![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমাদের মাঝে খুজিয়া ফিরি আমার বিশ্বলোক; নরকে গেলেও হাসিয়া বলিব আমি তোমাদেরই লোক।
মানুষের জীবনে কিছু সম্পর্ক থাকে যা কোন শর্তের ওপর নির্ভর করে না, থাকে না কোনো বিশেষ চাহিদা কিংবা আদান-প্রদানের হিসাব। এমন এক সম্পর্কের নাম বন্ধুত্ব—যেটা কখনও কখনও প্রেমের চেয়ে বেশি নিঃস্বার্থ, রক্তের সম্পর্কে থেকেও বেশি গভীর, আর আত্মীয়তার থেকেও বেশি নিরাপদ। তবে সব বন্ধুত্ব একরকম নয়। কিছু বন্ধুত্ব থাকে—নিশ্চুপ, নিরাবেগ, নির্ভার; যেখানে নেই কোনো প্রশংসা, নেই কোনো দাবি। আছে শুধু পারস্পরিক উপস্থিতির প্রশান্তি।
সমাজ আমাদের শিখিয়েছে, প্রতিটি সম্পর্কের মধ্যে কিছু না কিছু "দিতে হবে" আর "নিতে হবে"—প্রশংসা করতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, উপহার দিতে হবে, প্রত্যাশা রাখতে হবে। কিন্তু প্রকৃত বন্ধুত্ব এই গড়পড়তা ছকের বাইরে। সেখানে কেউ কারো কাছ থেকে কিছু চায় না, কেউ কারো প্রশংসার আশায় থাকে না। এই সম্পর্কের সৌন্দর্য এইখানেই—এটা নিঃশব্দ, নিরাশ্রয়, কিন্তু গভীর।
যে বন্ধুত্বে প্রশংসা নেই, তার অর্থ এই নয় যে সেখানে ভালোবাসা নেই। বরং সে ভালোবাসা এতটাই স্থায়ী, এতটাই নির্ভরযোগ্য যে, সেটাকে শব্দে প্রকাশ করার প্রয়োজন পড়ে না। সেখানে "তুমি ভালো", "তুমি শ্রেষ্ঠ", কিংবা "তোমার জন্য সব করব" এইসব কথার প্রয়োজন পড়ে না। কারণ সে সম্পর্কের ভিত্তি ভিন্ন—সহাবস্থান, বোঝাপড়া, এবং নিঃশর্ত গ্রহণযোগ্যতা।
আর দাবি? সেখানে কেউ কারো কাছে কিছু দাবি করে না। না সময়ের, না মনোযোগের, না উপলব্ধির। কেউ কাউকে জোর করে ধরে রাখে না, বা নিজের প্রাধান্য জাহির করতে চায় না। এমন বন্ধুত্বে দূরত্বও ক্ষতি করে না—মাসের পর মাস, বছরের পর বছর যোগাযোগ না থাকলেও, যখনই দেখা হয়, সম্পর্কের গভীরতা একই থাকে। সেখানে নেই অভিমান, নেই অভিযোগ। আছে শুধু এক ধরনের নিঃশব্দ শান্তি—“তুমি আছো, এটাই যথেষ্ট।”
এই ধরনের বন্ধুত্ব বিরল, কিন্তু অমূল্য। এটি তৈরির জন্য নয়, ঘটে যাওয়ার জন্য। এতে কোনো প্রয়াস নেই, কোনো জোর নেই—শুধু একটা সহজ গ্রহণযোগ্যতা। আর এটাই সম্পর্কের সবচেয়ে নির্ভরযোগ্য রূপ।
এই পৃথিবী যতোই কৃত্রিমতার দিকে ধাবিত হোক, যতোই সম্পর্কগুলো হয়ে উঠুক মুদ্রার বিনিময়ে কেনা প্রতিশ্রুতি—তবুও কিছু সম্পর্ক রয়ে যাবে অলিখিত, অথচ অপরিবর্তনীয়। সেই সম্পর্কই হলো—বন্ধুত্ব, না কোনো প্রশংসা, না কোনো দাবি।
৭ই মে ২০২৫
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০২৫ সকাল ১১:৩২
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: কিছু কিছু সর্ম্পক অর্থ দিয়ে কেনা বা নষ্ট করা যায় না । অসাধারণ একটি পোস্ট , ধন্যবাদ ।