![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88
একজন ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু কে জানি । তাঁর গবেষণার ক্ষেত্র ছিল গাণিতিক পদার্থবিদ্যা। সত্যেন্দ্রনাথ বসু আলবার্ট আইনস্টাইনের সঙ্গে যৌথভাবে বোস-আইনস্টাইন পরিসংখ্যান প্রদান করেন, যা পদার্থবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে বিবেচিত হয়। আজ উনার এম.এস.সি ইন মিক্সড ম্যাথ এর মার্কশীট টা দেখাব ।
উনি ১৯১৫ তে মিক্সড ম্যাথ এ ৮০০ নাম্বারের মাঝে ৭৩৬ পাইছিলেন । যা এখনও পর্যন্ত রের্কড মার্কস ক্যালকাটা ইউনি তে । ১০০ তে ১০০ পেয়েছিলেন একটা পেপারে । কি অসম্ভব একটা কাজ ছিল তখন ১০০ তে ১০০ পাওয়া ।
১৯২০ তিনি কোয়ান্টাম মেকানিক্স নিয়ে কাজ করেন । যার রিসার্চ ও চলছে ।
আসুন তার মার্কশীট টি দেখুন । আমার দেখে বিশ্বাস হচ্ছিল না, খুব দূর্লভ একটা ছবি ।
ধন্যবাদ ।
উনাকে নিয়ে বাকী লেখা এখানে পাবেন :
বৈজ্ঞানিক সত্যেন্দ্রনাথ বসু
হ্যাটস অফ বস । রেস্ট ইন পিস।
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৫
টানিম বলেছেন: এই সব পোস্ট পড়নের মানুষ নাই । ধন্যবাদ আপনাকে ।
২| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৫
সরলপাঠ বলেছেন: ধন্যবাদ শেয়ারের জন্যে।
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৯
টানিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ ...
৩| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২৭
কোডনেম ৬৬৬ বলেছেন: ভয়াবহ ব্রিলিয়ান্ট।
২৯ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩৫
টানিম বলেছেন: হুম । ধন্যবাদ
৪| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:২১
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এখনকার বাঙ্গাল নিজেরে দেখার টাইম পাবে কোথায়। আম্রিকা নয়তো বিলাতি কোনো কাগজে খবর বার হইলে তখন তার বিশ্বাস হয়।
৫| ২৯ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩৫
টানিম বলেছেন: হাহাহাহ । ধন্যবাদ
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৯
উদাসী স্বপ্ন বলেছেন: এই মানুষটা এখন শুধুই একটা মানুষ নন, উনি এখন একটা ইতিহাস যিনি ধারন করে আছেন মানসভ্যতার এগিয়ে যাওয়ার অজানা সব উত্তর। মুক্তমনায় লেখাগুলো পড়লাম। খুব সুন্দর লেখা! উইকিপিডিয়ার সমকক্ষ বলা যায়
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৩
নিয়ানডার্থাল বলেছেন: অসংখ্য
ধন্যবাদ।
এই অসাধারন বিষয়টি শেয়ার করার জন্য।