![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে মোট নয়টা ছবি দিচ্ছি, এর মধ্যে মাত্র তিনটা সহজ প্রশ্ন করব, দেখি কী পাই উত্তর
খৈয়াছড়া এর সবগুলো (প্রায়) ধাপ শেষ করে তারপরে একটু সূর্যাস্ত দেখার চেষ্টা করেছিলাম চন্দ্রনাথ পাহাড় থেকে, সেখান থেকেই তোলা এই ছবি
মহাস্থানগড়ের অপর পাশের দিক থেকে তোলা ছবি এটা। আমার কাছে ভালোই লেগেছিল
সেইন্টমারটিনের একটি সাইকেলময় সন্ধ্যা
সেইন্টমারটিনের আরেক প্রান্ত
বলতে হবে এটা কোথায়??? (হিন্টঃ অবশ্যই বাংলাদেশে)
টাঙ্গুয়ার হাওরের ছোট ভাই, শনির হাওর, ফেব্রুয়ারীতে তোলা ছবি, যখন শীত কিছুটা ছিল (অবশ্যই এই বছরের নয়)
বিশাল কর্মযজ্ঞ!! বলতে হবে এটা কোথায়?? (হিন্টঃ অবশ্যই বাংলাদেশে)
টাঙ্গুয়ার হাওরের মাঝে বকের আনাগোণা
এখানে পানির রং সবুজ, বলতে হবে এটা কোথায়?? (হিন্টঃ এটা বাংলাদেশের সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা)
২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৯
ক্ষুদ্র খাদেম বলেছেন: এখনি উত্তর দিতে ইচ্ছে হচ্ছে না
কিন্তু এটা "বর্ষাকালের সাজেক"
২| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪০
রাজীব নুর বলেছেন: নেট স্লো। ছবি গুলো দেখতে পারছি না।
২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৩
ক্ষুদ্র খাদেম বলেছেন: খুবই দুঃখিত হলাম জেনে
৩| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৫
মিরোরডডল বলেছেন: সেকেন্ড কোয়েশ্চেন আন্সার জানিনা । থার্ড ওয়ান শ্রীমঙ্গল ?
২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৩
ক্ষুদ্র খাদেম বলেছেন: দ্বিতীয়টা হচ্ছে "জাদুকাঁটা নদী", বারেকের টিলার ওপর থেকে তোলা ছবি। এখান থেকে পাথর উত্তোলন করা হয় আর সেই পাথর নির্মাণ কাজ থেকে শুরু করে আরও নানাবিধ প্রয়োজনে আমরা ব্যবহার করি
২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৫
ক্ষুদ্র খাদেম বলেছেন: তৃতীয়টা কাছাকাছি গেছে, এটা শ্রীমঙ্গল যাওয়ার পথে "লালাখাল"। এখানে পানির রং সবুজ এবং এরকম আর বাংলাদেশে কোথাও নেই
৪| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৫
মিরোরডডল বলেছেন: তাইতো এখন উত্তর বলে দিলেতো আর খেলা হবে না !!
পরে এসে উত্তরগুলো দেখে যাবো
২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৬
ক্ষুদ্র খাদেম বলেছেন: নাহ বলেই দিলাম, এখন বলে দিলেও কে কী মনে করছে সেটা তো জানা যাবে হয়ত
৫| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৮
নেওয়াজ আলি বলেছেন: Excellent
২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:১২
ক্ষুদ্র খাদেম বলেছেন: ধন্যবাদ
৬| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:১০
মিরোরডডল বলেছেন: সেকি !! উত্তর বলে দিলেন । অন্যদের আর খেলা হবেনা
প্রথমটা যেহেতু এখন বলা যাবেনা দেট মিন্স আই ওয়াজ রাইট
২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:১২
ক্ষুদ্র খাদেম বলেছেন: লেখক বলেছেন: এখনি উত্তর দিতে ইচ্ছে হচ্ছে না )
কিন্তু এটা "বর্ষাকালের সাজেক"
৭| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৮
মিরোরডডল বলেছেন: বোকা ! উত্তর পেয়ে গেলে কি আর কেউ কুইজ খেলবে !
ওহ এই কাহিনী । তাইতো ওটাতো সাজেক । আমি মনে হয় সেন্ট মার্টিনের অপর প্রান্তের ছবির সাথে গুলিয়ে ফেলেছিলাম
কিন্তু একটা বিষয় আমি সিওর সেকেন্ডটা যদি বলে না দেয়া হতো, নো ওয়ান ক্যান আনসার দিজ ।
লোকাল পিপল ছাড়া এ নদীর নাম কেউ জানে বলে মনে হয়না ।
কি অদ্ভুত নামটা ‘জাদুকাঁটা নদী’ । কে জানে এরকম নামের রহস্য কি !
২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৩
ক্ষুদ্র খাদেম বলেছেন: একটু তথ্য দেইঃ এই নদী সম্পর্কে এখন অনেকেই জানে, কারণ হচ্ছে যারা টাঙ্গুয়ার হাওরে যায় তারা পাশাপাশি এই জায়গাটাও দেখে নেয়। কারণ হচ্ছে, আমি যে টিলা থেকে ছবিটা তুলেছি, সেখানে বাংলাদেশ ও ভারত উভয় দেশেরই সীমানা ল্যান্ডমার্ক আছে, এবং সেটা সবার জন্যেই ওপেন। ওদিকে গেলে অবশ্যই ঘুরে দেখবেন
৮| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৪
নতুন বলেছেন: হাওড়ে যাইতে ইচ্ছে হচ্ছে।+++
২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৪
ক্ষুদ্র খাদেম বলেছেন: আমি শুধু ২০১৯ এ তিনবার গিয়েছি
৯| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৪
মনিরা সুলতানা বলেছেন: দারুণ সব ছবি ।
২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৫
ক্ষুদ্র খাদেম বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু
১০| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৪
মিরোরডডল বলেছেন: জাফলঙ পর্যন্ত গিয়েছি কিন্তু জাদুকাঁটা যাওয়া হয়নি ।
মে বী নেক্সট টাইম । থ্যাংকস ক্ষুদ্র
২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৬
ক্ষুদ্র খাদেম বলেছেন: যেয়ে দেখুন, ভালো লাগবে আশা করি, তবে এখন অনেক বেশি মানুষ যায়, আগের তুলনায়
১১| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫২
মিরোরডডল বলেছেন: ওহ আরেকটা কথা । ওই যে বলা হয়েছে “এখানে পানির রং সবুজ এবং এরকম আর বাংলাদেশে কোথাও নেই”
কাপ্তাই লেকে শুভলং যেতে পানিটা কিন্তু সবুজ । হয়তো মনে হবে সবুজ পাহাড়ের রিফ্লেকশন কিন্তু আসলেই পানিটাই সবুজাভ ।
২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৭
ক্ষুদ্র খাদেম বলেছেন: এটা নতুন জানলাম, শুভলং বিষয়ে এরকম কিছু কখনও কেউ বলেনি আমাকে। দেখা যাচ্ছে নিজেকে যেয়ে দেখতে হবে
১২| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:১২
মিরোরডডল বলেছেন: কোথায় কেউ বলেনি ? এই যে আমি বললাম
সী ... নাও ইউ মাস্ট ট্র্যাভেল টু শুভলং ।
আর যদি গিয়ে মনে হয় ওটা সবুজ না , আমাকে আর পায় কে , আমি কিন্তু নাই
হা হা হা ...
নাহ আসলেই সবুজ । রাঙ্গামাটির সেই ব্রীজ থেকে শুভলং ঝরনার পানিপথে জার্নিটা ওয়ান অভ মাই ফেভারিট । অফ কোর্স ইন বাংলাদেশ । সো ডোন্ট মিস ইট ।
ভালো লাগার আরেকটা কারণ ছিল ওটা কোয়ায়েট । আই ডোন্ট লাইক ক্রাউড ।
২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৮
ক্ষুদ্র খাদেম বলেছেন: না মানে, কেউ বলেনি বলতে আমি বোঝাতে চেয়েছি, যারা আসলে সারা বাংলাদেশ ঘুরে বেড়িয়েছে বা যারা শুভলং কয়েকবার গেছে, তাদের কেউই এরকম কিছু বলেনি, হয়ত মিস করে গেছে
১৩| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩৩
মিরোরডডল বলেছেন: সেটাতো আমি বুঝেছি । নো নিড এক্সপ্ল্যানেশন ম্যান !
আমিতো ফান করলাম
ভালো থাকবেন, সেইফ থাকবেন ।
অলয়েজ ঘুরে বেড়াবেন । হাসিখুশি আর আনন্দে কাটাবেন ।
২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩৭
ক্ষুদ্র খাদেম বলেছেন: ধন্যবাদ
১৪| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩৫
মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম আর শেষেরটা জানা ছিলো।
২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪০
ক্ষুদ্র খাদেম বলেছেন: হাহাহা আপনি দেখি বলে দেয়ার পরেও খেলছেন
ধন্যবাদ, আমি আশা করি আমরা আরও বেশি করে বাংলাদেশ ঘুরে দেখব
১৫| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪২
আখেনাটেন বলেছেন: চমৎকার ছবি.......
সাজেক, জাফলং, মাধবপুর লেক.........
২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫০
ক্ষুদ্র খাদেম বলেছেন: ধন্যবাদ আখেনাটেন
একটা কারেকশন আছে, ওটা লালাখাল ছিল
১৬| ২১ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর ছবি +++++
২১ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৫
ক্ষুদ্র খাদেম বলেছেন: ধন্যবাদ
১৭| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০৫
ওমেরা বলেছেন: প্রশ্ন যখন পেেয়েছি পরিক্ষাটা দিয়েই ফেলি । না থাক তাহলে আবার প্রশ্নফাস জেনারেশন বলবেন।
আসলে বাংলাদেশে ঢাকার বাহিরে যাওয়ার সুযোগই হয়নি।
ছবিগুলো সুন্দর ধন্যবাদ আপনাকে।
২১ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৪
ক্ষুদ্র খাদেম বলেছেন: আপনি দেশে থাকেন কিনা সেটা বলেননি! তবে এতটুকু নিশ্চয়ই আশা করতে পারি, "সুযোগ পেলে ঘুরে দেখাটা মিস করবেন না"
১৮| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০৮
রাজীব নুর বলেছেন: রাত ১২ টার নেট স্প্রীড বাড়ে।
২১ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৫
ক্ষুদ্র খাদেম বলেছেন: আশা করি, সুযোগ থাকলে তখন আবার আসবেন আর দেখে জানাবেন, কেমন লাগলো
১৯| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২২
সাইন বোর্ড বলেছেন: মুগ্ধ হলাম, সবগুলোই অসাধারন হয়েছে !
২১ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২৯
ক্ষুদ্র খাদেম বলেছেন: ধন্যবাদ আপনাকে
২০| ২২ শে এপ্রিল, ২০২০ সকাল ৮:০৫
সাদা মনের মানুষ বলেছেন: প্রথমটা নীলগিরির সম্ভাবনাই বেশী, তবে ক্ষীণ সম্ভাবনা আছে সাজেকের। দ্বিতীয়টা সম্ভবত যাদুকাটা নদীর বালিয়ারি আর তৃতীয়টা সারি নদী হয়ে লালা খাল।
খৈয়াছড়ার ধাপ শেষ করে চন্দ্রনাথে উঠে সূর্য্য দেখলেন বিষয়টা ভালো বুঝলাম না।
২২ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৩২
ক্ষুদ্র খাদেম বলেছেন: সবগুলো ছবি ই আমার নিজের হাতে তোলা।
প্রথমটা হচ্ছে ঘোর বর্ষায় পুরোপুরি মেঘযুক্ত সাজেক। আমার রুম থেকে তোলা। সকালে ঘুম থেকে উঠেই দেখি এই অবস্থা।
দ্বিতীয়টা আপনি ঠিক আছেন, বারেকের টিলার ওপর থেকে যাদুকাঁটা নদীতে পাথর উত্তোলনে ব্যস্ত লোকজনের ছবি।
তৃতীয়টা সারিঘাট থেকে আমরা যে নৌকা নিয়েছিলাম সেই নউকার ছাদের ওপর থেকে তোলা এবং সেটা লালাখাল।
খৈয়াছড়ার ১১ টা ধাপ আছে, আমরা ১০ টা পর্যন্ত যেতে পেরেছিলাম ঐদিন। নেমে আসার পরে কিছুটা টাইম হাতে ছিল। তখন চন্দ্রনাথে গিয়েছিলাম (যেহেতু কাছাকাছি)। চন্দ্রনাথ থেকে নেমে আসার সময়ে সূর্যাস্তের ছবি ওটা
২১| ২২ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৭
সাদা মনের মানুষ বলেছেন: অল্প সময়ে কিভাবে চন্দ্রনাথ গেলেন? ওখানে যেতে তো বেশ সময় লাগে।
২২ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৩১
ক্ষুদ্র খাদেম বলেছেন: ভাইয়া আমরা সকাল ৫ টায় রওনা দিয়েছিলাম, দুপুর ২ টার মধ্যেই আমাদের খৈয়াছড়া দেখা শেষ হয়ে গিয়েছিল, আর এরপরে গিয়েছিলাম চন্দ্রনাথ। অনেকে রিলাক্স মোডে ট্রাভেল করে, আর আমার সাথে যারা ট্রাভেল করে তারা দৌড়ের ওপরে থেকে অভ্যস্ত
এই জীবনে আমি বোধহয় একটা বা দুইটা রিলাক্স ট্যুর করেছি কিনা সন্দেহ আছে
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৭
মিরোরডডল বলেছেন: প্রথমটা ছেঁড়া দ্বীপ ?