![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88
আজকের টপিক বিখ্যাত কিছু বাংলা সাহিত্যিকের মৃত্যুর কারন । অনেকদিন পর লিখতে বসলাম। আশা করি এই তথ্যবহুল পোস্ট আপনাদের ভালো লাগবে ।
১। রবীন্দ্রনাথ - প্রোষ্টেট অপারেশনের পর রক্তপাত (reactionary hemorrhage)।
২। নজরুল - নিউরোসিফিলিস ও পিকস ডিজেস।
৩। সুকান্ত - মেনিনজিয়াল টিউবারকিউলোসিস (যক্ষা).
৪। বঙ্কিমচন্দ্র –মাত্রাতিক্ত ডায়াবেটিস।
৫। জীবনানন্দ দাস – রোড ট্রাফিক এক্সিডেন্ট (ট্রাম)
৬। হুমায়ূন আহমেদ - কোলন ক্যান্সার।
৭। সুকুমার রায় - কালাজ্বর (মাত্র ৩৭ বছর বয়সে)
৮। অদৈত মল্লবর্মন - যক্ষা (পালমোনারী)
৯। মানিক বন্দ্যোপাধ্যায় - মৃগী রোগের জটিলতা (এপিলেপসি)
১০। সত্যজিৎ রায় - হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (মৃত্যুর আগের সপ্তাহে অস্কার পান)।
১১। আখতারুজ্জামান ইলিয়াস - লিভার ফেইলুর, সাথে ডায়াবেটিস (ঢাকা কম্যুনিটি হাসপাতালে)।
১২। সৈয়দ ওয়ালিউল্লাহ - স্ট্রোক (১৯৭১ সালে ১০ অক্টোবর মুক্তিযুদ্ধ চলাকালে প্যারিসে, দেশের নাজুক নাজুক পরিস্থিতিতে লাশ দেশে আনা যায় নাই। প্যারিসেই দাফন করা হয়।)
১৩। মুহম্মদ আব্দুল হাই - অপঘাত অথবা আত্মহত্যা (১৯৬৮ সালে সামরিক শসকগোষ্ঠী তার বিরুদ্ধে বিভিন্ন কুৎসা রটনা করে বিভিন্ন পত্রিকায়। রাগে ক্ষোভে ট্রেনেথেকে ঝাপ দিয়েছিলেন, আহত অবস্থায় দেশান্তরি হন। পরে আর জানা যায় নাই কিভাবে মারা গেছেন).
১৪। আহমদ শরীফ - বয়সের ভাড়ে (কুসংস্কার ও ধর্মান্ধতায় আচ্ছন্ন অবহেলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে দ্রোহী পুরুষ ড. আহমদ শরীফকে ধর্মান্ধরা শাস্ত্র ও প্রথা বিরোধিতার কারণে মুরতাদ ঘোষণা করেছিল। ১৯৯৫ সালে এক অসিয়তনামার মাধ্যমে তার মরণোত্তর চক্ষু ও দেহদান করার কথা লিপিবদ্ধ করে গিয়েছিলেন। সে অসিয়তনামায় লেখা ছিল, ‘চক্ষু শ্রেষ্ঠ প্রত্যঙ্গ, আর রক্ত হচ্ছে প্রাণ প্রতীক, কাজেই গোটা অঙ্গ কবরের কীটের খাদ্য হওয়ার চেয়ে মানুষের কাজে লাগাইতো বাঞ্ছনীয়’। তাঁর অসিয়ত অনুযায়ী মৃত্যুর পর তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের শিক্ষার উপকরণ হিসেবে ব্যবহারের জন্য দান করে দেয়া হয়।)
ধন্যবাদ সবাইকে । শুভ রাত । ভালো থাকুন ।
Courtesy-
Dr. Sayed Sujon
এমএস কোর্স- ইউরোলজি,
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়|
০৮ ই মে, ২০১৩ রাত ১:১৬
টানিম বলেছেন: ধন্যবাদ । আপনাদের মন্তব্য পেলে খুব খুশী হই , আপনারা হয়ত বুঝেন না ।
২| ০৮ ই মে, ২০১৩ রাত ১:১৫
মিজভী বাপ্পা বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।+++++++
০৮ ই মে, ২০১৩ রাত ১:১৮
টানিম বলেছেন: ধন্যবাদ বাপ্পা ভাই । আপনাদের প্লাস / ভালো লাগা পেলে এই সব পোস্ট লিখতে ট্রাই করব ভবিষৎ এ ।
৩| ০৮ ই মে, ২০১৩ রাত ১:৩২
ইয়েন বলেছেন: ভাল লাগল ...... অনেকক্ষন পর একটা ভাল এবং অন্যমত পোস্ট চোখে পরল
০৮ ই মে, ২০১৩ রাত ১:৩৫
টানিম বলেছেন: ধন্যবাদ ইয়েন ভাই ।
৪| ০৮ ই মে, ২০১৩ রাত ১:৩২
chai বলেছেন: ++++
০৮ ই মে, ২০১৩ রাত ১:৩৫
টানিম বলেছেন: ধন্যবাদ chai ..
৫| ০৮ ই মে, ২০১৩ রাত ১:৫৭
মুক্তকণ্ঠ বলেছেন: ভালো লেগেছে।
০৮ ই মে, ২০১৩ রাত ২:০১
টানিম বলেছেন: ধন্যবাদ
৬| ০৮ ই মে, ২০১৩ রাত ২:০৬
শিপু ভাই বলেছেন:
++++++++++++
০৮ ই মে, ২০১৩ রাত ২:১০
টানিম বলেছেন: ধন্যবাদ
৭| ০৮ ই মে, ২০১৩ রাত ২:৪৯
জাহিদ ১৯৯ বলেছেন: ভালো একটা পোষ্ট
০৮ ই মে, ২০১৩ দুপুর ১২:২১
টানিম বলেছেন: ধন্যবাদ
৮| ০৮ ই মে, ২০১৩ সকাল ১০:৫৭
নিজাম বলেছেন: ধন্যবাদ।
০৮ ই মে, ২০১৩ দুপুর ১২:২২
টানিম বলেছেন: আপনাকেও ।
৯| ০৮ ই মে, ২০১৩ সকাল ১১:১৭
কালা মনের ধলা মানুষ বলেছেন: ইন্টারেস্টিং একটা পোস্ট !!
++++++++++
০৮ ই মে, ২০১৩ দুপুর ১২:২৭
টানিম বলেছেন: Thanks ...
১০| ০৮ ই মে, ২০১৩ দুপুর ১২:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল একটি কালেকশন
১১| ০৮ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল একটি কালেকশন
০৮ ই মে, ২০১৩ দুপুর ১:১৩
টানিম বলেছেন: Thanks ..
১২| ০৮ ই মে, ২০১৩ দুপুর ২:৪৬
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: ভাল পোস্ট..।
০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৩০
টানিম বলেছেন: ধন্যবাদ
১৩| ০৯ ই মে, ২০১৩ রাত ১:৩৮
দুঃখ বিলাসি বলেছেন: +
০৯ ই মে, ২০১৩ দুপুর ১:৫৬
টানিম বলেছেন: Thanks ...
১৪| ০৯ ই মে, ২০১৩ সকাল ৯:৩৮
নয়ন বেষ্ট বলেছেন: ভালো পোষ্ট। ধন্যবাদ।
০৯ ই মে, ২০১৩ দুপুর ১:৫৬
টানিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ
১৫| ০৯ ই মে, ২০১৩ সকাল ৯:৫২
ভোরের রোদ বলেছেন: ভাল একটি কালেকশন
০৯ ই মে, ২০১৩ দুপুর ১:৫৭
টানিম বলেছেন: ধন্যবাদ
১৬| ১০ ই মে, ২০১৩ ভোর ৫:১২
খেয়া ঘাট বলেছেন: কালা মনের ধলা মানুষ বলেছেন: ইন্টারেস্টিং একটা পোস্ট !!
++++++++++
১০ ই মে, ২০১৩ দুপুর ২:২০
টানিম বলেছেন: ধন্যবাদ
১৭| ১০ ই মে, ২০১৩ ভোর ৫:১২
খেয়া ঘাট বলেছেন: রবীঠাকুরের এ ছবিটি আগে কখনো দেখিনি।
১০ ই মে, ২০১৩ দুপুর ২:২২
টানিম বলেছেন: গুগোল ইমেজ থেকে খুজে পেলাম । ধন্যবাদ
১৮| ১০ ই মে, ২০১৩ ভোর ৫:৪৫
না পারভীন বলেছেন: ডাঃ সুজনের ফেসবুকে আগে দেখেছি । ছবি লাগানোয় অন্য রকম সুন্দর হয়েছে ।
আপনাদের দুজনকেই ধন্যবাদ ।
সুজন কে এক কপি পাঠিয়েছেন , টানিম ? খুশি হত মনে হয় ।
১০ ই মে, ২০১৩ দুপুর ২:২৪
টানিম বলেছেন: পারভীন আপু , উনার ফেসবুক আইডি তো জানি না , জানলে শেয়ার দিতাম । আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।
১৯| ১০ ই মে, ২০১৩ দুপুর ২:৫৩
নস্টালজিক বলেছেন: জানলাম! বিখ্যাত সাহিত্যিকদের মৃত্যুর কারণ!
তবে চমকে গেলাম রবি বাবুর ছবিটা দেখে!
শুভেচ্ছা, টানিম!
ভালো থাকুন নিরন্তর!
১০ ই মে, ২০১৩ বিকাল ৩:৪২
টানিম বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য । ভালো থাকুন নিরন্তর!
২০| ১০ ই মে, ২০১৩ দুপুর ২:৫৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন পোস্ট।
১০ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৪
টানিম বলেছেন: ধন্যবাদ আশরাফুল ইসলাম । ভালো থাকুন নিরন্তর ।
২১| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৮
শ. ম. দীদার বলেছেন: ভালো পোষ্ট নিঃসন্দেহে। তবে আর একটু ডিটেইল্ড হলে ভালো হত। আর একটা বিষয়, জীবনানন্দ'র বিষয়টা এক্সিডেন্ট নয়, আত্মহত্যা।
১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৯
টানিম বলেছেন: হুম । ধন্যবাদ মন্তব্যের জন্য ।
২২| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৯
আহলান বলেছেন: ইন্টারেষ্টিং পোষ্ট ... এর পর বিদেশী রাইটারদের নিয়েও লিখবেন আশা করি ....
১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪১
টানিম বলেছেন: ওকে দেখা যাবে । আপাতত ধন্যবাদ আপনাকে ।
২৩| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: ইন্টারেস্টিং!
১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪২
টানিম বলেছেন: ধন্যবাদ
২৪| ৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩১
আদরসারািদন বলেছেন: ভাই! কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো। আপনি আমার মন ভালো করে দিয়েছেন।
বিখ্যাত সব পুরান মানুষকে একসাথে দেখে অনেক ভালো লাগছে।
৩১ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৭
টানিম বলেছেন: ধন্যবাদ আপনাকে । অনেকদিন পর । তাও পড়লেন । সেজন্য আবারও ধন্যবাদ ।
২৫| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৮
আরজু পনি বলেছেন:
সার্ভার ব্যস্ত থাকার পরও ফাকফোকর দিয়ে এই পোস্টটা দেখে অনেক কষ্ট করে এলাম পোস্টটাতে মন্তব্য করতে আর কৃতজ্ঞতা জানাতে এই দারুণ কাজটা শেয়ার করেছেন বলে।।
৩১ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৭
টানিম বলেছেন: ধন্যবাদ আপনাকে । অনেকদিন পর । তাও পড়লেন । সেজন্য আবারও ধন্যবাদ ।
২৬| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৭
কালোপরী বলেছেন: Interesting
৩১ শে জুলাই, ২০১৩ রাত ১১:১০
টানিম বলেছেন: ধন্যবাদ পরী ।
২৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪২
রাখালছেলে বলেছেন: অসাধারন পোষ্ট । আপডেট প্রত্যাশী ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৮
টানিম বলেছেন: ধন্যবাদ
২৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬
আমি তুমি আমরা বলেছেন: ভাল পোস্ট। তবে আমিও যদ্দূর জানি জীবনানন্দ আত্মহত্যা করেছিলেন।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১১
টানিম বলেছেন: হুম । ধন্যবাদ
২৯| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫২
আমিজমিদার বলেছেন: জটিল ম্যান, প্রিয়তে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭
টানিম বলেছেন: ধন্যবাদ
৩০| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৩
রাবেয়া রব্বানি বলেছেন: বেশ স্বস্তি লাগল জেনে সবাই কম বেশি ভুগছেন হাম লোগ আকেলা নেহি। জীবন সব সময় সব ক্ষেত্রেই এক রকম।
২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০৭
টানিম বলেছেন: হুম । সবাই ভুগেছেন ।আমরাও ভুগতাছি । অনেক আগের লেখা । পড়ার জন্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৩ রাত ১:১২
রাজীব নুর বলেছেন: Good job ...