নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন

!!!

মামুন (১০৮)

১০৮

মামুন (১০৮) › বিস্তারিত পোস্টঃ

কবি মশাইঃ একটি পরীক্ষামূলক পোষ্ট!!!

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৮







কবিমশাই, অনেক তো ধান ভানলেন;

বলুন এবার, বলুন দেখি সত্যি করে,

ব্যাপারটা কী? আপনি - হ্যাঁ, আপনি নিজে

দেখেছেন তো প্রেমে পড়ে?



ঠিক না? তা বলুন না সে কেমনতরে?

সোজা কথায় বুঝিয়ে বলুন;

লোকেরা যার তাড়ায় ছোটে নানান পাড়ায়

সেইখানে কি প্রেমের আগুন?



তাহলে তো শরীরটাতেই সব মিটে যায়;

কিন্তু দেখুন মনও আছে,

মুশকিলটা এই যে, মনের আর্জি যত

পেশ করা চাই ওরই কাছে।



যেমন ধরুন, কাউকে দেখা মাত্রই

যদি চিনলেন মনের মানুষ;

কেমন করে পাবেন তাকে?

কোন ফিকিরে এক জোড়া মন দামাল বেহুঁশ মিলতে পারে?



না'গো মশাই, কবুল করুন

ছটফটানি সবই খাঁচায়;

উঠতে হলে একলা যাবেন

মিলতে হলে শরীরটা চাই।



ইত্যাদি সব টুকিটাকি যাদের সাথে সৃতি জরায়ে;

তেমনি বিয়ে ঘরকন্না খাওয়া,

করুণ রঙ্গীন পেছন ফেরা পথের কথা চোখে চোখে

যৌবনের আর মেয়াদ কদিন!



শরীর কিংবা সৃতি নিয়ে আমরা আছি;

আচ্ছা বলুন দেখি;

যতসব খুচরো নিয়ে জীবন কাটে

তাদের সাথে প্রেমের কি?



মনে করুন, আপনি যখন দেখেছিলেন

একটি মেয়ের হাতের নড়া

ঝলক দিয়ে অন্ধকারে মিলিয়ে যেতে;

তারই নাম তো প্রেমে পড়া?



তখন যেসব পাতাল ঠেলা উথাল পাথাল

দিয়েছিল পাগল করে;

সেই উৎসাহ সেই অশান্তি সেই আনন্দ

বলুনতো তা কোথায় ধরে?



কাকের রূপে অবাক হয়ে তাকান যখন;

কিংবা চৌরঙ্গীর মোড়ে

হঠাৎ কেঁপে থমকে দাঁড়ান

কোন কবির পুরনো লাইন মনে করে,



এ সংসারে সেই প্রেম ধরে কি কোথাও

আপনাদেরই মনে ছাড়া;

আর সেখানে আয়ু তো তার এক আধ মিনিট

না, কাটেনা কারুর ফাঁড়া।





তাইতো বলি, এত যে গীত বাঁধলেন;

আপনাদেরই গোপন সে গান,

আমরা দেখুন বেঁচে থেকেই সুখে আছি

আমাদের আর কেন শোনান!





*********************







কবির নাম ভুলে গেছি :(







মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৫

সরদার হারুন বলেছেন: পরীক্ষায় দরকার কি ভালেতো হয়েছে ' এদিয়ে যাও আমরা আছি তোমার সাথে'

২| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২

দায়িত্ববান নাগরিক বলেছেন: নিকটা চেনা চেনা লাগে! কুনোব্যাঙের মনুষ্য রুপ মনে হয়!

কবিতাটা কার? মনে করার চেষ্টা করেন। কপিরাইটের মামলায় পড়তে পারেন। ;)

৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০২

ঘুড্ডির পাইলট বলেছেন: কবির নাম *কুনোব্যাং* B-))

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫০

জেমস বন্ড বলেছেন: ঢুর বেং বেং গন্ধ :P

৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সত্যি অনেক ভাল লেগেছে। প্রিয়তে নিলাম :(

৬| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এটা বুদ্ধদেব বসুর 'কবিমশাই' কবিতা।

৭| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:

*কুনোব্যাঙ* ভাইয়াআআআআআআআআআআআআআআআ

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





//জেমস বন্ড বলেছেন: ধুর বেং বেং গন্ধ // :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.