![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্রের মৌলিক বিষয় ৩টা---- ১।(ক)—রাষ্ট্রের অধিবাসীদের মতামতের ভিত্তিতে সর্বজন গৃহীত ( গণভোটের মাধ্যমে অনূন্য ৭৫% জন সমর্থনে অনুমোদিত) আইনের মূলস্তম্ভ বা উৎস (সংবিধান) রচনা করা। সংবিধানে ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা, জাতি গোষ্ঠী, ভাষা সংস্কৃতি,দলমত ইত্যাদি হিসেবে যারা সংখ্যালঘিষ্ট ( মাইনরিটি) তারা যাতে সংখ্যাগরিষ্ঠদের দ্বারা উপেক্ষিত ও নিপীড়িত না হয় তার জন্য তাদের জানমালের নিরাপত্তা ও ধর্মকর্ম, ভাষা সংস্কৃতির অধিকারের গ্যারান্টি ( গ্যারান্টি ক্লজ) থাকতে হবে।
(খ) রাষ্ট্র পরিচালনার জন্য আইন প্রণয়নে সকল দলমত বিবেচনায় নিতে হবে এবং স্থানীয় সংসদ ( ইউনিয়ন সংসদ, উপজেলা সংসদ, জেলা সংসদ) ব্যবস্থার মাধ্যমে সকল জনগণের অংশগ্রহনে আইনের খসড়া অনুমোদনের পর জাতীয় সংসদে যথাযথ পদ্ধতিতে আইন পাশ করতে হবে।
২। প্রণীত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য--- (ক) গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্র কাঠামো এমন হবে যেন রাষ্ট্রীয় বিভাগ সমুহ কতৃক ক্ষমতা ব্যবহারে বিভাজন ও বন্টন নীতি অনুসৃত হয়।বিশেষ করে আইন প্রণয়ন ( সংসদ), আইন প্রয়োগ ( নির্বাহী), আইন ভঙ্গের প্রতিকার ( বিচার) এবং রাষ্ট্রীয় ব্যয় নির্ধারণ ( লজিস্টিক) বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা হয় এবং প্রত্যেক বিভাগ যাতে পরস্পর স্বাধীনভাবে ক্ষমতা ব্যবহার করতে পারে তার নিশ্চয়তা থাকতে হবে।
(খ)—জনগণের দ্বারা রাষ্ট্র পরিচালিত হতে হবে। এজন্য রাষ্ট্রের সকল স্তর ও বিভাগ জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নেতৃত্বে ও কতৃত্বে পরিচালনার জন্য স্থানীয় ও কেন্দ্রীয় স্তরে সংসদ, নির্বাহী, বিচার ও লজিস্টিক (জনবল ও অর্থ সম্পদ) বিভাগ নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হবে।
৩। দায়বদ্ধতা ও জবাবদিহিতার ব্যবস্থা—(ক) রাষ্ট্রের সকল অধিবাসী আইনের কাছে দায়বদ্ধ থাকবে এবং বিচার বিভাগের মাধ্যমে আইনের কাছে জবাবদিহি করবে।
(খ) স্থানীয় সংসদ ( ইউনিয়ন সংসদ, উপজেলা সংসদ, জেলা সংসদ) এবং কেন্দ্রীয় সংসদ ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র পরিচালনাকারী ও রাষ্ট্র ক্ষমতা ব্যবহারকারীগণের জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
©somewhere in net ltd.