![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি! দেখাও দেখি লেখার ডালি
আমারও আছে, কাব্য গাথা মন্জরী
ঝগড়া করে ছন্দমিলে
পারবে কি আর অন্ত্যমিলে?
মন্দমিলে গদ হতে পদ
ছন্নছাড়া লেখাই কি সব
পদ্য হয় শ্যামবালিকা?
ঝগড়াতে হায় পারবো নাকো
অন্ত্যমিলে বাড়বে সাঁকো
রাত হবে দিন
ঘুম হবেনা
ভোরের রবির
চুম হবেনা
ঘুমাও তুমি চুপটি করে
মেঘ কালো কেশ এলো করে
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৭
খামচি বাবা বলেছেন: ধন্যবাদ, শুধরে নিয়েছি।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ঝগড়া, ছন্নছাড়া, শ্যামবালিকা, বাড়বে...
অন্ত্যমিল হওয়া উচিৎ। গদ মানে কী? পদের একটা অর্থ যদিও আছে, এইখানে তা প্রাসঙ্গিক না যদিও
বানানের দিকে আমাদের আন্তরিক হওয়া উচিৎ। শুভকামনা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪১
খামচি বাবা বলেছেন: বানান শুধরে নিয়েছি। ধন্যবাদ আপনাকে। গদ,পদ বলতে গদ্য, পদ্য বুঝিয়েছি
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫০
শায়মা বলেছেন: বাহ ভাইয়া! দারুণ!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৯
খামচি বাবা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৬
বিজন রয় বলেছেন: কবি তো অনেক কিছুই দেখাতে পারে!
কবি তো রহস্যময়!
কবিতা ভাল লাগল।
কিছু বানান শুধরে নিন।