নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মায়ানমারের পরিকল্পিত রোহিঙ্গা বিতাড়ন কর্মসুচির আওতায় রোহিঙ্গা জনগোষ্ঠির সীমান্ত অতিক্রম এখন বাংলাদেশের জন্য কঠিন বাস্তবতা। পূর্বের ৪ লক্ষ ও এবারের প্রায় ২ লক্ষ (সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ৪ লক্ষ) রোহিঙ্গা জনগোষ্ঠির প্রবেশ কক্সবাজার-চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পুর্বের অস্থিরতার সাথে নতুন করে কতটুকু অস্থিরতা ছড়াবে, উটপাখির মত বালুতে মুখ বুঝে থাকা আমাদের তা বুঝতে বেশী সময় লাগবে না।
১৭ কোটি মানুষের নিরাপত্তা ও প্রায় ৫৬ হাজার বর্গমাইলের ভুখন্ডকে অখন্ড রাখার স্বার্থে জরুরিভিত্তিতে নিন্মোক্ত পদক্ষেপগুলি এখনই নিতে হবে:
১) সর্বপ্রথম দরকার নিবন্ধিত বা অনিবন্ধিত শরণার্থি শিবিরকে আইসোলেটেড করে দেয়া।
২) নতুন আগত শরণার্থিদের চিহ্নিত করে নির্দিশ্ট এলাকায় ক্যাম্প স্থাপন করে আপাত অবস্থানের ব্যাবস্থা করা ও সম্ভব দ্রুততার ভিতর ইউএনএইচসিআর কর্তৃক নিবন্ধিত করা।
৩) রোহিঙ্গাদের সেন্ট্রাল ডাটাবেইস তৈরি করা ও তাদেরকে জন্মনিয়ন্ত্রনে বাধ্য করা।
৪) দেশী-বিদেশী সংবাদ মাধ্যমকে ঐ এলাকায় ভ্রমণ বা সংবাদ সংগ্রহের বিষয়ে কঠোর নিয়ন্ত্রণ আরোপন।
৫) সংশ্লিষ্ট বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে ইলেক্ট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়াকে সেল্প সেন্সরশিপে বাধ্য করা।
৬) বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠি সংক্রান্ত যেকোন নিউজের একমাত্র উৎস হবে সরকারী বিবৃতি, অন্য কিছু নয়।
৭) রামু সেনানিবাসকে কেন্দ্র করে পার্বত্য অঞ্চলের মত ব্যাপক ক্ষমতা দিয়ে সেনা ও নৌবাহিনীকে পুরো অঞ্চলে নিয়োগ করা এবং ট্রুপের সংখ্যা ব্যাপকভাবে বাড়ানো।
৮) শরণার্থিদের ত্রানসহায়তা একমাত্র সরকারী নিয়ন্ত্রণে করার ব্যাবস্থা করা।ব্যাক্তি বা প্রাতিষ্ঠানিকভাবে সহায়তা করার কারও ইচ্ছে থাকলে সেটা সরকারী ভান্ডারে জমা করে তারপর নিয়ন্ত্রিত ভাবেই করতে বাধ্য করা। কোনভাবেই কাউকে ব্যাক্তিগত উদ্যোগ বা সাংগঠনিক উদ্যোগ প্রদর্শনের সুযোগ না দেয়া।
৯) রোহিঙ্গা-বাংলাদেশী বিয়ে নিষিদ্ধ করাতেই থেমে না থেকে সেটাকে কঠোরভাবে মনিটর করা। কেউ অাইন অমান্য করলে সেক্ষেত্রে সর্ব্বোচ্চ শাস্তির ব্যাবস্থা করা।
১০) পূর্বেই অাগত রোহিঙ্গাদের কক্সবাজার থেকে সরিয়ে বিচ্ছিন্ন দ্বীপে অাপাত পুনর্বাসনের বিষয়ে কিছুদিন আগে নেয়া সরকারী উদ্যোগ দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নেয়া।
১১) সেখানকার সাধারন জনসাধারনকে রোহিঙ্গা ইস্যুতে ব্যাপকভাবে সচেতন করে তোলা, যেটা সরকারের সিভিল প্রশাসন ও স্থানীয় পরিক্ষিত রাজনৈতিক নেতৃত্ব কেন্দ্রের নির্দেশে বাস্তবায়ন করবে।সুবিধাপ্রাপ্ত ধান্ধাবাজদের বিষয়ে কঠোরতা প্রদর্শন করা।
১২) রোহিঙ্গাদেরকে নিজ দেশে ফেরত নেবার জন্য মায়ানমারের উপর ব্যাপক চাপ সৃস্টি করার জন্য আন্তর্জাতিক ফোরামে উত্থাপন।জাতিসংঘের বিভিন্ন সংস্থা আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে এটাকে ত্বরান্বিত করতে পারে।
১৩) মায়ানমারের রাখাইনে অস্থিরতা বন্ধের বিষয়ে তাদের উপর ব্যাপক চাপ প্রয়োগ, বিশেষ করে পারফেক্ট ডিপ্লোমেসির মাধ্যমে চীন ও ভারতকে এক্ষেত্রে বাংলাদেশ সাথে পেতে পারে ।
১৪) স্থানীয় ধর্মিয় লিডার ও ধর্মিয় সংগঠন বিষয়ে ব্যাপক স্টাডি ও প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ।
১৫) রোহিঙ্গাদের ত্রাণ ইস্যুতে দাতাসংস্থাগুলির উপর কঠোরভাবে মনিটরিং ও নিয়ন্ত্রণ আরোপ।
এসংক্রান্ত পূর্বের দুটি পোষ্ট
ক) নতুন করে রোহিঙ্গা ইস্যু : বাংলাদেশকে সাবধান হতে হবে এখনই
খ) মায়ানমারের দাঙ্গা : দায় কি শুধুই বাংলাদেশের ?
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৩
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অনেক ধন্যবাদ, দেশটাকে অখন্ড ও নিরাপদ রাখতে হবে সবার আগে।
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৮
চাঁদগাজী বলেছেন:
বর্তমান পরিস্হিতিকে কন্ট্রোলে রাখার জন্য এ ভাবনা ভাবতে হবে সরকারকে, হয়তো।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৫
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: হুট করে চিন্তা থেকেই এই বিষয়গুলির উল্লেখ করলাম, যেখানে ১৭ কোটি মানুষের নিরাপত্তা জড়িত এবং দেশের অখন্ডতা জড়িত সেখানে যত দ্রুত সম্ভব স্টেপ ফেলতে হবে..........
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৬
সোহানী বলেছেন: সহমত প্রতিটি পয়েন্টে কিন্তু যাদের ভাবার কথা তারা কি এ বিষয়ে তাকাবে? তারপর ও আমাদেরকে আমাদের দায়িত্ব পালন করতে হবে, সবাইকে সচেতন করতে হবে। কারন এ সমস্যা কিছুদিনের জন্য নয়, এটি দীর্ঘমেয়াদী সমস্যা।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৫
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সোহানী, সাথে থাকার জন্য...............। "চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপনে পৃথিবীর সরাব জঞ্জাল"
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৯
আবু তালেব শেখ বলেছেন: মনে হয় ঠিক বলেছেন
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১২
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: কনফিউশন কেনো ভাই ?
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪২
আবু তালেব শেখ বলেছেন: কনফিউশন হচ্ছে এখানে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। আঞলিক সমস্যায় সীমাবদ্ধ নেই। এখন এই শরনার্থি মিয়ানমারে ফেরত পাঠাতে কোন আলোচনায় কাজ দেবে না মনে হচ্চে কারন বার্মিজরা রোহিংগা নির্মুলে আদা জল খেয়ে লেগেছে। কার কার সমর্থনে করছে নিশ্চয় হইতো জানেন। আমরা এই রোহিংগাদের না পারচি আশ্রয় দিতে না পারছি মৃত্যু মুখে ঠেলে দিতে।। Click This Link
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আপনার লিংক দেয়া সেই পোস্টটি অাগেই দেখেছি, ঠিক বলেছেন সেখানে। আপনি আামার এই পোস্টের নিচে দুটি পুরোনো পোস্টের লিঙ্ক দেয়া আছে, অনুগ্রহ করে দেখবেন, ভাল লাগবে আশাকরি এবং নতুন ভাবনার খোরাকও পাবেন।
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৭
আবু তালেব শেখ বলেছেন: পড়লাম এবং সহমত
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩১
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অনেক ধন্যবাদ, সাথে থাকার জন্য
৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৯
চাঁদগাজী বলেছেন:
সরকার কি করছে, কি করবে, কিছুই পরিস্কারভাবে বলার মতো অবস্হানে নেই; কারণ, সরকারের কোন সঠিক পলিসি নেই।
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২২
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: গত কয়েকদির তাদের কর্মকান্ড দেখে শুনে অামার কাছেও তাই মনে হচ্ছে..........। ইলেকশন সামনে থাকায় পাবলিক সেন্টিমেন্ট এর কথা চিন্তা করে সরকার বর্ডারে কড়াকড়ি করেনি এটা এখন প্রতিষ্ঠিত। কিন্তু নিজেদের প্ল্যান কি তাও জানানোর মত অবস্থায় নেই এটা খুবই দূ:খজনক..................
৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৪
কুকরা বলেছেন: নিজেকে রোহিংগা হিসাবে চিন্তা করলে এই লেখাটা লিখতে পারতেন?
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আপনার আবেগকে সম্মান দেখিয়ে বলছি, এটা দেশের স্বার্থে নিরেট বাস্তবতা
৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২২
চাঁদগাজী বলেছেন:
রোহিংগাদের নিয়ে সরকারের পলিসি মানুষকে জানানোর দরকার ছিলো।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩১
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: দুঃখটা সেখানেই, সরকার হয়তো ভাবছে, আমরা যা খুশি করবো, সাধারন মানুষকে জানানোর দরকার নাই। এই ভাবনাটা যে কতটা ইমম্যাচিউর তা তাদেরকে কে বুঝাবে ? আমরা তারপরও চিৎকার করেই যাব দেশের কথা ভেবে, দেশের মানুষের কথা ভেবে..........
১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৮
আখেনাটেন বলেছেন: রোহিঙ্গাদের মানবিকদিক বিবেচনায় নিয়ে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে পরিবেশ, প্রতিবেশ ও রাষ্ট্রিয়ভাবে বিপর্যয় নেমে অাসতে পারে।
এসব কিছু জাতিসংঘকে পাশে নিয়ে অান্তর্জাতিকভাবে করা দরকার। একটু ভুল চাল বাংলাদেশের বিপদের কারণ হতে পারে।
সহমত।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩১
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: পারফেক্ট বলেছেন, একটু ভুলই আমাদের বিপদের কারন হবে.............
১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৫৩
চাঁদগাজী বলেছেন:
সরকার জোড়াতালি দিয়ে অনেক কিছুই করবে; সরকারের পদক্ষেপগুলো মানুষ কখনো জানবে না
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৩
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: খুবই দুঃখজনক হবে বিষয়টি সেরকম হলে, সাধারন মানুষকে আস্থায় নিয়েই যা করার করতে হবে, নাহলে এই যে গ্যাপ তা দিনদিন জটিলতা বাড়াবে, এমনিতেই এই রোহিঙ্গা জনগোষ্ঠির কারনে ঐ রিজিয়ন চোরাবালিতে রূপ নিতে যাচ্ছে...............
১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯
এডওয়ার্ড মায়া বলেছেন: পরামর্শ গুলো কাজের।
কর্তৃপক্ষ আপনার পরামর্শ ভেবে দেখতে পারে।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৭
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই নিজের যায়গা থেকে চেষ্টা করে যেতে হবে আমাদের উত্তরপুরুষের ভাল ভবিষ্যতের জন্য.......। এই পোস্ট টি আমি পররাস্ট্রপ্রতিমন্ত্রীর ফেসবুক পেজে উনার রিলেটেড পোস্টে লিংক আকারে দিয়েছি সেই প্রথমেই যেনো নীতিনির্ধারকদের চোখে পড়ে....................
১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০২
উম্মু আবদুল্লাহ বলেছেন: সবগুলোর সাথে একমত নই। তবে সতর্কতা কাম্য।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২০
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। তবে আজ হোক কাল হোক প্রায় সবগুলিই বাস্তবায়ন করতে হবে এই দেশটাকে অখন্ড ও নিরাপদ রাখতে চাইলে.........
১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৭
চাঁদগাজী বলেছেন:
টেকনাফের লোকজন রোহিংগাদের উপর যে অত্যাচার করছে, তা বার্মার কাছাকাছি
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৪
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: সারভাইভেল অব দ্য ফিটেস্ট.............কথাটাই বেঁচে থাকার জন্য সবচাইতে বড় সত্যি। টেকনাফের লোকজন তা করবে এটাই স্বাভাবিক, তা না হলে তারাই একসময় সংখ্যালঘু হয়ে যাবে এটা তাদের ইনট্যুইশন থেকে তারা বুঝতে পারে........
©somewhere in net ltd.
১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৫
সনেট কবি বলেছেন: খুব সুন্দর বলেছেন।