নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসমাপ্ত ছোটগল্প

তরুণদের ভাল কিছু করার আকাঙ্খা যখন তারনা দেয়, একটা দেশ তখনই অগ্রসর হয়।

অসমাপ্ত ছোটগল্প

আমি অসঙ্গায়িত। প্রতিনিয়ত পরিবর্তনশীল। আমি জোঁক। শেষ করে/ না দেখে ছাড়ি না। আমি ডিপেন্দেদ হতে ভয় পাই, ডিপেন্দেদ মানুষ আর কম্পিউটারের মধ্যে কোন পার্থক্য নাই। পছন্দ করি সব। অপছন্দ করি, কোনো কিছু অপছন্দ করা। আমার আখাঙ্খার কোনো সমাপ্তি নাই, তাই আমি অসমাপ্ত আমার মৃত্যুই সমাপ্তি না, তাই ছোটগল্প। অসমাপ্ত ছোটগল্প ।।

অসমাপ্ত ছোটগল্প › বিস্তারিত পোস্টঃ

মেজ্জাজটা খারাপ হইয়া যায় ।।।.....। X( X( X( X((

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ২:৫৭

এক ডাক্তার বড় ভাইয়ের সাথে দেখা,

আরে সাব্বির?? কেমন আছোস? অনেক দিন পর...।।

কিরে এতো ফুলতেছস কেন রে?

আমি ফুলতেছি নাকি আপনারা ফুলতে পারতেছেন না দেইখা জেলাস?? :p

কোথায় আছোস, কি করতেছোস?

ব্যাংকিং এ মাস্টার্স করতেছি ভাইয়া।

ব্যাংকিং এ মাস্টার্স? ব্যাংকিং আবার পড়ার কি আছে? খালি টাকা নিবি আর দিবি।

দেখেন ভাইয়া, ছোট বেলায় জিগাইলে মাইনসে কইতো,

বিয়ের পর, জামাই বউ দুইজন মিলে, এক সাথে এক গ্লাস দুধ খাইয়া, দুই হাত পাইত্তা দোয়া করলে আল্লাহ্‌ ফেরেশতা দিয়া একটা বাবু পাঠাইয়া দেয়।

তার পরও তো ফ্যামিলি প্লানার লাগে, অবস্ট্রিসিয়ান লাগে, গাইনোকো লাগে, তাই না?

আর আগে তো এই সব কিচ্ছুই আছিলো না, তখনও মানুষ আছিলো এখনও মানুষ আছে।

টিভি তে দেখতাম এক পাতিল গরম পানি আর ব্লেড, কিছুক্ষণ পর ওঁয়া, ওঁয়া, ওঁয়া :p

কেও যখনই কয় ব্যাংকিং এ পরার কি আছে, তখনই মেজ্জাজটা খারাপ হইয়া যায়।

ঠাণ্ডা লাগলে, একটা এমবিবিএস ডাক্তার Paracetamol লিখলে ওইটারে "প্যরা-ছিহঃ টা মল" মনে হয়, আর

এফসিপিএস লিখলে Paracetamolই মনে হয়, কিন্তু ইন্টার পাস করা পোলাপানই ব্যাংকিং পারে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৯

পথহারা সৈকত বলেছেন:

২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৫

অসমাপ্ত ছোটগল্প বলেছেন: মচেতকার থুক্কু চমেতকার :ড

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.