নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

citizen journalist

মনোনেশ দাস নাগরিক

মনোনেশ দাস নাগরিক › বিস্তারিত পোস্টঃ

শেখ মুজিবুর রহমান নিজেকে নিজে বঙ্গবন্ধু বলেননি। আমাদের পূর্বপুরুষরা উনাকে এই উপাধি দিয়ে

১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:১৮

শেখ মুজিবুর রহমান নিজেকে নিজে বঙ্গবন্ধু বলেননি। আমাদের পূর্বপুরুষরা উনাকে এই উপাধি দিয়ে যথার্থ যথাযথ সন্মানে ভূষিত করে গেছেন। মাত্র কয়েক ব্যক্তির সহ্য হয়নি তাই উনাকে এবং পরিবারের সদস্য শুভাকাঙ্ক্ষীদের হত্যা করা হয় । এই মানবতাবিরোধী হত্যাকান্ড যারা সংঘটিত করেছে তারাই বাংলাদেশের ইতিহাস ও রাজনীতিতে যোগ করেছে কলঙ্কিত অধ্যায়। একাত্তরের মুক্তিযুদ্ধে সমবেত হয়ে কাঁধে কাঁধ রেখে চলা বাঙালির মাঝে বিভেদ বিকৃত ইতিহাস সৃষ্টির দায়ও সেইসব হারামির। বাঙালির মাঝে পরিবারে পরিবারে প্রতিবেশী প্রতিবেশী অঞ্চলে অঞ্চলে ভাইয়ে ভাইয়ে হিংসার বীজ বঙ্গবন্ধুর হত্যাকারীরাই বপন করে গেছে। সেসময় আমাদের দারিদ্র্যতার কষ্ট ছিল আজ তা নেই। তারপরও কেন আমরা সেই হারামিদের সুরে কথা বলি বুঝি না। ইন্টারনেট প্রযুক্তির বদৌলতে আমাদের জ্ঞানের পরিধি বেড়েছে। একে অন্যের প্রতি বিদ্বেষ আজো যায়নি। আমরা কৃত্রিম কাল্পনিক দোষ নিয়ে আজও পড়ে আছি গুণ নিয়ে লিখতে বলতে ভুলে গেছি। বহুধা বিভক্ত জ্ঞানের সমষ্টি হচ্ছেন বঙ্গবন্ধু। উনার আদর্শের সমষ্টি যিনি প্রয়োগ করে সফলতা এনে দিলেন তাকেই আমরা শত্রু বলি। ভুলে যাই এই কলঙ্কের দায়ও কিন্তু আমাদের। ভেদাভেদ ভুলে সবাই বাঙালি হলে ক্ষতি নেই বরং লাভ বাংলাদেশের বাঙালির।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.