![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দল শুরু করতে না করতেই আব্বার ট্রান্সফারের কারনে সিলেটের ছাতকে । সেখানে ৭ বছর কাটিয়ে আবার চট্টগ্রামের হালিশহরে । ২০০০ সাল থেকে ঢাকায়। ভাল লাগে স্বপরিবারে স্ববান্ধব দ্যাশ ঘুরতে, যখন তখন। আমি অপেক্ষা করি বন্ধুর ই-মেইলের : [email protected]
দার্জিলিং গিয়েছিলাম ২০০৯ সালে। ফিরে এসে ব্লগে তার কিছু কিছু লিখেছিলামও। বই আকারে ছাপানোর এমন কোন ইচ্ছা ছিল না। কারন বই আকারে প্রকাশ করতে হলে যতটুকু যোগ্যতা থাকা দরকার তা আমার নেই। আমার ব্লগই কেউ পড়ে না, আবার বই। কিছুদিন আগে একজনের লেখা বই পড়ছিলাম। তিনিও দার্জিলিং এর উপর লিখেছেন। বইটি পড়ে মনে হল এমন করে হয়ত আমিও লিখতে পারি।
এই সময়ই বাংলা সাহিত্যে এক কষ্টের রাত আসে। আমরা খবর পাই হুমায়ূন আহমেদ আর নেই। সকল বাংলা পাঠকের মত আমিও শোকে মুহ্যমান হয়েছিলাম। নিজেকে অনেকটা সময় শূন্য মনে হয়েছিল। মনে হল এই যে আমার জ্ঞান তার অনেকটুকুই তো হুমায়ূন আহমেদের জন্য। তার বই পড়ে পড়তেই তো আরও বই পড়ার অভ্যাস হল। আর বিশ্ব সাহিত্যের কত কিছুই তো পড়লাম। বই পড়ে কতটুকু জ্ঞান পেলাম তার চেয়েও যা আমার ভাল লাগে তা হল বই পড়ার সময়ের আনন্দটুকু। তাই তার বিদায়ের পর নিজের মধ্যে একটা তাড়না অনুভব করলাম। মনে হল কিছু না লিখলে তার কাছে আরও ঋনী হয়ে থাকব। মনে হল কিছু একটা লিখে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। যদিও এই চিন্তা মোটেও রিয়েলিস্টিক না। কারন তার কাছে এখন আর কিছুই পৌছাবে না। তবুও যেন নিজের মনের স্বান্তনার জন্য শুরু করলাম লেখা।
ভ্রমন গল্প লেখার জন্য প্লট খোজার দরকার হয় না। শুধুমাত্র যা দেখেছি, যা করেছি এবং যা উপভোগ করেছি তা সুন্দর করে উপস্থাপন করা। এই কাজটি করার চেষ্টায় লিখে ফেললাম এবং তা প্রকাশিত হল এই বইমেলায়।
নিজের একটি লেখা বই আকারে গত ১৮.০২.১৩ তারিখে প্রকৃতি প্রকাশনী থেকে প্রকাশিত হল। এই আনন্দ জানানোর ভাষা আমার জানা নাই। অনেকটা যেন আমার ভাঙা ঘরে চাদের আলো। আমি কৃতজ্ঞ আমার সফরসঙ্গীদের কাছে বিশেষ করে বন্ধু ও ব্লগার সুজন মেহেদীর (Click This Link) কাছে।
মেঘের দেশে পাহাড়ের দেশে
পরিবেশক ; পাঠসূত্র
স্টল : ২২৫
মূল্য : ১২০-২৫%
অমর একুশে বইমেলা
আপনারা পড়লে এবং মতামত জানালে খুশি হব। গালাগালি এবং গলাগলি দুটোর জন্যই প্রস্তুত আছি
বইটি এখন থেকে রকমারি.কম (http://www.rokomari.com/book/63579) এও পাওয়া যাবে।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭
shfikul বলেছেন: অভিনন্দন আপনাকে।কেমন লেগেছিল আপনার নিজের চোখে নিজের বইটা যখন দেখলেন?আমার খুব জানতে ইচ্ছে করে কেমন লাগে তখন!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪
মুহিব বলেছেন: আমি বইমেলার স্টলে কাছে গিয়ে দাঁড়িয়ে থাকি। কেউ আগ্রহ করে দেখে কিনা দেখতে। ভাল লাগে, কেউ হাতে নিলে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬
মুহিব বলেছেন: আপনার উত্তরটি মনে হয় ঠিকমত দেই নি। এই আনন্দটা আসলে আমি বুঝাতে পারব না। আপনি নিজেই হয়ত কোনদিন বুঝে যাবেন।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২২
ঢাকাবাসী বলেছেন: আপনার সাফল্য কামনা করছি।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৩
মোঃমোজাম হক বলেছেন: অভিনন্দন , দেশে থাকলে অবশ্যই পড়তাম।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮
মুহিব বলেছেন: প্রবাসী কেউ আগ্রহ দেখালে ইচ্ছা করে ডাকে পাঠিয়ে দেই। [email protected] এ আপনার কোন ঠিকানা দিতে পারেন।
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১২
সমকালের গান বলেছেন: অভিনন্দন তোমারে। আমার কপি নিয়া আস তাড়াতাড়ি।
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭
সমকালের গান বলেছেন: তুমি নতুন বাজারে তোমার বইয়ের এ্যাড দিতে পার। ফ্রি তোমার লাইগা।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫
মুহিব বলেছেন: শুনে খুশি হলাম।
৭| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২০
রুচি বলেছেন: বই এর প্রচ্ছদের ছবিটা কার তোলা??
০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৯
মুহিব বলেছেন: কভার ডিজাইনারের তোলা।
৮| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৯
জরিণা বলেছেন: অভিনন্দন
৯| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৮
শেরজা তপন বলেছেন: অনেক দেরি করে জানলাম এই খবরটা
বাঙলা সাহিত্যের আরেক প্রয়াত জনপ্রিয় লেখক সুনীলের 'ছবির দেশে কবিতার দেশের' নামের সাথে মিলটা দারুন হয়েছে।
দুই হাজার এক সালে আমি দার্জিলিঙ হয়ে নেপাল গিয়েছিলাম-দুই বন্ধু বেশ খাস ট্যুরিষ্ট স্টাইলে বেরিয়ে পড়েছিলাম। ফিরে এসেই লিখে ফেললাম একখানা ভ্রমন কাহিনী! ইচ্ছে ছিল ছাপানোর -তা আর হইল কই?
ইচ্ছে আছে ২০০৯ এর আপনার দেখা দার্জিলিঙ এর সাথে আমার দেখা দার্জিলিঙকে মিলিয়ে নেব। কিছু ভুল ভ্রান্তি থাকলে আপনারটা থেকে টুকে ঠিক করে নিব
তারপর যাব 'প্রকৃতি প্রকাশনী'তে-বলব গিয়ে আপনার কথা; এই লোক বলেছে আমাকে বই ছাপাতে। তখন পয়সাকড়ি ছাড়া না ছাপালে কিন্তু খবর আছে...
১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫
মুহিব বলেছেন: আপনাকে লেখার কথা বলতে বলতে শেষে আমিই লিখে ফেললাম। এবার আপনার টার্ন। দার্জিলিং নিয়ে লিখেন, তবে আমরা অপেক্ষা করছি রুশ গল্প বইয়ে পাওয়ার জন্য।
আশা করি সিরিয়াসলি ভাববেন এবং বইমেলা টার্গেটে থাকলে এখনই লিখবেন।
১০| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: দার্জিলিং ঘুরে আসলাম গত বছর। এই নিয়ে একটা লেখা শুরুও করেছিলাম। এরপর কী যে হলো- এগুলো না। আপনার লেখাটা পড়তে মনে চাইছে। দেখি কিনবো কোনো একসময় করে। এখন ফটোগ্রাফি শিখছি। এই ভ্রমনের জন্যই। আমার ঘুরতে ভালো লাগে। কিন্তু, ঘোরাঘুরির জন্য তেমন বন্ধু নেই। আমার বন্ধু গুলো সকলেই ব্যস্ত। দেশে-বিদেশে। আবার অনেকের সংগতি আর ইচ্ছারও অভার আছে। এই সব মিলিয়েই তো আমাদের চলতে হয়। দেখি সংসারটা (আমি কিন্তু ব্যচেলার) একটু গুছিয়ে উঠতে পারলে রবি ঠাকুরের কথা মতো চলবো।
যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলোরে।
যানি কষ্ট হবে। তবুও ...
১১| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫২
দুর্বার বলেছেন: আরে বাহ দারুন তো!! কখনো পড়ব নিশ্চই। তার আগে আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে দার্জিলিং যাবার ইচ্ছে পেশন করছি । যাবেন নাকি ৩ বছর পর আরেক বার?
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৯
মুহিব বলেছেন: কমেন্ট দেখতে দেরী হয়ে গেল। পরে কোন এক সময় যাব ইনশাল্লাহ। কলিমপং অবশ্যই যাবেন।
১২| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২২
শেরজা তপন বলেছেন: তারপর...বই ছাপিয়ে হারিয়ে গেলেন কেন?
রেসপন্স কেমন ছিল-কিছুতো বললেন না?
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৭
মুহিব বলেছেন: বেশিরভাগই তো পরিচিত লোকজন। তারা তো ভাল বলেই আমাকে স্বান্তনা দেয়ার জন্য।
১৩| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে অভিনন্দন
১৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ইসসিরে, বড্ড দেরিতে পোস্টটা দেখলাম !!
নাইলে বই মেলায় গিয়েই বইটা কিনতে পারতাম... অভিনন্দন এবং শুভ কামনা...
২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১২
মুহিব বলেছেন: আহামরি কিছু তো আর লিখি নাই। তবুও আপনারা পড়লে ভার লাগবে। রকমারি থেকে নিতে পারেন। আর পড়লে অবশ্যই আমাকে জানাবেন।
১৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
আরজু পনি বলেছেন:
ধুর! অনেক দেরী করে ফেললাম পোস্টটা দেখতে। যাই হোক অভিনন্দন রইল। চেষ্টা থাকবে বইটা সংগ্রহের।
বইয়ের কভঅর ফটোটা দিলেই পারতেন।
১৬| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৬
মধুমিতা বলেছেন: অভিনন্দন আপনাকে।
আপনি আমার আরব ডায়েরিটি চেয়েছিলেন। আপনার সম্পূর্ণ পোস্টাল ঠিকানাটি এই ইমেইলে aminul.dhaka @ yahoo.com পাঠিয়ে দিন।
১৭| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক অনেক দেরীতে হলেও অভিনন্দন মুহিব।
খুব খুশি হলাম......
দেশে এলে সংগ্রহের ইচ্ছা থাকলো ,অবশ্যই অটোগ্রাফ সহ।
শুভেচ্ছা রইলো।
০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৪
মুহিব বলেছেন: কবি, আপনার কবিতার বইয়ের কাছে এসব কিছুই না।
১৮| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৩
বলেছেন: আপনার সাফল্য কামনা করছি।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯
স্বপ্নের মানুষ বলেছেন: ধন্যবাদ
বইটি সম্পর্কে এইখানে লিখুন