নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন, সব ধরনের খারাপকে 'না' বলি

মোর্শেদ হায়দার

আমি সাধারণ একজন মানুষ ... তবে অসাধারণ কিছু করবার ইচ্ছা সবসময় বুকের মধ্যে লালন করি ..

মোর্শেদ হায়দার › বিস্তারিত পোস্টঃ

এক্সিডেন্ট

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৫

পরশু রাত্রে গাড়িটা এক্সিডেন্ট করলো। আমার স্ত্রী ছিল গাড়িতে, সামান্য ব্যথা পেলেও তেমন বড় কোনো ইনজুরি হয় নাই। শুনলাম, বসুন্ধরা থেকে ফেরার পথে আমার বজ্জাত ড্রাইভার wrong সাইড এ গাড়ি ঢুকায়ে দিসে।



আমার স্ত্রী: 'একি, উল্টা রাস্তা দিয়ে যাচ্ছ কেন?'

ড্রাইভার: 'ঐ দিকে রাস্তা ভাঙ্গা, তাছাড়া সবাই এদিক দিয়ে যায়।'



এই কথা বলার কয়েক সেকেন্ডের মধ্যেই ধুমম! সামনে থেকে আরেকটা গাড়ি সরাসরি মুখোমুখি ধাক্কা দিল। আমারটা স্টেশন ওয়াগন আর ঐটা প্রবক্স। ছোটভাই আর বড়ভাই। দুইভাই -এরই অবস্থা খারাপ তবে আমারটার অবস্থা ভয়াবহ। আর, দোষ যেহেতু আমার ড্রাইভারের, দুই গাড়িই ঠিক করতে হবে হবে আমার। প্রাথমিক estimate এ আমারটা ঠিক করতে লাগবে ৫০,০০০ আর অন্যটা ২০,০০০ এর মতো। ৭০,০০০ টাকার ধাক্কা।



ড্রাইভারের ওপর মেজাজ যখন তুঙ্গে, তখন শুনলাম প্রবক্স গাড়িটার মালিকের লাইসেন্স নাই, লাইসেন্স ছাড়াই উনি গাড়ি চালাচ্ছেন। আমার ড্রাইভারের গলার জোর দেখলাম একটু বাড়লো। মোটামুটি একটা সমঝোতা চলছিল যেন উনারটা উনিই ঠিক করে নেন, আর আমারটা আমি। তারপরেও ৫০,০০০ টাকার ধাক্কা।



একটু পর ঘটনা আরো ঘুরে গেলো যখন প্রবক্স মালিকের মুখ থেকে মদের গন্ধ টের পাওয়া গেলো। রীতিমতো Drunk সে। পাবলিক দ্রুত আমাদের পক্ষ্যে চলে আসলো। আমরা পুলিশ কল করলাম। চান্দু সমানে পানি খাইতে লাগলো। আর আমার ড্রাইভারের গলার জোর আরো বেড়ে গেলো।



পুলিশ: 'আপনি তো পুরা drunk, কি খাইসেন?'

চান্দু: 'না, আমি একটু পেয়াঁজ খাইসি। Jack Daniel's খাওয়ার তো প্রশ্নই আসে না।'

পুলিশ: 'ওই গাড়ি তো একদম কিনার ঘেষে আসতেসিল, আপনার তো আগে থেকেই দেখার কথা।'

চান্দু: 'ভাই, আমার ডায়াবেটিস আসে, আমি চোখে একটু কম দেখি।'



যাই হোক, পরে ডিসিশান হলো যে, আমার গাড়ি উনি ঠিক করে দিবেন আর উনারটা আমি। আর প্রাথমিক estimationও wrong ছিলো। আমারটা ২০,০০০ এর মতো লাগবে আর উনারটা ৬০০০।



আমিও হাফ ছেড়ে বাঁচলাম ৭০ থেকে ৬ এ আসতে পেরে।



সবাইকে অনুরোধ, সুযোগ থাকলেও wrong side দিয়ে গাড়ি না চালাতে আর drunk driving এর তো প্রশ্নই আসে না। সময়ের থেকে জীবনের মূল্য অনেক অনেক বেশী।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৩

সাদা রং- বলেছেন: গাড়িআলাদের ভাব দেখলে মনে হয় ওরাই রাস্তার মালিক, যেদিক দিয়ে ফাঁক পায় ওদিক দিয়ে চালায়। wrong সাইড, right সাইড কোন কথা না।

২| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩০

মোর্শেদ হায়দার বলেছেন: খুবই সত্যি। সবাই খালি আগে যেতে চায়।

৩| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪১

মেঘযাত্রা বলেছেন: ভাগ্যিস চান্দু ড্রাঙ্ক ছিলো, তবে সচেতনতার কোন বিকল্প নাই । সুন্দর পোষ্ট

৪| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩১

বিলাসী বলেছেন: মোদ্দাকথা সবাই যার যার দিক থেকে সঠিকটা করুন, দেখুন না কত দ্রুত পাল্টায় এ সমাজ।

৫| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

পরোবাশি২০১৩ বলেছেন: Give your driver 10,000 taka reward.

৬| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১০

ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে অসভ্য অশিক্ষিত মানুষের দেশ হল বা....।

৭| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৭

মেহেদী_বিএনসিসি বলেছেন: আপ্নার কপাল ভালো আপ্নি এ্যাক্সিডেন্টটা বাংলাদেশে করেছেন। অন্য দেশ হলে রং সাইডদিয়ে চালানোর অপরাধে আপনার সব আর্থিক জরিমানা সহ লাইসেন্স ২-৩ বছরের জন্য ক্যানসেল হয়ে যেতো।

৮| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৭

মোর্শেদ হায়দার বলেছেন: খুবই সত্যি।

৯| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৯

মোর্শেদ হায়দার বলেছেন: অন্য দেশে হলে তো ড্রাইভার রাখা লাগতো না, কাজেই wrong side দিয়ে যাবারও প্রশ্ন উঠতো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.