে ঘটাইছে আম্লীগ না বিএনপি না জংগী??


২৫| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:২২

ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: এখন আমার উত্তর কি পেতে পারি? আর আমি জানতে চাই। আপনি বিএনপি সমর্থক নিশ্চয়ই আপনাদের দলের বিরুদ্ধে আমাদের জনসাধারনের অভিযোগ আছে সেগুলোর ভালো জবাব আপনাদের আছে বৈকি।

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:২৯

মোসাজস বলেছেন:
-

ক্লীয়ার কইরা প্রশ্ন করেন উত্তর পাইবেন !!

২৬| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:২২

ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: এখন আমার উত্তর কি পেতে পারি?

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:২৯

মোসাজস বলেছেন:
-

ক্লীয়ার কইরা প্রশ্ন করেন উত্তর পাইবেন !!

২৭| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৩১

ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: লেখক বলেছেন:
আপনি বলছেন:

আমার নিজের কোনো বক্তব্য নেই (কারন আমি তদন্ত কারী কোনো কর্মকর্তা না), আপনাদের চারদলীয় ঐক্যজোট যাই বলেছে এবং করেছে তাই বললাম।

আপনার বক্তব্য নাই মানে কী?? আপনি নিরপেক্ষ(!) মানুষ, আমি আপনার বক্তব্য শুনতে চাই|

তিনটা প্রশ্নের বগি চগি উত্তর দিছেন, ক্লীয়ার কইরা বলেন, ঘটনা কে ঘটাইছে আম্লীগ না বিএনপি না জংগী??


যদি আমার বক্তব্য জানতেই চান তাহলে আপনার সাথে আলোচনায় যাবার আগে আমি জানতাম যে ২১ শে আগস্টে মুফতী হান্নান এবং জঙ্গীরা এবং তাদেরকে সাহায্য করেছিলো বিএনপির এক এমপি, নারায়ন গন্জ্ঞেরটা স্বয়ং শামীম ওসমান এবং উদীচিরটা জঙ্গী মৌলবাদীরা।

কিন্তু আপনি যে যেটা বলছেন সেটার উপর বিশ্বাস করলে সবচেয়ে কুকর্মটা করেছে বিএনপি কারন তারা জানতো কারা ঘটিয়েছে কিন্তু তারা সেসব সন্ত্রাসীদের না ধরে নিস্পাপ লোকদের পাকড়াও করে প্রকৃতখুনীদেরকে অবাধে বিচরন করার সুযোগ দিয়েছে।


এবার আমার প্রশ্নের উত্তর কি পেতে পারি?

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৫০

মোসাজস বলেছেন:

আওয়ামীলীগকে বাচানোর কি আপ্রান চেস্টা আপনার !!!

১| ২১ আগস্টের বোমা হামলা করেছে ইনডিয়ান র'| শুধু হাসিনা ও তার খুবই ঘনিষ্ঠ ২/১ জান ছাড়া আম্লীগের কেউ সেইটা জানতো না| র' ও হাসিনা মিলে বিএনপি আমলকে সারা বিশ্বের কাছে তালেবানী একটা রুপ দিতে চেয়েছিল|


২| শামীম ওসমান নিজে করেছে টাইম বোম দিয়ে, সেইটাও পাইছে ইন্ডিয়া থেকে|


৩| উদিচীর ঘটনাও টাইম বম্ব, হাসান ঈমাম হইলো বাংলাদেশে র'এর এজেন্ট|

আপনি জংগীদের কথা বলে আম্লীগকে রক্ষা করতে চাইছেন| জংগীরা টাইম বোম পেতে রাখলো হাসান ঈমামের মন্চের নীচে আর বোমাটা ফাটলো হাসব ইমাম বক্তব্য শেষ করে নিরাপদ দুরত্বে গিয়ে গাড়ীতে উঠার পর?? আর আওয়ামী লীগ ক্ষমতার হারানোর পর হাসান ইমাম পালিয়ে ইন্ডিয়া চলে গিয়েছিলেন ৫ বছরের জন্য| মনে পড়ে সেই ইতিহাস??

২৮| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৭

ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: আমার প্রশ্নটা তিনটা আমি ক্লিয়ার লি করছি:

১) ৮ কেজিকে ৮০ কেজি বানিয়ে ততকালীন লীগ সরকার চার্জ শীট গঠন করলেও(এটা আপনি এভাবে বলেছেন যে ৮০ কেজি বোমা উঠাতে কয়জন লাগে?) ধরা হয়ে ওঠেনি। পরে চারদলীয় ঐক্যজোট বোমা ফাটবার পর গন গ্রেফতারে মুফতি হান্নান জালে ধরা খায় এবং টিভিতে বলা হয় ৮০ তোলা বোমার চার্জশীট অনুসরন করে ধরা হয়। পরে তাকে ২১শে আগস্টের বোমা হামলায় ফাসানো হয় (কারন আপনি বললেন হাসিনা নিজে ইশারা করছেন, ঐসব লোকদের নিজে ভাড়া করছেন নাহলে উনার গায়ে গ্রেনেড পড়লো না কেন?)।
পরে তার শাস্তি হয় প্রথমটায়।

তার জঙ্গী সংগঠনকে প্রথম কারন স হ বিদেশী চাপে নিষিদ্ধ করা হয়। আর বাকী যা সম্পূরক কেস ছিলো তার সবই এই তিনটি কাহিনীর সাথে সম্পর্কযুক্ত। এখন আপনি বললেন দুটি কাহিনী লীগ সরকার করিয়েছে। এবং বিএনপির এক কেন্দ্রীয় নেতা আজকে বললো লীগনিজেদের গায়ে নিজেরাই বোমা মারিয়েছে। তাহলে মুফতি হান্নান এসব কাজ করেনি এবং লীগ এসব কাজ করেছে, তাহলে চারদলীয় ঐক্যজোট কেন তাকে জজ মিয়ার মতো হত্যা করলো মিথ্যা মামলা দিয়ে?

২) প্রথম দুটো মামলা ছাড়া আর কোনো মামলাতেই মুফতী হান্নানের রায় হয়নি এবং কোনো মামলাতে চারদলীয় ঐক্যজোটের হাতে কোনো প্রমান ছিলো না। আর আপনি বললেন মুফতি হান্নান এগুলো করেনি। তাহলে উনি নিস্পাপ না হয়ে আর কোন অপরাধে উনি দোষী?

সাথে আরেকটা প্রশ্ন
৩) ভালো কথা, তখনকার পত্রিকায় তো এটাও ছিলো সাকার পারিবারিক গ্রুপ কিউসি নেভিগেশনের জাহাজেই ঐ অস্ত্রগুলো খালাস করানো হয়েছিলো এবং তার কয়েকমাস আগে থেকেই তার ডিসি হিলের বাসায় ততকালীন পাকিস্হানী নতুন হাই কমিশনারকে খুবই বড় আপ্যায়ন করালেন`? দৈনিক আজাদীতে দেখেছিলাম তখন।


যদি শর্টকাটে জানতে চান তাহলে:

১) আসল অপরাধী কে সেটা জেনেও নির্দোষ মুফতি হান্নানের উপর জেল জুলুম করে বিএনপি সরকার যে অপরাধ করেছে তার জন্য জবাবদিহি কে করবে? সকল অপরাধীকে মুক্ত করে একজন নিরপরাধ লোককে বিচার বিভাগকে প্রভাবিত করে নিজের ইচ্ছা মতো রায় বের করিয়ে বিএনপি যে ক্ষতিটা করেছে (আপনি বিএনপি সমর্থক হয়ে স্বীকার করেছেন), সেটা যে সামনের বার আরও ভয়াব হ রূপ নেবে না তার গ্যারান্টি কি? তাদের ফ্যাসিস্ট আচরনকে কেন ভুলে যাবো আমরা?

২) তখন খোদ চারদলীয় ঐক্যজোট সরকার উত্তরবঙ্গের এক এমপির আত্মীয়ের সাথে জঙ্গী সংশ্লিষ্টতার অভিযোগ ছিলো সেটাও কি এখন মিথ্যে? তাহলে আপনি কে? বাবর বা আলতাফ হোসেনের চেয়েও বড় কেও যে যখন ইচ্ছা তখন রেফারেন্স ছাড়া প্রমান ছাড়া সবাই জানে টাইপ গুজব টাইপ কথা বলে দোষ চাপান?

৩) সালাউদ্দিন কাদেরের কিউসি নেভিগেশনের মাধ্যমে অস্ত্র আনানোর জন্যই কি পাকিস্তানী হাইকমিশনকে দাওয়াত করে খাওয়ানো হয়েছিলো ?(সূত্র ততকালীন দৈনিক আজাদী)

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৮

মোসাজস বলেছেন:
১| ২১ আগস্টের বোমা হামলা করেছে ইনডিয়ান র'| শুধু হাসিনা ও তার খুবই ঘনিষ্ঠ ২/১ জান ছাড়া আম্লীগের কেউ সেইটা জানতো না| র' ও হাসিনা মিলে বিএনপি আমলকে সারা বিশ্বের কাছে তালেবানী একটা রুপ দিতে চেয়েছিল|


২| শামীম ওসমান নিজে করেছে টাইম বোম দিয়ে, সেইটাও পাইছে ইন্ডিয়া থেকে|


৩| উদিচীর ঘটনাও টাইম বম্ব, হাসান ঈমাম হইলো বাংলাদেশে র'এর এজেন্ট|

আপনি জংগীদের কথা বলে আম্লীগকে রক্ষা করতে চাইছেন| জংগীরা টাইম বোম পেতে রাখলো হাসান ঈমামের মন্চের নীচে আর বোমাটা ফাটলো হাসব ইমাম বক্তব্য শেষ করে নিরাপদ দুরত্বে গিয়ে গাড়ীতে উঠার পর?? আর আওয়ামী লীগ ক্ষমতার হারানোর পর হাসান ইমাম পালিয়ে ইন্ডিয়া চলে গিয়েছিলেন ৫ বছরের জন্য| মনে পড়ে সেই ইতিহাস??

৩ টা প্রশ্নের উত্তর পাইছেন? এইবার ঘুমান যান ;)


২৯| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:০১

ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: আপনার উত্তরের জন্য ধন্যবাদ


কিন্তু আমপনার উত্তর শুনে নিজে যেসব ডিসিশন নিচ্ছি সেগুলো দেখে আমার নিজেই আতকে উঠছি যে কতটা অযোগ্য একটা দলকে আমরা দুবার ক্ষমতায় বসিয়েছিলাম যারা লীগের মতো দলকে ভয় পেয়ে এরকম ধোকাবাজী করেছে জন গনের সাথে। বিএনপি জন গনের সাথে তাহলে মিথ্যাচার করেছে বৈকি।

আর আমি আওয়ামী কে বাচানোর চেষ্টা করবো কেনো বুঝলাম না। আমি আগেই বলেছি আপনি আমার একটা ব্লগ বা পোস্টে হাসিনা খালেদার স্তুতি নিয়ে একটা দেখান, আমি আর আপনার সাথে তর্কে যাবো না।

১| ২১ আগস্টের বোমা হামলা করেছে ইনডিয়ান র'| শুধু হাসিনা ও তার খুবই ঘনিষ্ঠ ২/১ জান ছাড়া আম্লীগের কেউ সেইটা জানতো না| র' ও হাসিনা মিলে বিএনপি আমলকে সারা বিশ্বের কাছে তালেবানী একটা রুপ দিতে চেয়েছিল|

তাহলে মুফতি হান্নান নির্দোষ এবং বিএনপি তালেবানি সরকার না হলেও যেহেতু লীগকে না ধরে একজন নির্দোষকে ধরলো সেহেতু সে ফ্যাসিবাদী সরকার এবং সাধারন মানুষের জন্য এই দলটি ভয়ংকর। লীগের সাথে গোপন আতাত নাকি লীগকে বাঘের মতো ভয় পায় এরকম অপরাধীকে আমরা কেন সাপোর্ট দেবো? তারা সমস্ত রাষ্ট্রযন্ত্রকে শক্তিশালী করতে একেবারেই অক্ষম এবং ধ্বজভঙ্গ দল, তাই নয়কি? (আপনি এই ব্যাপারটা ক্লিয়ার করেননি)।


২| শামীম ওসমান নিজে করেছে টাইম বোম দিয়ে, সেইটাও পাইছে ইন্ডিয়া থেকে|


আমি কি সেইটাই বলিনি? যে রূট দুটো বলেছি রেফারেন্স স হকারে সেগুলো কি ইন্ডিয়াকে নির্দেশ করে না?

৩| উদিচীর ঘটনাও টাইম বম্ব, হাসান ঈমাম হইলো বাংলাদেশে র'এর এজেন্ট|

তাহলে বলতে হয় আলতাফ হোসেন চৌধুরী, খালেদা চৌধুরীর বেয়াই আর বাবর হলো চরম মিথ্যাবাদী এবং ঠগবাজ স্বরাষ্ট্রমন্ত্রী কারন তারা জন গনের সাথে চরম মিথ্যাচার করে খুনীদের পলায়নে স হায়তা করেছেন। তা জানতে পারি এরকম ঠগবাজী তারা কিসের বিনিময়ে করলেন?

আর লীগ-বিএনপি দেখছি এক অপরের পিঠ বাচাচ্ছে তাহলে আর এদের দুজন পক্ষে যারা লিখে তারা কি রকম মানুষ? বলতে পারেন?

তাহলে আপনার পোস্টের শিরোনামে এটাও কি বলতে পারি না....

আমজনতা সব মুফতি হান্নান
আমাদের গলা টিপে তোরা কয়জনে মারবি?

১২ ই মার্চ, ২০১৩ রাত ২:০৮

মোসাজস বলেছেন:
-

না, আপনে সেইটা বলতে পারেন না|

আপনি বর্তমানের কোন অন্যায়কে অতীতের কোন অন্যায় দিয়ে জাস্টিফাই করতে পারেন না|

বিএনপি'র আমলে করা প্রতিটি ঘটনা এখন আদালতে বিচারাধীন, আপনি সেই ঘটনার রেফারেন্স দিয়ে আওয়ামী লীগের খুন-গুম-নির্যাতনকে জায়েজ করার চেস্টা করতেছেন|

শুধু আওয়ামী জানোয়ার ছাড়া কেউ তাদের এই নৃশংশতাকে জাস্টিফাই করছে না, আপনি যদি নিরপেক্ষ হতেন তবে এসব ফাউল রেফারেন=স বাদ দিয়ে সোজা ভাষায় বলতেন যে, আম্লীগ দেশে ফ্যাসিজম কায়েম করেছে|


৩০| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:২০

ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: বিএনপি'র আমলে করা প্রতিটি ঘটনা এখন আদালতে বিচারাধীন, আপনি সেই ঘটনার রেফারেন্স দিয়ে আওয়ামী লীগের খুন-গুম-নির্যাতনকে জায়েজ করার চেস্টা করতেছেন|

আপনি মিথ্যে বলছেন না ভুল বলছেন কি না জানি তবে মুফতি হা্ন্নানকে ফাসি দেয়া হয়েছিলো ২০০৮ সালে।

আর আমি এখানে এই ঘটনাই বার বার উল্লেখ করছি। একটা হত্যা যেমন পাপ তেমনি ১০ হত্যাও পাপ এবং এর শাস্তি একটাই সেটা হলো মৃত্যুদন্ড।

আর আমি আওয়ামী দের কোথায় জাস্টিফাই করলাম সেটাই মনে আসছে না। নাসিম োসমান জয়নাল হাজারী যে সন্ত্রাসী এবং লীগের আমলের বিরুদ্ধে কি আপনি একাই লিখছেন?

লীগ সেমন ফ্যাসিজম কায়েম করছে তেমনি আপনি যদি সত্যি বলে থাকেন যে বিএনপি সকল কিছু জানা সত্বেও এরকম নির্দোষ লোককে জেলে ঢুকালো সেটাও অবশ্যই ফ্যাসিজম এবং স্বৈরতন্ত্র এবং জন গনের সাথে ধোকাবাজী যেটা আওয়ামী লীগ এখন অহরহই করছে।

আর আমার রেফারেন্স যদি আউল ফাউল তাহলে নীচের এই কমেন্ট গুলোকে কি বলবেন?

লেখক বলেছেন:
-

সবাই জানে, পনে কেন জানেন না? সেইটাই সমস্যা|

চাঁদে যে মানুষ বাস করে না, সেইটা জানটে বা বলতে কি আমার নিজে চাঁদে গিয়ে দেখে আসতে হবে?? !!

বাহরে আওয়ামী সমর্থক গোষ্ঠী!!


জ্যোতির্বিজ্ঞানের ঘটনার সাথে বাংলাদেশের মিথ্যাচার রাজনীতির তুলনা, এটা কি হাস্যকর নয়?

১২ ই মার্চ, ২০১৩ রাত ২:২৬

মোসাজস বলেছেন:
-

শুধু আওয়ামী জানোয়ার ছাড়া কেউ তাদের এই নৃশংশতাকে জাস্টিফাই করছে না, আপনি যদি নিরপেক্ষ হতেন তবে এসব ফাউল রেফারেন্স বাদ দিয়ে সোজা ভাষায় বলতেন যে, আম্লীগ দেশে ফ্যাসিজম কায়েম করেছে|


স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম প্রধান বিরোধী দলের কার্যালয় ভাংচূর করে মহা সচিব সহ শত শত নেতা কর্মীকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় নিন্দ না জানিয়ে ত্যান প্যাচানো নিরপেক্ষ(!)ভদ্দর লোক আপনি!!

৩১| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:২২

ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: যাই হোক, আপনি আপনার শেষ কমেন্টেও আমাকে জানোয়ার বললেন যেখানে আমি আপনাকে এতটুকু গালাগালি করিনি। এতেই বোঝা যায় আসলে আপনি কি রকম।

যেখানে আপনি কোনো প্রমান বা রেফারেন্সও দেখাতে পারলেন না আমি লীগ করি বা তাদের পদলেহন করি।

যাই হোক পুরো পোস্ট পিডিএফ করে রাখলাম এবং ব্লগের মোসাজসেরা কেমন বিএনপির সাপোর্টার সেটাও জানা হলো এবং সবাই জানবে সামনে এই পোস্ট পড়ে।

১২ ই মার্চ, ২০১৩ রাত ২:২৮

মোসাজস বলেছেন:
-

আমি আপনাকে জানোয়ার বলিনি, আমি বলেছি:

শুধু আওয়ামী জানোয়ার ছাড়া কেউ তাদের এই নৃশংশতাকে জাস্টিফাই করছে না...............।

নিজেকে আপনি আওয়ামী ভাবছেন কেন ?? আপনার অবচেতন মন কি সত্যটাই মেনে নিচ্ছে.........।??

৩২| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৬

ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: বিএনপির মহাসচিব কে ধরে নিয়ে গেছে অথবা তাদেরকে মেরে ফেলেছে সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই।


কারন যারা নিরপরাধ মানুষ ধরে ফাসিতে ঝুলানোর ব্যাবস্হা করে দেয় (নিরপরাধ বললাম কারন আপনি সেগুলো বলেছেন) তারা আরেক কুকুরের কামড়ে মরবে সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, বরংচ আমি খুশি।

বিএনপির আমলে লীগের লোকজন বোমা খেয়ে মরবে, আবার লীগের আমলে বিএনপির লোকজন গুলি লাথী খাবে এতে আমার মতো মানুষ খুশী হতেই পারে। কেই বা জজ মিয়া বা মুফতি হান্নান অথবা ইলিয়াস (!) হতে চায়?

১২ ই মার্চ, ২০১৩ রাত ২:৪১

মোসাজস বলেছেন: ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন:


বিএনপির মহাসচিব কে ধরে নিয়ে গেছে অথবা তাদেরকে মেরে ফেলেছে সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই।


======>> এই তো লেন্জা বাইর হইতাছে!! একটু পরেই "হাম্বা হাম্বা" ডাকও বাইর হইবো|

কেন এতক্ষন নিরপেক্ষ সাজার এই বৃথা চেস্টা ???


৩৩| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৫

ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: আপনি দিবাস্বপ্ন দেখেন। আমার মুখ দিয়ে হাম্বা হাম্বা বা গুলাপী-গুলামী কখনোই বেরুবে না। আর তাদের কারোই পা চাটা কুকুর হতে চাই না। প্রতি সকালে আমি তাদের মৃত্যুই কামনা করি।

১২ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৬

মোসাজস বলেছেন:
-


ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন:

বিএনপির মহাসচিব কে ধরে নিয়ে গেছে অথবা তাদেরকে মেরে ফেলেছে সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই।


????????????

৩৪| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৭

ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: বিএনপির আমলে লীগের লোকজন বোমা খেয়ে মরবে, আবার লীগের আমলে বিএনপির লোকজন গুলি লাথী খাবে এতে আমার মতো মানুষ খুশী হতেই পারে। কেই বা জজ মিয়া বা মুফতি হান্নান অথবা ইলিয়াস (!) হতে চায়?

এলাইনটা কি চোখে পড়ে না?

১২ ই মার্চ, ২০১৩ রাত ২:৫০

মোসাজস বলেছেন:
-



-

ঐ লাইন গুলো আপনার লেন্জা লুকানোর জন্য যথেষ্ঠ নয় !!


৩৫| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৩

ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: আপনি একজন বিএনপির সাপোর্টার তাও আবার এমন বিএনপি যে লীগের ভয়ে নিরপরাধ লোক ধরে নিয়ে ফাসিতে ঝুলায়। সেখানে আপনার কাছে প্রমান কেন দিতে হবে আমি সেটাই বুঝলাম না। আর আপনিও তো প্রমান করতে পারলেন না যে আমি এই দুই ডাইনীর পা চাটা কুকুর?

আপনার লেন্জ্ঞা যখন আছেই বিএনপির সেখানে আমার লেন্জ্ঞা না খুজে দেশের জন্য যেটা ভালো হয় সেটা করেন। ফ্যাসিবাদী বিএনপি বা সন্ত্রাসী লীগ দিয়ে দেশের ক্ষতিই হবে

১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৯

মোসাজস বলেছেন:
-

ফ্যাসিবাদী বিএনপি ???????!!

জয় আম্লীগ!!!

৩৬| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:০১

দায়িত্ববান নাগরিক বলেছেন: ঘুমাইলে চোখে দেখি না! @

এইটা একটা ছাগু ছিলো (মুফতি বাবা নিক) । নিক বদলাইয়া এখন বিএনপিতে যোগ দিছে। ছাগুদের জন্য উন্মুক্ত কিনা।

১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৮

মোসাজস বলেছেন:
ওরে বেহায়া, নির্লজ্জ কোথাকার !!

তোরে কি আল্লায় সামান্য লজ্জাও দেয় নাই?? আওয়ামী বলদের বাচ্চা বলদ আমার নিক ৪ বছরের পুরানো|

মুফতি বাবা তোমারে বলাৎকার করছিল, সেইটার দোষ মোসাজসের না ;)


৩৭| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৩

ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: মুফতি বাবা নিকের সাথে পরিচয় নেই আমার @ দা.না

তবে এই লোকটা অতি চিত্ত চান্ঞ্চল্যে বিএনপিরই ক্ষতি করলেন। আর এদের মতো লোকদের জন্যই বিএনপির এমন অবস্হা এবং খালেদা জিয়া এত বাজে বাজে ডিসিশন নেন

১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৬

মোসাজস বলেছেন:
-

আপনি বিএনপিতে যোগ দেন, আমাদের মত খারাপ সমর্থকরা পদত্যাগ করুক :):)

৩৮| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:১১

দায়িত্ববান নাগরিক বলেছেন: হমমম..। এই নিক অনেক পুরান। তবে মাঝে মুফতি নিক দিয়া ছাগু গিরি করছিলি। অন্য কোনো নিক নিয়ে আসলেও তোরে চেনা ওয়ান টু'র ব্যাপার।

১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:২০

মোসাজস বলেছেন:
-

মুফতি বাবা তোমারে বলাৎকার করছিল, সেই দু:খ এই খানে কইয়া কি লাভ ?? :(:(

ডাক্তার দেখাও মলম লাগাও, সাইরা যাইবো :):):)

১২ ই মার্চ, ২০১৩ সকাল ৭:২৪

মোসাজস বলেছেন: -

ব্লগে তোরে সবাই কুত্তালীগার কইয়া গালি দেয়, ঘটনা কি সইত্য??

৩৯| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৮:০০

এই আমি সেই আমি বলেছেন: গাজার নৌকা পাহাড় দিয়া যায় । এই লোক দেখি সব কিছুতে ইন্ডিয়া দেখে । ফেনী পর্যন্ত ইন্ডিয়া হয়ে যাবে , মসজিদে কুলু ধ্বনি হবে । এই গুলি শুনে এখন শিশুরাও ঘুমায় না বরঞ্চ ঘুমের বদলে ঠা ঠা করে হাসে ।

ভাই তারেক চুরারে চুরা বলায় আপনি হেভী মাইন্ড করে আমাকে একটি অভক্ষণীয় দ্রব্য খেতে বলেছেন । যদিও মাত্র ২ চামচ খেতে বলেছেন তবুও আপনাদের মেনুর নিয়মিত খাদ্যটি আমার পক্ষে ভক্ষন করা সম্ভব নয় । আমারে মাপ কইরা দ্যান , আমি আর তারেক চুরারে চুরা কমু না , কমু তারেক আউলিয়া , ঠিকাছে । নিজাম উদ্দিন ডাকাত নিজাম আউলিয়া হইছে না ।

১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৩

মোসাজস বলেছেন:
-

১৪ টি চুরি আর চান্দাবাজী মামলার চার্জশিট ভুক্ত আসামী, সোনালী ব্যংক লুট আর পদ্মা সেতু চোর হাসিনার চেলা-চামুন্ডারা তারেককে চোর বলার আগে তাদের ৪ চামচ গু খাওয়া দরকার|

৪০| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৯

ধীবর বলেছেন: মোজাসেস ভাই, একটা আত্মসম্মানহীন অল্প পানির মাছকে প্রায়ই দেখি, একে ওকে ইচ্ছামত ট্যাগিং করছে, ওমুককে ব্যান করো তমুক কে সেটা করো বলে দিন নাই রাত নাই লাফাচ্ছে।

ওরে জিজ্ঞেস করা দরকার যে, ব্লগ কি সে ইজারা নিয়েছে কিনা? যদি নিয়ে থাকে, তাইলে কোন কথা নাই। আর না নিলে মাত্র একখান কথাই আছে। সেটা হলো, সবাই মিলে ওরে রিপোর্ট করলে, এই ধরনের ফালতু ফালাফালি বন্ধ হয়ে যাবে। এই ধরণের কাজের জন্য অন্তত একটা কিন্ত খোয়াড়ে গেছে।

আর আপ্নাকেও বলি। তারা গলা টিপে মারুক, গুলি করে মারুক, চাপাতি দিয়ে মারুক, আপনার মাথা ব্যাথা কেন? শান্তি রক্ষার জন্য সব কিছুই জায়েজ আছে।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪২

মোসাজস বলেছেন:
-

ধীবর ভাই:


ঐ আওয়ামী নব্য বাকশালী| ওর শরীরে বাকশালের রক্ত বইছে| ভিন্ন মতের সবািরে সে ব্যান করার চিন্তায় মত্ত|

দেশটাকে লুট-পাট করে টাকা নিয়ে গেছে আমেরিকায়, সেই টাকা দিয়া বাপের গাধা সন্তান হয়েও আমেরিকান ভার্সিটিতে পড়ে ব্লগে এসে সেই চুরির টাকা হালাল করার জন্য ঘেউ ঘেউ করে|



৪১| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ২০০৭-০৮ বিশেষ সাব জেলে নাকি হাসিনারে খাওয়াতে বিষ মিশায়া হত্যা করার চেষ্টা হইছিল। কিন্তু হাসিনা ২০০৯ এ ক্ষমতায় আইসা ফখরু-মঈনা কাউরেই গ্রেফতার করেনি।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৪

মোসাজস বলেছেন:
-

পুরাই মিছা কথা!!

মঈন-ফখরু হাসিনারে ক্ষমতা দিছে| বেশী দিন বাকী নাই যখন দেখবেন হাসিনা প্রবাসী হয়ে মঈন-ফখরুর সাথে অবসর জীবন কাটাইতাছে|

হাসিনা করবো মঈনের বিচার??!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.