নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার দেশটার মত মহান হতে চাই facebook.com/khudro.khadem

ক্ষুদ্র খাদেম

ক্ষুদ্র খাদেম › বিস্তারিত পোস্টঃ

ভ্রমণ ব্লগ -- আমার চতুর্থ দেশ :)

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

ঈদের বন্ধে আমার চতুর্থ দেশ (বাংলাদেশ সহ :P) ভ্রমণ করা হয়ে গেল। এবারের ভ্রমণের আকর্ষণীয় দিক ছিল, আমরা শুধু দৌরের ওপরেই ছিলাম, আর তারই কিছু খণ্ডচিত্র আপনাদের সাথে ভাগ করে নেয়ার জন্যেই আজকের এই সামান্য আয়োজনঃ



ডাউকি বন্দরের পরে, আমরা জাফলং থেকে মেঘালয়ের যে সেতুটা দেখি সেখান থেকে তোলা। এটাকে ওরা বাংলাদেশ ভিউপয়েন্ট বলে



বাংলাদেশ ভিউপয়েন্ট পেরিয়ে গেলেই সামনের পাহাড়ি নদীর উৎস ঝর্না এটা, নাম হিসেবে "Borhill"



এটা হচ্ছে লিভিং রুট ব্রিজ, যা শিলং যাবার পথেই পড়বে :) দুনিয়ার সবচেয়ে আশ্চর্য সেতুগুলোর মধ্যে একটা এটা।



এটা ডাউকি থেকে মেঘালয়ের দিকে ১০-১২ কিলোমিটারের মধ্যেই ছিল। রাস্তার পাশের একটা চমৎকার ভিউপয়েন্ট :)



লিভিং রুট ব্রিজের মূল অংশটা দৃশ্যমান এখানে, নিচে স্বচ্ছ পানির একটা হিমেল প্রশান্তিদায়ক প্রবাহ আছে :)



"Borhill" এর অপরদিকের পানির প্রবাহ :)




"Borhill" এর সামনের দিক থেকে তোলা ছবি :)



ডেনথ্যালেন ফলস :) লোকে বলে এটার নিচে পর্যন্ত সবদিন দেখা যায় না, আমরা অল্প সময়ের জন্যে অনেক খানি দেখতে পেয়েছিলাম :)



নহকালিকা ফলস :)



ইকো পার্ক এর এক প্রান্ত থেকে নিচের দিকের মেঘাচ্ছন্ন ছবি :)



ডাবল লিভিং রুট ব্রিজ। এখানে যেতে মাত্র ৩,৫০০ সিঁড়ি ভেঙ্গে নিচে নামতে হয়েছিল :((



ডাবল লিভিং রুট ব্রিজ দেখে পরের দিন ৩,৫০০ সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময়ের একটা বিশ্রাম নেয়ার জায়গা থেকে তোলা ছবি। বিঃ দ্রঃ ঐ সময়ে ব্যাপক বৃষ্টি ছিল /:)

Lucky to Travel,
Happy to Explore :)

মন্তব্য ২৫ টি রেটিং +২/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

সিগন্যাস বলেছেন: ৪ নং ছবিটা কোথায় তুলেছেন?খুবই সুন্দর জায়গা মনে হলো

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

ক্ষুদ্র খাদেম বলেছেন: এটা একটা ভিউপয়েন্ট, জায়গার নামটা জানা নেই, তবে এটা ডাউকি থেকে মনে হয় ১০-১২ কিলোমিটার সামনে শিলং এর দিকে (মেঘালয়, ভারত) :)

২| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১১

একদম_ঠোঁটকাটা বলেছেন: এত কষ্ট করে যখন ছবি দিতে পেরেছেন তখন আরেকটু কষ্ট করে বেরানোর বিবরণ দিলে আমরা একটু আনন্দিত হতাম।

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

ক্ষুদ্র খাদেম বলেছেন: আমার ইচ্ছে ছিল, প্রতিটা ছবির ই কিছুটা বর্ণনা দেয়ার। কিন্তু, আমার আগের পোস্ট দেখে সামু মনে হয় রাগ করেছে, তাই এক ঘণ্টার মধ্যে প্রায় ৬ বার চেষ্টা করে পোস্ট আপলোড করতে পারলাম /:)

২৯ শে জুন, ২০১৮ রাত ৮:৩৮

ক্ষুদ্র খাদেম বলেছেন: ছবির সাথে কিছু বিবরণ আর নতুন কিছু ছবিও যোগ করে দিলাম :)

৩| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

আহমেদ জী এস বলেছেন: ক্ষুদ্র খাদেম,



এতো দৌঁড়ের উপর ছিলেন যে কোথায় কোথায় ভ্রমন করে এলেন , তা বলতে পর্যন্ত ভুলে গেলেন ?
এতো সিনিক সব ছবি ! কোথাকার ছবি পাঠকের জানতে ইচ্ছা করেনা ?


২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

ক্ষুদ্র খাদেম বলেছেন: আসলেই আমরা একটু বেশি ই দৌড়েছি, বলা যায়। তবে ভুলে যাওয়াটা এত সহজ হবে না, আমার জন্যে :)

এটা ডাউকি থেকে শিলং হয়ে চেরাপুঞ্জির তিন দিনের এক সফরের কিয়দংশ মাত্র :)

৪| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

বৃষ্টি বিন্দু বলেছেন: ছবিগুলো কি আপনার তোলা?

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

ক্ষুদ্র খাদেম বলেছেন: জী, সবগুলোই আমার নিজের হাতে তোলা B-)

৫| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

চঞ্চল হরিণী বলেছেন: খুব সুন্দর ছবিগুলো। জানতে ইচ্ছে করছে কোথায় কোথায় বেড়ালেন। একটা/দুটো ছবি মাধবকুণ্ড'র চিনতে পেরেছি। বাকিগুলো আমাদের জানিয়ে কৃতার্থ করুন।

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

ক্ষুদ্র খাদেম বলেছেন: দুঃখিত, এখানে মাধবকুণ্ডের কোনও ছবি নেই, আপনি যদি চান তবে মাধবকুণ্ডের আমার তোলা এই ছবিটা দেখতে পারেনঃ



এই ছবিগুলো ডাউকি থেকে শিলং হয়ে চেরাপুঞ্জির তিন দিনের এক সফরের কিয়দংশ

২৯ শে জুন, ২০১৮ রাত ৮:৩৯

ক্ষুদ্র খাদেম বলেছেন: ছবির সাথে কিছু বিবরণ আর নতুন কিছু ছবিও যোগ করে দিলা :)

৬| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

লাবণ্য ২ বলেছেন: চমৎকার!

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

ক্ষুদ্র খাদেম বলেছেন: ধন্যবাদ :)

৭| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

রাজীব নুর বলেছেন: ছবির সাথে কিছু বর্ণনা দিলে ভালো হতো।

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

ক্ষুদ্র খাদেম বলেছেন: সামু তো পোস্ট ই দিতে দিচ্ছিল না, বর্ণনা দেয়ার ইচ্ছে আমারও ছিল, দেখি দিয়ে দেব রাতে যদি সামুর কোনও উদ্ভট সমস্যা সৃষ্টি না হয় আবার /:)

২৯ শে জুন, ২০১৮ রাত ৮:৩৭

ক্ষুদ্র খাদেম বলেছেন: ছবির সাথে কিছু বিবরণ আর নতুন কিছু ছবিও যোগ করে দিলাম :)

৮| ২৯ শে জুন, ২০১৮ রাত ১০:২৬

রাকু হাসান বলেছেন: ভিউপয়েন্ট এর ছবি টা বেস্ট মনে হয়েছে

৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:২৭

ক্ষুদ্র খাদেম বলেছেন: ধন্যবাদ রাকু হাসান :)

৯| ২৯ শে জুন, ২০১৮ রাত ১১:৫৩

রাজীব বলেছেন: ডাবল রুট ব্রীজ যেতে কত সময় লেগেছিল?
সেখানে কি থাকা যায়?
আপনার ওজন কত ও কত ঘন্টায় সিড়ি পেরিয়েছিলেন?
আমি প্রায় ১০০ কেজি ওজন নিয়ে চেষ্টা করে যাচ্ছি, যদি কোন দিন সুযোগ হয়!

৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:৩৫

ক্ষুদ্র খাদেম বলেছেন: নিচে নামতে প্রায় দুই ঘণ্টা, ঐদিন রাতে আমরা ছিলাম সেখানে। হোমস্টে টাইপ ভালো কিছু কটেজ আর থাকার জায়গা আছে, এবং ভালো বাজেটে।

আমার ওজন এখন ৭৮.৫ কিলো, ওপরে ওঠার সময়ে প্রায় অর্ধেক পথে প্রচণ্ড বৃষ্টি ছিল, কিন্তু আমরা অনেক সময় নিয়ে উঠলেও সাড়ে তিন ঘণ্টায় চলে আসতে পেরেছিলাম :)

আমাদের সাথে কোনও গাইড ও ছিল না, তাই ব্যাকপ্যাক ও আমাদের কাঁধেই ছিল :(

আপনার যদি মনোবল ঠিক থাকে তবে কোনও গাইড বা স্থানীয় কাউকে কিছু টাকার বিনিময়ে যদি নিয়ে নেন ব্যাগগুলো বহন করার জন্যে, সহজেই বিশ্রাম নিয়ে উঠে আসতে পারবেন :)

হ্যাপি ট্রাভেলিং ভাইয়া :D

১০| ৩০ শে জুন, ২০১৮ রাত ১২:২২

কাওসার চৌধুরী বলেছেন: ছবিগুলো চমৎকার; সাথে ছবির বর্ণনা যুক্ত করায় পোস্ট আরো আকর্ষনীয় হয়েছে। সবগুলো ছবি আমার পছন্দ হয়েছে।

পোস্টে লাইক দিলাম।

৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:৩৬

ক্ষুদ্র খাদেম বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

১১| ২২ শে এপ্রিল, ২০২০ সকাল ৮:১৩

সাদা মনের মানুষ বলেছেন: ডাবল রুট ব্রীজটা এখনো আমার দেখা বাকি

২২ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:২৫

ক্ষুদ্র খাদেম বলেছেন: একটু কষ্ট হলেও আমার মনে হয়, একবার চেষ্টা করে দেখা উচিত। আমি ফিরে আসার পথে ৮০ ঊর্ধ্ব এক বৃদ্ধা কে যেতে দেখেছিলাম সেই সময়ে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.