নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার অহংকার

গোলাম মোর্শেদ

আমি একজন সাধারন মানুষ ,সাধারন জীবন যাপন করতে চাই। আমি অসাধারন হতে চাই না ।

গোলাম মোর্শেদ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ব্যাংক এর ব্যাংকিং আইন সম্পর্কে

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩

আগেই বলে নেই যে, আমি ব্যাংকিং আইন সম্পর্কে জানিনা কিছু।



আজ সকাল ১১ টা । আমি অন লাইন ব্যাংকিং করার জন্য ইসলামী ব্যাংক লোকাল শাখা তে গেলাম তারপর লাইন ধরলাম । দিসু দূর যাবার পর এক্তা কাগজ চোখে পড়ল যেটাতে লিখা ছিল । অন লাইন ব্যাংকিং করার জন্য নিজের অ্যাকাউন্ট অথবা ভোটার আইডি কার্ড থাকা লাগবে অন্যথাই করা যাবে না। আমার এইগুলা কিছু না থাকাতে ব্যাংক থেকে ফির আস্তে হল।



এখন পরের প্রসঙ্গে আসি।



আমি এর আগে অন লাইন এর মাধ্যমে ব্রাক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, যমুনা ব্যাংক, ঢাকা ব্যাংক, ইত্যাদি বাঙ্কের মাধ্যমে ঢাকা থেকে আমার জেলা শহরে টাকা পাঠিয়েছি তাতে কোন ব্যাংক অ্যাকাউন্ট বা ভোটার আইডি কার্ড লাগেনি।



আমি ইসলামী ব্যাংক এর কর্মকর্তা দের জিজ্ঞাসা করলাম জ কেন এই নিয়ম তারা বলল যে, আমরা বাংলাদেশ ব্যাংক এর আইন মেনে চলি ্‌ অন্য ব্যাংক ঠিক মতো আইন মেনে চলে না ্‌্‌,...।।





এখন কে যে আইন মেনে চলে আর কে যে আইন মেনে চলে না টা সাধারন মানুষের পক্ষে বোঝা সম্ভব না

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬

ফ্রিঞ্জ বলেছেন: আমি পুরোপুরি নিশ্চিত না তবে ন্যাশনাল আই ডি কার্ড এর পরিবর্তে বার্থ সার্টিফিকেট (অথবা অন্য কোন আইডেন্টিফিকেশন ডকুমেন্ট যেমন পাসপোর্ট) গ্রহনযোগ্য হওয়ার কথা।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮

গোলাম মোর্শেদ বলেছেন: না ভাই কিছু লাগে নি ...। বা তারা আমার কাছ থেকে চাই নি

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯

ভোরের সূর্য বলেছেন: এটা একদম ভুয়া কথা.আমি এবারই প্রথম শুনলাম জে অন্যের একাউন্টে টাকা জমা দিতে গেলে নিজের একাউন্ট থাকতে হয়.আমি বাংলাদেশের প্রায় সব ব্যাংকে টাকা জমা দিয়েছি.খুব বেশি হলে ওরা ডিপোসিট স্লিপে আপনার নাম আর মোবাইল নাম্বার লিখে দিতে বলে.তার মানে কি শুধু ইসলামি ব্যাংক আইন মেনে চলে?আপনি বাংলাদেশ ব্যাংকের কল সেন্টার ১৬২৩৬ এই নাম্বারে আপনার অভিযোগ জানাতে পারেন বা [email protected] এখানে ইমেইল বা 9530273 ফ্যাক্স করতে পারেন.আশাকরি সমাধান পাবেন

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

গোলাম মোর্শেদ বলেছেন: ভাই আপনি একবার ইসলামি ব্যাংক এর লোকাল শাখাই গিয়ে দেখতে পারেন। আমি ও প্রথমে অবাক হয়েছি । তার পর ত এই পোস্ট

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭

শাহ আলম বাদশাহ বলেছেন: ভাই যা বুঝলাম আপনি অনলাইন ব্যাংকিং এর একাউন্ট খুলতে গেছেন--এক্ষেত্রে আপনার মূলএকাউন্ট থাকতে হবে, এটা ঠিক আছে। কিন্তু কারো একাউন্টে টাকা পাঠাতে কোনো একাউন্ট কোনো ব্যাঙ্কেই লাগেনা।

আপনি ইসলামী ব্যাঙ্কের এম ক্যাশ একাউন্ট যেটা ডিবিবিএল মোবাইল ব্যাঙ্কিং এর মতো--খুলে সব সুযোগ পেতে পারেন, এখানে পরিচয়পত্র হলেও চলবে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

গোলাম মোর্শেদ বলেছেন: নারে ভাই আমি অন লাইন এ টাকা পাঠাতে গেছিলাম ঢাকা থেকে রাজশাহী আমার এক ফ্রেন্ড এর অ্যাকাউন্ট এ

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪

মুদ্রা সংগ্রাহক বলেছেন: অন্য কারো একাউন্টে টাকা জমা দিতে গেলেও আপনার আইডেনটিটি জানার প্রয়োজন হতে পারে। আপনি কালো টাকা ব্যাংকে জমা করছেন কিনা কিংবা টাকা জমা করে ঘুষ দিচ্ছেন না এটা ব্যাংক কিভাবে জানবে? এই জন্য টাকা জমা দিতে হলেও ব্যাংক আপনার আইডেনটিটি জানতে চাইতে পারে।

জাতীয় পরিচয়পত্র র ডেটাবেস যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশে সবচেয়ে গোছানো এবং আপডেটেড ডেটাবেস সেহেতু জাতীয় পরিচয়পত্র দেখানোর উপর জোর দেওয়া হয়।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

গোলাম মোর্শেদ বলেছেন: আপনার কথা থিক আছে ভাই, তবে একটা কথা কি আমার চোখে এইটা প্রথম পড়ল । তাহলে এই নিয়ম টা সকল ব্যাংক এর পরিচালনা করা উচিত

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

তিক্তভাষী বলেছেন: এটা বোধহয় ইসলামী ব্যাংকের উপর শাহবাগ এফেক্ট! তারা ভয় পাচ্ছে না জানি আপনি জঙ্গী অর্থায়নের জন্য টাকা পাঠাচ্ছেন! :(

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

গোলাম মোর্শেদ বলেছেন: হতেও পারে। তবে একটু বেশি বাড়াবাড়ি আমার মনে হচ্ছে ।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

ভোরের সূর্য বলেছেন: ভাই,আমি আপনাকে ভুয়া বলিনি কিছু মনে করবেন না।আমি ইসলামী ব্যাংকের নিয়ম কে ভুয়া বলেছি।বাংলাদেশ ব্যাংকের সাইটে যান ওখানে অভিযোগ করার নিয়ম আছে।হাজার হাজার মানুষ টাকা জমা দিচ্ছে অন্যের একাউন্টে কাউকেই জাতীয় পরিচয়পত্র দেখাতে হয়না.তবে আপনি কালো টাকা বা মানি লন্ডারিং করছেন কিনা তার জন্য কিছু ব্যাংক ডিপোসিট স্লিপে নাম,ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে দিতে বলে। এর চেয়ে বেশি কিছু না।ইসলামী ব্যাংক বাড়াবাড়ি করেছে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৩

গোলাম মোর্শেদ বলেছেন: আমি আমার নাম, মোবাইল নম্বার, সাইন দিয়েছিলাম

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

ভোরের সূর্য বলেছেন: আরো শুনুন। এখন আধুনিক ব্যাংকিং এ সিস্টেম হচ্চে বাইরের বুথেই টাকা জমা দেয়া যায়.এখন তো স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংক নিয়মই করেছে যে ১লাখ টাকা জমা দেয়ার জন্য আপনাকে ব্যাংকেই ঢুকতে দিবেনা.বলবে যে বাইরে এটিএম বুথ আছে ওখানেই টাকা জমা দেন।শুধু তাই না, সিটি ব্যাংক,ইবিএল,এইচ এস বি সি। সহ অনেক ব্যাংকেই এটিএম বুথের সাথেই জমা দেয়ার মেশিন আছে।ওখানে কে কার একাউনটে কত টাকা জমা দিচ্চে কে খবর রাখে।যার একাউন্টে জমা দিবেন তার নামবার আর টাকার পরিমান লিখে একটা খামে ভরে জমা দিবেন শেষ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৫

গোলাম মোর্শেদ বলেছেন: ইসলামি ব্যাংক একাই নিয়ম মেনে চলে ... আর গুল (ব্যাংক) যে কি ভাবে ব্যাংক পরিচালনা করে টা ওরাই ভাল জানে...।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.