নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অগ্রন্থিত উচ্চারণ

মুনীর উদ্দীন শামীম

লড়াই টা যখন মুক্তির.....,চিন্তার মুক্তির, বুদ্ধির মুক্তির,শৃঙ্খল মুক্তিরএবং অবশ্যই সংখ্যাগরিষ্ঠ গণমানুষের........তখন এ লড়াইপৃথিবীর প্রাচীনতম লড়াই,চিরায়ত লড়াই এবং অবশ্যই চলমান..........

মুনীর উদ্দীন শামীম › বিস্তারিত পোস্টঃ

সাবধান-ভারতীয় প্রোডাক্ট কুরকুরে এর মধ্যে প্লাস্টিক রয়েছে যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর (জনসচেতনাতামূক পোস্ট)

১১ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৬



এই মাত্র সহকর্মী একটি চেইন মেইল পাঠিয়েছে। যেখানে ইন্ডিয়ান টাইমস এর একটি সংবাদ এর বরাত দিয়ে বলা হয়েছে যে, ভারতীয় প্রোডাক্ট কুরকুরে (kurkure) এর মধ্যে উপাদান হিসেবে প্রচুর পরিমাণ প্লাস্টিক ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। প্রমাণ হিসেবে আরও বলা হয়েছে যে, কেউ যদি কুরকুরে কেনার পর তা আগুনে পোড়ায় তখন নাকি এটিও প্লাস্টিকের মতো গলতে থাকে। এটি রীতিমত ভয়ানক একটি সংবাদ। বাসায় আমাদের একমাত্র কন্য অরিত্রী এ কুরকুরে খুব পছন্দ করে। প্রায়শ আমাকে কিনতে হয়। ওর জন্য বাধ্য হয়ে। আমার ধারণা অন্য অনেক শিশুর বেলায়ও এটি হয়তো সত্যি। বড়রাও এটিকে পছন্দ করে। মুক্তবাজারের সুবাধে এটি এখন বাংলাদেশের গ্রামীন বাজারেও পাওয়া যাচ্ছে। সুতরাং বড় রকমের ভয় ও শংকা কাজ করছে.....................



ঘটনা সত্য কি-মিথ্য তা এখনও জানি না। কিন্তু যেহেতু জনস্বাস্থ্যের সাথে সম্পর্কিত সেজন্য সবাই যেন সাবধান হতে পারি, আগে থেকে, সে প্রত্যাশায় শেয়ার করা....।

মন্তব্য ৫৬ টি রেটিং +১৮/-১০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫১

রাফা বলেছেন: ধন্যবাদ ,অবগত করার জন্য।সচেতনতা সৃষ্টিতে সাহায্য করবে।ভাল উদ্দ্যেশ্য অবশ্যই সফল হবে।

১১ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:০৮

মুনীর উদ্দীন শামীম বলেছেন: আপনাকেও ধন্যবাদ...............

২| ১১ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫১

আন্ধার রাত বলেছেন:
শুধু কুরকুরে নয় যে কোন চিপস এবং সফট ড্রিংক বাচ্চাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে বাচ্চার হজম শক্তি ক্রমান্বয়ে দূর্বল হতে থাকে। সফট ড্রিংক কিডনি শেষ করার জন্য আদর্শ!

১১ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৪৭

মুনীর উদ্দীন শামীম বলেছেন: ধন্যবাদ!!!!

৩| ১১ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৩

কাক ভুষুন্ডি বলেছেন: কুরকুরে কি? :-/

১১ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৯

মুনীর উদ্দীন শামীম বলেছেন: ছবিটা দেখে নেন............বুঝতে পারবেন!!

৪| ১১ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৩

মুকুট বলেছেন: ধন্যবাদ, জনসচেতনামূলক পোষ্টের জন্য! পোষ্ট ষ্টিকি করা হউক!

১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০২

মুনীর উদ্দীন শামীম বলেছেন: ধন্যবাদ!!!!!!!!!!!!!!!!!
নারে ভাই স্টিকি কইরেন না...............তাতে জনতা ক্ষেপে যেতে পারে। হা হা

৫| ১১ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৬

নিবিড় বলেছেন: খাইসে ...শামীম ভাই ভাল করসেন পোস্ট টা দিয়ে আমার ছোট বোন তো খালি এইটা খায় ..।

১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৮

মুনীর উদ্দীন শামীম বলেছেন: ভাই আমার মেয়েও। স্ত্রীও। সাথে আমি এতদিন বাধ্যতামূলকভাবে খেয়েছি।

৬| ১১ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৫

এস.আর.এফ খাঁন বলেছেন: আহ! বেচারি জুহি চাওলা, কুরকুরে ওর পেটে প্লাষ্টিকের কারখানা বানাইয়া দিসে এতদিনে............ কি বরেন..?

১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১২

মুনীর উদ্দীন শামীম বলেছেন: হা হা...............হয়তো তাই?? নাকি কি বলেন?

৭| ১১ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৩৫

মো: খায়রুল বাসার বলেছেন: এই ধরনের পোষ্ট আরো চাই ।

১২ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৬

মুনীর উদ্দীন শামীম বলেছেন: ধন্যবাদ আপনাকে!!!!!!!!!!!!

৮| ১১ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:০৬

জেরী বলেছেন: কুরকুরে রে মাইনাস.....।

@কাক ভুষুন্ডি,কুরকুরে না চিনলে ও সমস্যা নাই। কারণ তেনারা তো এগুলো খায় না:)

১২ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:২১

মুনীর উদ্দীন শামীম বলেছেন: হা হা

৯| ১১ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৯

মো: খায়রুল বাসার বলেছেন: অনেকে মাইনাস দিসে !! কারন জানতে পারি কি ?

১০| ১১ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৯

অক্ষর বলেছেন: একটা কথা কৈ ভাই, মাইন্ড খাইয়েন না

"ঘটনা সত্য কি-মিথ্য তা এখনও জানি না"

না জাইনা এইভাবে কোন একটা প্রোডাক্টের নামে কিছু কি বলা উচিত???

যদি চিপস খাওয়া খারাপ হয়, তাইলে সবগুলার কথা কন, খালি একটার কথা কৈলেন ক্যা?

১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৭

মুনীর উদ্দীন শামীম বলেছেন: এটি ঠিক যে আমি একটি চেইন মেইলের বরাত দিয়ে পোস্ট টি দিয়েছি। তবে চেইন মেইলটি এসেছে ইন্ডিয়ান টাইমসের একটি নিউজ এর সূত্রে। আমি সেটি পোস্টে স্পষ্ট করে বলেছি। দ্বিতীয়ত কোন কোম্পানীর সুনাম ক্ষুন্ন করা আমার উদ্দেশ্য নয়, এটি সচেতনতার জন্য। আশা করি বোঝাতে পেরেছি।

১১| ১১ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:২৪

অপরাজিতা ০০৭ বলেছেন: জুহিকে জিজ্ঞাসা করুন সে কি বলে!

১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:১১

মুনীর উদ্দীন শামীম বলেছেন: তাকে জিজ্ঞেস করা হোক!!

১২| ১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৬

রাঙা মীয়া বলেছেন: ধন্যবাদ, জনসচেতনামূলক পোষ্টের জন্য! পোষ্ট ষ্টিকি করা হউক

কিন্তু এই পোস্টে মাইনাস কেন !!!

১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:১৭

মুনীর উদ্দীন শামীম বলেছেন: ধন্যবাদ!
কারন মাইনাচে মাইনাচে প্লাস, হা হা

১৩| ১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫০

আরিফ জেবতিক বলেছেন: এই পোস্টে মাইনাস কেন বুঝলাম না । কুরকুরে কোম্পানির লোকজন এখানে আছেন নাকি কেউ ?
আওয়াজ দিন ।

১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০২

মুনীর উদ্দীন শামীম বলেছেন: তাদের কুরকুরে সংশ্লিষ্টতা থাকলেও থাকতে পারে তো মগবাজারীয় ব্লগারদের কয়েকজন ভিজিট করেছে এবং ওরা খুব স্বত:স্ফুর্তভাবে আমার পোস্টে মাইনাচ দিয়ে যায়...............। আপনাকে ধন্যবাদ।

১৪| ১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫১

রাগিব বলেছেন: আচ্ছা, পুড়িয়ে দেখেছেন কী হয়?

১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৬

মুনীর উদ্দীন শামীম বলেছেন: না ভাই এখনও দেখিনি...............তবে দেখবো

১৫| ১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৮

মুকুট বলেছেন: এরা কি মাইনাস বুঝে শুনে দেয় নাকি, নির্দিষ্ট কারো ব্লগে ইচ্ছামত চাপে! ফাউল সব!

১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪১

মুনীর উদ্দীন শামীম বলেছেন: হা হা

১৬| ১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৫

ধীবর বলেছেন: সহমত @রাঙা মীয়া, এ ধরণের জন সচেতনতা মুলক পোস্ট স্টিকি করা প্রয়োজন।

মাইনাস গুলি বোধ হয় দাদারা দিয়েছে, উনাদের আবার দেশভক্তি প্রবল তো ! আবার আমাদের দেশের ভারতপন্থি গুলিও দিতে পারে, কারণ তাদের মত প্রভুভক্ত, এমন কি সারমেয়রাও নয়।

প্লাস

১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪২

মুনীর উদ্দীন শামীম বলেছেন: ধন্যবাদ

১৭| ১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৩

নুশেরা বলেছেন: ঘটনা সত্যি হলে আশ্চর্যের কিছু নেই। খোদ ভারতেই হলদিরাম ভুজিয়াওয়ালা নামের রেডি-ফুড চেইনটি একবার ব্যাপক জরিমানা ও শাস্তির শিকার হয়েছিল সেখানকার জনস্বাস্থ্য আইনে। অনেক শোরুম/কারখানা সিলগালা পর্যন্ত হয়। দু:খের বিষয়, সেবছরই আমাদের দেশের দুই কৃতী ফুটবলার (প্রাক্তন) বাংলাদেশে ঐ কোম্পানীর এজেন্সি নেন।

১৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:১৬

মুনীর উদ্দীন শামীম বলেছেন: কর্পোরেট স্বার্থের কাছে দাসত্বের একটি ভাল উদাহরণ দিলেন আপনি....................ধন্যবাদ

১৮| ১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:০০

রাজামশাই বলেছেন:
কয় কি রে?

১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:০৫

মুনীর উদ্দীন শামীম বলেছেন: জ্বী রাজমশাই আপনার রাজ্যে আমরা প্রজার এসব খেয়েই বেঁচে আছি............

১৯| ১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:২২

জ্বিনের বাদশা বলেছেন: আচ্ছা, এইসব প্লাস্টিক ফ্লাস্টিক মেশালে কি উল্টা খাবার বেশী স্বাদের হয় নাকি? ... কোথায় জানি শুনেছিলাম চায়ের কন্ডেন্সড মিল্ক নাকি ডালডা/টালডা কিসব দিয়া বানায়!! ...

১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৯

মুনীর উদ্দীন শামীম বলেছেন: হা হা..............হয়তো সাধের হয়, তো কুরকুরে যে টেস্টি এ নিয়ে কোন সন্দেহ নেই.........এখন তা প্লাস্টিকের জন্য কি না কে জানে!

২০| ১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:২৫

রাশেদ বলেছেন: খাইছে!

ভারতীয় জিনিস! খিক খিক! ওগো সাবানে শুনতাম খার অনেক বেশি, কাপড় নষ্ট করে দেয় তারাতারি।

১৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:১৭

মুনীর উদ্দীন শামীম বলেছেন: বিষয়টির সাথে ভূগোলের নয়, অর্থনীতির...............খিকখিক!!!

২১| ১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৬

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

ভারতীয় পণ্যপ্রেমীদের ভীড় এখানে ভালো মতন-ই আছে মাইনাসের বহর দেখে যা বুঝলাম ।

অথবা, অন্যভাবে বলা যায় ,ভারতীয় পণ্যের দোষ তুলে ধরাটা কারো কারো মনঃপীড়ার কারণ হইছে ।

১৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:১৩

মুনীর উদ্দীন শামীম বলেছেন: এটি কিন্তু ভারতীয় প্রেমের বিষয় নয়, যারা মাইনাচ দিয়েছেন তাদের কয়েকজনকে আমি ভারত বিরুধী বলেই জানি.........সুতরাং সম্পর্কটি অন্য জায়গায়।

২২| ১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৫

অরণ্যচারী বলেছেন: অদ্ভুত। কুরকুরের ডিস্ট্রিবিউটরের তো দেখি অভাব নাই। কাপুরুষের মত মাইনাস দিচ্ছে অথচ কিছু বলছে না।

১৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫৭

মুনীর উদ্দীন শামীম বলেছেন: হা হা

২৩| ১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৫

ভাইরাস! বলেছেন: মাইনাস
চিলে কান নিলো টাইপ পোস্ট

২৪| ১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৮

মিছে মন্ডল বলেছেন: কুরকুরে কী কুত্তার খাবার !!!???

২৫| ১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৪

অক্ষর বলেছেন: @অরণ্যচারী, এইখানে আমি মাইনাস বা প্লাস কিছু দেই নাই। কিন্তু মাইনাস দেওয়ার অনেক ইচ্ছা ছিলো।

কয়দিন আগে শফিকুল ভাই গুড়া দুধের উপর একটা পোস্ট দিছিলো। উনি বলছিলেন যে সব গুড়া দুধে নাকি মেলামাইন আছে। কিন্তু ঐদিন পেপারে পর্লাম মাত্র তিনটা যেইগুলা খালি চীনের তৈরী। সবগুলাতে না।

এইখানে দেখেন শামীম ভাই চেইন ই-মেইলের উপর ভিত্তি কৈরা এই পোস্ট দিছে। উনি নিজেও বলছে যে ঘটনা সত্য কি-মিথ্য তা এখনও জানে না। এখন আপনিই কন চেইন ই-মেইলের কতটুকু ভিত্তি আছে। কয়টা সত্যি হয়। এইরকম তো কতগুলিই আসে।

আর এইখানে যারা প্লাস দিছে তারা কি অন্য কোনটার ডিস্ট্রিবিউটর নাকি?

২৬| ১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৭

রাশেদ বলেছেন: কথা সত্য! চেইন মেইলের কথা বিশ্বাস করা ঠিক না। শিক্ষিত মানুষ মাঝা মাঝে এমুন সব মেইল ফরোয়ার্ড করে কি আর কমু, কয়েকবার পাইলাম দোয়াদুরুদ নিয়ে! ঐটা পাথাতে হবে এতোজনের কাছে, নাইলে আমার ব্লা ব্লা ব্লা হবে। মাঝে মাঝে এই বিদেশেও এইরকম মেসেজ পাই মোবাইলে। হায়রে! :(

২৭| ১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩২

অক্ষর বলেছেন: আরে ভাই আমিও পাইছি সেদিন

ম্যাসেজটা ১০ জনরে ফরোয়ার্ড কর্লে ১১ দিনের মাথায় শুভ সংবাদ পামু

কই যামু, কন

২৮| ১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৪

রাশেদ বলেছেন: হ! শিক্ষিত মানুষেরাই ঐগুলা ফরোয়ার্ড করে! @ অক্ষর

২৯| ১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫

অক্ষর বলেছেন: শিক্ষিত মানুষেরাই বলদ হয় বেশী, বুঝে কম:)

৩০| ১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭

রাশেদ বলেছেন: বুইজাও বেকুব হইয়া তাকে। :( @ অক্ষর

৩১| ১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮

মেহরাব শাহরিয়ার বলেছেন: জ্বীনের বাদশা বস , কনডেনসড মিল্কে এক ফোঁটা দুধও নাই , প্রধান উপকরণ ভেজিটেবল ফ্যাট ।

বছর দুয়েক আগে বাংলাদেশের ৭/৮ টি ব্র্যান্ডের কনডেনসড মিল্ক পরীক্ষার পর এমন রিপোর্ট আসল । প্রথম কোম্পানীগুলো প্রতিবাদ করলো । পরে তারা জানাল , এটাই বানানোর নিয়ম , এভাবেই সবাই বানায় ।

আল্লাহ মালুম কোনটা ঠিক , দুধের কনডেন|সড মিল্ক অতীব বিস্বাদ এবং অনিয়মতান্ত্রিক , এটা বিশ্বাস করে এখন ভেজিটেবল কনডেন্সড মিল্ক খাই

৩২| ১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯

ভাইরাস! বলেছেন:
যে দেশের হাজার হাজার মানুষ গুজবে কান দিয়ে বাশ থেকে বের হওয়া পানিকে সর্ব রোগের মহৌষধ হিসাবে বিশ্বাস করে সেদেশে চেইন মেইল বিশ্বাস করার এবং তা ফরোয়ার্ড করার লোকেরতো অভাব হবার কথানা

৩৩| ১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯

রাশেদ বলেছেন: @ মেহরাব... কও কি! তাইলে দুকানে চা খাও না? :(

৩৪| ১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪

শঙ্খচীল বলেছেন: ভারতীয়রা বাংলাদেশ কে গিনিপিগ পাইছে। তাই যতসব আবর্জনা এখানে পাঠায়।

১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫২

মুনীর উদ্দীন শামীম বলেছেন: বিষয়টা ভারতের নয়, বিষয়টা কর্পোরেট মূল্যবোধের, যেখানে মুনাফা একমাত্র দেবতা............যে জন্য এখানে ইসলামী রাজনীতি করেও একজন ব্যবসায়ী তার ফুড প্রোডাক্ট এর টিন এ হেরেইন পাচারের অভিযোগে অভিযুক্ত হয়েছেন.....................আমার ধারণা আপনি ঐ লোকটিকে চেনেন........যেজন্য নামটা উচ্চারণ করলাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.