নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজকে স্যালুট কর,তোমার বস কে নয়-নিলয়

মনিরুজজামান নিলয়

চোরেরা খায় খুরমা-পোলাও সাধুদের ধারে ধারে,তাজ্জব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহার-মনিরুজ্জামান নিলয়

মনিরুজজামান নিলয় › বিস্তারিত পোস্টঃ

দুর্দান্ত এগারো ব্যাচের ১১ বছর পূর্তি পূর্নমিলনী ও ইফতার মাহফিল-২০২২

০৮ ই মে, ২০২২ সকাল ৯:৩১

আমাদের মেলান্দহ এডমিন প্রতিনিধি: দুর্দান্ত এগারো ব্যাচ, ব্যাচ টি ২০১১ সালে সাধুপুর জমশের আলী মুন্সী উচ্চ বিদ্যালয়ের বিদায়ী ব্যাচ। আজ থেকে ১১ বছর আগে স্কুল এস এস সি পাশ করে যার যার মত কর্ম লাইফে ব্যস্ত। কিন্তু তাদের স্কুলের বেস্ট স্মৃতি হিসাবে স্কুল জীবন কে বেচে নিয়েছে, যার ফলে তাদের মনে প্রানে এখনো সব সময় স্কুল জীবন নিয়ে চিন্তা ভাবনা। সাধুপুর জমশের আলী মুন্সী উচ্চ বিদ্যালয় কে তারা অনলাইনে বিভিন্ন ভাবে তুলে ধরছে, স্কুল কে চিনিয়েছে সারা বাংলাদেশ কে। তাদের রয়েছে একটু ফেইসবুক গ্রুপ যার সদস্যা সংখ্যা ২২০০ প্লাস।

১১ ব্যাচের স্মৃতি হিসাবে তারা বিদ্যালয় এর সামনে লাগিয়েছে ১১ টি দেবদারু গাছ। যে গাছ গুলো বয়স বর্তমানে ১১ বছর।
১লা রমজান থেকে তাদের প্লানিং তারা ১১ বছর পূর্তি পূর্নমিলনী ও ইফতার মাহফিল- করবে।
অবশেষে তারা আয়োজন করে ও ইফতার মাহফিল এর ১০ দিন আগে স্কুলের সকল শিক্ষক/শিক্ষিকা, কমিটি বৃন্দ, ও অতিথিদের চিঠি বিতরন করেন ।
দুর্দান্ত এগারো ব্যাচের - আহসান হাবীব শিশির, রমজান আলী, শফিক ও শাকিল হাসান

সাধুপুর জমশের আলী মুন্সী উচ্চ বিদ্যালয়ের ২০১১ সালের এসএসসি ব্যাচের সকল বন্ধুরা মিলে মাহে রমজান উপলক্ষে এক ইফতার পার্টির ও বন্দুত্ব মিলন মেলার আয়ােজন করেছে ও সাধুপুর জমশের আলী মুন্সী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উযযাপন উপলক্ষে সুর্বন জয়ন্তী এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম নুরুল আমিন বিএসসি সাহেবের স্বরণে দোয়া মাহফিল।
১লা মে ২০২২ সকাল থেকে কেনাকাটাই ব্যস্ত দুর্দান্ত এগারো ব্যাচের কয়েক বন্ধু

কেনা কাটা শেষে স্কুলের সাদে সাজানো ব্যস্ত হয়ে পড়েন, দুর্দান্ত এগারো ব্যাচের ঘুম রাজ রুবেল রানা, মাহবুব রহমান, আহসান হাবীব শিশির ও মনিরুজ্জামান নিলয়

সব শেষে সাজানো শেষ করে বিকালে অতিথি বৃন্দ পার্টি তে আসা শুরু হয়

প্রথমে পবিত্র কোরআন থেকে কিছু দোয়া ও আলােচনা করা হয়, পরে সকল বন্ধুদের নেতৃত্বে এই ইফতার পার্টির কার্যক্রম শুরু করা হয়।


ইফতার পার্টি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান স্যার, রকিবুল ইসলাম, আইয়ুব স্যার, ওয়াকিল স্যার, কবির স্যার, জিয়াউল স্যার, জিয়াউল বিএসসি স্যার, ও সাবেক বাংলা শিক্ষক মজিদ স্যার উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি আলহ্বাজ আব্দুস সাত্তার মাষ্টার সাহেব, ম্যানেজিং কমিটির সন্মানিত সদস্য বৃন্দ আহসান শেখ, মোস্তাফা শেখ, আদিল সরদার উক্ত পার্টি তে উপস্থিত ছিলেন।
আর ও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয় এর বিদ্যালয়ের জমশের আলী মুন্সী নাতী রতন আহমেদ ও বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা সভাপতির পরিবার বর্গ।
২০১১ সালের এস এস সি ব্যাচের সকল ছাত্র সহ আরও অনেক সুধীজনেরা উপস্থিত ছিলেন



ইফতার পার্টির অন্যতম আয়োজক মনিরুজ্জামান নিলয় জানান, 'শুরুতে খুব অল্প কয়েকজন বন্ধু মিলে যখন পরিকল্পনাটি করছিলাম, তখন ভাবতেও পারিনি এত সাড়া পাবো। আমাদের রেজিস্ট্রেশনের কোটা মাত্র কয়েক দিনে টার্গেট ফিলআপ হয়ে যায়।
ব্যাচের অনেকে প্রথমে মত না দিলে পরে অনেকেই ফোন করছে, বিকাশে টাকা পাঠাতে চাইছে, কিন্তু আমাদের প্লানিং ছিল সবাই এক কালার পাঞ্জাবি পরে ইফতার করব, কিন্তু পাঞ্জাবি ঢাকা থেকে কেনার ফলে পরে আর কাউকে নেওয়া হয় নাই।
তবে দুই/তিন জন রেজিঃ করে আমাদের সাথে উপস্থিত হতে পারে নি,
তাদের আমরা অনেক মিস করছি- প্রতি বার আলমগীর আমাদের সাথে থাকলেও আমাদের সাথে উপস্থিত হতে পারে না।

ইনশাআল্লাহ সামনে সকল সদস্য উপস্থিত থাকবে বলে আশা রাখেন -মনিরুজ্জামান নিলয়

অন্যতম আয়োজক ঘুম রাজ রুবেল রানা বলেন, 'সামনের বছর আরও বড় আয়োজনে সব বন্ধুদের নিয়ে ইফতার পার্টি আয়োজনের কথা ভাবছি আমরা।

অনুষ্ঠানের পরিচালনা কারী আহসান হাবিব শিশির বলেন, প্রতি বছর আমরা ইফতার পার্টী করে থাকি, এবার ছিলো অন্য রকম। সাধুপুর জমশের আলী মুন্সী উচ্চ বিদ্যালয় ব্যানার টাঙ্গিয়ে ১ম ইফতার মাহফিল শুরু করি আমরা ১১ ব্যাচ । এর ধারাবাহিকতা সকল ব্যাচে ভালো লাগছে। সামনে নতুন চমক নিয়ে আসব- ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত স্কুলের সাবেক বড় ভাই,মুজাহিদুল ইসলাম বলেন, দুর্দান্ত ১১ ব্যাচ সাধুপুর জমশের আলী মুন্সী উচ্চ বিদ্যালয় কে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছে, তাদের মাধ্যমে স্কুল টি বিশ্ব চিনেছে।
শাকিব হাসান, সাইফুল ইসলাম, তানভীর আহমেদ, জাকিরুল, মহি, আশরাফুল সবাই এই ব্যাচের অনেক প্রশংসা করেন
অনেকে নিজ ফেইসবুক প্রোফাইল থেকে পোষ্ট ও করেন

মাহাবুবুল আলম বাবু লিখেন
১৯৭৩ সালে মেলান্দহের প্রত্যন্ত অঞ্চলে আমার বাবা মরহুম নূরুল আমীন বি.এসসি সাহেব আমার দাদা মরহুম জমশের আলী মুন্সি সাহেবের নামে " সাধুপুর জমশের আলী মুন্সি উচ্চ বিদ্যালয়" প্রতিষ্ঠিত করেন। যা অত্র এলাকার একমাত্র এমপিওভূক্ত উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রাখছে। আমার বাবা আমৃত্যু এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গতকাল (০১/০৫/২০২২) আমার বাবার হাতে গড়া সন্তানতূল্য প্রতিষ্ঠানের এস.এসসি ব্যাচ-২০১১ এর আমন্ত্রণে ইফতার মাহফিলে অংশগ্রহণ করি।
কৃতজ্ঞতা ব্যাচ-২০১১ কে....

শাকিব হাসান বলেন,

ব্যাচ'২০১১ সালের ইফতার আয়োজনে অতিথি হয়ে আজকের ইফতার পার্টিতে....! সাথে ছিলেন সাধুপুর জে.এ.এম উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ ও ম্যানেজিং কমিটির সভাপতি/সদস্যবৃন্দ।
অসংখ্য ধন্যবাদ আয়োজক কমিটি বা দূর্দান্ত'১১ ব্যাচের সকল সদস্যকে।
তোমাদের সফলতা কামনা করছি
দুর্দান্ত এগারো ব্যাচের বন্ধুরা বলেন , পরিবারের সবাই একসঙ্গে ইফতার করতাম। কিন্তু এখন ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে ইফতার করার অনুভূতিটাই আলাদা। ইফতার করাটা শুধু খাওয়ায় সীমাবদ্ধ নয়, তাদের সঙ্গে সম্পর্কও গভীর হয়। বন্ধুদের সঙ্গে ইফতার করলে পরিবার থেকে দূরে থাকার কথা আর মনে থাকে না।’

পরিশেষে, মনিরুজ্জামান নিলয় বলেন স্কুল উন্নয়ন হোক, স্কুলের পড়াশুনা উন্নয়ন হোক, স্কুলের সুনাম বিশ্বে ছড়িয়ে পড়ুক।

"গর্জে উঠো আবারো, দুর্দান্ত এগারো

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.