নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানব

যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি...) [email protected]

মুক্ত মানব › বিস্তারিত পোস্টঃ

# বিষয়-বুদ্ধি

০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:১৫



# বিষয়-বুদ্ধি
---------------
বখিলের পিতার শেষ কথা ছিলো: "আমি যখন থাকবো না পড়শি কাকার কাছে বৈষয়িক পরামর্শ নিতে যাস"। সেই মতো বখিল মজুমদার আজ এসেছে পাশের বাড়ির কন্জুস সরকার কাকার বাড়ীতে, বৈষয়িক বিষয়ে কিছু বুদ্ধি নেবার জন্য। বসার ঘরে ঢুকতেই কন্জুস কাকা বললেন, "জানালা দিয়ে খানিকটা চাঁদের আলো আসছে ঘরে, খামোখা বিজলী বাতির অপচয় করে আর বিল বাড়িয়ে কি হবে। "আমরা তো বাতি নিবিয়েই দিব্যি আলাপ করতে পারি, কি বলিস, বখিল?"।
বখিল সম্মতি জানালে বাতি নিবিয়ে আলাপ শুরু হলো। "বাবা বলে গিয়েছিলেন, বৈষয়িক বুদ্ধি নিতে আপনার কাছে আসতে, তাই এলাম.."।
ঘন্টাখানেক আলাপের পরে কাকা জানতে চাইলেন, "হ্যাঁরে বখিল, খেয়ে এসেছিস, না কি গিয়ে খাবি? আমার কাছে গুড়-মুড়ি আছে, দেবো?"
বখিল বললো, আজ উঠি তবে।
কাকা বিজলী বাতির সুইচটা অন করবার উদ্যোগ নিতেই বখিল মজুমদার বলে উঠলেন, কাকা এক মিনিট সময় দিন, বাতিটা এখুনি জ্বালবেন না।
"কেন রে বাবা বখিল?", কাকার সবিস্ময় প্রশ্ন।
"কাকা, বাবুর হাটের পাট ভাংগা লুংগী, গেলো মাসেই কিনেছি। ভাবলাম, অমন আবছায়ায় খামোখা লুংগী পরে সেটার আয়ু কমানো একটা অপচয়ের ব্যাপার, তাই খুলে রেখেছিলাম। এক মিনিট সময় দিন, লুংগীটা পরে নেই, তার পরে বাতি জ্বালান প্লীজ।", বখিলের উত্তর।
" বাবা বখিল, এখন থেকে তোর আর আমার কাছে বৈষয়িক বুদ্ধি নিতে আসার দরকার নেই, এখন থেকে আমিই যাবো বাবা তোর কাছে, আমি বয়সে বড়ো হলেও, বৈষয়িক বুদ্ধিতে বাবা তুই আমাকে ছাড়িয়ে গেছিস, আজ পরিষ্কার বুঝতে পেলাম',, কন্জুস কাকার অকপট স্বীকারোক্তি, বখিলের গমনোদ্যত পথের পানে চেয়ে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:২৩

শেরজা তপন বলেছেন: বেশ মজার!
আমাদের এলাকায় বেশ ধনবান এক লোক ছিলেন - একখানা পাঞ্জাবি ব্যাবসা প্রতিষ্ঠানে যাওয়া আসার পথে শুধু কাধে ঝুলিয়ে রাখতেন। কোনদিন কেউ গায়ে চড়াতে দেখেনি। একবার বাজারে আগুন লেগে তাঁর আড়ত ভস্মীভূত হয়। লোহার একখানা বিশাল সিন্দুক ভর্তি থরে থরে শুধু পুড়ে কয়লা হয়ে যাওয়া টাকা মিলেছিল।
তবে সে অতি কর্মঠ মানুষ- শোনামতে তাঁর নাকি এখন ১০৫ বছর বয়স। এখনো সে দিব্যি চলে ফিরে খাচ্ছে!

২| ০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫২

বিটপি বলেছেন: কৃপণ বাবা আর তার ছেলে মার্কেটে যাবে। বাবা রিকশাওয়ালাকে জিজ্ঞেস করল, ‘এই যে ভাই, মার্কেটে যাবেন?’
‘হ্যাঁ, যাব।’
‘আমি আর আমার ছেলে যাব। ভাড়া কত নেবেন?’
‘আপনার ভাড়া বিশ টাকা দিলেই হবে। আপনার ছেলের ভাড়া ফ্রি।’
‘তাহলে বরং আমার ছেলেকেই নিয়ে যান। আমি না হয় হেঁটেই যাব।'

৩| ০৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৮

জোভান আহমেদ বলেছেন: কঞ্জুস কাকা আর বখিলের মতো মানুষদের এখন আর তেমন দেখা পাওয়া যায় না।

৪| ০৫ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহ এ যোগে কঞ্জুসের সংখ্যা কম
আগের তে কমছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.