![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশেষ দ্রষ্টব্যটা পূর্বেই বলে নেই..
আমি নিতান্তই সিঙ্গেল। তাই বলে কখনো ডাবল হবোনা এমনটি নহে। সুতরাং ডাবলতত্ব নিয়া কিছু বকা আমার জন্য গুরুচন্ডালী দোষ হবেনা।
পুরনো সাহিত্য প্রেম জেগে উঠতেই রবি ঠাকুরের গল্পগুচ্ছ সামনে পরলো। ৮/১০ টা গল্প পরতেই দুটো গল্পের ভাব এ মিল খুজে পেলাম। পয়লা নাম্বার আর নষ্টনীড়।
উপলব্ধি যা হোলো তা এই যে... গিন্নিদের প্রতি কর্তাদের অবহেলার নির্যাতনটা পূর্বেও ছিলো, বর্তমানেও আছে। পার্থক্য সতিন এ....
বই,কবিতা,গল্প সাহিত্য কিংবা আফিমের ধোয়া থেকে ফেসবুক, মোবাইল, আর যাবতীয় সামাজিক যোগাযোগের মাধ্যম। সতিনের বিবর্তনটা ঘটলেও হেলায় ফেলানো টা আবর্তিত ই হয়ে আসছে..।
কারনটা গিন্নিদের প্রতি কর্তাদের ভালোবাসার কমতি না, রেজিস্ট্রিকৃত হওয়ায় হারানোর নির্ভয়তা থেকেই হয়তো জন্ম এই অবহেলার । তবে ফলাফলটা স্থান-কাল-পাত্র পরিশেষে ভিন্নতর।
মনিষীদের তালিকায় সর্বোচ্চের পদটা চিরকাল ধরে রাখবেন যিনি... তার পূর্নাঙ্গ জীবন দর্শনে পত্নী প্রেম টাও ছিলো ভরপুর। কওম শিখতে পেরেছে কিনা জানিনা, তবুও বলি... কওমের পরিবর্তনের বিশাল দায়িত্বও টলাতে পারেনি স্ত্রীর প্রতি ভালোবাসা আর সময় প্রদানের মহত্বতা থেকে। দুরুদ ও সালাম তার প্রতি
©somewhere in net ltd.