![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অসঙ্গায়িত। প্রতিনিয়ত পরিবর্তনশীল। আমি জোঁক। শেষ করে/ না দেখে ছাড়ি না। আমি ডিপেন্দেদ হতে ভয় পাই, ডিপেন্দেদ মানুষ আর কম্পিউটারের মধ্যে কোন পার্থক্য নাই। পছন্দ করি সব। অপছন্দ করি, কোনো কিছু অপছন্দ করা। আমার আখাঙ্খার কোনো সমাপ্তি নাই, তাই আমি অসমাপ্ত আমার মৃত্যুই সমাপ্তি না, তাই ছোটগল্প। অসমাপ্ত ছোটগল্প ।।
""সংসদ ভবন, ২৪ অক্টোবর, ২০১৩ (বাসস),
পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় বিধান করে আজ সংসদে পিতা-মাতা ভরণ-পোষণ বিল-২০১৩ নামে বেসরকারি বিল সংশোধিত আকারে পাস হয়েছে।
বিলটি পাসের প্রস্তাব করেন জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুল হক।
বিলে প্রত্যেক সন্তানকে তার পিতা-মাতার ভরণ-পোষণ করার বিধান করা হয়েছে।
কোন পিতা-মাতার একাধিক সন্তান থাকলে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে তাদের পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করবে।
এজন্য প্রত্যেক সন্তানকে পিতা-মাতার সাথে একই স্থানে বসবাস নিশ্চিত করতে হবে।
বিলে বলা হয়, কোন সন্তান তার পিতা বা মাতাকে অথবা উভয়কে তাদের ইচ্ছার বিরুদ্ধে কোন বৃদ্ধ নিবাস বা অন্য কোন জায়গায় একত্রে কিংবা আলাদাভাবে বসবাসে বাধ্য করতে পারবে না বলে বিধান করা হয়।
প্রত্যেক সন্তান তার পিতা এবং মাতার স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজ-খবর ও প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা ও পরিচর্যা করবে। পিতা বা মাতা কিংবা উভয়, সন্তান থেকে পৃথকভাবে বসবাস করলে প্রত্যেক সন্তান নিয়মিতভাবে তাদের সাথে সাক্ষাৎ করবে। পিতা-মাতা সন্তানদের সাথে বসবাস না করলে প্রত্যেক সন্তান তার দৈনন্দিন বা মাসিক অথবা বাৎসরিক আয়ের কমপক্ষে ১০ ভাগ পিতা-মাতাকে নিয়মিতভাবে প্রদান করতে হবে।
বিলে পিতা-মাতার অবর্তমানে দাদা-দাদি, নানা-নানির ভরণ-পোষণ করার বিধান করা হয়েছে।
বিলে পিতা-মাতার ভরণ-পোষণ না করলে তা অপরাধ বলে গণ্য করে অনূর্ধ্ব ২ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে অনূর্ধ্ব ৬ মাসের কারাদণ্ড প্রদানের বিধান করা হয়েছে।
বিলে কোন সন্তানের স্ত্রী বা ক্ষেত্রমতে স্বামী কিংবা পুত্র কন্যা অথবা অন্য কোন নিকটাত্মীয় ব্যক্তির ভরণ-পোষণে বাধা প্রদান করলে, অসহযোগিতা করলে অপরাধ বলে গণ্য করে একই দণ্ডে দণ্ডিত করার বিধান করা হয়েছে।
বিলে এ ধরনের অপরাধ প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচার করার বিধান করা হয়েছে।
বিলে এ ধরনের অপরাধ আমলযোগ্য, জামিনযোগ্য ও আপোসযোগ্য বলে বিধান করা হয়েছে।''
আমার কথা হচ্ছে, সন্তান মাতাপিতার দেখভাল করবে এইটাই স্বাভাবিক, আমি বরংচে বলবো এইটা একটা প্রাকৃতিক নিয়ম।
এখন আমাদের এমনই অবস্থা হইছে যে আমাদের মাতা পিতার দেখভালের নিশয়তা দিতে বিল পাস করানো লাগলো???
ধন্যবাদ জাতীয় পার্টির মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুল হক, একটা দুঃখজনক কিন্তু সুন্দর বিল পাস করার জন্য।
২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৭
অসমাপ্ত ছোটগল্প বলেছেন: কথা ঠিকই বলছেন, তবে এম এম কামাল ৭৭ বলেছেন: অনেক সন্তান পিতামাতা কে দেখেনা এটাও বাস্তব।
২| ২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৩
এম এম কামাল ৭৭ বলেছেন: অনেক সন্তান পিতামাতা কে দেখেনা এটাও বাস্তব।
২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৮
অসমাপ্ত ছোটগল্প বলেছেন: ঠিকই বলেছেন কিন্তু nurul amin বলেছেন: সন্তান পিতামাতার ভরনপোষন করবে এটাই তো আমাদের ঐতিহ্য। এইটাই কি হওয়া উচিৎ না?
৩| ১২ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৬
আহসানের ব্লগ বলেছেন: অনেক অনেক সন্তান পিতামাতাকে দেখেনা এটাই বাস্তব । তাই কঠিন আইন জরুরী আর তার প্রোয়োগ ।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:১১
nurul amin বলেছেন: সন্তান পিতামাতার ভরনপোষন করবে এটাই তো আমাদের ঐতিহ্য। এখানে আইনের কি দরকার?