![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোরেরা খায় খুরমা-পোলাও সাধুদের ধারে ধারে,তাজ্জব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহার-মনিরুজ্জামান নিলয়
আমার এক বড় ভাই আনিছুর রহমান ,সে আমার পলিটেকনিক বড় ভাই হলেও ,সে আমাকে অনেক ভালবাসতো ।আর আমাকে সব সময় বলত নিলয় আগে যোগত্য অর্জন কর ,প্রতিদিন আমাকে এই কথা গুলা বলতো।
কিন্তু আমি ভাইকে একদিন প্রশ্ন করলাম ভাই এই কথা গুলো কেন বলেন।।?
ভাই পরে আমাকে বললো শুনো নিলয়....
সবাই কি সবাইকে ভালোবাসতে পারে নাকি?
নিজের লেভেলের এর কাউকে ভালোবাসতে হয়।
তা না হলে পরিবার মেনে নিতে চায় না।
যাই হোক আগে নিজে বড় হতে হবে,তারপর প্রেম ,ভালোবাসা।
হুম ভাই ঠিক বলছেন তবে আপনি কেনো প্রতিদিন বলেন যোগ্যতা অর্জন কর।
আচ্ছা আজ তাহলে বলি শোনো
জীবনের প্রথম এক মেয়ে কে প্রপোজ করছিলা্ম.....
(আনিছ ভাই আর মেয়েটি কথাকপোন)
আনিছ ভাইঃ আমি তোমাকে ভালোবাসি
-কি বলছ এসব?
আনিছ ভাইঃ I Love You,
-তোমার মাথা ঠিক আছে?
আনিছ ভাইঃ আমি তোমাকে ভালোবাসি।
-আমাকে ভালোবাসার কি যোগ্যতা আছে তোমার?
আনিছ ভাইঃ ভালোবাসার জন্য আগে যোগ্যতা প্রয়োজন নাকি মন?
-শুন আবেগ দিয়ে জীবন চলে না, জীবন খুব কঠিন, সিনেমার গল্প যদি এটা হতো তবে পসিবল হত,
আনিছ ভাইঃতাহলে কি বলছ তুমি?
-তুমি আগে আমার যোগ্য হয়ে আস,তারপর দেখা যাবে।
আমি কথা গুলো শুনে আমার ও মন খারাপ হয়ে গেল..ভাই বললো নিলয় একটা বিড়ি নিয়ে আসো আমার ভাল লাগছে না।
পড়ে ভাইকে একটা বেনশন কিনে দিলাম।
ভাই দেখি সারা দি ন রাত পড়ে আর সিগারেট খাই।
ভাইয়ের সাথে বেশ ২ বছর কাটায়লাম সিলেটে,পরে ভাই এর পড়াশুনা শেষ হল।
ভাই সিলেট থেকে বুয়েট কোচিং করার জন্য গাজীপুর চলে আসলো।
দীর্ঘ ৪ বছর পর হঠাত কাল আমার সাথে আনিছ ভাই এর গাজীপুর চৌরাস্তা দেখা্,
আমি তো অবাক ্ভাই ভাই ভাই বলে বুকে জড়িয়ে ধরলাম
পড়ে বাকিটা ইতিহাস।
ভাই কে আগে প্রশ্ন করলাম, ভাই শুঞ্ছি লাম আপনার ডুয়েটে চান্স হইছে্, আপনার তো অনেক যোগ্যতা হইছে্ ঐ মেয়ে টার কি খবর ভাই,
বাই তো অবাক নিলয় তোর এখনো মনে আছে্
মনে থাকবে না কেন ভা।।
আগে বলেন
আচ্ছা তাহলে বলি...........
কয়েকবছর পর,
এখন আমি বুয়েট এর তৃতীয় বর্ষের স্টুডেন্ট।
নীলিমার সাথে সেদিন এর পর আর কথা হয় নি,নীলিমা তার বন্ধুদের মাধ্যমে জানতে পেরেছে আমি ডিপ্লোমা শেষ করে বুয়েট এ পড়ে।নীলিমা তারপর নাকি আমাকে খুজেছে,
বাট পায় নি।
এখন আমি নীলিমা এর যোগ্য.।.।.।.।.।।( হা হা নিলয়)
হঠাত একদিন রাস্তায় আমাদের দেখা হলো,
কিছু কথা হবার পর একটা রেস্টুরেন্ট এ বসে গল্প করছি
,আমাকে এখনো ভালোবাস?
-কি বল এসব?
-আমায় বিয়ে করবে?
-কোথায় তুমি আর কোথায় আমি,
-I Love you,
-মজা করছ তাই না?
-আমি সত্যিই তোমাকে ভালোবাসি।
-সরি,,,,আমি যেখানে আছি, তুমি সেখানে আমার যোগ্য নও,,
আমার জন্য আমার লেভেল এর মেয়ে প্রয়োজন।
হা হা হা ভাই (প্রতিশোধ)
নীলিমার সেদিনের কথা মনে পড়ে গেল।
সে কাদতে কাদতে চলে গেল।
নীলিমা কে এখনো আমি ভালোবাসি
কিন্তু নীলিমা ভালোবাসে আমার যোগ্যতা কে,
আমার ক্যারিয়ারকে,
আমাকে ভালোবাসে না।
আমি এখন এমন এক জনকে চায় যে শুধু আমাকে ভালোবাসবে,তার অন্যকিছুকে নয় ,,,,,,,,,,,
কারন নীলিমার মত মেয়ে যে কালকে ওর চেয়ে ভালো ছেলে পেলে চলে যাবে না তার কোন নিশ্চয়তা নেই।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৬
সনেট কবি বলেছেন: ভাল বলেছেন।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪
মনিরুজজামান নিলয় বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬
মনিরুজজামান নিলয় বলেছেন: জম