নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

citizen journalist

মনোনেশ দাস নাগরিক

মনোনেশ দাস নাগরিক › বিস্তারিত পোস্টঃ

নাগরিক সাংবাদিকাতা থেকে শুরু করে যে কোন আনন্দঘন প্লাটফর্মে

০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১৫

একাত্তরের মুক্তিযুদ্ধ আমাদের মুজাটি গ্রামের বাসিন্দারা এক ধ্বংসের লীলা বা পরিণতি দেখে হতবাক হয়েছিল । জেঠা শহীদ পরেশ দাস, প্রতিবেশী রক্ষিত ও ভাট বাড়িসহ অনেক মানুষকে হত্যার ইতিহাস জাতীয় আন্তর্জাতিক সংবাদপত্র, সংবাদসংস্থা সংশ্লিষ্ট যারা ছিলেন হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে ঘটনাস্থল পরিদর্শনে আসতে পারেন নি। নাগরিক সমাজে সাংবাদিক সমাজে অভিব্যক্তি প্রকাশ পেয়েছিল তা জানা না গেলেও ভূক্তভোগী পরিবারে দীর্ঘমেয়াদি বহুমুখী সমস্যা নিজের পরিবার থেকেই শিক্ষা নেয়ার মুখোমুখি হয়ে বুঝেছি। স্বামী হারা জেঠী ছোট ছোট দুই বোন নিয়ে পুড়িয়ে দেয়া বাড়িতে ঝালালো গন্ধ খোলা আকাশের নিচে সাপ, শেয়াল পশু পাখির সাথে বসবাস করেছে। ক্ষুধার তাড়নায় লতা পাতা কচু ঘেঁচু খেয়ে না খেয়ে জীবিকা। অসুখ বিসুক নিত্যদিনের সাথী খোলা আকাশের নিচে প্রাকৃতিক কাজ সারতে গিয়ে মানষিক লজ্জা ঘেন্না গায়ে মেখে দুয়াত কুপি, হারিকেন কেরোসিন লবন নানান সংকট নিয়ে পরিবারের ঘানি টানা নাগরিক আজো আছে দুঃখের স্মৃতি নিয়ে। আজো অনেককেই স্মরণ করিয়ে দেয় সেদিনের বাস্তবতা। ডিজিটাল দেশের খুব কম পরিবার আছেন যাদের কষ্ঠের অবগাহন পাঠ শেষে আজ প্রতিষ্ঠিত হয়েছেন তাদের ইন্টারভিউ শুনি। খেয়ে না খেয়ে লোজিং থেকে আজ বাড়ি গাড়ি শিল্প প্রতিষ্ঠান মালিক। বিদ্যুৎ সংকট আজ নেই। একাত্তরের মুক্তিযুদ্ধ আমাদের প্রজন্মের মানসিক বিকাশ চরমভাবে বাধাগ্রস্ত করে। পঙ্গু মুক্তিযোদ্ধারাও আছ প্রশান্তি পাচ্ছেন কম বড় পাওয়া নয়। ক্ষতির বাইরেও, যুদ্ধ গভীর মানসিক ক্ষত সৃষ্টি করে, সমাজকে ব্যাহত করে এবং পরিবেশের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। পারিবারিক কলহ জেঠি বোনদের নিয়ে পিত্রালয়ে চলে যাওয়ায় স্থান পরিবর্তনে আমরাও পরিবার হারা। আমাদের মত অগনিত পরিবার হয়েছেন গৃহহারা তার হিসাব কয় জনে রাখি সরকার গৃহহীনদেয় গৃহ বরাদ্দের আওতায় আনতে লেগে গেছে যুগ বছর পেরিয়ে কতো সময় মানবিক সচেতন অনেকেই জানেন। বিষন্নতা উদ্বিগ্নতা আজো যায়নি মুক্তিযুদ্ধের ইতিহাসে সবই আছে। মুক্তাগাছায় শিশু সাংবাদিক কর্মশালা ওয়ার্ল্ড ভিশন আয়োজিত অনুষ্ঠানের অভিব্যক্তি প্রকাশের কথা কথা আজও মনে পড়ে। আইয়ুব বিরোধী কর্মসূচি পালন করতে গিয়ে বাবা প্রয়াত ভবেশ দাসকে দেশছাড়া হওয়ার ঘটনা একটি পোস্টে উল্লেখ করেছি। শিশু বয়সে আইটি পড়াশোনা শিশু সাংবাদিকতার অংশ। ছোট খাঁটো ঘটনা চলার পথে ঘটে যাওয়া লিখে একে অপরের সাথে উপস্থাপন ভবিষ্যতে সুনাগরিক হওয়ার সহায়ক। মিয়ানমার থেকে নির্বাসিত জীবনে রোহিঙ্গারা আজ আমাদের মতো ডিজিটাল নাগরিক হওয়ার কথা অথচ যুদ্ধ বাস্তবতায় তারা আজ কতো বছর কতো যুগ পিছিয়ে পড়েছে। ওদেরও অধিকার আছে নিজ ভূমিতে অধিকার প্রতিষ্ঠার লড়াই নাগরিক সাংবাদিকাতা থেকে শুরু করে যে কোন আনন্দঘন প্লাটফর্মে যোগ দেয়ার যা থেকে তারা বঞ্চিত। নিজের ইতিহাস শিক্ষা প্রকৃতি পরিবেশ প্রথা লোককথা তথ্য যোগাযোগ আমাদের যা আজ সম্ভার একাত্তরের প্রভাবের মত তেমনি নির্মমতা তাদেরকে নিয়ে গেছে চোয়ান্ন বছর পেছনে ফেলে আসা এনালগ যুগে। রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় উপরোক্ত স্মরণ করিয়ে দেয়ার দায়িত্বও একজন নাগরিক সাংবাদিকের ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.