নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দ আমার আশ্রয়, চিন্তা আমার পথ। ইতিহাস, সমাজ আর আত্মপরিচয়ের গভীরে ডুব দিই—সত্যের আলো ছুঁতে। কলমই আমার নিরব প্রতিবাদ, নীরব অভিব্যক্তি।

মুনতাসির রাসেল

আমি তোমাদের মাঝে খুজিয়া ফিরি আমার বিশ্বলোক; নরকে গেলেও হাসিয়া বলিব আমি তোমাদেরই লোক।

মুনতাসির রাসেল › বিস্তারিত পোস্টঃ

নির্জন নক্ষত্রের নীরবতা

০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ১১:১৭


শতবর্ষী ক্লান্ত সন্ধ্যা বয়ে নেয় নিঃসঙ্গতার ভার,
জীবনের শিরায় শিরায় গেঁথে যায় বিষাদ-বিষাক্ত শেল,
নিস্তব্ধতার গভীরে কাঁদে এক অশ্রুজলপ্রপাত,
আমি কি নির্বাসিত নক্ষত্র?
নাকি বিলুপ্ত মহাকালের বুকে এক ক্লান্ত অনুরণন?

আকাশের গাঢ় নীল রঙেও মিশে থাকে বিষণ্ণতা,
সময়ের কাঁটাগুলি রক্তাক্ত করে পায়ের তলা,
স্বপ্নেরা আজ মৃত,
এক এক করে তারা খসে পড়ে অতল অন্ধকারে,
আমি দাঁড়িয়ে থাকি বিস্মৃতির গলিতে—
ভগ্ন মহাদেশের মতো নিঃস্ব, নীরব।

বাতাসে ভাসে হারিয়ে যাওয়া হাসির মৃতদেহ,
স্মৃতির করুণ কফিনে বন্দি মুখগুলো
আজ শুধু কুয়াশার মতো দূর, ধোঁয়াশা, অপরিচিত।
বন্ধ দরজার ওপাশে প্রতিধ্বনিত হয়
কোনো এক বিস্মৃত কণ্ঠের বিলাপ,
কে যেন ডাকে!—
তবে কি এখনো কোনো শব্দ অবশিষ্ট আছে?

পায়ের নিচে ধুলো—পরিত্যক্ত ইতিহাসের চিহ্ন,
সমস্ত দিক চুপ, শূন্যতা গভীর,
আমি কি কেবলই অনাহূত এক অতিথি,
এই বিশাল মহাশূন্যের অন্তহীন নীরবতায়?

নক্ষত্রেরা নিভে যায়,
আলো মরে যায় তিলে তিলে,
আমি একা বসে থাকি নির্বাসিত এক অন্ধকারে,
একটি ভোরের অপেক্ষায়,
যে ভোর হয়তো কোনোদিন আসবেই না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.