![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবিক নাগরিক। সৃষ্টির শুরু থেকেই পৃথিবীর সকল দেশ অঞ্চল রাজ্য বা সোসাইটিতে নারী পুরুষ শ্রেণী বিন্যাস পাশ কাটিয়ে কোন কোন মানুষ মানবিকতার দৃষ্টান্ত হিসেবে সমাজ সংস্কারক হয়ে দেশের হাল ধরেন। চলার পথে হাজারো অবরুদ্ধ পথ ডিঙিয়ে নিজেকে তুলে ধরেন অনুকরণীয় অনুসরণীয় মহানুভব মানবিক মানুষ হয়ে। সময়ের পথ ধরে যুগের সাথে মিলিয়ে চলার অভিপ্রায়ের অভিব্যক্তির বহিঃপ্রকাশ পায় সোসাইটিতে মানবিক নাগরিক হিসেবে । সত্যের পথে চলা সহজ মনে হলেও বাস্তবে ততটাই কঠিন। যদি সত্যের পথ রুদ্ধ করা থাকে মিথ্যা দিয়ে তখনই ঘটে এর ব্যত্যয়। বাঙালি কমিউনিটির কথাই ধরা যাক। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ। ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে পাওয়া স্বাধীনতা অর্জনের পেছনে অবদান রেখেছেন তাদের নিয়ে মিথ্যাচার হচ্ছে কলঙ্ক। এই কলঙ্ক মুছে যিনি সত্য তুলে ধরেন তিনিও একজন মানবিক মানুষ। রাষ্ট্র দেশ সরকার গঠনে যাদের অবদান রয়েছে তারা যেমনি মানবিক নাগরিক তেমনি সরকারের দায়িত্ব পরিচালনায় দক্ষতা ন্যায় পরায়ণ হয়ে সংবিধান অনুযায়ী পরিচালনা করেন তিনিও মানবিক নাগরিক। যোগ্যতার বিচারে সংবিধান আইন মেনে যথাযথ যথার্থ চেয়ারে বসে দায়িত্বের বাইরে গিয়ে মানুষের কল্যাণে নিবেদিত থাকেন তিনি মানবিক নাগরিক। মিথ্যার মোড়ক যাদের গায়ে তাদের দৃষ্টিতে তিনি অর্থাৎ সেই মানবিক মানুষ তাদের সমাজের এনিম অর্থাৎ শত্রু। মানবিক মানুষের নামে মিথ্যাচার করে মিথ্যাবাদী ব্যক্তি বা গৌষ্ঠী এই ঘটনা অনেক পুরনো। যদিও ইন্টারনেট প্রযুক্তির বদৌলতে তথ্য এখন মোবাইল ল্যাপটপ কম্পিউটার মনিটর স্ক্রিনে । সত্য উপলব্ধি করে আয়ত্তে এনে ইউজার হিসেবে প্রয়োগের জ্ঞান মানুষের সংখ্যা বাড়ায় মিথ্যাবাদীর আস্ফালন কমছে। ডিজিটাল দেশের স্মার্ট নাগরিক হিসেবে সত্যের বাহকদের দেশাত্মবোধ সহমর্মিতা ভ্রাতৃত্ববোধ মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা , নারী শিশু প্রতিবন্ধীদের প্রতি ভালোবাসা অর্থাৎ স্বাধীনতা পক্ষে কথা বলার মানুষ কখনো অমানবিক হতে পারেন না। আমাদের উচিত রাষ্ট্র দেশ জাতি গঠনে যারা ভূমিকা রেখেছেন দেশ দেশের মানুষের উন্নয়নে যারা ভূমিকা রেখেছেন তাদের মানবিক নাগরিক হিসেবে মূল্যায়ন করা প্রতিটি মানুষের দায়িত্ব কর্তব্য। সকলের উচিত একজন মানবিক নাগরিকের প্রতি সহানুভূতিশীল হওয়া । মানবাধিকার প্রতিষ্ঠায় যিনি তার জ্ঞান দিয়ে দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন, সকল প্রাণীর সকল মানুষের মঙ্গল কামনা করেন তার বিরুদ্ধে যারা মিথ্যাচার করেন কলঙ্কের কালিমা লেপন করেন তাঁরা কখনোই ভাল মানুষ নয় তারা মিথ্যাবাদী। ঠেকসই গণতন্ত্র মানবসম্পদ সংরক্ষণের শত্রু । এই মিথ্যাবাদী শত্রুদের প্রতিহত করতে সত্যের ধারক বাহক সুনাগরিক মানবিক মানুষের পাশে দাঁড়িয়ে তার হাতকে শক্তিশালী করা উচিত। নাগরিক হিসেবে রাষ্ট্র দেশ সরকার সংবিধান স্বাধীনতা ভাষা দেশ ও আন্তর্জাতিক পরিমন্ডলে মানবিক মানুষের প্রতি শ্রদ্ধা রেখে মূল্যায়নের মাধ্যমে সরকারের হাতকে শক্তিশালী করা সকল নাগরিক মানুষের দায়িত্ব কর্তব্য পালন অংশ বলে মনে করি।
©somewhere in net ltd.