![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশি তেমন কোনও প্রশ্ন নাই। অল্প কয়েকটা মাত্র...
১। যদি আপনার কোনও হাসপাতালকে আপনাদের কোয়ারান্টাইন হিসেবে ব্যবহার করতেই হয়, উচিত ছিল না এটা যে “যে হাসপাতালে আধুনিক সরঞ্জামাদি আছে আর বেস্ট চিকিৎসা ব্যবস্থা আছে সেটাকেই বেছে নেয়া?
২। আপনারা সারা দুনিয়াতে দেখলেন গণজমায়েত বন্ধ করার উদ্যোগ নেয়া হয়েছে অনেক আগেই, আমাদের এখানেও নিলেন, কিন্তু এত দেরিতে কেন?
৩। যখন আপনারা ঘোষণা দিলেন যে আমরা চলাচল সীমিত করে দিচ্ছি, কেন সাথে সাথেই বলে দিলেন না যে, “যে যেখানে যে অবস্থাতে আছে সেখানেই থাকবে? নাকি আরও কোনও ব্যাপার-স্যাপার আছে এর মাঝেও?
৪। যখন সারা দুনিয়া কোয়ারেন্টআইনে গেল তখন আপনারা বিদেশ থেকে রোগী সমেত সবাইকে ধরে নিয়ে আসলেন, কিন্তু তাদেরকে আবার কোয়ারেন্টআইনে না রেখে সারা দেশে যাতে ছড়িয়ে পড়তে পারে সেই ব্যবস্থা করলেন। এর পেছনে কার কি উদ্দেশ্য ছিল বলতে পারেন কী?
৫। সকল প্রতিষ্ঠানকে একটা ধোয়াশাপূর্ণ ঘোষণা দিলেন যাতে মনে হয় যে সবাইকে ঈদের ছুটিতে পাঠানো হচ্ছে। কেন সবাইকে বলে দিলেন না যে, এটা ছুটি নয়, বরং লকডাউন?
৬। গার্মেন্টস শিল্প নিয়ে এমন কেন হচ্ছে? আর এই ছুটি দেয়া, ডেকে আনা আর আবার বন্ধ ঘোষণা করা, এগুলোর মানে কী?
৭। দেশের গণপ্রতিনিধিরা কিন্তু আপনাদের সবারই প্রতিনিধিত্ব করছে। আমার প্রশ্ন, এতগুলো চোর একসাথে জোগাড় করতেও তো যোগ্যতা লাগে নাকি?
৮। এই দেশের শীর্ষ স্তরের একজন কর্মকর্তার এহেন কর্মকাণ্ডের কী জবাব আছে, না আবার জনগণের এই টাইমে বিনোদনের অভাব বলে এই ব্যবস্থা করে দেয়া হচ্ছে?
অল্প বললেও অনেকগুলা প্রশ্ন করে ফেললাম। আসলে বাঙালি তো, স্বভাবের দোষ আর কী?
শেষ করি এক জোকস দিয়ে, মিলিটারি জোকস দিয়ে- যদিও পুরনো, তবে সবকিছু যেহেতু বন্ধ, নতুন তো আর পাওয়া যাচ্ছে না, তাই আরকী...
ক্যাপ্টেন সৈনিকদের ক্লাশ নিচ্ছিলেন, একজন সৈনিক দাঁড়িয়ে বললো, স্যার কুমির কি উড়তে পারে?
ক্যাপ্টেন বললেন, না, কুমির উড়তে পারেনা।
ক্যাপ্টেন ক্লাশের পড়ানোয় মন দিলেন। সৈনিকটি দাঁড়িয়েই রইলো। কিছুক্ষণ পর আবার বললো, স্যার কুমির কি উড়তে পারে?
…
ক্যাপ্টেন একটু বিরক্ত হয়ে বললেন, যাদের বুদ্ধি হাটুতে তাদের জন্য বলছি, কুমির উড়তে পারে না।
যথারীতি ক্যাপ্টেন পড়াচ্ছেন আর সৈনিক দাঁড়িযেই আছে। আবার একটু পর সৈনিক বললো, স্যার কুমির কি উড়তে পারে?
ক্যাপ্টেন এবার রেগে গিয়ে বললেন, যাদের মাথায় গোবর ভরা তাদের জন্য বলছি, কুমির উড়তে পারে না।
এবার সৈনিকটি বললো, কিন্তু স্যার, জেনারেল স্যার যে বলছিলেন, কুমির উড়তে পারে!
ক্যাপ্টেন এবার কয়েক মূহুর্ত ভেবে বললেন, ও জেনারেল স্যার বলেছেন নাকি? তাহলে কুমির উড়তে পারে তবে খুব নিচ দিয়ে!
অন এ ডিফারেন্ট নোট, ব্লগারদের মধ্যে কারো কাছে যদি আসলেই ওপরের কোনও প্রশ্নের সঠিক জবাব থাকে, তাহলে সাদর আমন্ত্রণ আমার মত মূর্খ অভাগাকে উত্তর দিয়ে একটু আলোকিত করার জন্যে।
০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:১৩
ক্ষুদ্র খাদেম বলেছেন: পারলে তো ভাই, আমার মত মূর্খ মানুষের বড়ই উপকার হয়
২| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৪
রাজীব নুর বলেছেন: দুষ্টলোক দিয়ে দেশ ভরে গেছে।
আমার এত গালাগালি করতে ইচ্ছা করে কেন?
০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫৫
ক্ষুদ্র খাদেম বলেছেন: আমি সাধারণ মানুষ, গালিগালাজ করলেই, কার বা কী আসে যায়
আরে দুষ্ট লোকের কাজ দুষ্ট লোকে করেছে, তাই বলে কী আর আপনি আমি গালাগালি করতে পারি???
৩| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০৮
বোবাকান্না বলেছেন: বঙ্গবন্ধু বলেছিলেন কম্বল নিয়া
০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:২৯
ক্ষুদ্র খাদেম বলেছেন: ওনার ভাগের কম্বলটা উনি কোনওদিনই পান নাই
৪| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১:৩৭
নেওয়াজ আলি বলেছেন:
০৯ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৯
ক্ষুদ্র খাদেম বলেছেন: @ নেওয়াজ আলী ভাই, আপনি নিশ্চয়ই একমত হবেন, উনি ভুল কিছু বলেন নাই
৫| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: ১) Qurantine এ যারা আছে তারা প্রকৃত রুগি নয় তাই তাদের হাসপাতালে রাখা হয় নাই।
২) গাধা পানি ঘোলা করে খায়।
৩) সরকার সম্ভবত এত গরীব লোকের দায়িত্ব নিতে চায় নাই। তারা চেয়ে ছিল নিম্নবিত্ত লোক গুলি গ্রামে চলে গেলে তারা নিজেরা কোনও না কোনও ভাবে জীবন চালিয়ে নিবে। ১ কোটি লোক যারা গ্রামে গিয়েছে তাদের বেশীর ভাগের গ্রামের সাথে বন্ধনটা শক্ত। সরকার ব্যবসায়ীদের সামলাতে ব্যস্ত গরীব লোকদের দেখার সময় নাই আপাতত।
৪) তেলবাজ প্রশাসন আর জনপ্রতিনিধিদের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না।
৫) নিচু গলায় কিছুটা বলা হয়েছিলো। তবে তীব্রভাবে বলা উচিত ছিল। বলারও দরকার ছিল না যদি বাস, ট্রেন, লঞ্চ আগে বন্ধ করা হত।
৬) এটা হোল এক ধরণের গায়ে ফুঁ দিয়ে বেড়ানোর কৌশল। pillow passing এর মত। তাছাড়া বড় বড় Corporate গ্রুপের গার্মেন্টস ফ্যাক্টরি আছে। এদের টাকায় দল চলে। জন প্রতিনিধির মধ্যেও অনেক ব্যবসায়ী আছে। গার্মেন্টস মালিকরা যখন টাকা চেয়েছে সরকার তখন সেটা এড়ানোর জন্য বলেছে তোমরা বরং কারখানা চালিয়ে ঘাটতি মেটাও। সব হিসাব রক্ষকই যে ভালো অর্থ মন্ত্রী হবে এমন না। এটা আসলে তার subject ও না।
৭) সেই যোগ্যতা বলেই তারা জনপ্রতিনিধি হয়েছেন।
৮ কোন কর্মকর্তার কথা বলেছেন বুঝতে পারি নাই।
এদেশ বহু বছর আর্মি দ্বারা পরিচালিত হয়েছে। খারাপ চলে নাই মনে হয়।
০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৬
ক্ষুদ্র খাদেম বলেছেন: লিংকটা উপরে দেয়া আছে আর বাকি উত্তর গুলোর জন্যে ধন্যবাদ
৬| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:০২
সাড়ে চুয়াত্তর বলেছেন: জরিমানার ১০ হাজার টাকা বর ও কনে পক্ষের ভাগাভাগি করা উচিত ছিল।
০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১৫
ক্ষুদ্র খাদেম বলেছেন: হাহাহা ভাই, এটা ভালো বলেছেন, দায় উভয় পক্ষের ই সমান
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:১০
ঠ্যঠা মফিজ বলেছেন: এই প্রশ্নের উত্তর কারো জানা নাই । হয়ত আমাদের চাদগাজী ভাই দিতে পারেন ।