![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ধর্মবিশ্বাসি পরমতসহিষ্ণু মানুষ। আমি মনে করি ধর্ম বিশ্বাস কখনো কাউকে ক্ষতিগ্রস্থ করে না। ধর্মের উপর যাদের পরিপূর্ণ বিশ্বাস নেই তারাই অপরাধপ্রবণ।
আশা আছে, ভলোবাসা আছে, কেবল তোমার অভাব চারিদিকে।
মুখের বয়ানে কতো সম্প্রীতির তুলোধূনো, সব মেনে নিতে চাই। একদিন তোমাকে পাবো বলে, তখন ভরে দেব রক্তিম সোহাগে, সব অমানিশা কেটে যাবেই যাবে, বেঁচে আছি নিতান্তই সে আশায়।
গ্রীষ্মের এ প্রখর দুপুরে দুষ্টু ছেলেরা হয়তো নানান অবজ্ঞায়,
কখনো তোমায় কুটি-কুটি করছে অবলীলায়,একদিন তারা-ই
জুড়ে-গেঁথে ঠিকঠাক ফিরিয়ে দেবে আমাদের কোলে, দায়িত্ত্বের কাছে।
ডানপিটে কেউ নতজানু হয়ে বলবে "ক্ষমা করে দাও,বড় ভূল হয়েছে"।
যারা পায়ে ঠেলে নীতিবোধ,ধর্মের সুরক্ষিত বর্ম, তারাই তো ফেরে,
হন্ত দন্ত হয়ে নিতান্তই দীন-হীন বেশে, অথবা স্বার্থের ফিকিরে।
দলিত মথিত, জীর্ণ-শীর্ণ, ধর্ষিতা প্রেয়সীর অসহায় ম্লান মুখ,
ঝরাবে হৃদয়ের শোনিত ধারা, তবুও পাবো, প্রিয়া ফেরার সুখ।
দৃষ্যা, তুমি না থাকলে আমি এবং স্বাধীনতা বড় অর্থহীন,
তোমার আমার আজন্ম বন্ধন, তুমি ছাড়া আমি মূল্যহীন। ]
©somewhere in net ltd.