নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হুইসেল বাজছে চোর পালাচ্ছে♪ ♫ ♪ ♫ ♪ ♫ ♪ ♫ ♪ ♫ ♪ ♫

মুয়ীয মাহফুজ

মুয়ীয মাহফুজ নামক একজন মানুষের ক্রমবিবর্তন লিখে যাই।কবিতা আমার খাদ্য।কবিতা আমাকে খায়,আমাকে দেখে পালায়।মিউজিক করি,একটা ব্যান্ড আছে।নাম মনোসরণি।গিটার বাজাই♪ ♫ ♪ ♫ ♪ ♫।গেয়ে উঠি হরিৎমুখর গান অথবা সুর। muiz_mahfuz@yahoo muiz_mahfuz@hotmail

মুয়ীয মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

হায় ভালোবাসি-মহীনের ঘোড়াগুলি (কর্ডস ও লিরিকস)

১৮ ই জুন, ২০০৮ বিকাল ৪:২৮

কৈশর,শৈশব সবকিছু পেরিয়ে আমাদের জীবনের অবশেষ যতটুকু থাকে তা হলো ভালোলাগা।আর সেই ভালোলাগা কতটুকু বিপন্ন অবস্হায় চলে গিয়েছে।সেইসব নস্টালজিয়ায় ভরপুর রয়ে গেছে কিছু সুর।সেটা হলো হায় ভালোবাসি-মহীনের ঘোড়াগুলি।সেই গানটির কর্ডিং করে দিলাম,যদি কোন গিটারিস্টের তা একটুও উপকারে লাগে তবে ভালো লাগবে।অবশ্য এ গানটি তুলতে গেলে গিটার ছাড়াও অন্যান্য ইন্সট্রুমেন্টে(কি-বোর্ড,বেস) সমান কাজে দিবে।

A

ভালোবাসি জোৎস্নায় কাশবনে ছুটতে

C#m

ছায়াঘেরা মেঠোপথে ভালোবাসি হাটতে

D..................F#.................

দূর পাহাড়ের গায়ে গোধূলির আলো মেখে

Bm

কাছে ডাকে ধানক্ষেত সবুজ দিগন্তে

D.................E7th........

তবুও কিছুই যেন, ভালো যে লাগে না কেন

A..................F#m.............

উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন

Bm.................E7th.........A

কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও।



A

ভালো লাগে ডিঙি নৌকায় চড়ে ভাসতে

C#m

প্রজাপতি বুনোহাঁস ভালো লাগে দেখতে

D....................F#....

জানালার কোনে বসে উদাসী বিকেল দেখে

Bm...............................

ভালোবাসি একমনে কবিতা পড়তে

D.................E7th.................

তবুও কিছুই যেন, ভালো যে লাগে না কেন

A..................F#m.............

উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন

Bm.................E7th.........A

কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও।



A..........C#m..............Bm

যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে

D..........Bm..E7th......A........

শুধুই ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে

A...........C#m..................Bm

তখন ভালো লাগে না, লাগে না কোন কিছুই

D...........Bm.......E7th.......A......

সুদিন কাছে এসো ভালোবাসি একসাথে সব কিছুই।



A

ভালোবাসি পিকাসো,বুনুয়েল,দান্তে

C#m

বিটলস,ডিলান আর বিটোভেন শুনতে

D...............F#..............

রবি শঙ্কর আর আলী আকবর শুনে

Bm

ভালোবাসি ভোরে কুয়াশায় ঘরে ফিরতে

D.................E7th................

তবুও কিছুই যেন, ভালো যে লাগে না কেন

A..................F#m...........

উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন

Bm..................E7th........A

কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও।





A..........C#m..............Bm

যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে

D..........Bm..E7th......A........

শুধুই ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে

A...........C#m..................Bm

তখন ভালো লাগে না, লাগে না কোন কিছুই

D...........Bm.......E7th.......A......

সুদিন কাছে এসো ভালোবাসি একসাথে সব কিছুই।

গানটি শুনতে এখানে ক্লিক করুন





(গানটির রিদম=চার মাত্রা বা ফোর বিটে করা)

ছোট হাতের m মানে মাইনর কর্ড যেমন Bm।

শুধু ক্যাপিটাল লেটারে লেখা যে গুলো সেগুলো মেজর কর্ড,যেমন A মানে A মেজর কর্ড

.E7th...মানে হলো ডমিন্যান্ট সেভেন্থ কর্ড,

লিরিকস স্বাক্ষর শতাব্দ-এর ব্লগ থেকে নেয়া,এজন্য তাকে ধন্যবাদ জানাই।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০০৮ বিকাল ৪:৪৯

সোহানের রোজনামচা বলেছেন: বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিগুলি মনে পড়ে যায়। মনে পড়ে যায় কলাভবনের দোতলার ১০৬৭ নং রুমটি। যে রুমে বসে প্রতিদিন দুপুরের পরে গান গাইতাম বন্ধুরা। এই গানটি সাজ্জাদ গাইতো।রেজার গীটার, ওয়াজি ভাই এর গান, জেরিনের গান গুলি...সেইসব দিনের কথা খুব খুব মনে পড়ে যায়..মনে পড়ে যায় রেজার কাছে প্রথম শিখেছিলাম "শহরের উষ্নতম দিনে" গানটির কর্ডিং...

১৮ ই জুন, ২০০৮ বিকাল ৫:০০

মুয়ীয মাহফুজ বলেছেন: আমারও অনেকটা একই রকম.....কলাভবনের ২০২৭-এ....তবে ক্লাসে কখনোই রেগুলার ছিলাম না...নস্টালজিয়া....নস্টালজিক।

২| ১৮ ই জুন, ২০০৮ বিকাল ৪:৪৮

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: বাঙলা জনপ্রিয় গানগুলো দিয়ে একটা কর্ড এর বই বাইর কৈরা ফেলেন না...

লোকজন ঘরে বৈসা বৈসা সেইটা দিয়া সুর তুলতে পারবে

ধন্যবাদ

১৮ ই জুন, ২০০৮ বিকাল ৪:৫৭

মুয়ীয মাহফুজ বলেছেন: প্রকাশক পাইলে কইরা ফালামুনে,কিন্তু আমারো ঘরে বইসা থাকনের যেমুন ইচ্ছা...মনে হয়না সম্ভব হৈবো....

ধন্যবাদ।

৩| ১৯ শে জুন, ২০০৮ বিকাল ৫:০৫

রহমান মাসুদ বলেছেন: আমার দুর্ভাগ্য মুয়ীয আমি গান জানিনা। আপনার মতো একজন বন্ধু থাকতে ও আমার গান গাওয়া হবে না কোন দিন।

২১ শে জুন, ২০০৮ বিকাল ৩:০০

মুয়ীয মাহফুজ বলেছেন: সে-কি?গান কি তো কোনো জানাশোনার বিষয় হতে পারে না।সত্যি কথা বলতে কি গান আসলে গাইতে গাইতে হয়।একটা কথা আছে না"গাইতে গাইতে গায়েন"।আসলেও ঠিক তাই সকল গায়ক গায়িকাদেরও গান গাওয়ার মূলেই আছে প্রাকটিস ও রেগুলার অভ্যাস।তাই চেতনে অবচেতনে গাইতে থাকলে আসলেও গান এসে ধরা দেবেই।

আর আমি তো হেল্প করবোই যদি আমি তা ধারণ করি।

ভালো থাকুন।

৪| ২০ শে জুন, ২০০৮ দুপুর ১:০৬

মাঠশালা বলেছেন: নষ্টালজিক।


২১ শে জুন, ২০০৮ বিকাল ৩:০১

মুয়ীয মাহফুজ বলেছেন: কস্টালজিক!!:(

৫| ০২ রা জুলাই, ২০০৮ সকাল ৮:২৬

তানজু রাহমান বলেছেন: দারুন জিনিস দিয়েছেনতো ভাইয়া...যদি শুধু গীটার পারতাম :(

৬| ০২ রা জুলাই, ২০০৮ রাত ৯:১০

মুয়ীয মাহফুজ বলেছেন: গিটার শুরু করে দিন না।তবেই না পারবেন।

ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.