![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন বেশীরভাগ ইউনিভার্সিটিতে সি এস ও সি এস ই নামে দুইটা সাবজেক্ট আছে।এই দুইটার মধ্যে মিল আর অমিলটা ঠিক কি?
সি এস এ কোন কোন জিনিসগুলা বাদ দেয়া হইছে?
আমি এই জিনিসটা নিয়ে একটু কনফিউশনে পড়ছি।
আমার ভাইভা শুক্রবারে,একটু তাড়াতাড়ি জানাবেন প্লিজ
২| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩০
মুফাদ বলেছেন: ভাইয়া,আমি ব্র্যাক এ চান্স পাইছি,এখন যদি সি এস ই না পাই আর সি এস নিই তাহলে কি খুব ভুল করবো?
৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২১
অদ্ভূত একজন বলেছেন:
যদিও কোর্স কনটেন্ট প্রায় একই তবে খুব সম্ভব কোথাও কোথাও
সি এস এ সফ্টওয়ার কনটেন্টের ওপর বেশী জোর দেয়া হয়
সি এস ই এ সফ্টওয়ার আর হার্ডওয়ার কনটেন্টের বিষয় থাকে ।
৪| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৭
মুফাদ বলেছেন: ও আচ্ছা। ধন্যবাদ ভাইয়া
৫| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫
নক্শী কাঁথার মাঠ বলেছেন: সিএসই তে কিছু কোর্স বেশি থাকে, এবং তা মোটেও কঠিন কিছু না, এটাই পার্থক্য আমাদের দেশে। বিদেশে সিএসই মানে অন্য ব্যাপার।
৬| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫
মুফাদ বলেছেন: BRAC এ সাব্জেক্ট কি হিসেবে দেয়? আমি আমার ইচ্ছামতন নিতে পারবো না?
৭| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৬
মুফাদ বলেছেন: BRAC এ সাব্জেক্ট কি হিসেবে দেয়? আমি আমার ইচ্ছামতন নিতে পারবো না?
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৮
নীলতিমি বলেছেন: ইঞ্জিনিয়ার বলতে পারবেন একটাতে - এছাড়া কোনো পার্থক্য নাই।

কোর্স কনটেন্ট প্রায় একই।
তবে ভার্সিটির কোয়ালিটি ম্যাটার্স