নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসমাপ্ত ছোটগল্প

তরুণদের ভাল কিছু করার আকাঙ্খা যখন তারনা দেয়, একটা দেশ তখনই অগ্রসর হয়।

অসমাপ্ত ছোটগল্প

আমি অসঙ্গায়িত। প্রতিনিয়ত পরিবর্তনশীল। আমি জোঁক। শেষ করে/ না দেখে ছাড়ি না। আমি ডিপেন্দেদ হতে ভয় পাই, ডিপেন্দেদ মানুষ আর কম্পিউটারের মধ্যে কোন পার্থক্য নাই। পছন্দ করি সব। অপছন্দ করি, কোনো কিছু অপছন্দ করা। আমার আখাঙ্খার কোনো সমাপ্তি নাই, তাই আমি অসমাপ্ত আমার মৃত্যুই সমাপ্তি না, তাই ছোটগল্প। অসমাপ্ত ছোটগল্প ।।

অসমাপ্ত ছোটগল্প › বিস্তারিত পোস্টঃ

আমি আসলে বুঝতেছি না, আমাকে বুঝান.।।।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্রের মৃত্যু, রাজশাহীতে মেনহোলে ছাত্রের লাশ, জাহাঙ্গীরনগরে মহড়া, মেয়র লোকমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমস্যা, গ্রামীণ ব্যাংক ইউনুস স্যার ক্রাইসিস, গার্মেন্টস কর্মীদের জ্বালাও পড়াও,সংবিধানে বিসমিল্লাহ্‌ ও রাষ্ট্র ধর্ম সমস্যা, শেয়ার বাজারের পুনঃপুন ব্যাপক ধ্বস, শাহজালাল বিশ্ববিদ্যালয় এর সাথে রাগিব রাবেয়া মেডিক্যালের সমস্যা, তত্ত্বাবধায়ক সরকার বাতিল, মনমোহন ট্রানজিট সফর, তিতাসের পানি, মিশুক মনির ও তারেক মাসুদের সড়ক দুর্ঘটনা, একবার রুমানা মঞ্জুর, আরেকবার তার স্বামী, তড়িঘড়ি করে ঢাকা ভাগ, আমিন বাজারে ৬ ছাত্রের রহস্যজনক হত্যা, যোগাযোগ মন্ত্রীর অযোগ্যতা, সাগর জয়, কুইক রেন্টাল বিদ্যুৎ, সাগর রুনির হত্যা কাণ্ড, কালো বিড়াল-রেল দুর্নীতি, ইলিয়াস আলি, প্রয়োজনে সীমান্তে হত্যা, বর্তমান পদ্মা সেতু আরও আরও।

প্রত্যেকটা ঘটনাই অন্য একটা ঘটনাকে ধেকে গেছে সব সময়।

জানি না কি নতুন করে ধেকে যাবে। তা আর সামনে আসবে না, আসলেও হয়তো আসবে, ৪০,৪২ বছর পর।

সাগর রুনি হত্যাকাণ্ডের সব ঘটনাও ব্লগেই আছে, কিন্তু আফসোস, তাদের একমাত্র সন্তান মেঘ, সে এখনও ব্লগ লিখতে জানে না। খুব সম্ভবত আজ ১বছর হল হত্যাকাণ্ডের।



পায়ের ব্যাথার জন্য দাঁড়াইতে পারতেছি না, পিকনিকের জন্য ৫০০/-টাকা দিছিলাম, যেতে পারি নাই, আমি শাহবাগেও যেতে পারি নাই।

তাই বলে আমি যে রাজাকারদের পক্ষে তা অবশ্যই না।

কিন্তু একটা জিনিষ ভেবে পাচ্ছি না,

আমিই শালিস আয়োজন করলাম, আমার লোকই তদন্ত করলো, আমিই ঠিক করলাম বিচারক, আর সব দোষ প্রমাণিতও হইলো, তাহলে আমার বিচারক কেন রায় দিল ভিন্ন? আমার লোক কার কথায় ওই রায় দিল সেইটা তো আমার অন্তত জানার কথা। আবার শেষে এসে অবশেষে সেই আমিই আবার প্রতিবাদ জানাই।



এক মাধ্যম থেকে শুনছিঃ

প্রজন্ম চত্বর এ ঘোষিত চার দফা দাবি...

১। সব যুদ্ধাপরাধীদের ফাঁসি দিতে হবে।

২। জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

৩। গৃহযুদ্ধের হুমকিদাতাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

৪। যুদ্ধাপরাধীদের পুনর্বাসনকারী সকল শক্তিকে বিচারের আওতায় আনতে হবে।



১ এবং ৩ নাম্বারটা নিয়ে আমি কোন কথাই বলবো না, এইটা ওদের প্রাপ্য।



যেহেতু সংবিধান বিষয়ক জ্ঞ্যানের অভাব আছে, তাই ২ নাম্বার নিয়ে কিছু বলতে চাচ্ছি না, শুধু বলতে চাই, শিবির রগ কাটলে, ছাত্রদল আর ছাত্রলীগ ও কম যায় না, সাম্প্রতিক বিশ্বজিৎ এর ব্যাপারে কিছুই বললাম না।



আমি চাই

"যুদ্ধাপরাধীদের পুনর্বাসনকারী সকল শক্তিকে বিচারের আওতায় আনতে হবে।" এইটা, অর্থাৎ ৪ নাম্বারটা, কারা কারা ওদের সাথে জোট গঠন করছিল নিজের ফায়দার জন্য, দয়া করে সবাইকে আইনের আওতায় আনুন।

তবে একটা জিনিষ খুব মজা লাগে ভাবতে, চিহ্নিত যুদ্ধাপরাধীরা, পুরুষ পতিতার মতো, যখন যেই নারীর খায়েশ হইছে, তারাই ব্যাবহার করছে।

আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫

ইন্তাজ ভাই বলেছেন: যারা বলেন "দেশে আরো সমস্যা আছে, রাজাকারের বিচার নিয়ে এতো কি?" তাদের জন্য আমার জবাব, "দেশে আরো চত্বর আছে,গিয়ে দাঁড়িয়ে থাকেন!"

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১

অসমাপ্ত ছোটগল্প বলেছেন: ভাইয়া ভুল বুঝচ্ছেন, আমি ওদের এবং তার সাথে যারা ওদের কে ব্যাবহার করেছে, সবার শাস্তি চাচ্ছি।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮

সময় হলো বলেছেন: ইন্তাজ ভাই বলেছেন: যারা বলেন "দেশে আরো সমস্যা আছে, রাজাকারের বিচার নিয়ে এতো কি?" তাদের জন্য আমার জবাব, "দেশে আরো চত্বর আছে,গিয়ে দাঁড়িয়ে থাকেন!"

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

অসমাপ্ত ছোটগল্প বলেছেন: ভুল বুঝচ্ছেন, আমি ওদের এবং তার সাথে যারা ওদের কে ব্যাবহার করেছে, সবার শাস্তি চাচ্ছি।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

মুহাম্মদ ফয়সল বলেছেন: আপনি বুঝতেছেন না, আসেন আপনারে বুঝাই! আপনার ভিতর রাজাকারের জিন সুপ্ত রয়েছে। একটু ঘষামাজা করলেই বাকিটা জেগে উঠবে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯

অসমাপ্ত ছোটগল্প বলেছেন: ধন্যবাদ।
আমি হয়তো আপনাকে আমার কথাটা বুঝাতে পারি নাই। আমার ব্যর্থতা।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩

রাফসান রাফী বলেছেন: আন্দোলন শুরু হয়েছিল বিচারের রায়ের বিরুদ্ধে, সরকারের জামাতের সাথে গোপন আতাতের বিরোদ্ধে! সেই আন্দোলনের মুল গোল হয়ে গেলো ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা, যেটা আবার বামদের এই সময়ের মুল দাবি! বামদের এই দাবির জন্যই কি আজকের তরুন শাহবাগে জড়ো হয়েছিল???

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

কাফের বলেছেন: মুহাম্মদ ফয়সল বলেছেন: আপনি বুঝতেছেন না, আসেন আপনারে বুঝাই! আপনার ভিতর রাজাকারের জিন সুপ্ত রয়েছে। একটু ঘষামাজা করলেই বাকিটা জেগে উঠবে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০

অসমাপ্ত ছোটগল্প বলেছেন: ধন্যবাদ।
আমি হয়তো আপনাকে আমার কথাটা বুঝাতে পারি নাই। আমার ব্যর্থতা।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪

বোকা মানবী বলেছেন: তুন প্রজন্মের রাজাকার। আর যাই হোক আগে রাজাকারে ফাসি চাই। পাক রক্ত বইছে তোর শরীরে ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

অসমাপ্ত ছোটগল্প বলেছেন: ধন্যবাদ।
আমি হয়তো আপনাকে আমার কথাটা বুঝাতে পারি নাই। আমার ব্যর্থতা।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫

সিউল রায়হান বলেছেন: "সব" যুদ্ধাপরাধীদের বিচার চান মানে কি? ৫ জনের নাম বলেন যাদের প্রথমে বিচার চান।

পিছলাবেন না, সরাসরি উত্তর দিন

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯

অসমাপ্ত ছোটগল্প বলেছেন: আগে পরে না, সবার এক সাথে হবে। এক লাইনে হবে

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

ক্যাতক্যাতা বলেছেন: চ্যাংড়াবাজী আন্দোলনের মজাই আলাদা। অন্য কোনো চত্বরে এত মজা পাইবেন না। সেখানে অদূরদর্শী একগুঁয়ে উন্মত্ত সর্বগ্রাসী আবেগ আপনাকে মাতিয়ে তুলবে। এটাই চ্যাংড়াকালের বৈশিষ্ট্য। এটা আপনাকে মাদকতায় ভরিয়ে দেবে। গিয়েই দেখূন।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

সিউল রায়হান বলেছেন: ছাগুর বাচ্চা, নাম বলতে বলছি তুই নাম বল।

নাম কি মুখে আসে না? মুখ সাঈদীর মেশিন থেকে বের কর

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

অসমাপ্ত ছোটগল্প বলেছেন: প্রত্যাশা করি নি, এমন ব্যাবহার।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬

মুহাই বলেছেন: ছুপা ?

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

অপ্রিয় সত্য বলেছেন: কেন তোমার কোথায় জ্বলে ?

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

প্রত্যাবর্তন@ বলেছেন: তুই নব্য রাজাকার

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

ক্ষ্যাপাপাগলা বলেছেন: ছাগু নিপাত যাক। সোনার বাংলা মুক্তি পাক.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.