নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

citizen journalist

মনোনেশ দাস নাগরিক

মনোনেশ দাস নাগরিক › বিস্তারিত পোস্টঃ

নাগরিক সাংবাদিক সামাজিক মাধ্যমে অংশগ্রহণ সুনাগরিক মানবিক

৩১ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:৪২

নাগরিক সাংবাদিক সামাজিক মাধ্যমে অংশগ্রহণ সুনাগরিক মানবিক মানুষ হওয়ার প্রাথমিক প্রক্রিয়ার অংশ। মনোনেশ নামের অর্থ ব্যখ্যা বিশ্লেষণ করে নিজেকে খোঁজার চেষ্টা এবং দাস পদবী আমাকে সেই চেষ্টা বাস্তবায়নের দিকে নিয়ে এসেছে। সংবাদপত্রে লেখালেখি বিষয়ে অভিজ্ঞতা আমাকে নাগরিক সাংবাদিকতায় অংশগ্রহণে আরো বেশি আগ্রহী করে। নাগরিক হিসেবে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নাগরিক থেকে নাগরিক আন্তসংলাপের সুযোগ এবং সেখান থেকে সারমর্ম ব্যখ্যা বিশ্লেষণ করে সোস্যাল মিডিয়ায় প্রয়োগ করে নাগরিক সমাজের আশা আকাঙ্ক্ষা অভিপ্রায় অভিব্যক্তি প্রয়োগ করে পোস্ট করার পরিপ্রেক্ষিতে ক্রিয়া প্রতিক্রিয়ার সুক্ষ্ম জায়গাগুলি সাংবাদিক বা আয়নায় দেখে সারমর্ম পর্যায়ে এনে রাষ্ট্র দেশ সরকার, নাগরিক ও সাংবাদিক সমাজকে এক সূত্রে গেঁথে আন্তর্জাতিক কমিউনিটিতে ছড়িয়ে দিয়ে একটি সত্যের মালা তৈরির চেষ্টা যা আজও আমার পক্ষ থেকে অব্যাহত আছে। নাগরিক সাংবাদিকতা সরকারকে বিভ্রান্ত বিব্রত করা নয় বরং সরকারের সহযোগী হয়ে সুন্দর পরিবেশ সুন্দর পৃথিবী সুন্দর রাষ্ট্র সুন্দর দেশ সুনাগরিক হিসেবে কমিউনিটির মানুষ হিসেবে গড়ে তোলার অংশ। এনালগ যুগে চাইলেই সুনাগরিক হিসেবে গড়ে তোলা যেত না অবাধ তথ্যের অভাবে। এখন সম্ভব হয়েছে অবাধ তথ্যের সম্প্রসারিত হওয়ায় ইন্টারনেট মোবাইল ল্যাপটপ কম্পিউটার বদৌলতে। সোস্যাল মিডিয়ায় ইউজার কমিউনিটির বিভিন্ন বিষয় তুলে ধরেন। এই সব প্রচারিত তথ্য পরিসংখ্যান কখনো কখনো ভুল উপস্থাপন করা হয় এতে সরকারি ও সরকারের পক্ষে কাজ করা স্বায়ত্তশাসিত, বেসরকারি ও প্রাইভেট ওয়েব সাইটগুলি যেমন বিতর্কিত হয় তেমনি জনমনে আস্থা সংকট সৃষ্টি হয় যার দায় ভুল বিভ্রান্ত তথ্য সরবহকারী ইউজার । এইসব ইউজার সত্য মিথ্যা যাচাই বাছাই বিষয়েও অনভিজ্ঞ। হাতে মোবাইল পেয়ে মনের মাধুরী মিশিয়ে মনগড়া অযৌক্তিক ভিত্তিহীন এমন সব সংবাদ পরিবেশন করে যা সমাজের মানুষকে অস্থির করে যা মোবাইলের অপব্যবহারী বললেও ভুল হবে না। আবার এমনও ইউজার আছে যারা সোস্যাল মিডিয়ায় আইডি খুলতে পারে না। তারা অন্য লোক দিয়ে আইডি খুলে নিজে অপারেটর হয়ে ভুল ধারণা এবং তথ্যের ভুল অপপ্রয়োগ করে যা সভ্য সমাজের মানুষ হতবাক না হয়ে পাড়েন না। এই ইউজারগণ নাগরিক সাংবাদিকতার বাঁধা কারণ প্রকৃত নাগরিক সাংবাদিক সমাজকে তারা সহ্য করতে পারে না। এদের বেশিরভাগই কোন না কোন রাজনৈতিক দলের অন্ধ সমর্থক। যুক্তি ব্যখ্যা বিশ্লেষণ বোঝে না। অন্ধকার যুগের নাগরিকের মত আচরণ এরা এদের নেতা যা বলে সেটাই প্রাধান্য দেয় যা সমাজের জন্য ক্ষতিকর। কুসংস্কার সমর্থক এরা গায়ের জোরের মত সোস্যাল মিডিয়াতেও জোর দেখাতে চায়। এদের অনুসারীরাও মিথ্যাবাদী। সমাজে সত্য প্রতিষ্ঠায় বাধাদানকারী এই ইউজারদের সত্যের পথে ফিরিয়ে আনাও নাগরিক সাংবাদিকের দায়িত্ব কর্তব্য বলে মনে করি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.