নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মুক্তিযোদ্ধা

মুশে হক

সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য পড়তে এবং লিখতে ভালোবাসি।

মুশে হক › বিস্তারিত পোস্টঃ

র্র্যাবের বিলুপ্তি

২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:৫৬

রাষ্ট্রের অন্যতম দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা। কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণ নিরসন ছাড়া নিরাপত্তা বিধান স্থায়ী হয় না।

জানমালের নিরাপত্তার হুমকিকে দুভাগে ভাগ করা যায়— ১।মৌলিক হুমকি (ক) জীবনধারণের পরিবেশ যেমন জলবায়ু, সবুজ বন, নদী জলাশয়, ভূমি, জীব বৈচিত্র প্রভৃতি ( হ্যাবিটাট) নষ্ট হলে জীবন ও ধ্বংসপ্রাপ্ত হয়। (খ) মৌলিক চাহিদা যেমন অন্ন, বস্ত্র, আশ্রয়, চিকিৎসা, শিক্ষা ইত্যাদি পূরণ না হলে জীবন রক্ষা হয় না।

২। সামাজিক হুমকি (ক) রাষ্ট্রীয়- সামাজিক ( Socio- Political) এবং আর্থ- সামাজিক ( Socio- Economic) কারণে এই হুমকি সৃষ্টি হয়। আর্থ- সামাজিক লাভ ও আধিপত্য অর্জনের জন্য রাষ্ট্রীয়- সামাজিক ক্ষমতার দুর্বৃত্তায়ন হলে সমাজে ঘুষ দুর্নীতি, চুরি ডাকাতি, ছিনতাই অপহরণ, গুম খুন, সন্ত্রাস জঙ্গিবাদ ইত্যাদি ঘটে। এগুলিকে আভ্যন্তরীণ হুমকি বলা হয়। (খ) বহি:শত্রু দ্বারা আক্রান্ত হলে তাকে বহিরাগত হুমকি বলা যায় যা থেকে রক্ষা পেতে সামরিক বাহিনী নিয়োগ করা হয়।

সাধারণত: আভ্যন্তরীণ হুমকি তথা ঘুষ দুর্নীতি, চুরি ডাকাতি, ছিনতাই অপহরণ, গুম খুন, সন্ত্রাস জঙ্গিবাদ ইত্যাদি থেকে জনগণের জানমালের নিরাপত্তা দিতে পুলিশ বাহিনী ব্যবহার করা হয় এবং প্রয়োজনে আধা- সামরিক বা সামরিক বাহিনী ব্যবহার করার ও আইন আছে। আলেচিত র্র্যাব পুলিশ বাহিনীর অন্তর্গত তবে বিশেষায়িত কনসেপ্ট হলো দ্রুত ও শক্তিশালী ব্যবস্থা গ্রহন।

সকলেরই জানা আছে যে দ্বৈত শাসন ব্যবস্থা অনিষ্ট করে। সশস্ত্র বাহিনীর জন্য দ্বৈত শাসন ট্রাজিক হয়। আনসার ও বিডিআর এ একাধিক বিদ্রোহের অন্যতম কারণ আর্মি থেকে অফিসার নিয়োগ করা। আর্মি, নেভি, এয়ার ফোর্স, বিজিবি, পুলিশ সব বাহিনী নিজ নিজ আইনের (Act) অধীনে গঠিত।তাদের ডিসিপ্লিন, ক্যারিয়ার সবকিছু উক্ত আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। সিভিল আইনের সাথে পুলিশ আইন কিছুটা সমতুল্য হলেও সামরকি বাহিনীর আইন ( এক্ট) ফৌজদারি ( সিভিল) আইন থেকে একেবারেই ভিন্ন। ভিন্ন ভিন্ন এক্টের অধীনের বিভিন্ন ( আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ) বাহিনী থেকে অফিসার ও ম্যান নিয়ে গঠিত হওয়ায় ডিসিপ্লিন ও আইনের দিক থেকে য়্যাব একটা জগাখিচুড়ি বাহিনীতে পরিণত হয়। সামরিক বাহিনীর সদস্যদের দায়বদ্ধতা সামরিক এক্টের অধীনে তাদের প্যারেন্ট অরগানাইজেশনে থাকায় যখন তাদেরকে পুলিশ আইনের অধীনে আনা হয় তখন দ্বৈত শাসন সৃষ্টি হয়। নিজস্ব আইনের অধীনে বিশেষায়িত বাহিনী গঠন করে ইউনিফায়েড কমান্ড কন্ট্রোল, অপারেশন ও পরিচালনা সঠিক হতে পারে। তবে সবার আগে জনগণের অংশগ্রহনে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ব্যবহৃত না হলে যে কোন বাহিনী গণবিরোধী, অত্যাচার ও নিপীড়ণমূলক বাহিনীতে পরিণত হয়।





মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৪ রাত ৮:৪৯

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: র্যাবের বিলুপ্তি জরুরী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.