নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!

আমি বিজয় নিয়ে তবেই বাড়ি ফিরব মা...

মোঃ মোসাদ্দেক হোসেন

গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!

মোঃ মোসাদ্দেক হোসেন › বিস্তারিত পোস্টঃ

পিডিএফ ফাইল তৈরি পদ্ধতি জানা থাকলে জানাবেন?

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:৪৪

মাইক্রোসফট ওয়ার্ডের ডুকুমেন্ট কে পিডিএফ ফাইলে স্থানান্তর করার পদ্ধতি কারও জানা থাকলে দোয়া করে জানাবেন। পিডিএফ ফাইল তৈরির এই পদ্ধতি অনুগ্রহ করে জানাবেন। শুভকামনা রইল সকলের জন্য......

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:৪৬

বলশেভিক বলেছেন: http://www.wordtopdf.com/

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: মতামত জানালে ভাল হত....

ওয়েব সাইটটিতে গিয়ে কিছুই বুঝলামনা

২| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫

অল্পভাষী বলেছেন: গুগল এ সার্চ দিয়ে tinypdf সফ্টওয়ারটি ডাউনলোড করে নিন। এরপর প্রিন্টারে যে কোন ডকুমেন্ট যেভাবে প্রিন্ট দেয় ওভাবে প্রিন্ট দিলেই পিডিএফ ফাইল তৈরি হয়ে যাবে।

০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:১০

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ধন্যবাদ

সরাসরি অফিস ওয়ার্ড থেকে ফরমেট সিস্টেম দরকার...

শুভকামনা রইল

৩| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:০৩

মুক্তকণ্ঠ বলেছেন: Microsoft Office 2010 ব্যবহার করুন। এটাতে পিডিএফ হিসেবে ফাইল সেইভ করার অপশন আছে।

০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:০৭

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: প্রিয় মুক্ত কন্ঠ একটু Microsoft Office 2010 ব্যবহারের অপশনটি জানিয়ে দেবেন.......

শুভকামনা রইল

৪| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:০৫

নিকোটিন বলেছেন: Click This Link plugin download করে নিন।

০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:১৯

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: সরাসরি ।অফিস ফাইল থেকে করতে চাই....

শুভকামনা রইল

৫| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:০৬

আয়না বাবা০০৭ বলেছেন: ms officr2007 use koren. save as dia file format e pdf dan

০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:২১

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ms officr ২০০৩ ব্যবহার করি তাই এখন ধেখতে পারলাম না মনেহয়...
২০০৭ ইন্সটল করে চেষ্টা করব.....একটা স্ক্রিন সট ছবি দিলে ভাল হত....

শুভকামনা রইল

৬| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:০৭

মিজভী বাপ্পা বলেছেন: এটা ব্যবহার করে দেখুন।খুব ভাল কাজ করে।

http://www.dopdf.com/

০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:২২

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ধন্যবাদ

অফিস থেকেই করতে পারলে খুবই ভাল হত......

শুভকামনা রইল

৭| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯

টিনটিন` বলেছেন: Click This Link

এখান থেকে PrimoPDF ডাউনলোড করে নেন। সেটাপ দেন। এমএস ওয়ার্ড সহ যেকোন ডকুমেন্ট পিডিএফ করতে চাইলে ডকুমেন্টটা ওপেন করে প্রিন্ট অপশানে যেয়ে প্রিন্টারের যায়গায় পিমো পেডেএফ সিলেক্ট করে প্রিন্ট কমান্ড দিলে পিডিএফ হিসেবে সেভ হবে।

০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:২৪

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ধন্যবাদ....

শুভকামনা রইল

৮| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:১০

পাগলমন২০১১ বলেছেন: Microsoft Office এর file অপশনে গিয়ে save as এ মাউস রাখলে দেখবেন pdf
অপশন আসবে। ব্যস ক্লিক করুন।

০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৩

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: নিচের কমন্ডে একটি সফটায়ার ইন্সটল করার কথা বলা হয়েছে...
এটা ছাড়া নাকি অপশন আসবেনা তা তো আসচেনা.....

শুভকামনা রইল

৯| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:১৬

নুরুল্লাহ মাসুম বলেছেন: http://www.pdf995.com/
পেজ থেকে ডাউনলোড করুন নিচের তিনটি ফাইল:
pdfedit
pdfedithtmlmodule
ps2pdf995
এরপর সমবগুলো ফাইল পিসিতে ইনস্টল করুন। ইনস্টল করার সময় আগে পরের বিষয় আছে, ভয় নেই... একটা না হলে অন্যটা করুন, একে একে সবগুলো ইনস্টল করতে হবে। কাজ শেষ।
এরপর যে ফাইল পিডিএফ করতে চান,সেটি খুলে ব্রাউজারের ফাইল অপশনে গিয়ে "প্রিন্ট" সিলেক্ট করুন।

০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ধন্যবাদ চেষ্টা করে দেখব....

শুভকামনা রইল

১০| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:১৭

নিকোটিন বলেছেন: পাগলমন২০১১, saveaspdf add-in install করা না থাকলে ঐ অপশন আসবে না অফিস ২০০৭ এ।

০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৭

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ধন্যবাদ ....

শুভকামনা রইল.....

শুভেচ্ছা...

১১| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:১৭

নুরুল্লাহ মাসুম বলেছেন: http://www.pdf995.com/
পেজ থেকে ডাউনলোড করুন নিচের তিনটি ফাইল:
pdfedit
pdfedithtmlmodule
ps2pdf995
এরপর সমবগুলো ফাইল পিসিতে ইনস্টল করুন। ইনস্টল করার সময় আগে পরের বিষয় আছে, ভয় নেই... একটা না হলে অন্যটা করুন, একে একে সবগুলো ইনস্টল করতে হবে। কাজ শেষ।
এরপর যে ফাইল পিডিএফ করতে চান,সেটি খুলে ব্রাউজারের ফাইল অপশনে গিয়ে "প্রিন্ট" সিলেক্ট করুন। পিন্টার উইন্ডো এলে ক্রল করে পিন্টার হিসেবে "Óপিডিএফ৯৯৫"Ó সিলেক্ট করুন।
এতে আপনি অফলাইনে থেকেো যে কোন ফাইল বা ছবি পিডিএফ করতে পারবেন।

০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৮

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ধন্যবাদ চেষ্টা করে দেখব....

শুভকামনা রইল.....

শুভেচ্ছা...

১২| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:৩০

নিঃসঙ্গ পথিক.. বলেছেন: PDF24 Creator

এ পর্যন্ত আমার দেখা ও ব্যবহার করা সেরা pdf তৈরীর সফটওয়্যার। এর ব্যবহার পদ্ধতি যেমন সহজ তেমন কার্যকরী। এর দ্বারা আপনি শুধু ওয়ার্ড ডকুমেন্ট নয়, যে কোনো ওয়েব পেইজও pdf আকারে সেভ করে রাখতে পারেন। অনেক সময় ওয়েবে অনেক ফর্ম কিংবা ইভেন্টে রেজিস্ট্রেশন করলে একটি কনফার্মেশন পেজ আসে যা প্রিন্ট করে রাখতে হয়, কিন্তু কাছে প্রিন্টার না থাকায় ভোগান্তিতে পড়তে হয়- এমন অবস্থায় এ সফটটি দারুণ কাজে দেয়।

ব্যবহার পদ্ধতিও অনেক সহজঃ ইনস্টল হওয়ার পর এটি প্রিণ্টার এর মত দেখায়। অর্থাৎ আপনি ms office কিংবা যে কোনো ওয়েবপেজের প্রিন্ট কমান্ডে যেয়ে প্রিণ্টার হিসাবে PDF24 সিলেক্ট করবেন। সফটওয়্যারটি তখন একে pdf আকরে সেভ করে দিবে।

যারা প্রকাশনার কাজে বিজয় ব্যবহার করেন, তারা দেখবেন বিজয় দিয়ে লেখা বাংলা pdf এ রূপান্তর করলে অনেক সময় ফন্ট ভেঙ্গে যায়, এ সফটওয়্যার দিয়ে এ সমস্যা নেই।

সফটওয়্যারটির ডাউনলোড লিংক:

ডাউনলোড

সাইট লিংক: http://www.pdf24.org

০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৭

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ধন্যবাদ চেষ্টা করে দেখব....

শুভকামনা রইল.....

শুভেচ্ছা...

১৩| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৮

মুক্তকণ্ঠ বলেছেন: Office 2010 ইন্সটল করুন। নতুন ফাইল সেইভ করার সময় Save as type-এর জায়গায় PDF (*pdf) নির্বাচন করে সেইভ করুন। ছবিতে দেখানো জায়গায় ক্লিক করলে PDP(*pdf) অপশন পাবেন।

০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ধন্যবাদ প্রিয়......

শুভকামনা রইল.........

আপনাকে প্রিয়তে নিলাম....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.