নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন, সব ধরনের খারাপকে 'না' বলি

মোর্শেদ হায়দার

আমি সাধারণ একজন মানুষ ... তবে অসাধারণ কিছু করবার ইচ্ছা সবসময় বুকের মধ্যে লালন করি ..

মোর্শেদ হায়দার › বিস্তারিত পোস্টঃ

বিউটি পার্লার

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

এলাকায় নতুন বিউটি পার্লার করেছে, শুধুমাত্র মহিলাদের জন্যে। পত্রিকার সাথে লিফলেট পেলাম। পার্লারের নাম 'ড্রিমডল গ্লামার ওয়ার্ল্ড' - অর্থাৎ এখান থেকে ফেরত আসার পর মহিলাদের গ্ল্যামার উপচে পড়বে, স্বপ্নের পুতুলের মত দেখাবে।



এদের সেবার তালিকা অ-----------নে-----------ক দীর্ঘ। চুল কাটার অপশনই আছে দশ ধরনের। ইউ কাট, ভি কাট, বলিউড কাট, স্টেপ কাট এরকম কত কিছু যে আছে, তার ইয়ত্তা নাই। সবচাইতে মজা লাগলো ফেসিয়ালের লিস্ট দেখে।



নরমাল ফেসিয়াল

হারবাল ফেসিয়াল

গোল্ড ফেসিয়াল

নিম ফেসিয়াল

হোয়াইট ফেসিয়াল

ক্রিস্টাল ফেসিয়াল

শাহনাজ ফেসিয়াল

ব্রণ ফেসিয়াল

মেসতা ফেসিয়াল

অক্সিজেন ফেসিয়াল (এইটা আবার কি!)

রোজ ফেসিয়াল

ভেজিটেবল ফেসিয়াল

ফ্রুট ফেসিয়াল



ভাবছি একটু পর ফোন দিয়ে জিগ্যেস করবো চিকেন ফেসিয়াল কিংবা ফিস ফেসিয়াল উনারা কবে থেকে চালু করবেন!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

পথহারা সৈকত বলেছেন: ভাবছি একটু পর ফোন দিয়ে জিগ্যেস করবো চিকেন ফেসিয়াল কিংবা ফিস ফেসিয়াল উনারা কবে থেকে চালু করবেন! =p~ =p~ =p~

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪

ইয়াকুবএ বলেছেন: ভাই ওনারা এগুলো আরো বেশি শিখেছে বিভিন্ন ধরনের হলিউডি বলিউডি ফ্যাশন মুভি দেখে। অনেকটা এই রকম।
সুপার মডেল

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০১

তামিম ইবনে আমান বলেছেন: ব্রণ ফেসিয়াল করে কি মুখে স্পেশাল ভাবে ব্রণ তোলা হয়? /:)

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১২

ডরোথী সুমী বলেছেন: আপনি কি এতে ঈর্ষান্বিত! মেয়েদের সাথেতো এসব যেতেই পারে। কারন হাবিজাবি দিয়েও মেয়েরা সাজে। কিন্তু পুরুষের বেলায়? আগে জানতাম তারা শুধু চুল আর দাঁড়িগোঁফ নিয়েই এক্সপেরিমেন্ট করে। কিন্তু বাসার কাছের মেন'স পার্লারের বিরাট তালিকাটা দূর থেকেই দেখা যায়। আর নর্মাল সেলুনে দেখা যায় পুরুষেরা মুখ সাদা করে বসে আছে। ফ্রেস থাকা কিংবা সাজার অধিকার সবারই আছে। এতে মজা করার কিছু নেই। আমি হয়তো সেখানে শুধুই চুল কাটতে বা ভ্রু প্লাক করতে যাচ্ছি আমার আরেক বোনটি হয়তো ফেসিয়াল, মেনিকিউর করতে যাচ্ছে। তাতে কী? আমার ব্যবহারটাইতো আসল। তাই না? শুভ কামনা।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫২

মোর্শেদ হায়দার বলেছেন: সুমী আপু তো দেখি পোস্টটা অনেক সিরিয়াসলি নিয়েছেন। এতো বাহারী নামের ফেসিয়ালের নাম আগে শুনি নাই, সেকারণেই মজা করে শেয়ার করেছি। পুরুষদের পার্লার হলেও শেয়ার করতাম। ঈর্ষান্বিত হবার মতো কিছু এখানে নেই।

আপনার পরবর্তী ফেসিয়ালের জন্যে শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.