![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষক বিহীন চলছে নাগরিক সাংবাদিকতা। নাগরিক সাংবাদিক হিসেবে নিজের পরিচয় অনেকেই মেলে ধরেছেন অনেক নাগরিক যা নাগরিক সাংবাদিক বিষয় বা ক্যাটাগরি হিসেবে ফেসবুক একটি সুবিশাল ক্ষেত্র বা প্লাটফর্ম । ইউজার হিসেবে প্রতিটি নাগরিক এটি নাগরিক সাংবাদিকতার ফেসবুক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এর ব্যবহার করেন। পৃথিবীর সর্ববৃহৎ কমিউনিটির বাস্তব দৃষ্টান্ত হলেও এখানে কোন শিক্ষক দাবিদার নেই। ইউজাররা নিজের ওয়ালে যা তুলে ধরেন তা তার নিজস্ব অভিব্যক্তি। কমিউনিটির ইউজার হিসেবে একে অপরের সাথে ভাগাভাগি করে নেন। নতুন জেনারেশন প্রযুক্তি নির্ভর হওয়ায় অনেকেই এআই সুবিধা কাজে লাগান । তবে অনেক বিষয় আছে যা এআই পরিচালনা করতে অক্ষম। সমাজে এখনও পুরনো ধ্যান ধারণার নাগরিক আছেন যারা প্রযুক্তি অবিশ্বাসী। তাদেরকে ভুল পথ থেকে ফিরিয়ে আনাও নাগরিক সাংবাদিকের কাজের অংশ। যারা শিক্ষক হিসেবে ভূমিকা নিয়ে এগিয়ে আসতে পারেন। ফেসবুক একাউন্ট সৃষ্টি, পেজ ও গ্রুপ সৃষ্টি, টাইপ শেখা, ছবি ও ভিডিও এডিটি হাতে কলমে শেখাতে পারেন শিক্ষক হিসেবে যা সহায়তাকারী বা পরামর্শদাতা হিসেবেও দাবিদার হতে পারেন। কমিউনিটিতে অনেক ইউজার আছেন যারা প্রথাগত শিক্ষায় শিক্ষিত কিন্তু অনলাইন শিক্ষা কম বুঝেন। এমন ইউজারও দেখি যারা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অথচ ইন্টারনেট কি, সামাজিক যোগাযোগ মাধ্যম কি বোঝেন না বা এটি এড়িয়ে যান কিংবা আগ্রহীকে উল্টো নিরুৎসাহিত করে যা আগামীর জন্য শুভকর নয়। তাদেরকেও তথ্য প্রযুক্তির পথে আনার দায়িত্বাও একজন নাগরিক সাংবাদিক শিক্ষক হিসেবে ভূমিকা নিতে পারে।এই শিক্ষকরা তাদের জ্ঞান ভাগ করে নাগরিক সাংবাদিকতায় উদ্বুদ্ধ করতে পারেন। তাদের নিজস্ব গতিতে শিখাতে পারেন এবং আগ্রহের ক্ষেত্রগুলিতে মনোনিবেশ করাতে পারেন। ফেসবুক আ্যাপস কমিউনিটিতে দিন দিন যেমনি সম্প্রসারিত হয়ে অ্যাক্সেসে রূপান্তরিত হচ্ছে সেই তালে বাড়ছে অভিজ্ঞতাও । অভিজ্ঞরাই শিক্ষক হিসেবে বিশ্বের সকল ইউজার কমিউনিটির কলেবর বৃদ্ধির সহায়ক এবং শ্রোতাদের কাছে পৌঁছে দেয়ার পদ প্রদর্শক হিসেবে নাগরিক সাংবাদিকতায় উদ্বুদ্ধ করতে পারেন।
©somewhere in net ltd.