![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওরা দুই জন
মুর্শিদ-উল-আলম
ইনি বলেন ভুল করিনি
উনি বলেন ভুল
উনি যদি ঠিকই বলেন
ইনি বলেন গুল।
উনি খেলে ইনি রাগেন
ইনি খেলে উনি
দু’জনারে দু’জন বলেন
দুর্নীতিবাজ খুনি।
ইনি বলেন তুই দালাল আর
উনি বলেন ফটকা
কথায় কথায় বলেন দু’জন
চটকা ওরে চকটা।
স্বার্থ নিয়ে ঝগড়া এদের
চলছেরে ভাই রাত দিন
ইনি বলেন আমি ভালো
ওকে সবাই বাদ দিন।
ইনি বলেন তুই ভালো না
উনি বলেন তুই
ইচ্ছে করে দু’জনারে
পাবনা নিয়ে থুই।
্িুু
০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৮
মুর্শিদ-উল-আলম বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৪ বিকাল ৪:০০
স্নিগ্ধ শোভন বলেছেন: