নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তা নীল

মুক্তা নীল › বিস্তারিত পোস্টঃ

"তুমি অবুঝ নও"

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৮



"তুমি অবুঝ নও" শিরোনামটা এ কারণেই দিলাম কারণ তাদেরকে কিছু কিছু কুটিল, জটিল, হিংস্রাত্বক মনোভাব স্পর্শ করে না ওঁরা আমাদের চেয়ে অবশ্যই অবস্থান মনের দিক থেকে অনেক উচু অবস্থানে। আমি তাদেরকে অটিজম বা বিশেষ শিশু বলতে নারাজ। তারপরও বলতে হয়, অটিজম একটি বিকাশগত সমস্যা । যার কারণ , লক্ষন ও প্রতিকার আমরা কম বেশী সবাই জানি । আমি জানি যে, এ বিষয় নিয়ে অনেকেই সচেতন । কিন্তু আরও সচেতনতা প্রয়োজন । একটা সুস্থ শিশু আর বিশেষশিশুর আচরণ সমস্যা আকাশ পাতাল ফারাক নয়। একটা সুস্থশিশুও মাঝে মাঝে এমন আচরণ করে যার ভুক্তভোগী অনেক মা, বাবা । আমাদের দেশের সরকার এ ব্যাপারে যথেষ্ট সচেতন না, আবার উদাসীন ও না। এই সমস্যার সমাধান কোন ঔষধ না। সচেতন , কাউন্সিলিং, সাইকো থেরাপি, স্পিচ থেরাপি আরও অনেক প্রক্রিয়া যা শিশু বিকাশ কেন্দ্র (সরকারি) এবং প্রাইভেট সেক্টর এ দেয়া হয়।

আমার পরিচিত আমেরিকা জন্মনেয়া শিশুর ৩বছর পরে যখন বিহেভিয়ার প্রবলেম এবং ও কোন বাচ্চাদের সাথে মিশতে পারতো না, তখন ওকে আমেরিকার হসপিটালের একজন সাইকো থেরাপিস্ট ৩ মাস বাসায় এসে ( without any cost) প্রশিক্ষণ দেওয়ায় সেই শিশু (১০ বছর) আজ স্বাভাবিক একটা স্কুলে পড়ছে । এবার আমাদের দেশের একজন সফল মা 'এর কথাও বলি। মা ' সন্তানের এই অবস্থা দেখে চাকরী ক্যারিয়ার এর চিন্তা বাদ দিয়ে শুধু সন্তানের স্বাভাবিক বিকাশ ও ভবিষ্যতের কথা চিন্তা করে বাচ্চার পিছনে লেগে থেকে আজ তিনি একটি সফল মেয়ের সফল মা । মেয়েটা এবার মেট্রিক পরীক্ষার্থী।

সিয়াম নামের তরুণ ছেলে যিনি অটিজমতাকে জয়ী করে পযর্টন করপোরেশন চাকরি করছেন। তিনি ড্যানি রহমান PFDA এর প্রতিষ্ঠানের চেয়ারম্যান এর একমাত্র ছেলে। এই মায়েদের হাজারো সালাম । সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করলে স্বাভাবিক জীবন সম্ভব। সাইকো থেরাপি বা স্পেশাল শিক্ষা দানের মাধ্যমে প্রয়োজন গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে অকুপেশনাল থেরাপিস্টের পরামর্শও আবশ্যক। বিশেষ স্কুলের পাঠদানের শেষে পুনরায় স্বাভাবিক স্কুলে পাঠদান সম্ভব। অটিজম আক্রান্ত শিশু ও তাদের পরিবারের জীবনযুদ্ধকে সম্মান জানাই। সবশেষে বলি, একজন বিশেষ শিশুর সবার আগে প্রয়োজন সচেতন ও সহনশীল মা ও বাবা, যাদের যত্ন ভালোবাসা আর সচেতনতা পারে শিশুটির জীবন বদলে দিতে ।

মন্তব্য ২৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩০

বলেছেন: দারুন লেখায় আমাদেরকে সমাজ সচেতনতা তৈরিতে সহায়ক হবে।



ভালো বিষয় নিয়ে ছোট্ট করে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। ++++

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৫

মুক্তা নীল বলেছেন: ধন্যবাদ ল' ভাই, এমন মন্তব্য দিয়ে অনুপ্রানিত করার জন্য । এই শিশুগুলোর জন্য আমার কেনো জানি না খুব মায়া হয় তাই-ই লিখলাম। আমাদের আরও সচেতন হতে হবে । এখনো অনেক আছে যারা কুসংস্কারে বিশ্বাসী। তাদেরও এই দেয়াল ভেঙে আসতে হবে।
পাশে থাকার জন্য রইলো আবারও কৃতজ্ঞতা। ভালো থাকবেন।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মুক্তাআপু,

খুব সুন্দর লেখা । সচেতন মূলক পোস্ট। আরো ব্যাপক প্রচার দরকার। অটিজম সম্পর্কে আমাদের আরো বেশি সচেতন হতে হবে । ব্যক্তিগতভাবে আমার নিজেরও একটা ধারণা ছিল । কিন্তু পোস্টটি পড়ার পরে ভাবতে বাধ্য হচ্ছি। পারলে বিষয়টি নিয়ে আরো বিস্তৃত আলোচনা হলে খুশি হতাম ।

বাসন্তিক শুভেচ্ছা রইল ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:০১

মুক্তা নীল বলেছেন: দাদা,
আপনাকেও বসন্তদিনের শুভেচ্ছা। ভালো আছেন নিশ্চই। আপনার মন্তব্যে পেয়ে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
আপনার, আমার ও সমাজের প্রতিটি মানুষের পজিটিভ মনোভাব ও ভালোবাসা একান্ত প্রয়োজন সবার আগে।
শিক্ষিত ও অশিক্ষিত মানুষের মাঝে তাদের চিন্তা ভাবনায় বেশ ফারাক লক্ষ্য করা যায় । অটিজম একটি মনোজাগতিক সমস্যা। কুসংস্কারের জন্য একই বিষয় নিয়ে সমাজের স্তরভেদে বিভিন্ন রকম চিন্তাধারা। বিজ্ঞানের প্রযুক্তি এখনো সুনিদিষ্ট চিকিৎসা ঔষধের মাধ্যমে আবিষ্কার করে নাই । এজন্য সবার আস্থা রাখতে হবে প্রশিক্ষত চিকিৎসকের উপর ।
ভালো থাকবেন আর শ্রদ্ধা জানবেন।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩০

মেহেদী হাসান হাসিব বলেছেন: আমরা অটিজম শিশুদের ব্যাপারে সচেতন নই। যার কারণে দেশে অনেক শিশুই স্বাভাবিকত্ব হারিয়ে ফেলছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৮

মুক্তা নীল বলেছেন: ব্যাপক প্রচার ও মনের দিক থেকে সচেতন ভাবে রুখে দাঁড়াতে হবে। অসাধ্য কে সাধন করার চেস্টায় যতটুকু সাফল্য ছিনিয়ে আনা যায়, তা-ই আনতে হবে।
পাশে থাকার জন্য ভালো লাগা রইলো ।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৪

আরোগ্য বলেছেন: মুক্তা নীল আপু আমার একটা খালাতো বোনও ছোটবেলায় নাকি এরকম ছিলো কিন্তু বর্তমানে সে বিবাহিত ও একটি মেয়েও আছে। ডাক্তার বলে আমার খালার পরিশ্রম তার সুস্থতার মূল কারণ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৪

মুক্তা নীল বলেছেন: অনেক অনেক ভালো লাগা রইলো আপনার মন্তব্যে । আমার মন টাই ভরে গেলো আপনার খালাতো বোনের সুস্থতা শুনে আর আপনার খালার সফলতা দেখে । উনি একজন স্বার্থক মা।
পাশে থাকার জন্য ধন্যবাদ । ভালো থাকবেন।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৯

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লিখেছেন মুক্তা নীল ;
সচেতনতা ই এখানে সবচাইতে মুখ্য।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৮

মুক্তা নীল বলেছেন: আপা , পাশে থেকে এমন অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রচার ও সঠিক প্রশিক্ষণের মাধ্যমে
আরও ব্যাপকভাবে সচেতন হতে হবে আমাদের সকলকেই।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:২১

প্রামানিক বলেছেন: মায়েরাই পারে সেবা দিয়ে একজন অসুস্থ্য শিশুকে সুস্থ্য করতে এজন্য মায়েকে সচেতন হতে হয়। সচেতনতা নিয়ে সুন্দর একটি পোষ্ট উপহার দেয়ার জন্য ধন্যবাদ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৪

মুক্তা নীল বলেছেন: যে কোন শিশুর সবচেয়ে কাছের মানুষ হলো তার মা। মায়ের যত্ন, ভালোবাসা ও সচেতনতাই পারে শিশুর সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে।
আপনার মন্তব্যে আমার অনুপ্রেরণা ও ভালো লাগা রইলো ।
যদিও মনটা আজ খারাপ লাগছে সামু ব্লগ বন্ধ হয়ে যায় কি-না ?

আপনার প্রতি অশেষ ধন্যবাদ রইলো। ভালো থাকবেন ।

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৮

হাবিব বলেছেন: অসাধারণ লেখা ছিল, অবশ্যই ধন্যবাদ পাবার যোগ্য লেখা। কেন যে চোখে পড়েনি তখন বুঝতে পারছি না।

০১ লা মার্চ, ২০১৯ সকাল ১১:৪৭

মুক্তা নীল বলেছেন: অসাধারণ লেখা বলে তো মনের জোড় আরও বাড়িয়ে দিলেন। আপনার এমন হ্রদয়গ্রাহী মন্ত্যবে আমার লেখার আগ্রহকে আরও অনুপ্রাণিত করলো। প্লাসে কৃতজ্ঞতা.....
আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভ কামনা রইলো ।

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০২

অপু দ্যা গ্রেট বলেছেন:




অটিজম নিয়ে এখনও বাংলাদেশের অনেকেই কিছুই জানে না ।

০১ লা মার্চ, ২০১৯ সকাল ১১:৪৯

মুক্তা নীল বলেছেন: তারচেয়েও বেশি কষ্ট লাগে শিক্ষিত ও অশিক্ষিত মানুষের কাছে এর বোঝার বিষয়টি ভিন্ন ।
ধন্যবাদ, অপু ভাই।

৯| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৩:০৬

ওমেরা বলেছেন: সমাজ সচেতনতা মূলক পোষ্টের জন্য ধন্যবাদ আপু।

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ১:৫৫

মুক্তা নীল বলেছেন: দুঃখিত দেরীতে আসার জন্যে । আপনাকেও ধন্যবাদ রইলো পাশে থেকে এমন অনুপ্রেরণা দেওয়ার জন্য।
শুভ কামনা রইলো । ভালো থাকবেন।

১০| ০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:২২

পদাতিক চৌধুরি বলেছেন: আপু,

নতুন কোন পোস্ট দিয়েছেন কিনা দেখতে ।

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ১:৫৯

মুক্তা নীল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদা খোঁজ নেয়ার জন্য। আন্তরিকভাবে খুশী হয়েছি।
আপনিও বরাবরের মতোই শ্রদ্ধা জানবেন।
দাদাকেও আমার পক্ষ থেকে ভালবাসা ও শুভকামনা সহ শুভরাত্রি ।

১১| ১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৪৪

আমি মুক্তা বলেছেন: হায় মিতা! সুন্দর একটি মানবিক গল্প! ভালো লাগল।

১৫ ই মার্চ, ২০১৯ রাত ৮:১৭

মুক্তা নীল বলেছেন: বাহ্ ভালো -ই বলেছেন " মিতা"।
আপনার ভালো লেগেছে মানুষের মানবিক দিক, তাই আমি অনপ্রেরনা পেলাম।
শুভ কামনা রইলো ।

১২| ২১ শে মার্চ, ২০১৯ রাত ৮:৪৪

নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী আপু,
চমৎকার একটা সচেতনমূলক পোস্ট। এই বিষয়ে আরও ব্যাপক প্রচার প্রচারণা দরকার। অটিজম সম্পর্কে আমাদের আরো বেশি বেশি করে জানতে হবে।
আমি আশা করব আপনি এই বিষয়ে আরও বিস্তারিত ভাবে রোগের সিমটম এবং বিভিন্ন ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করবেন। আমার সবাই এতে উপকৃত হবো।

দুর্দান্ত একটা বিষয়ের উপর লেখার জন্য ধন্যবাদ এবং শুভ কামনা রইল!!

২২ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৫০

মুক্তা নীল বলেছেন: ধন্যবাদ নীল আকাশ ভাই। আপনি আমার মনের কথাগুলোই বলেছেন। লেখাটা আরেকটু বড় পরিসরে দিলে
বিভিন্ন ধাপে ধাপে লিখলে ভালো হতো। আমি লিখবো, অবশ্যই এই বিষয়ে বিস্তারিত। সরকারি ও বেসরকারি
প্রতিষ্ঠান মোটাামুটি ভালোই এগিয়ে গিয়েছে। সচেতন টাই আসলে মুখ্য।
এ রোগের সিমটম এবং বিভিন্ন ট্রিটমেন্ট নিয়ে আলোচনা আশা করছি পরবর্তীতে লিখবো।
উৎসাহে অনুপ্রেরণা ও পোস্টে লাইক দেওয়ার অশেষ কৃতজ্ঞতা।
শুভকামনা সহ আপনার নতুন কোন গল্পের অপেক্ষায় রইলাম।

১৩| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:২৬

আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার সচেতনতামূলক পোস্টের জন্য অসংখ্য ধন্যবাদ :)

২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:৪৭

মুক্তা নীল বলেছেন: এমন মন্তব্যে অনুপ্রেরণা পেলাম। আমাদের আরো সচেতন হতে হবে। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। পাশে থাকবেন ।
শুভকামনা রইল।

১৪| ২২ শে জুন, ২০১৯ সকাল ৯:২৭

খায়রুল আহসান বলেছেন: সবার শেষে যেটা বলেছেন, "সবার আগে প্রয়োজন সচেতন ও সহনশীল মা ও বাবা"- এটাই এ পোস্টের মুখ্য বার্তা। মা ও বাবাকে তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন হতে হবে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, লোকভয় ও সমাজের হেয় প্রতিপন্নতাকে আমলে নিলে চলবে না।
সমাজ সচেতনতামূলক পোস্ট, পোস্টের জন্য ধন্যবাদ।
পোস্টে প্লাস + +

২২ শে জুন, ২০১৯ রাত ১১:০০

মুক্তা নীল বলেছেন:
শ্রদ্ধেয় ,
এই প্রথম আপনাকে আমার পোস্টে খুব ভালো লাগছে। এ পোস্টটি প্রকাশের সময় প্রথম পাতায় ছিলাম না। এজন্য হয়তো আমি নোটিফিকেশনে সমস্যা হয়েছে।

এই শিশুদের শারীরিক ও মানসিক উন্নতি সর্বপ্রথম নির্ভর করে মা ও বাবার উপর । তাহলে এরা সহজেই সমাজের মূলধারায় নিয়ে যেতে পারে। আর আপনি যে কথা বলেছেন,
মা ও বাবাকে তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন হতে হবে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, লোকভয় ও সমাজের হেয় প্রতিপন্নতাকে আমলে নিলে চলবে না ---- এই কথাগুলো অসাধারণ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন এবং প্লাসে কৃতজ্ঞতা বোধ করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.