নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দ আমার আশ্রয়, চিন্তা আমার পথ। ইতিহাস, সমাজ আর আত্মপরিচয়ের গভীরে ডুব দিই—সত্যের আলো ছুঁতে। কলমই আমার নিরব প্রতিবাদ, নীরব অভিব্যক্তি।

মুনতাসির রাসেল

আমি তোমাদের মাঝে খুজিয়া ফিরি আমার বিশ্বলোক; নরকে গেলেও হাসিয়া বলিব আমি তোমাদেরই লোক।

মুনতাসির রাসেল › বিস্তারিত পোস্টঃ

জেন গল্প-১: খালি কাপের দর্শন

৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:১৩


জাপানের মেইজি যুগে, বিখ্যাত জেন মাস্টার নান-ইন এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে আপ্যায়ন করাচ্ছিলেন। অধ্যাপক এসেছিলেন জেন নিয়ে জানতে।

নান-ইন তাকে চা পরিবেশন করতে শুরু করলেন। কাপ পূর্ণ হয়ে গেল, কিন্তু মাস্টার চা ঢালতে থাকলেন। চা গড়িয়ে পড়তে লাগল।

অধ্যাপক অবাক হয়ে বললেন,
— “কাপ তো পূর্ণ, আপনি আরও ঢালছেন কেন?”

নান-ইন শান্ত স্বরে বললেন,
— “তোমার মনও এই কাপের মতোই—তথ্য, অভিমান ও নিজস্ব ধারণায় পূর্ণ। যদি তুমি এই কাপ খালি না করো, আমি তোমাকে জেন কীভাবে শেখাবো?”

গল্পের শিক্ষা:
‘শুধু জ্ঞানের জন্য নয়, উপলব্ধির জন্য—মনের পাত্র খালি হওয়া চাই।’
অহং ও পূর্বধারণায় পূর্ণ মন কখনো প্রজ্ঞা ধারণ করতে পারে না।

মূল গল্প: Shaseki-shu (Collection of Stone and Sand)

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:৪৩

এইচ এন নার্গিস বলেছেন: চমৎকার । ভালো লিখেছেন ।

০১ লা মে, ২০২৫ রাত ১:৫৭

মুনতাসির রাসেল বলেছেন: ধন্যবাদ আপনাকে!

২| ৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:১২

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: লেখাটি পড়ে মনে হলো, 'খালি কাপ' কেবল একটি রূপক নয়, এটি জীবনকে নতুনভাবে দেখার দরজা—আপনি সেই দরজাটি পাঠকের জন্য উন্মুক্ত করে দিয়েছেন!

০১ লা মে, ২০২৫ রাত ১:৫৯

মুনতাসির রাসেল বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৩| ০১ লা মে, ২০২৫ সকাল ৭:০৭

Sulaiman hossain বলেছেন: শিক্ষনীয় চিন্তা-জাগানিয়া বিশ্লেষনী পোস্ট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.