![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পোস্টের শিরোনাম দেখে ভাববেন না আমি সবজান্তা শমসের আর আমি সে ঐতিহাসিক আলাদীনের চেরাগ নিয়ে এসেছি। একটা পোস্ট পড়ে আমার মনটা খুবই খারাপ হয়ে যাওয়াতে মনে হল, আমি আমার মতামত টা আপনাদের সাথে শেয়ার করি। তবে এটা খুব ই একঘেয়ে পোস্ট হতে পারে অনেকের জন্যে! স্পয়লার এলার্ট!!
আমাদের দেশের সবচেয়ে মারাত্মক সমস্যা দিয়ে শুরু করি।
শিক্ষা ব্যবস্থা!!
একটা প্রচলিত ধারণা আছে, যাদের অন্য কোনও চাকরি বা ব্যবসা করার বা অন্য কোনও কাজে লাগার মত স্কিল ভিত্তিক কিছু করার সুযোগ নেই, তারাই শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেয়। এই ধরণের অভিযোগের পেছনে সত্যতা খুঁজতে গেলে বেশি দূরে যেতে হবে না, শুধু কেবল আমাদের প্রাথমিক বিদ্যালয়সমূহে যারা সহকারী শিক্ষক হিসেবে কাজ করছেন তাদের দিকে একটু তাকিয়ে দেখুন। আমি হলফ করে বলতে পারি যাদের মধ্যে অন্তত ৪০-৫০ ভাগ আছেন যাদের আসলেই আরও উন্নত প্রশিক্ষণ ছাড়া ক্লাসে যেয়ে শিক্ষার্থীদের সামনে দাঁড়ানো উচিত না। বাকিটা আপনারাই বলবেন ...
চিকিৎসা ব্যবস্থা!!!
এটা আমার কাছে সবসময়েই মনে হয়েছে যে আমাদের দেশের ডাক্তারগণ অন্যান্য অনেক দেশের তুলনায় স্কিলফুল, কিন্তু আমাদের অভাব শুধু উন্নত প্রযুক্তি আর যন্ত্রপাতি আর গবেষণা সুবিধা। কিন্তু, আমার সব জল্পনা কল্পনার অবসান ঘটল যখন দেখলাম মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্ন আউট হচ্ছে এবং তারাই মোটা দাগে ভালো প্রথম সারির মেডিক্যাল কলেজগুলোতে সুযোগ পাচ্ছে যারা টাকার জোরে প্রশ্ন কিনে নিতে পারছে। প্রকৃত মেধাবীরা আর ধারে কাছে আসতে পারছে না!!
বিজ্ঞান ও গবেষণা!!
আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা র্যাঙ্কিং পেয়েছিলাম (সঙ্গত কারণেই নামটা উল্লেখ করছি না), যেখানে কয়েকটা বিভাগের ওপর ভিত্তি করে মার্ক করা হয়েছিল তারপরে কম্বাইন করে পুরো রেজাল্ট পাবলিশ করা হয়েছিল। আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের স্কোর ছিল ২০ এ ১৯.৫ আর মৌলিক রিসার্চ ও রিসার্চ পেপার প্রকাশনায় ছিল ০.২। জি, ০.২ আউট অফ ২০! অবাক হবেন না আমাদের র্যাঙ্কিং তারপরেও ঐ বছরে সারা দুনিয়াতে ৬০০-১০০০ এর মধ্যে ছিল। কি সেলিব্রেশনের জন্যে তো অন্তত একটা পয়েন্ট পাওয়া গেল নাকি? কী বলেন আপনারা???
সাংবাদিকতা !!
এইটা নিয়ে আমি কিছু লিখব না, কারণ যা লেখার তা এখানেই আছে।
এর বাইরে আরও কিছু স্পর্শকাতর পেশা আছে, যেখানে সবার যাওয়া উচিত না বলে আমার বিশ্বাস-
১। নেতৃস্থানীয় অবস্থানে থাকা ব্যক্তিবর্গ (যাদের ওপরে গণমানুষের ভালো মন্দ নির্ভর করে)
২। বিচারকবর্গ
৩। স্বর্ণ বা মুল্যবান ধাতুর ব্যবসা যারা করেন (যেখানে সহজে ভেজাল মেশানোর সুযোগ আছে এবং সাধারণ মানুষ সহজে ধরতে পারবে না)
৪। ধর্মীয় উপাসনালয়ের প্রধান (ইমাম, পুরোহিত, বিশপ) ইত্যাদি পেশাসমূহ।
সাংবাদিকতা নিয়ে সোহানী এর লেখাটা থেকেই এই লেখার সূচনা আমার। ধন্যবাদ উনাকে নিরন্তর। উনার লেখাটার লিঙ্ক উপরেই দেয়া আছে। একজন দায়িত্ব জ্ঞানহীন পেশাজীবী কতখানি ভয়ঙ্কর তার একটা মাত্র ছোট্ট উদাহরণ সেটা।
ঐ পোস্টে আমিএকটা কমেন্ট করেছি, যেটা আমি নিচে হুবহু তুলে দিচ্ছি --
প্রতিটা মানুষেরই কিছু সীমাবদ্ধতা থাকে। খুব কম মানুষই পারে সকল ধরণের সীমাবদ্ধতাকে ঠেলে সরিয়ে সামনে এগোতে। এইটা বলার কারণ হচ্ছে, কিছু পেশায় আপনি নিজে থাকলেও, আপনার ওপরে অন্য অনেক মানুষের জীবন মরণ নিরভর করে। তাই, জীবিকা অরজন আপনার মুল লক্ষ্য হলেও পেশা নির্ধারণে বা বাছাই করার সময়ে সতর্ক হোন। আপনি যে দায়িতবনিতে পারবেন না সেই দায়িত্বকে শুধু জীবিকার তাগিদে পেশা হিসেবে না নেয়াই ভালো।
ধন্যবাদ!
সেকারণেই আবারো বলি আপনি জীবিকার তাগিদে একটা পেশা বেছে নিলেন, কিন্তু ভেবে দেখুন আপনি আসলেই সেই পেশার গুরুত্ব অনুধাবন করতে পারছেন কিনা বা আপনার সামান্য একটা ভুল বা অসাবধানতা পুরো একটা বড় জনপদের উপরে কী রকম ইফেক্ট ফেলতে পারে!!
১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৬
ক্ষুদ্র খাদেম বলেছেন: আমার পোস্টে বেশি তথ্য নেই কারণ আরেকটু পড়ালেখা করা দরকার ছিল। কিন্তু আপনার উপরের কথা মত এটাই সত্যি, যার যেটা করা দরকার, সে সেটা করে না
২| ১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪০
কহেন কবি কালীদাস বলেছেন: রাঙ্কিং এর কথা বলে লজ্জা দেবেন না।
স্বাধীনতার এতো বৎসর পরেও আমাদের একটা বিশ্ববিদ্যালয় প্রথম ৫০০ এর মধ্যে নাই। (Bangladesh University of Engineering and Technology, রাঙ্কিং -1794)
অথচ পাকিদের একটা আছে (Quaid-i-azam University, রাঙ্কিং - 401–500)।
আর গবেষণার কথা বলে আর লাভ নাই। আমাদের দেখে গবেষণায় তেমন কোন বরাদ্দও থাকেনা।
একটা দেশ ধ্বংসের জন্য তিনটা জায়গায় হাত দিলেই হয়।
১। শিক্ষা ব্যবস্থা
২। খাবার
৩। চিকিৎসা
২০০৪ সালের পর থেকে মেডিক্যাল এর প্রশ্ন যেভাবে ফাঁস হচ্ছে, এবং প্রতিবসর যেভাবে বাড়ছে তাতে এখন রীতিমতই আতঙ্ক লাগে।
দেশ নিয়ে চিন্তা করে কোন কুল কিনারা পাই না। হতাশ লাগে। করোনার এই সময়েও মানুষ চাল চুরি করে।
কবে আমাদের দেশের মানুষের বোধোদয় হবে!!
ভালো থাকবেন পরিবার পরিজন নিয়ে।
১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৭
ক্ষুদ্র খাদেম বলেছেন: আমি কিন্তু আশাবাদীদের দলে, হয়ত আমরা এখন ঠিক নেই, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা যদি ঠিকভাবে গড়ে তুলতে পারি তাহলে হয়ত আপনার আমার এই আক্ষেপ থেকে মুক্তি মিলতেই পারে
৩| ১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৬
কথার ফুলঝুরি! বলেছেন: লেখাটি লেখার সময়কি খুব কনফিউজড ছিলেন নাকি তাড়াহুরোয় ছিলেন ? একটা অগোছালো লেখা । তবে সময় নিলে এবং যে কোন একদিকে ফোকাস করলে ভালো কিছু হয়তো হতে পারতো ।
সাড়ে চুয়াত্তর ভাইয়া যেটা বলেছেন তা আর রিপিট করলাম না ।
পেশা হওয়া উচিত নিজের যেটা করতে ভালো লাগে সেরকম তাহলে সেটাতে মন থেকে মনোনিবেশ করা যায় ও উন্নতি করা যায় ।
১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৯
ক্ষুদ্র খাদেম বলেছেন: একটু সময় নিলে ভালো হত আসলেই কারণ উপরের ব্লগার সোহানী এর লেখাটা পড়ে মেজাজ ভীষণ রকম খারাপ হয়ে যাওয়াতে এই লেখা। এই ধরণের কিছু লিখতে গেলে অবশ্যই আরও ভালোভাবে লেখা উচিত। ধন্যবাদ ধরিয়ে দেয়ার জন্যে
৪| ১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫১
নেওয়াজ আলি বলেছেন: এখন সবচেয় বড় ব্যবসা রাজনীতি । ছোট বড় সব চোর ডাকাত পলিটিক্স খুব বুঝে
১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১১
ক্ষুদ্র খাদেম বলেছেন: আমি একেবারেই রাজনীতির বাইরের মানুষ, ঐসব বিষয়ে আমার কথা বলাই উচিত না, শুধু পুরনো একটা পছন্দের উক্তি আছে আমার "আগে রাজনীতি ছিল নীতির রাজা, আর এখন রাজনীতি হচ্ছে রাজার নীতি"
৫| ১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৩
মিরোরডডল বলেছেন: শিরোনামের সুত্র ধরে জানতে চাইছি , কোন পেশায় না গিয়ে কি করে ইনকাম করা যায় সেটা যদি একটু বলতেন
Kidding !!!
পেশা অবশ্যই সেটাই করা উচিৎ যে কাজটা করতে ভালো লাগে, যে কাজে আনন্দ আছে , যেখানে নিজের স্কিল প্রপারলি ইউটিলাইজ হবে, মেইনলি যে কাজে কমিটেড থাকা যাবে ।
১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৯
ক্ষুদ্র খাদেম বলেছেন: আসলেই ভালো কথা মনে করে দিয়েছেন, আগে অনেক বিজ্ঞাপন দেখতাম, "ঘরে বসে বিনা খরচে ইনকামের ১০১ টা পদ্ধতি" টাইপের। আফসোস ওদেরকে আর এখন খুঁজে পাচ্ছি না!!
পরের বিষয়ে আমার দেখা মতে পারিবারিক চাপে, পিতা-মাতা, আত্মীয় স্বজনের প্রত্যাশা মেটাতে আমরা অনেক সময়েই আমাদের ভালোলাগা কে ছেড়ে সম্পূর্ণ ভিন্ন কিছুকে আমাদের পেশা হিসেবে নিচ্ছি এবং নিয়েছি
আমাদের পরবর্তী প্রজন্মের জন্যে আমরা সেইরকম একটা ওপেন অপশন রাখতে পারব কিনা সেটাই দেখার বিষয়!!
৬| ১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:১১
ভুয়া মফিজ বলেছেন: আমাদের যে কোনও পেশাই বলেন, সবচেয়ে বড় সমস্যা হলো, মানসিকতার সমস্যা। আপন লাভের জন্য ধান্দাবাজি। দেশ গোল্লায় যাক। সব সমস্যার সূত্রপাত সেখানে। দেশের মাথা, যাদেরকে সামনে রেখে আমরা এগিয়ে যাবো, তারা আমাদেরকে প্রতিনিয়ত এই মহান শিক্ষাই দিয়ে যাচ্ছে। যতোদিন মাথা ঠিক না হবে, শরীরের পচন আপনি ঠেকাতে পারবেন না।
গুড পোষ্ট।
১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৮
ক্ষুদ্র খাদেম বলেছেন: ধন্যবাদ ভাই, আপনারা আছেন বলেই ভরসা পাই এখনো। আগের পোস্ট দিতে গিয়ে দেখেছিলাম "আমি ব্যানড", নতুন পোস্ট দিতে পারব না একঘণ্টার বেশি সময় ধরে কায়দা কানুন করে সেই পোস্ট করেছিলাম গতকাল। আজকেও ভয়ে ছিলাম আবার কী না কী বলে???
আসলেই, মাথায় সমস্যা থাকলে সারা গায়ে সমস্যা ছড়াতে সময় লাগে না আমাদের এখন এতটুকু অন্ততপক্ষে মাথায় রাখতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই সমস্যায় না পড়ে আর আমরা নিজেরা যেন তাদের পথে বাঁধা হয়ে না দাঁড়াই
৭| ১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪২
ভুয়া মফিজ বলেছেন: শুনলাম, আপনি আশাবাদী মানুষ। আমিও আশাবাদী মানুষ। তবে দিব্যচোখে দেখতে পাই, দেশকে নিয়ে আশাবাদী হওয়ার মতো তেমন কিছুই নাই।
আমাদের এখন এতটুকু অন্ততপক্ষে মাথায় রাখতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই সমস্যায় না পড়ে আর আমরা নিজেরা যেন তাদের পথে বাঁধা হয়ে না দাঁড়াই এই ''আমাদের''টা কারা? আপনি-আমি? আমজনতা? নো ওয়ে। আর ''ভবিষ্যৎ প্রজন্ম'' কাদের দেখে শিখবে? প্রশ্নফাসের মাধ্যমে এবং দলীয় বিবেচনায় যে জেনারেশান এখন আগামীর জন্য তৈরী হচ্ছে, এরা কর্মক্ষেত্রে আসুক, তারপরে টের পাবেন......কতো ধানে কতো চাল!!!
১১ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৪
ক্ষুদ্র খাদেম বলেছেন: মফিজ ভাই আমি আপনার সাথে একমত নই এই একটা বিষয়ে। আমরা অন্তত আমাদের পরবর্তী প্রজন্মকে যেন একটা স্কিল ভিত্তিক প্রজন্ম হিসেবে দেখতে পারি সেজন্যে পারিবারিকভাবে তো চেষ্টা করতে পারি?? প্রাতিষ্ঠানিকভাবে অনেক কিছুই আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু জ্ঞানের স্পৃহা জাগ্রত করা, কোনও একটা বিষয়ে ইন ডেপথ জানার যে আগ্রহের ঘাটতি আমাদের আছে সেটা অন্তত আমরা দূর করার জন্যে চেষ্টা করতে পারি। তখন অন্তত ওরা অজ্ঞানতার মাঝে থাকবে না, আর যে যা বলবে তাই বিশ্বাস করবে না চোখ বন্ধ করে। আর রাজনীতি থাকবে কি থাকবে না সেইটা নিয়ে একটা পোস্ট করার ইচ্ছে আছে, সেখানে আপনার শেষ প্যরার গুরুত্বপূর্ণ প্রশ্নটার একটা চিন্তা উপস্থাপনের চেষ্টা করব।
এই সময়ে সান্ধানে থাকবেন আর আপনার আমার আশাকে সত্যিতে রূপ দেয়া যায় কিনা সেইটা একটু ভেবে দেখি
৮| ১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৩
শের শায়রী বলেছেন: কোন পেশায় কত টাকা ইনকাম আর কীভাবে কী করা যায়??? আপনি যেহেতু এই দেশের আলোকে আলোচনা করেন তবে সব থেকে লাভজনক পেশা রাজনীতি, শিক্ষা দীক্ষার বালাই নাই, নেই নীতি নৈতিকতা, আপনিও বেমালুম ভুলে গেলেন
১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৫
ক্ষুদ্র খাদেম বলেছেন: আমি মূর্খ মানুষ, অটো কী আর বুঝি???
কিন্তু, অনেকদিন পরে আইসা বুঝলাম সবচেয়ে লাভজনক ব্যবসা হচ্ছে চুরি আর রাজনীতি আফসোস এইগুলা আমারে দিয়া হইব না
৯| ১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৩
রাজীব নুর বলেছেন: আমার মনে হয় আপনার মতো ব্যবসায়ী হলেই ভালো হয়।
১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৭
ক্ষুদ্র খাদেম বলেছেন: আমি ভাই ব্যবসায়ী না, শুধু পড়া আর চিন্তা করার মধ্যেই আমার সীমাবদ্ধতা। আমি আপনাকে অনেক আইডিয়া দিতে পারব, কিন্তু নিজে কিছু করার মতো কলিজা এখনো মনে হয় আমার নাই
১০| ১১ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৬
ভুয়া মফিজ বলেছেন: অবশ্যই আমরা পারিবারিকভাবে চেষ্টা করতে পারি। তাতে কোন দোষ নাই। আমি আপনাকে শুধু রিয়েলিটিটা বললাম। এটা ফ্যাক্ট আর রিয়েলিটির পার্থক্যের মতো বিষয়। বাস্তবতা হলো, এই ডিজিটাল যুগে ভবিষ্যৎ প্রজন্ম ঘরের চেয়ে বাইরে থেকে বেশী শেখে। সেখানে সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান আর দিক-নির্দেশনা প্রদানকারী নেতা........কি শিখবে?
এ অবস্থার মধ্যে থেকেই কিছু সোনার টুকরা আমরা অবশ্যই পাবো, তবে তারা বেশীরভাগই বিদেশে পাচার হয়ে যাবে। দেশে ভালো জিনিস খুব একটা থাকবে না। যারা থেকে যাবে, তাদের মধ্যে অনেকেই আবার কনভার্টেড হয়ে করাপ্টেড সিস্টেমের সাথে একাত্ম হয়ে যাবে। শেষ পর্যন্ত বাকী যা থাকবে, তা এতোই মাইনর যে, এরা কোনরকমে টিকে থাকবে.......কোন পরিবর্তন আনা এদের পক্ষে অসম্ভব।
আপনাকে হতাশ করতে চাই না। কিন্তু এটাই বাস্তবতা। অল দ্য বেস্ট।
১১ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৪
ক্ষুদ্র খাদেম বলেছেন: বিদেশে পাচার হয়ে যাবে, এটাই সবচেয়ে বড় সমস্যা, কারণ, আমরা তাদেরকে ধরে রাখতে পারছি না। বাস্তবতা আমিও জানি, কিন্তু আমার সর্বদা বিদ্রোহী মন আর চিন্তা ভাবনা সেটা মানতে চায় না !! এই নিয়েই আমি নিত্য ঝামেলায় থাকি, অধিকাংশ সময়ে যা বলা বা করা উচিত তাও বলি না বা করি না, এই শুধু বাস্তবতা চিন্তা করে
১১| ১১ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫০
ক্ষুদ্র খাদেম বলেছেন: সাজ্জাদ সাহেবের একটি কমেন্ট বোধ হয় ভুলে ডিলিট হয়ে গেছে, একান্তভাবে ক্ষমাপ্রার্থী
১২| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫৪
পুকু বলেছেন: সত্যি কথা বলতে গেলে আপনি ঠাট্টা করে একটি সিরিয়াস বিষয়ের উপর আলোকপাত করেছেন। হাল্কা হলেও ভাবায় বইকি।
১১ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৯
ক্ষুদ্র খাদেম বলেছেন: আমিও তাই আশা রাখি
আরেকটু ভাবার ফলে যদি অল্প খানিকটা পরিবর্তন ও আসে, খারাপ কী ??
১৩| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৫১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমি ভাই ব্যবসায়ী না, শুধু পড়া আর চিন্তা করার মধ্যেই আমার সীমাবদ্ধতা। আমি আপনাকে অনেক আইডিয়া দিতে পারব, কিন্তু নিজে কিছু করার মতো কলিজা এখনো মনে হয় আমার নাই
কোথায় যেন আপনি লিখলেন আপনি ব্যবসা করেন!!!!
আইডিয়া দেওয়ার মানূষের অভাব নেই সমাজে।
১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩২
ক্ষুদ্র খাদেম বলেছেন: নারে ভাই, ব্যবসা নিয়ে পড়ালেখা করেছি আর কামলা খেঁটে খাই
সেইটাই কইবার চাইতাছি, আমি আসলে তেমন কোনও কামের না, তয় মন্তব্যের জইন্যে ধন্যবাদ রাজীব নুর ভাই
১৪| ১২ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:০৩
সোহানী বলেছেন: প্রথম প্রশ্ন, আপনি দেশে থাকেন নাকি দেশের বাইরে? যদি পশ্চিমের কোন দেশে থাকেন তাহলে কিছু বলার নেই। কিন্তু দেশে থাকলে অনেক কিছু বলার আছে? যেমন,
- আপনার পছন্দের পেশা আর আপনার বাবা-মায়ের পছন্দের পেশা কি এক?
- আপনি যে পেশা চাইছ্নে সেখানে কি ভর্তির যোগ্যতা আছে?
- যোগ্যতা আছে কিন্তু প্রয়োজনীয় অর্থ আছে কি?
- যে আদর্শ বা এ ধরনের কিছুর কথা বলেছেন তা কি এ দেশে কোথাও প্রয়োগ করার সুযোগ পেয়েছেন?
আমি জানি না আপনার বয়স কত, কি কাজ করেন বা কত জনের সাথে কাজ করেছেন কিংবা বতটা দেশে কাজ করেছেন।
আপনাকে এতসব প্রশ্নের কারন আমি বিশ্বের বেশ ক'টা দেশে কাজ করেছি ও অসংখ্য মানুসেল সাথে মিশেছি। আমার উপলব্ধি হলো আমাদের দেশে কোনভাবেই কিছু করা সম্ভব নয় যদি আপনি সৎ ও আদর্শবান থাকতে চান।
অনেক ভালো থাকুন।
১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৯
ক্ষুদ্র খাদেম বলেছেন: অনেকগুলো প্রশ্ন, একটা একটা করে উত্তর দেই (পুনশচঃ আমি আজন্ম দেশেই আছি, পশ্চিমের কোনও দেশে আজ অবধি যাই নাই)
১। আমার পছন্দের পেশার সাথে আমার বাপ মায়ের পছন্দের মিল শুরুতে ছিল না, কিন্তু পরে তারা মেনে নিয়েছে (সত্যি কথা সেটা তেমন কোনও স্রোতের বিপরীত পেশা নয়)
২। যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলাতে একটু গাঁয়ে লাগলো কিন্তু সেহেতু সভ্য মানুষ তাই আমার উত্তরটা হচ্ছে আমি আমার ক্ষেত্রে খারাপ করিনি (অন্তত, বাংলাদেশের প্রেক্ষাপটে)
৩। যেহেতু যোগ্যতাটা ভালো ভাবেই ছিল এবং আছে, তাই অর্থ নিয়ে চিন্তা আমাকে করতে হয়নি।
৪। আজকে পর্যন্ত করে যাচ্ছি, আগামীকাল কী হবে, তা বলতে পারব না, কিন্তু এইটুকু গ্যারান্টি দিতে পারি, দুনিয়া উলটে গেলেও চেষ্টা করব, আমি "আমিই" থাকতে।
কয়েকটা বিষয় খেয়াল করিনি প্রথমে,
- বয়সটা বলছি না (সঙ্গত বা অসঙ্গত যে কোনও কারণেই)
- পেশাদারি জীবনে কেবলমাত্র দশ বছর (এটা এই মুহূর্তে কিছু করার নেই)
- শুধু বাংলাদেশেই কাজ করেছি (তবে দশের অধিক দেশের লোকের সাথে বিভিন্ন সময়ে, বিভিন্ন ভাবে)
আর শেষ আরেকটা বিষয়, আমার উপলব্ধি হলো আমাদের দেশে কোনভাবেই কিছু করা সম্ভব নয় যদি আপনি সৎ ও আদর্শবান থাকতে চান আপনার এই বিষয়ে আপনি অনেককে সাথে পেতে পারেন, আমাকে না
হ্যা, এখন হয়ত আপনার মনে প্রশ্ন জাগতে পারে, বা আপনি বলতে পারেন আমি লাকি। কিন্তু আমি তা মনে করি না, একটা প্রশ্ন করি আপনাকে (কাউন্টার প্রশ্ন ধরতে পারেন)
"কাউকে অল্প জানা শোনায়, কখনও রেফার করেছেন কী জীবনে?"
১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৫
ক্ষুদ্র খাদেম বলেছেন: ধন্যবাদ বিস্তারিত মন্তব্যের জন্যে। আপনার লেখা একটা পোস্ট থেকেই আমার এই পোস্টের উৎপত্তি বলতে পারেন
১৫| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩১
আমি তুমি আমরা বলেছেন: পোস্টের কন্টেন্টের সাথে শিরোনাম সামঞ্জস্যপূর্ণ হয়নি বলেই মনে হচ্ছে। কোন পেশায় কত টাকা ইনকাম করা যায়-সে বিষয়ে কোন আলোকপাত করলেন না।
১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৪১
ক্ষুদ্র খাদেম বলেছেন: এইটা আসলেই একটা ভুল হইয়া গ্যাছে
একটু কইয়া দিলে পারতাম, ঘুষ খাইলে আর রাজনীতি কইরা চুরি করলে আনলিমিটেড ইনকাম
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার পোস্টের টাইটেল অনুযায়ী পর্যাপ্ত তথ্য পোস্টে নাই। তবে এটা সত্য সবাই সব পেশার উপযোগী নয়। ভালো mentor পাওয়া ভাগ্যের ব্যাপার। আর যে বয়সে মানুষ পেশা বেছে ন্যায় সেই বয়সটা আসলে এমন বয়স যখন মন থাকে উরু উরু। জীবনটাকে নেয় হালকা ভাবে। হওয়া উচিত do what you like not like what you do. কিন্তু আমরা করি বিপরীত। ফলে পরে আফসোস করি। অনেক অভিভাবকও অনেক সময় বুঝতে চায় না।