![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি...) [email protected]
শ্যামল স্যারের শিল্পকলা চর্চায় উৎসাহ, শিক্ষাদানের নিষ্ঠা, এবং জগতের জ্ঞান-বৈচিত্র্য অন্বেষণের এবং বিতরণের অমিত জীবনতৃৃষা আমায় সর্বদাই প্রাণিত করেছে। খুব কাছের বন্ধু রোকনের আঁকার হাতের তারিফ করতেন স্যার এটা মনে পড়ছে। স্যারের হাতের লেখা ছিলো খুব সুন্দর, ধ্রুপদী ঘরানার। খুব কাছের বন্ধু ঝুনু এবং শান্ত শ্যামল স্যারের সৃজনশীল নেতৃত্বে এবং সাহচর্যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের কাজ-কর্মে তুমুল সক্রিয় ছিলো তারুণ্যের উচ্ছল দিনগুলোতে। তখন স্যারের সাংগঠনিক প্রতিভা সম্পর্কেও খুব কাছ থেকে শোনার এবং কিছুটা দেখার সুযোগ হয়েছিলো। স্যারের সন্তান পিংকুদা ছিলেন অগ্রজ বন্ধুর মতো। স্যারের ছোট ছেলে অভ্রের কবিতার আমি ভীষন গুনমুগ্ধ পাঠক এবং শ্রোতা। স্যারের প্রয়াণে আর সবার মতো আমিও ভীষন ব্যথিত। মরণোত্তর দেহদান করা মানুষদের জন্য রয়েছে আমার বিশেষ শ্রদ্ধা, কারণ, তাঁরা কেবল কথার কথায় নয়, বরং কাজের মাধ্যমে মানুষের কল্যাণে 'তনু-মন-ধণ' দান করে যান, যেটা বাংলাদেশে খুব বিরল। স্যারের পুণ্য স্মৃতি স্মরণে রবি কবির ভাষা ধার করে বলি: "এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরনে তাহাই তুমি করে গেলে দান!"
কেবল কথার কথায় নয়, বরং কাজের মাধ্যমে মানুষের কল্যাণে 'তনু-মন-ধণ' দান করে যান, যেটা বাংলাদেশে খুব বিরল
২| ০৬ ই নভেম্বর, ২০২০ রাত ১২:০৫
রাজীব নুর বলেছেন: শ্রদ্ধা জানাই।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৫৬
নেওয়াজ আলি বলেছেন: শ্রদ্ধা স্যারকে। উনি নাকি বাম রাজনীতি করতেন তাঁরা একটি শোক বার্তাও দেয়নি!