নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তর্কে তর্কে বিতর্কিত এ তার্কিক মুফরাদ

দুনিয়াতে এসে আমি এতটাই আশ্চর্য্য হয়েছি যে পাক্কা আড়াই বছর কথাই বলতে পারিনি।

বিতর্কিত মুফরাদ

ছোটবেলা থেকে মিষ্টি খেতে ভালবাসি।

বিতর্কিত মুফরাদ › বিস্তারিত পোস্টঃ

Draft

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৭

চতুষ্পদ জন্তু বিশেষ করে গরু, ছাগল আমার প্রিয় দুটি প্রাণী।

আমার একটা লাল গাই ছিল।

লাল গাইয়ের মা ছিল কাল গাই।

কাল গাইকে ছোট বেলা থেকে দেখি। মাঠের ধান ঘরে তোলা হলে ফাঁকা মাঠে আমার বড় ভাই কাল গাই, লাল গাইকে মাঠে চড়াতে নিয়ে যেত আমি যেতাম।

কাল গাই যেহেতু আমার থেকে বয়সে বড় তাই তাকে খুব সন্মান করতাম। খেতে ধান গম খেলে তাকে মারতাম না। কাল গাইয়ের পেট একটু বড় সড় ছিল যা ওর বয়স্ক ভাবটা আরও বাড়িয়ে দিছে। কাল গাই সম্পর্কে একটা কথা না বললেই নয়ঃ ওর দুধ ছিল বটের আঠার মতো। এক কেজি দুধে এক কেজি দুধ দিলেও কেউ ধরতে পারতো না ।

কাল গাইয়ের মেয়ে লাল গাইয়ের প্রেমে পড়ে যাই আমি। ওর মনের সাথে আমার মনটা মিলে যায়। ওর মনের কথা বুঝতে পারতাম। ওর চোখ দেখলেই ও কি চায় বুঝতে পারতাম।

বাড়ির গেট থেকে বের হলেই দেখতাম ওর কান দুটো আমার দিকে তাক করা। দুনিয়ার সব কিছু ফেলে আমার দিকে চেয়ে আছে লাল বাছুরটা ।

স্কুলে যাওয়ার সময় ওর গলায় হাত বুলে দিয়ে মুখের মাংসল জায়গাটায় একটা চুমো দিয়ে স্কুলে যেতাম।

আব্বু ওকে খৈল ভুসি অনেক কিছু খেতে দেয় কিন্তু বাঁশ ঝাড় পেয়ে ওকে খেতে দিলে ও যেন আমার প্রতি খুব খুশি হতো।

মানব চক্ষুর আঁড়ালে আমাদের প্রেম চলতে থাকে। আপনি যদি ওকে হাম্বা বলে ডাকেন তবে হয়তো শুধু সাড়া দিবে। কিন্তু আমার হাম্বা বলা বা লালু বলে ডাক দেওয়ার মধ্যে আলাদা একটা টান মাদকতা ছিল। আমি ডাক দিলে যেখানেই থাক আসতে না পারলেও প্রতিত্তোর দিতে বাধ্য থাকতো।

আমার লালু যুবতী হলো। ওর বাচ্চা কাচ্চা হলো কিন্তু আমাদের প্রেম চলতেই থাকলো।

৩য় বাচ্চা দেওয়ার পর অসুস্থ্য...বান...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.