![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুর্শিদ-উল-আলম
তোমার মুখের হাসি! কী এক অপূর্ব রশ্মি তাতে
যেনো মুসার যাদুর লাঠি ছুঁয়ে নেমেছে প্রপাত
প্রশস্ত আকাশ আলোকিত করে বিশ্বকে মাতাতে
বিচ্ছুরিত হয়, শুষে নেয় নিষুতি নিষিক্ত রাত।
মিশরী উদ্যান থেকে রজনীগন্ধার রঙ মাখা
সহস্র হাজার তারা জ্বলে ওঠে বেআব্রু উল্লাসে
লুটোপুটি খেয়ে আঁকে রংধনুর অগণিত শাঁখা
শত অলংকারে সজ্জিত ওই মুখে ফুল ভাসে।
দুঃখের বরফ-কুচি গলে গলে চোখের পলকে
নন্দিত নির্ঝর হয়ে ছোটে দূর নায়াগ্রার পথে
উবে যায় বুকে বেদনার নীড়, হাসির ঝলকে
চন্দ্র সূর্য় নীহারিকা নৃত্যু করে উচ্ছাসের রথে।
এ হাসিতো হাসি নয়! অনাবিল আনন্দের কুঁড়ি
সমুদ্র সৈকতে মধ্য বসেন্তর পূর্ণিমার জুড়ি।
২| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১:৪৮
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: অদ্ভুত সুন্দর এক কবিতা পড়লাম। প্রিয়তমার মুখের হাসির রূপকল্প সযত্নে দারুন এঁকেছেন।
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৩
কায়সার ইয়াসিন বলেছেন: অপূর্ব .