নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুজতাহিদুল ইসলাম তাওসিফ। ঢাকা বিশ্ববিদ্যালয় কুনফুসিয়াস ইন্সটিটিউট এর শিক্ষার্থী। পাশাপাশি একটি চীনা বহুজাতিক কোম্পানিতে দোভাষী হিসেবে কর্মরত আছি। ভালোবাসি দেশি ও বিদেশী সংস্কৃতি।

মুুজতাহিদুল

মুুজতাহিদুল › বিস্তারিত পোস্টঃ

চীনা উৎসব Chuxi এর উৎপত্তি

০৫ ই অক্টোবর, ২০২২ ভোর ৬:৫৯

চীনা ক্যালেন্ডারের ১২ তম মাসের ৩০ তারিখ অর্থাৎ বছরের সর্বশেষ দিনটি 除夕;chuxi নামে পরিচিত। chuxi এর রাতে পরিবারের সব সদস্য মিলে একসাথে রাতের খাবার খেয়ে নেয়। তারপর সারা রাত জেগে থাকে ‌। কিন্তু তারা কেন দিনটিকে Chuxi নামে ডাকে?
রূপকথা অনুযায়ী, অনেক অনেক আগে "শি" নামের এক রাক্ষস ছিল। সে মাঝে মাঝে দৃশ্যমান হয়ে জনসাধারণকে ভয় দেখাতো। মানুষ তাকে মারাত্মক ঘৃণা করতো। কিন্তু তারা ছিল নিরুপায় । ঐ সময় চি লাং নামে একজন বীরপুরুষ ছিল। সে ছিল খুবই সুদর্শন, অত্যন্ত শক্তিশালী। চি লাং এর একটি কুকুর ছিল। কুকুরটিও খুবই সাহসী। কোনো কিছুকে কামড়ে ধরলে সেটা আর মুখ থেকে ছুটে যেতে পারতো না ‌।
একদিন চি লাং বাইরে থেকে বাড়িতে ফিরে এসে দেখলো যে, প্রতিবেশী বাচ্চা মেয়েটির নানা রাস্তার পাশে বসে কান্না করছে। জিজ্ঞেস করে জানতে পারলো যে নিস্পাপ ফুটফুটে মেয়েটিকে "শি" খেয়ে ফেলেছে ‌। চি লাং মনে মনে সিদ্ধান্ত নিল যে সে অবশ্যই "শি" কে হত্যা করবে। মানুষকে এই ধ্বংসাত্মক বস্তুটি থেকে মুক্তি দেবে। তারপর সে‌ কুকুরটিকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল‌। সব জায়গায় "শি" এর কথা জিজ্ঞেস করলো। কিন্তু কোথাও খুঁজে পেল না।
এভাবে প্রায় এক বছর কেটে গেল। দিনটি ছিল বছরের শেষ মাসের ৩০ তারিখ। চি লাং সুন্দর একটি শহরে পৌঁছালো। এই এক বছরে যদিও সে "শি" কে খুঁজে পায়নি। কিন্তু সে "শি" এর বিভিন্ন অবস্থা বুঝতে পেরেছে। যেমনঃ সূর্য পাহাড়ের পেছনে অস্ত যাওয়া মাত্রই সে দৃশ্যমান হয়ে মানুষকে ভয় দেখায়, সূর্যোদয়ের আগে তার ছায়াটাও অদৃশ্য হয়ে যায়, সে কোলাহলকে অত্যন্ত ভয় পায় ইত্যাদি। চি লাং জনসাধারণকে বলল, "আজ সন্ধ্যায় শি বের হয়ে সবাইকে ভয় দেখাতে পারে। রাতে সবাইকে জেগে থাকার পরামর্শ দিচ্ছি। শিকে দেখা মাত্রই বিভিন্ন বস্তুতে আঘাত করতে থাকবেন। আমরা সবাই একসাথে শি কে হত্যা করবো।"
দ্রুত সূর্য ডুবে গেল। সন্ধ্যা আসা মাত্র সত্যিই শি বেরিয়ে এল‌। সে কোনো এক পরিবারের একটি ছোট মেয়েকে খেয়ে ফেলেতে চাইল। কিন্তু পরিবারটি "শি"কে দেখে ফেলল। তৎক্ষণাৎ হাঁড়ি পাতিলে আঘাত করে শব্দ করা শুরু করলো। সাথে সাথে সম্পূর্ণ শহর শব্দে মুখরিত হয়ে উঠলো। শি এতে চরমভাবে ভয় পেয়ে ছুটে পালাতে লাগল। চি লাং এর কুকুরটিও এমনভাবে এর পিছু ছুটতে লাগল যেন এটাকে কা'মড়ে হত্যা করেই ছাড়বে ‌। চি লাংও দৌড়ে তাদের সামনে চলে গেল‌ এবং তীর নিক্ষেপ করে "শি"কে হত্যা করলো।
"শি" থেকে মুক্তি পাওয়ার পর জনসাধারণ একে একে চি লাংকে ধন্যবাদ জানাতে লাগলো। তখন থেকে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এরপর থেকেই বছরের পর বছর এখন পর্যন্ত ওই রাতের মতো করে বছরের শেষ দিন সারা রাত জেগে থাকে। রংবেরঙের শব্দে আকাশ বাতাস মুখরিত করে। এভাবে যুগ যুগ ধরে 除夕;chuxi তথা “শি থেকে মুক্তি” রাতটির উৎপত্তি ঘটে। আতশবাজি ফোটানোর প্রথা সৃষ্টি হয়।
(অনুবাদিত ও পরিমার্জিত)
উৎসঃ Standard Course HSK 5上, Chapter 6

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: সামুতে স্বাগতম আপনাকে।
অন্যেদরে পোস্ট দেখুন, পড়ুন এবং মন্তব্য করুন। আশা করি দ্রুতই প্রথম পাতায় আপনার পোস্ট প্রকাশ পাবে।

০৬ ই অক্টোবর, ২০২২ ভোর ৫:৫৪

মুুজতাহিদুল বলেছেন: ধন্যবাদ জানবেন স্যার।

বেশ কয়েকবার সামুতে একাউন্ট খোলার চেষ্টা করেছি। অবশেষে সফল হয়েছি। এটিই আবার ব্লগে পাওয়া প্রথম মন্তব্য। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.