নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলা ছেলের ব্লগ

পাগলা ছেলের... আউলা ব্লগ... যা বুঝি তাই লিখি... মাথা কম ঘামাই

আহমাদ মুজতবা

অনেক বড় কিছু হবার স্বপ্ন দেখি

আহমাদ মুজতবা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের স্বৈরতন্ত্র, তত্ত্বাবধায়ক সরকার ও অন্যান্য নিয়ে কিছু কথা...

০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৩০

এইখানে সম্পূর্ণ যা বলছি তা আমার নিজের ভাবনার আলোকে... যে কোন ভুল নিজ গুনে ক্ষমা করে দিবেন, আশা করি।



সবচেয়ে যেই মন্তব্য বেশী পাওয়া গেছে তা হল আমার ছড়ার সব কথা ঠিক নয়। আমিও জানি কিছু আমি শুধু মাত্র ছন্দে মিলা রাখবার জন্য নিজ থেকে যোগ করেছি। তা আপনাদের অবশ্যই বুঝে নেয়া উচিত ছিলো।



আমি ছোট হিসেবে যা লিখেছি তাকে গুরুত্ব না দিয়ে গুটি কয়েক লোক বিতর্কের সৃষ্টি করে। আমার মতে তারা জামাতের চেলা ছাড়া কিছুই না।



কারণ জামাত নিয়ে আমার একটা পুস্টে তাদের আঘাত করে কথা বলা হয়েছে। এখন তারা তাই নিয়ে খুবই অপমানিত হয়ে মনে হয় রেগেমেগে এমনটি করছেন।



আসল কথায় ফিরে আসি... আমি পয়েন্ট টু পয়েন্ট বলছি নিম্নে...



১। আমাদের দেশ একটি গণতান্ত্রিক দেশ এইখানে এখন বিরাজ করছে স্বৈরতন্ত্র। যা আমাদের দেশের ইমেজকে নষ্ট করে দিচ্ছে।



২। স্বাধীন হয়েও জনগন এখন প্রায় সরকারের কাছে পরাধীন। যেভাবে সব বিষয়ে সরকার হস্তক্ষেপ করছেন তা পূর্বে কখনো হয় নাই। সংবিধান অনুসারে তা আমাদের মৌলিক অধিকারের কথা অবশ্যই মনে করিয়ে দেয়।



৩। যেই সব সরকার কে শুধুমাত্র হ্যারাস করা হল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য তাদের নামিয়ে নতুন সরকার কি করছে???

তা আপনারাই দেখছেন।



৪। সম্পূর্ণ ষড়যন্ত্র করে আমাদের ঘরোয়া এবং ছাত্র রাজনীতি

বন্ধ করা হয়েছে, এমনকি রাজনৈতিক দল গুলোকে কৌশলে ভেঙ্গে ফেলা হচ্ছে।



তাহলে দেখা যাচ্ছে নির্বাচন হবার সম্ভাবনা আস্তে আস্তে বিলুপ্ত প্রায়। অথচ এই সরকারের মূল দায়িত্ব নির্বাচন করা এইসব দূর্ণীতি দমন নয়।

নির্বাচন না হলে কি দাঁড়াবে ভবিষ্যত পরিস্থিতি ভেবে দেখেছেন কি??

আপনি যেইসব সমস্যা বলেছেন তা কম-বেশি সব দেশেই আছে। তা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই...

মাথায় রাখুন

এইভাবে দেশকে যে কোন এক অজানা শক্তি চর্বন করছে... কেন করছে??? এর জন্য ফলাফল কি দাঁড়াবে আল্টিমেইটলি।



মিঃ না,হ... মিঃ সো, বা র কাছে জানতে চাই।

মন্তব্য ৪৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৮

আহমাদ মুজতবা বলেছেন: কি সোনার বাংলা এবং নাজির ভাই?

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২২

বিজ্ঞ পোকা বলেছেন: ক্ষমা করিয়া দিলাম

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৩৭

কিন্তু কি বলেছেন: পিচ্চির কমেন্টে কিন্তু ধার আচে।
৫ দিলাম

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৪১

কিন্তু কি বলেছেন: দলে দলে ৫ দিন

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৪৭

এস্কিমো বলেছেন: পিচ্ছিতো দেখি বড়দের মতো কথা বলেরে...
৫ দিলাম!

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৪৮

সারওয়ারচৌধুরী বলেছেন: 'স্বাধীন হয়েও জনগন এখন প্রায় সরকারের কাছে পরাধীন।'
আমাদের দেশের অধিকাংশ মানুষ যতক্ষণ না বিবেকবান এবং এনলাইটেন্ড হবেন ততক্ষণ পর্যন্ত স্বাধীনতার মুল্য বুঝবে না। বর্ণড ক্রিমিনালগুলো স্বাধীনতার অপব্যবহার করে।
কিছু প্রাসঙ্গিক প্রশ্ন উত্থাপন করেছেন তাই ৫

আর বর্তমান বিশ্বে প্রায় সকল জাতি-রাষ্ট্রের সার্বভৌমত্ব অপমানিত ও লুন্ঠিত হচ্ছে বিশ্বায়নের দোহাই দিয়ে। কই যাবেন কন?

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৫১

এস্কিমো বলেছেন: ১)বর্ণড ক্রিমিনালগুলো স্বাধীনতার অপব্যবহার করে।
২)বর্তমান বিশ্বে প্রায় সকল জাতি-রাষ্ট্রের সার্বভৌমত্ব অপমানিত ও লুন্ঠিত হচ্ছে বিশ্বায়নের দোহাই দিয়ে।

দু্ইটা বিষয় কি পরষ্পর বিরোধী হলো কিনা বুঝতে পারছিনা !

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৫৩

কিন্তু কি বলেছেন: সারোয়ার কি বিশ্বায়নের বিরুদ্ধে নাকি?

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:০৩

সারওয়ারচৌধুরী বলেছেন: @এস্কিমো, না দেশের অমঙ্গলের জন্য এ দুটোও কারণও বিদ্যমান।

ডাক্তার
বিশ্বায়নকে মানবিকীকরণের দরকার আছে। পুঁজিবাদীদের হাতে ছাইড়া দিলে তোমার বুশে সকলের কান্দে বন্দুক শিকার করবো। আর হেইডাই অইতাছে বর্তমানে।

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:০৬

কিন্তু কি বলেছেন: বিশ্বায়ন মানে হইতেসে ওপেন মার্কেট সেটা পুজিবাদি সিস্টেম ছাড়া কেমতে হইবেক

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:০৮

সারওয়ারচৌধুরী বলেছেন: পুঁজিবাদটাকে একটু ঘষামাজা কইরা মানবিক করনের কথা কইতাসি।

১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:১৫

কিন্তু কি বলেছেন: সারোয়ার ভাইডি আননেসেসারি সোস্যাল আম্ব্রেলা মার্কেট ইকোনমি বানায়না। যাই হোক এটা একন এ টীমের এজেন্ডায় নাই পরে কখনও

১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:১৫

এস্কিমো বলেছেন: বর্ণড ক্রিমিনাল - মানে কি বুঝাতে চেয়েছেন?

১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:১৭

কিন্তু কি বলেছেন: এস্কিমো বর্নড এন্ড রেইসড ক্রিমিনাল বলতে আমি বুঝি ওয়ালি আর ওয়ামীর মত মানুষরে

১৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:১৮

অ্যালন বলেছেন: ভাল লিখছো..৫..

তবে কিছু দিন পলাইয়া থাইকো..কিংবা দাড়ি-মোস লাইগাইয়া ঘুইরো....

১৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:২৩

সারওয়ারচৌধুরী বলেছেন: @এস্কিমো, খেয়াল করলেই দেখবেন, প্রত্যেকটি দেশেই কিছু লোক সকল প্রকার নীতি নৈতিকতার মাথা খেয়ে খামাখা প্যাচ লাগাইয়া অরাজকতার সৃষ্টি করে। এদের সম্পর্কে এক সায়েন্টিফিক গবেষণায় বলা হয়েছে- 'দেয়ার ক্রিমিনালিটি এনকোডেড ইন দেয়ার জিন'।
উদাহরণ দিলে বলতে পারি আমাদের দেশের 'বাংলা ভাই' টাইপ মানুষ।

১৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:৩৩

আহমাদ মুজতবা বলেছেন: সবাইকে ধন্যবাদ।

৫ দিন দলে দলে।

দেরীতে হলেও।

১৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:৪১

আহমাদ মুজতবা বলেছেন: জামাত নিধন সকল সমস্যার সমাধান।

১৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:০৭

নাজিরুল হক বলেছেন: প্রোফাইলে উদয়ন কলেজ লেখা। কিন্তু বেশীর ভাগ সময় দেখি গভীর রাইতে লগিন করেন। ব্যাপারটা কি?

দেশের রাজনীতি নিয়ে তো ভাল মাথা ঘামাচ্ছেন। ভাল খুব ভাল। দেশে সুস্থ গনতন্ত্রের জন্য আমি এই সরকারকে বছর খানেক সময় দিতে চাই। পরে দেখি এরা কোথায় গিয়ে ঠেকে। দেশের ভাবমূর্তি নিয়ে আপনার আমার খুব মাথা ব্যাথা হলেও বিদেশী দূতাবাস গুলো এই সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে।

অকল্পনীয় কাজ গুলো করে দেখানোর জন্য এই সরকার এখন জনপ্রিয়তা হারাচ্ছে। সরকারের আসল উদ্দেশ্য হল মাইনাস টু ফরমুলা। মানে দুই নেত্রীকে তারা আর দেশের ক্ষমতায় আসতে দিতে চায় না। এরাই দেশের সর্বনাশের মূল। এই দুই মহিলা সতিনের মতো আচরণ করে। একজন আরেকজনকে দেখলে গা জ্বলে যেত। এরা গনতন্ত্রের থারে কাছেও নেই। তাদের চেয়ে ভাল এই সরকারের আপনার কাতঅয় স্বৈর শাসন ।

২০| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:০৭

আহমাদ মুজতবা বলেছেন: নাম বদলানোর জন্য দুঃখিত

৫ আর কই??

২১| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:২২

আহমাদ মুজতবা বলেছেন: আপনি কি জানেন না কলেজ যে বন্ধ ???
তাই গভীর রাতে লগিন করি।
কেন জামাতের বিরুদ্ধে কথা বলি দেখে কি খুব সমস্যা হয়??

ভাইয়া অনেক সময়
বিরাট বড় কিছুর মাঝে থাকে শূণ্যতা
আর কখনও ছোটর মাঝে থাকে পূর্ণতা, তখন ছোট করে কি? শূন্যের দিকে সাহায্যের হাত বাড়ায়।

আপনার মাথায় যে কত বড় শূন্যতা তার প্রমাণ দিলেন ......
বিদেশী দূতাবাসের কথা বলে। তারা আমাদের ভালো কখনই চায় না, আমি যে অজানা শক্তির কথা বলেছি সে শক্তিই হল বিদেশী শক্তি যা আমাদের ধ্বংসের মূল কারণ। তারাই চাচ্ছে এখানে অরাজকতা সৃষ্টি করতে। এটা সবাই জানে তারপরেও আপনি তাদের পা ধুইয়া পানি নিলেন কেন বুঝলাম না??

দুই নেত্রী ক্ষমতায় আছে বলে সর্বনাশের মূল। আপনি ক্ষমতায় থাকলে আপনিও সর্বনাশের মূল হতেন। ক্ষমতা সবসময়ই মানুষকে খারাপ করে। সেইটা স্বাভাবিক... জর্জ বুশের কথা ভেবে দেখুন...

কলেজ বন্ধ থাকবে, দেশের অর্থনীতি বুড়িয়ে যাবে, ক্ষুদ্র ব্যাবসা বন্ধ হবে, খুন খারাপি বাড়বে, দ্রব্যমূল্যের দাম বাড়বে, ফাঁক তালে আমাদের কুপোকাত করবে বহির্বিশ্বের কোন শক্তি। এইটাই কি স্বৈরতন্ত্রের সফলতা ??

এই সরকার আসলে কিছুই না কয়েকটী দেশের হাতের পুতুল মাত্র।

আপনি জামাত না কি বুঝলাম না একেক বার একেক কথা বলেন। এরা এক কালে জামাত ছিলো জামাত চ্যুত হয়ে এদের এখন মাথা খারাপ হবার যোগাড়... সম্ভবত।

প্লিস ডোন্ট মাইন্ড তর্কের খাতিরে কিছু শোনা লাগে ও বলা লাগে। নইলে জমে না।

২২| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:২৮

নাজিরুল হক বলেছেন: আমার মাথা শুন্য বলেই তো আপনার ব্লগ পড়ি একটু ভরার জন্য।
আমার লেখার সাথে কি জামাত শব্দটা পাইছেন? আর এই কি দেখাতে পারবেন যে আমি জামাত নিয়ে পোষ্টাইছি বা জামাত প্রীতি দেখাইছি। ভাইজান কোন একটা বিষয়কে এক করে দেখলে বা ভাবলে হয়না। সেখানে ভুল হয়ে যায়। কোন মানুষই পরিপূর্ণ ভাবে সকল গুনের অধিকারী নয়। তেমনি কোন সরকারও। মানু যেমন অনেক ভাল কাজের মধ্যে কিছু খারাপ কাজও করে ফেলে, তেমনী সরকারও।

২৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৩৬

নাজিরুল হক বলেছেন: মানুষের স্বভাব হল কমেন্ট করা।
একটা ঘটনা বলি: এক ভদ্র লোক বিমানের ট্রিকেট নিয়ে এয়ারপোর্টে গিয়ে দেখে সে বিমান তাকে ছেরে চলে গেছে। সে আফসোস করকে লাগলো। তার আশ পাশের লোকজনও নানা কথা বলছিল। কেউ বলছিল, আজারে ব্যাচারার সময় গেল, এত গুলো টাকাও গেল। (ধরুন সে লোক ট্রিকেটের টাকা ফেরত পাবেনা) একটু পরে খবর এর যে বিমানটা কিছুক্ষন আগে ছেরে গিয়েছিল সেটা যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্ধস্থ হয়েছে। তখন সবাই বলছিল You are really lucky.

আশা করি কিছুটা বুঝাতে পেরেছি। এই সরকার যখন ক্ষমতা ছেরে যাবে আর আমরা যখন দেশে কোন ভাল সরকার পাবো তখন হয়তো এই আমরাই বলবো, গত সরকারের Reform এর কারণেই আমরা আজ এই সরকার পেয়েছি।

২৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৩৮

কিন্তু কি বলেছেন: নাজির শাইল মুজতবা তো কয় উল্টাও হইতে পারে

২৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৩৮

সোনার বাংলা বলেছেন: হা হা হা
তুমি তাহলে আমার মন্তব্য আশা করতেছো!
ভালো লাগতেছে। দেখ ভাই তোমার উপরে আমার কোন রাগ নাই। তাই বলে তোমার সব বিষয়ের সাথে একমত হইতে হবে এমন কোন ধারনায় আমি
বিশ্বাস করি না। যাই হোক আমি চাই না আমার
মন্তব্যে তুমি বা অন্য কেউ দুঃখ পাক।কোন
মিথ্যে বাহাবা আমি দিতে পারবো না! তুমি আমাকে
যাই ভাবো। আমি তো তোমাকেই আগেই বলেছি
আমি এই রকমই।
তুমি ভুল স্বীকার করেছো তাই তোমাকে ধন্যবাদ।
আর ছন্দ মিলিয়ে কি লাভ করলে তুমি? যদি আরেকটু চেষ্টা করতে তাহলে নিশ্চয় সঠিক ছন্দ
পেতে ।তোমার ভুলে মাখা ছন্দের গুন কি সকলই
বুঝতে পারছিলো?মনে হয় না। আর রাজাকারদের
গালি দিয়েছো তাই সমালোচনা করেছি তা ঠিক না!
আসল কথা হইলো তুমি যাদের পক্ষ নিয়া কথা
গুলা বলেছো তারা তো সে রকম না।

১।এখন তো স্বৈরতন্ত্র চলতেছে না! আর ইমেজ
কখন ভালো ছিলো ১১ তারিখের আগে? গত সরকার
বা তার আগের শাসন ব্যবস্হায় কি গনতন্ত্র ছিলো?
২.স্বাধীন হয়েও জনগন এখন প্রায় সরকারের কাছে পরাধীন। যেভাবে সব বিষয়ে সরকার হস্তক্ষেপ করছেন তা পূর্বে কখনো হয় নাই।
>তুমি পূর্বের কাহিনী জানো? হস্তক্ষেপ করার জন্য
রাজনীতিবিদেরা বাধ্য করেছে।যারা এখন গনতন্ত্রের
জন্য চোখের জল পালাইতাছে তারা কি তোমার মতো চিন্তা করে ছিলো?মনে হয় না! অতএব এই
সাময়িক কষ্টের জন্য এই সরকার কে দোষ দেয়া
উচিত না,শেষ সময় পর্যন্ত অপেক্ষা করো দয়া করে।
৩.যারা ৫ বছরে পারে নাই তাদের দোষ নাই! আর
বর্তমান সরকার ৬ মাসে পারে নাই বা চেষ্টা কি
করতেছে না? ৬মাসের দোষে তোমার মাথায় কাজ
করতেছে আর ৫বছর পুরা মাফ!
৪. নাচতে না জানলে যে উঠান বাঁকা !তা নিশ্চয়
জানো। রাজনীতির নামে সাধারন মানুষের অধিকারে
হস্তক্ষেপ করা কে কি রাজনীতি বলে? এই পর্যন্ত
আমাদের কোন নেতা নেত্রী কি বলেছে যে হরতাল মিছিলের সময় যেন সাধারন মানুষের কোন ক্ষতি
যেন না হয়! দেখো হরতাল বা মিছিল করা যেমন গনতন্ত্রিক অধিকার, তেমনই তা যে কেউ মানতে
বাধ্য না।কিন্তু আমাদের সে গনতান্ত্রিক দল গুলো
কি তা করেছে?

আর নির্বাচনের সম্ভাবনা বিলুপ্ত তোমাকে কে বলেছে? আর বিলুপ্ত কখন হয় সময় ফেরিয়ে যাবার
পর? না কি সময় থাকার পরে ও?

যাই হোক তোমার সব বিষয়ের সাথে আমি একমত
না! যেমন তুমি আমার সাথে।এইটারে কি বলে
তুমি বলো? ডাক্তার ভাইয়ের কারনে আজকে তোমারে ৫ দিলাম।

২৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৪২

নাজিরুল হক বলেছেন: কিন্তু কি , কি আইজুদ্দিন গ্রুপের কেউ নাকি। আইজুদ্দিনের ও হাসিব গ্রপে আছে অনেকে। মানে একই ব্যাক্তির এসব নিক।

২৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৪৪

এস্কিমো বলেছেন: ৫ তো আগেই দিছি!

সোনার বাংলার কমেন্ট পইড়া মাথা ঘুড়াইতাছে..ভাইরে সোজা ভাষা কথা কবে থেকে বলা শুরু করবেন।

হাসিনা/খালেদাতো ইতিহাস..নতুন একটা রেকর্ড লাগান...

২৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৪৬

কিন্তু কি বলেছেন: নাজিরুল না সে গ্রুপের মেম্বার অনেকে, ১ জন না। আর হাসিব থাকে জার্মানি তে আর আইজুদ্দিন থাকে আমরিকাতে আর প্রচুর লোক থাকে কানাডায়

২৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৪৭

এস্কিমো বলেছেন: নাজিরুল হক -
এই ব্লগে কোন গ্রুপ নাই....দয়া করে বিভাজন তৈরী করবেন না...

৩০| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৪৮

সোনার বাংলা বলেছেন: আর দূর্নীতি দমন করাতে কি তোমার চেনা জানা
কারো সমস্যা হইতেছে?
বিদেশী শক্তির ঢোল বাজাইয়া আর কতকাল
হাসিনা খালেদা গং রাজনীতি করবো! আবার তারাই
তো সে বিদেশীদের কাছে যায় বা গিয়ে ছিলো!
তোমার কি মনে নাই বিভিন্ন ডিনার পার্টির কথা?
বা জলিলের সে বানীর কথা?
"৭১রে আমাদের সাহায্য করেছেন।এখন আমাদের
আবার সাহায্যো করুন।"

৩১| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৪৮

আহমাদ মুজতবা বলেছেন: নাজির ভাইয়া সমঝোতায় আসার জন্য ধন্যবাদ।

রাশেদ ভাইয়া তুমি আবার ৫ দিছো কমেন্ট ছাড়া??
হেহেহেহে

সোনার বাংলা ভাইয় আপনার উত্তর ভেবে চিন্তে দিবো এখন না।

৩২| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৫০

কিন্তু কি বলেছেন: এস্কিমো দ্বিমত গ্রুপ অবশ্যই আচে, যে ব্লে ওয়ামী আর ওয়ালী আচে সেখানে গ্রুপ আচে। আর আমি সে গ্রুপের কতা কইতাসি

৩৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৫৯

সোনার বাংলা বলেছেন: এস্কিমো@ভাই,ইতিহাস হয়নি এখনো! আর ইতিহাস হইলে কি বলতে মানা?অবশ্যই না।
তারা যে কত নিচু স্তরের তা নিশ্চয় জানেন।
শুধু ক্ষমতার জন্য তারা কি করে নাই।যা কিছু
সম্ভব অসম্ভব সব কিছুই করেছে। তারা কি চিন্তা
করেছিলো দেশের কি হবে?মনে হয় না। তারা
গনতন্ত্রের নামে ক্ষমতার রাজনীতি করেছে।
দেশ না থাকলে কিসের গনতন্ত্র আর কিসের নেতা
নেত্রী। আজকের অবস্হা কেন আগামী ১০/১৫ বছরের বাংলাদেশের অবস্হার জন্য তারা দায়ী
থাকবে। "অতীতই আগামীর স্বপ্ন দেখায় আর বর্তমান অতীতের ফল।"

৩৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:০১

আহমাদ মুজতবা বলেছেন: ১. ভাইয়া কোন কালে ইমেজ ভালো থাকুক আর না থাকুক এইভাবে সংবিধান অমান্য করে আমাদের দেশের নাম হয়ে যাবে...

স্বৈরতান্ত্রিক বাংলাদেশ তা কি করে মানা যায়??

২. দেশের মুল ছাত্র সমাজকে পংগু করে দেয়া হয়েছে তাহলে কিভাবে আর আমরা স্বাধীন থাকলাম।

৩। ভার্সিটির ছাত্রদের পিটায়া শালার আর্মি হারামজাদারা যেই ন্যাক্কার জনক ঘটনা সৃষ্টি করেছে তার দলিল কেবল ভাষা আন্দোলনের সময়ই পাওয়া যায়।
আমরা কি আরেকটা যুদ্ধের দিকে এগুচ্ছি??

৪. হরতালের জন্য দায়ী সম্পূর্ণ আওয়ামিলীগ।
তারা তো অমানুষ। যদিও আমি বি,এন,পি ও করি না আমি কিন্তুক নিরপেক্ষ।

বুঝলাম না ডাক্তারের জন্য আমাকে ১ দিবেন কেন?

নির্বাচন নিয়ে কোন কথা ঠিক নাই সরকারের। শালারা একেক বার একেক কথা বলে। সো এইটা হবে না মনে হয়।

দূর্ণীতি আমার বাল দমন হচ্ছে। রুই-কাতলা ধইরা লাভ না।...
আরে বাল যারা ডাইরেক্ট আকামের সাথে জড়িত লাখ লাখ পুলিশ বি,ডি আর আর অফিস কর্মকর্তা এদের না ধইরা কি করে???
এরা না থামলে অদের ধরে লাভ কি??

৩৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:০৪

আহমাদ মুজতবা বলেছেন: সোনার বাংলা ভাই আপনি ক্ষমতায় যানা আপনিও এমনই করবেন গ্যারান্টি... ১০০%

৩৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:১৫

মিরাজ বলেছেন: "অথচ এই সরকারের মূল দায়িত্ব নির্বাচন করা এইসব দূর্ণীতি দমন নয়। "

মুজতবা তোমার এই কথার সাথে একমত হতে পারলামনা। এই সরকারের দায়িত্ব একটি সুষ্ঠু নির্বাচন করা, শুধু নির্বাচন করা না।

দূর্নীতি দমন করতে না পারলে নির্বাচনে পূর্বের মতই কালো টাকার খেলা হবে আর দূর্নীতিবাজরা ক্ষমতায় এসেই বরাবরের মত লুটপাটের রাজত্ব কায়েম করবে।

তাই একটু দেরী হলেও সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার।

৩৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:৫৪

আহমাদ মুজতবা বলেছেন: সোনার বাংলা ভাই আছেন নাকি?

৩৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:০৮

সোনার বাংলা বলেছেন: ১.কোন কালে কি ভাইজান আপনার চিন্তা ছিলো?
নাকি বর্তমান কালের ইমেজের লাইগা শুধু দুঃখ লাগতাছে? আর এই জিনিষটা মনে রাখবা>
"অতীতই আগামীর স্বপ্ন দেখায় আর বর্তমান অতীতের ফল।" তাই বেশী চিন্তা না কইরা আপনি
ভালো করে পড়ে লেখা করুন সে ইমেজ রক্ষার জন্য।
২. ছাত্র সমাজ ঠিক আছে।কিন্তু তাদের রাজনীতি ঠিক
নাই। তারাই আমাদের(জাতীর) আগামীর স্বপ্ন! কিন্তু
তাদের কাজে কামে কয় হেরা হাসিনা খালেদা নিজামী
গংদের স্বপ্ন। দেখো হাসিনা খালেদা নিজামীরা কোন
দিন ও চায় না এরা সত্যইকারে মানুষ হয়ে জাতীর
সেবা করুক। তুমি জানো কি না জানি না, আমাদের নেতা নেত্রীদের ছেলে মেয়ে কিন্তু এই সব বিশ্ববিদ্যালয়ে পড়া লেখা করে না!কারন কি?তুমি তো মাত্র কলেজে,যখন বিশ্ববিদ্যালয়ে যাবে তখন চোখ কান মন খুলে দেখবে তারা কি করিতেছে।
৩. দেখো তুমি যেমন আমার ভাই(দেশ,জাতী বা ধর্ম) হিসেবে।তেমনই ছাত্র বা আর্মিরা ও আমার
তোমার ভাই। আর শুধু আর্মিরা মেরেছে আর ছাত্ররা
কি করেছে।দেখো তেমনই কোন ঘটনা যদি তোমার
অন্য দুই ভাইয়ের মাঝে ঘটে তাহলে তুমি কি করবে?
৪.হরতালের জন্য শুধু আওয়ামীলিগ দায়ী না! বি.এন.পি ও সমান ভাবে দায়ী। শুধু ক্ষমতার জন্য
তারা সব কিছু করতে পারে।

তোমার অন্য সব প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা
করো।আশাকরি মনের মতো উত্তর পাবে।
ধন্যবাদ।

৩৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:১০

ধ্রূপদী বলেছেন: ৫

৪০| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২০

ধ্রূপদী বলেছেন: কিন্তু, এইটা পিচ্চি না।

৪১| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৩০

আহমাদ মুজতবা বলেছেন: ধ্রুপদী ভাইয়া আমি পিচ্চি না বলার জইন্যে ধন্যবাদ।

৪২| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৩৬

পান্থ বিপুল বলেছেন: গণতন্ত্র চাই না, দ্রব্যমূল্যের দাম না কমালে সাধারণ মানুষ মরে যাবে, তখন গণতন্ত্র দিয়ে কি হবে?

৪৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:১২

আহমাদ মুজতবা বলেছেন: হুম ম ম

৪৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:১৭

আলোর দিশারী বলেছেন: ভালই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.