![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] ফেসবুক লিংক- http://www.facebook.com/mshovon
পর্ব-১
পর্ব-২
ঢাকা কলেজ এ পড়ছি অথচ কোন গ্যান্জাম করি নাই বা গ্যান্জাম ফেইস করি নাই এমন কথা কোন পাগলেও বিশ্বাস করবে না।আজকের পোস্টে সেইরকম একটা ঘটনাই শেয়ার করতে চাচ্ছি।
আগের পোস্টে ইন্টার ফাইনালের সিট ধানমন্ডি আইডিয়াল কলেজে পড়ার কথা বলেছিলাম।আজ বোঝাবো সেইটা আমাদের জন্য কতটা ভীতিকর সিদ্ধান্ত ছিল এবং কেন।
আমাদের ইয়ারের কোন ১ ছেলে তার আইডিয়াল কলেজের স্কুল সেকশনে পড়ুয়া ছোট ভাইকে স্কুল ছুটির পর নিয়ে আসতে গেলে কলেজের কতিপয় পোলাপাইনের মারধোরের শিকার হয়(আসল কারণটা জানি না,বিভিন্ন পত্রিকা বিভিন্ন রকম লিখছিলো)।যাইহোক,ঢাকা কলেজের পোলা বইলা কথা,তার উপর আমাগো ইয়ারের। আর যায় কোথায়,সিদ্ধান্ত হইলো পরদিন ওদের কলেজ ক্যাম্পাস অ্যাটাক করা হবে।
অবশ্য খবরটা একান-ওকান হইতে বেশী সময় নিল না।ওরাও মেন্টাল প্রিপারেশন নিল অ্যাটাকের জন্য্।
পরদিন আমাগো পোলাপাইন ইটা-সোটা(সবগুলা উইপনের নাম এখন মনে পড়তাছে না)নিয়া রওনা করলো।রনাঙ্গনের কাছাকাছি আসতেই আমার ১ ফ্রেন্ড আবিষ্কার করলো তার ২ ফ্রেন্ডকে। একজন বাংলা কলেজের,আর একজন সিটি কলেজের।
-কাহিনী কি?তোরা ক্যা?
-শুনলাম মারামারি হইবো,তাই আইসা পড়ছি।
আমাদের আপত্তি করার কোন কারণ ছিল না।দলে ২ জন অভিজ্ঞ ফাইটার বৃদ্ধি পাইলো।
আমাদের পোলাপাইনরা চইলা গেল,আর আমরা কয়েকজন রাস্তার অপর পাড়ে খাড়ায়ে থাকলাম(জানেন তো ,সত্যিকার বীররা কখনও সম্মুখসমরে অংশগ্রহণ করে না,তারা কেবল পেছন থেকে উৎসাহই দিয়ে যায়)। যাইহোক,ফাইটিং আধাঘন্টা মত স্থায়ী হইছিলো। আমাদের বীর যোদ্ধারা ওদের ১ টিচারের মাথা ফাটায়ে দিছিলো। সেইসাথে অনেক ছাত্ররে জখম করছিলো।আমাদেরও কয়েকজন আহত হইছিলো।
যাহোক পুলিশ আসার আগেই আমরা ক্যাম্পাসে ফিরে আসতে সক্ষম হই।আমাদের আহতদের দেখে তৎকালীন শরীরচর্চা সার যে ডায়লগ দিছিলো তা পরবর্তীতে আমাদের মুখে মুখে ছড়ায়ে পড়ছিলো-
-কিরে, মার কি শুধু খেয়েই আসছিস না কিছু দিয়েও আসছিস?
-না স্যার,দিয়েও আসছি।
-শাবাশ
পোস্ট শেষ করার আগে আরও ১ বার বলতেছি,এই ধানমন্ডি আইডিয়াল কলেজেই পরবর্তীতে আমাদের ইন্টার ফাইনালের সিট পড়ছিলো
চলবে.....................
১৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:০৬
মুনতা বলেছেন: আরে না,আমাদের ইন্টারমিডিয়েট সেকশনের শুধু আমাদের ইয়ারের ৫০-৬০ জন অতিউৎসাহী পোলাপাইনের কান্ড্
আপনার ধারণা ঠিক। এক বিল্ডিংয়ের ১ টা ক্যাম্পাস,তবে সুন্দর।
এবারের লেখাটা আমার নিজের কাছে খুব ১ টা ভাল লাগে নি,মানে আগেরগুলার মত হয় নি আর কি,তাই প্লাসের জন্য ধন্যবাদ।
২| ১৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:০৬
আট আনা বলেছেন: ইন্টার কোন ব্যাচ? আমগো সময় তিতুমিরে সিট পড়ছিলো।
আমিও অনেকগুলা মারামারির মধ্যে পৈড়া গেসিলাম। বেশিরভাগই অবশ্য হোস্টেলে(সাউথ), ছাত্র সংগঠনের দুই গ্রুপের। আর সেগুলায় আর্মস লাঠিসোটা থাকতো অগ্নিঅস্ত্রও থাকতো। একবার নিউমার্কেটের কাঁচাবাজারের দোকানদারগো লগে হেভি লাগছিলো
পেলাস দিছি। আরেকটা কথা হায়রে দুনিয়া কিন্তু পেলাস দেয়নি, ভুইলা গেছে মনে হয়
১৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:২৩
মুনতা বলেছেন: আমি অনেক জুনিয়র,ইন্টার ০৭ ব্যাচ।
নিউমার্কেটের দোকানদারদের সাথে ফাইট তো কমন ঘটনা।
ধন্যবাদ।
৩| ১৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:১০
জিকো বলেছেন: ক্যান্টিন টা কি আবার চালু হয়েছে ??? দুপুরের ভুনা খিচুরীটা মিস করতেছি।
১৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:২৫
মুনতা বলেছেন: হ্যা,চালু।কিছুদিন আগে সার্টিফিকেট তুলতে গেছিলাম,তখন খেয়ে আসছি।
৪| ১৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:১২
আট আনা বলেছেন: টেরি আর ল্যাম্পার্ড আর প্রোফাইলের কথার জন্য আরেকটা হাওয়াই পেলাস
১৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩৯
মুনতা বলেছেন: ধন্যবাদসহ ৭ নং কমেন্ট।
বন্ধুরা আদর কইরা পাগলা ডাকে।
৫| ১৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:১৯
হায়রে দুনিয়া বলেছেন: নাহ, লেখা ভাল হইসে। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে ঢাকা কলেজের পোলাপানের সিট ওইখানে ফেলে ক্যামনে?
@সাবু, হেহেহে...ভুইলা গেছিলাম প্লাস দিতে। এইবার দিলাম।
১৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৪২
মুনতা বলেছেন: ৫০০-৬০০ জনের মত পরীক্ষার্থী থাকে।ওতটুকু ক্যাপাসিটি আছে।
কারা জানি মাইনাস দিতাছে
৬| ১৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩৩
নাজমুল হক নাজু বলেছেন: বাকীটাও বইলা ফালান। হুনতে ভালই লাগতাছে।
ফাইটিং টাইটিং এর কথা হুনলে বুকে বল আসে।
মনে হয় আবার দেশ স্বাধীন অইলো।
ধন্যবাদ।
১৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৪৫
মুনতা বলেছেন: কন কি?মুক্তিযুদ্ধ?
আরে ভাই কিসের মধ্যে কি,পান্তা ভাতে ঘি।
আপনাকেও ধন্যবাদ।
৭| ১৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩৭
মুনতা বলেছেন: @সাব স্ট্যান্ডার্ড,এই পোস্টের ১৩ নং কমেন্টের রিপলাই টা পড়েন
১৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৪৬
মুনতা বলেছেন: আমি তো চেলসির সেলিব্রেটি ফ্যান
৮| ১৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এখানে দেখছি ঢাকা কলেজের কথা হচ্ছে। এটা দেখুন ।
এটাও দেখুন।
সে এক স্বপ্নের কলেজ ছিল।
ঢাকা কলেজের পুরনো গৌরব কোথায় গেলো? আরও আছে
১৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৫১
মুনতা বলেছেন: দেখলাম এবং +দিয়ে আসলাম।থ্যাংকস ফর শেয়ারিং।
৯| ১৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৪৩
মাসুদুল হক বলেছেন: আপনাগো শরীরচর্চা সাররে স্যালুট
১৬ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪৫
মুনতা বলেছেন:
১০| ১৬ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:০১
কালীদাস বলেছেন: ভাল হচ্ছে মুনতা, চালিয়ে যান।
আপনাদের ব্যাচে তো দেখা যাচ্ছে ভালই মারামারির চান্স পেয়েছেন! আমরা কিছুই করতে পারলাম না। যাকগে, আইডিয়াল কলেজে আমাদেরও সিট পড়েছিল, আগের পর্বে বলেছিলাম। আমাদের পরীক্ষা সংক্রান্ত ঘটনা হয়ত আমার মেগাসিরিয়ালের সামনের পর্বে বলব।
আপনার সিরিজে আজকে ঢুকে খুবই ভাল লাগল, ফারিহান মাহমুদের পোস্টগুলো আগে চোখে পড়েনি, পড়ে বেশ ভাল লাগল।
এই ধরণের পোস্টের ভ্যালু অনেক ব্লগারের কাছেই কম-মানি, কিন্তু আজকে মাইনাসের কারণটা আমার মাথায় ঢুকল না। কার ক্ষতি করল এই পোস্ট?
ভাল থাকুন!
১৬ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৩৩
মুনতা বলেছেন: কিছু কথিত ফুটবলপ্রেমী যারা আমার মতাদর্শে বিশ্বাসী নয় তারা অথবা এক শ্রেণীর মানুষ আছে যারা ঢাকা কলেজকে চেনে শুধুমাত্র কিছু বাজে ব্যাপারগুলোর জন্য(যেমন মারামারি)।
যারা সত্যিকারের সমঝদার তারাই +দিয়েছেন।
প্রতিটি কমেন্টবিহীন মাইনাস আমার সফলতার স্বীকৃতি বলেই মনে করি।
থ্যাংকস ফর ইওর কনটিনিউয়াস সাপোর্ট।
১১| ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ৮:২৭
শাকিউল রানা বলেছেন: সেরম মারামারি হইছিলো সেদিন, আমি অবশ্য বীর পোলাপানগো রিসিভ করতে ক্যাম্পাসেই ছিলাম
কালীদাস আর মুনতা কলেজ লইয়া কত কথা লিখা ফালাইলো, আমি কিছুই লিখি নাই এখনও
লিখতে মুন চায়, একটা কাহিনীও মাথায় আছে, মাগার আমি হলাম অলস ব্লগার
পোস্টে প্লাস
১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৩৫
মুনতা বলেছেন:
বাচাইলি,আমিতো ভাবলাম আজ তুইও মাইনাস দিবি
লিখা ফেল।
১২| ১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:২৪
শাকিউল রানা বলেছেন: মানে কি?
১৮ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:২১
মুনতা বলেছেন: মানে যে হারে মাইনাস শুরু হইছিলো
একসময় ৪-৩ ছিলো।
১৩| ১৮ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫১
আমি ইমন০০৭ বলেছেন: ভালো হইছে।
১৮ ই এপ্রিল, ২০১০ রাত ৮:২৩
মুনতা বলেছেন: ভালো হইলেই ভালো
১৪| ০৮ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫১
আরিফ রুবেল বলেছেন: ব্যাপার কিছুটা যোগ করি
প্রথম দিন (বৃহঃষ্পতিবার) ঘটনা ছিল কিছুটা এরকম, আমরা সেখানে গেছি ব্যাপারটা দেখতে কে বলল, যে ঢাকা কলেজের ছেলেকে ভূতের গলি দিয়ে যাতায়াত করতে দিবে না। গিয়ে দেখি আমাদেরই কিছু বন্ধুর বন্ধুরা আছে সেখানে। গিয়ে শুনলাম "রাকিন" নামে কেউ একজন আছে যে কিনা ওদের লীডার সে এই কথা বলেছে। আমরা ১৬/১৭ জন ছিলাম কনকর্ডের সামনে বসা।দেখতে দেখতে ওদের প্রায়৫০/৬০জন চলে এল। এক পর্যায়ে ওরা আমাদের ঘিরে ফেললে আমরাও সটকে পড়ি।
পরে দুপুরের দিকে (দেড়টা) আমরা আবার যাই। কিন্তু ততক্ষনে ওদের ছুটি হয়ে গেছে।
এখানেও একটা মজা আছে। ঘটনাটা ২০০৬ এর, তো সেদিন (যেদিন আমরা গিয়েছি) সেদিন আবার জলিল সাহেব (ট্রাম জলিল) হার্ট এটাক করে ল্যাবএইডে এসেছেন ঠিক সেই সময়েই। আমরা যখন গর্জন করে পাম্পের পাশ দিয়ে ঢুকেছি তখন বোধ হয় কেউ পুলিশকে বলে দেয়। একটা র্যাবের গাড়ি এসে আমাদের ঘেরাও দেয়। র্যাবের হাতে আমাদের একজন গ্রেফতারও হয়। পরে অবশ্য ওকে ছেড়ে দেয়।
আমি আর পলাশ ল্যাব-এইডের ভিতরেই দৌরে ঢুকে পড়ি।
পরের শনিবারের ঘটনার কিছুটা আঁচ তো পেলেনই আপনারা এই লেখায়।
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:২১
মুনতা বলেছেন: থ্যাংকস আরিফ,কোন সেকশনে ছিলেন আপনি,আর এখন আছেন কোথায়?
১৫| ১৫ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০৮
আরিফ রুবেল বলেছেন: সেকশন বোধহয় "এ" ছিল। গ্যালারী নম্বর এক
গ্যালারী নম্বর মনে আছে সেকশন মনে নাই এইটা একটা কথা !!!
এখন ঢাবিতে আছি।
১৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৩৬
মুনতা বলেছেন: গ্যালারী ১ মানে সেকশন এ। আমিও গ্যালারী ১ এর
১৬| ১৯ শে জানুয়ারি, ২০১১ রাত ২:১৮
মাহিন মাজেদ বলেছেন:
আরিফ এখন ঢাবিতে অর্থনীতি পড়ছেন।
আর আমার কথা না হয় নাই বললাম।
লেখার জন্য +
১৯ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১২
মুনতা বলেছেন: সেকশন এ এর মাহিয়ানও তো ঢাবিতে অর্থনীতি,চেনেন নাকি?
প্লাস বাটন চাপতে মনে হয় ভুইলা গেছেন........
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৫৭
হায়রে দুনিয়া বলেছেন: ধানমন্ডি আইডিয়াল কি অনেক বড় কলেজ মানে বড় ক্যাম্পাস?
ঢাকা কলেজের এত পোলাপান জায়গা হয় ক্যামনে?
আমি কোনদিন যাই নাই, কিন্তু আমার ধারনা ছিল বেসরকারী একটা এক বিল্ডিংয়ের কলেজ।
প্লাস।